Vlogger Api Subarna

Vlogger Api Subarna Digital Content Creator Guideline

28/04/2024

কাঁকড়া খেতে কেমন লাগে?

27/04/2024

শুধু মাছ কেটে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম

🎉 Facebook recognised me as a top rising creator this week!
25/03/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

14/01/2024

আজকে এই শীতে যে নারী ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে সে শুধু নারী নয় মহীয়সী নারী
😵😴

তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া উচিত 🫣🫣🥱

01/01/2024

আবার ও চলে এলাম ব্যস্ত এই শহরে

গল্প তো সবারই থাকে।কারোটা হয় উপন্যাস কারোটা দীর্ঘশ্বাস❤
25/12/2023

গল্প তো সবারই থাকে।
কারোটা হয় উপন্যাস কারোটা দীর্ঘশ্বাস❤

22/11/2023

অহংকার কেবল স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নয়!
❤️

'সুবহানআল্লাহ'❤️

11/11/2023

"আপনার বিরুদ্ধে যখন কেউ ষড়যন্ত্র করে, কোন কুৎসিত পরিকল্পনা করে তখন তাদের অভিভাবক হিসেবে কাজ করে শয়তান!

সব কিছু জেনেও আপনি যখন চুপ থাকেন, সবর করেন তখন অভিভাবক হিসেবে আপনার পাশে দাঁড়ান স্বয়ং আল্লাহতায়ালা!

বলুন তো, আল্লাহর চাইতে উত্তম অভিভাবক আর কেউ আছেন??

যখন আল্লাহর সাহায্য আপনার সাথে থাকবে এই দুনিয়ার কোনকিছুই আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ্!!😊

21/10/2023

বিপদ থেকে মুক্তির দোয়া-

"লা-ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজজোয়ালিমিন"
🤲🤲

20/10/2023

মোনাজাতে ঝড়ে পড়া চোখের পানি কখনো বিফলে যায়না। আল্লাহ এই জুম্মার দিনে আল্লাহ সবার দোয়া কবুল করুন

(আমিন)🤲😍

20/10/2023

সকল মুখোশধারীদের বিচার কিছু টা হলেও আল্লাহ্ যেন এই দুনিয়াতেই করেন 🖤 যেমন সে অন‍্যের সাথে করেছে তার সাথেও যেন তেমনটাই হয়

20/10/2023

‘কারো জন্য কারো জীবন থেমে থাকে না’—এই কথাটা পুরোপুরি সত্য নয়। সময় যেহেতু বহমান স্রোতের মতো একটা বিষয় এবং সময়কে আটকে রাখা যেহেতু কোনোভাবে সম্ভব নয়, ফলে একজনের অনুপস্থিতিতে অন্যজনের জীবনের সময়গুলো ঠিকই কাটে বটে, কিন্তু সেই জীবনটাকে কতোটা ‘জীবন’ বলা যায় তা ব্যাখ্যাসাপেক্ষ।

বিষয়টাকে আরেকটু সহজ করা যেতে পারে।

ধরুন, আজ সকালে আপনার আম্মা মারা গেছেন। গতকাল সকালেও যিনি দিব্যি সুস্থ ছিলেন, আপনার সাথে ফোনে কথা বলেছেন অথবা অফিসে আসবার পথে আপনাকে ঘরের দোর পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন, সেই মমতাময়ী মা আজ হয়ে গেলেন সম্পূর্ণ ভিন্ন এক জগতের বাসিন্দা। বলুন তো—গতকালকের দিন আর আজকের দিন কি একই আপনার জীবনে?

আপনার আম্মা মারা যাওয়াতে আপনার জীবন কিন্তু থেমে থাকবে না। জীবন তার নির্দিষ্ট গতিতে চলবে। কিন্তু ‘মা সহ’ আর ‘মা ছাড়া’—এই দুই জীবন কি এক হবে কোনোদিন?

‘কারো জন্য কারো জীবন থেমে থাকে না’—এই কথাটা অবশ্যই সত্য, কিন্তু কারো কারো জন্যে জীবন মাঝে মাঝে হারাতে পারে তার স্বাভাবিক ছন্দ। কারো কারো অনুপস্থিতি জীবনে তৈরি করে দিয়ে যেতে পারে এক অনিঃশেষ শূন্যতা।

যার সাথে সংসার করবেন না বলে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যার হাতে পৌঁছে গেছে আপনার ডিভোর্স-লেটার, হতে পারে সে চলে যাওয়ার পর জীবন আপনাকে এমন একটা বাস্তবতার সামনে এনে দাঁড় করাবে যেখানে দাঁড়িয়ে আপনি তাকে অসম্ভবরকম মিস করবেন। সবকিছুর বিনিময়ে তাকে ফিরে পেতে চাইবেন।

যে বন্ধুকে অনায়াসে দূরে ঠেলে দিয়েছেন, হতে পারে তার অনুপস্থিতি আপনার জীবনে এমন এক শূন্যতা তৈরি করবে যেটা আপনি হাজারো বন্ধু দিয়েও পূরণ করতে পারবেন না। দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে হলেও তাকে ফেরত চাইবেন।

কিন্তু, জীবন সর্বদা সবাইকে ‘দ্বিতীয় সুযোগ’ দেয় না।

কারো জন্য কারো জীবন থেমে থাকে না ঠিকই, কিন্তু কারো কারো জন্য জীবন মন্থর হয়ে পড়তে পারে। বদলে যেতে পারে জীবনের স্বাভাবিক ছন্দ। তাই, সম্পর্ক ভেঙে ফেলার আগে সেই সম্পর্কের অনুপস্থিতি আপনার জীবনে কীরকম প্রভাব ফেলতে পারে—সেটা ভাবতে ভুল করবেন না।

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Vlogger Api Subarna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share