Hridoy

Hridoy Fazlul Karim Hridoy
(1)

30/05/2025
25/05/2025

রাতের আকাশে মেঘের আড়ালে রুপালী চাঁদ যেমন নিজেকে হারায় - আমিও সেদিন হারিয়ে ছিলাম। চাঁদকে নয়; তোমার মাঝে নিজেকে।

বিশাল সমুদ্রে একটা নীলচে তিমি হঠাৎ করেই যেমন ডুবে যায় - আমিও সেদিন ডুবেছিলাম। সমুদ্রে নয়। তোমার চোখের মায়ায়।

টানা তিনদিন ঝুম বৃষ্টির পর এক ঝলক রোদে মানুষ যেমন খুজে পায় রংধনু - আমিও খুজে পেয়েছিলাম। রংধনু নয়। তোমার চাপা ঠোঁটের হাসি।

অসাধারণ ক্যাপশন! এর সঙ্গে মিল রেখে টিকটকের জন্য ভাইরাল হতে পারে এমন হ্যাশট্যাগ নিচে দিলাম:

#রাতেরআকাশ
#মেঘেরআড়াল
#রুপালীচাঁদ
#হারানোনিজেকে
#চাঁদ_মাঝে
#নীলচেতিমি
#ডুবে_যাওয়া
#তোমারচোখেরমায়া
#রংধনু_সন্ধান
#ঝলকরোদ
#বৃষ্টিরপর
#চাপা_হাসি
#ভালোবাসারকথা
#কাব্য_মুহূর্ত
ুঁয়ে_যাওয়া

25/05/2025

আপনাকে কখনও ভুলতে চাইনা। না হোক কোনো যোগাযোগ, তবুও অবচেতন মনে সর্বক্ষন আপনার উপস্থিতি থাকে। তাই হয়তো কিছুক্ষনের জন্য সপ্ন দেখাটা আমার কাছে মেঘ না চাইতেই বৃষ্টির মতন। বাস্তবে দেখার সাধ কখনও মিটবে না জানি কিন্তু সপ্নে দেখতে পেরেও আমি বেজায় খুশি। অনেকটা ক্ষন, অনেকটা দিন এই সপ্নের কথা ভেবে ভেবে মনটা অনেক খুশি থাকে। আর আমার মনের প্রবল বিশ্বাস যেদিন আপনাকে দেখি, সেদিন সারাদিন এক অদ্ভুত আনন্দ পাই, দিনটি ভালো কাটে, হোক তা বছরে এক, দুইদিন। আপনার জন্য পাগল শব্দটি প্রায়ই শুনতে হয়, না এতে কোনো দুঃখ নেই আমার। বরং ভালোই লাগে আপনার জন্য অন্য একটি নামে পরিচিত লাভকরেছি। সপ্নগুলো এতো মধুর, না খারাপ সপ্ন ভেবে ভুল করবেন না। এই ধরুন পাশাপাশি বসে গল্প করা, একই রাস্তায় আমি যাচ্ছি, আপনি আসছেন, একটু হাসি ঠাট্টা করা, এই গুলোই অনেক আনন্দের স্মৃতি আমার কাছে। কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর, হোক না সেটা এক তরফা। ভালোবাসলে উল্টো ভালোবাসা পেতেই হবে এমন কোনো কথা তো নেই। সর্বশেষে নিয়মিত আপনার সুস্থ ও দীর্ঘায়ু জীবন কামনা করে যাচ্ছি এবং করেই যাবো। কারন আপনি ভালো না থাকলে মনে হয় আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো। আপনার থেকে কিছু চাওয়ার নেই, শুধু পৃথীবি ত্যাগ করার আগে একবার মন ভরে কথা বলতে চাই। এই কথা বলার তৃষ্ণাটা অনেক দিনের। ভালোবাসার রূপ তানেক।

20/05/2025

আমি বিশ্বাস করি, যে মানুষের পাশে দাঁড়ায়, তার জীবনে শান্তি এবং সার্থকতা আসে। কখনও কখনও নিজেকে ছাড়িয়ে অন্যের জন্য কিছু করতে পারাই আসল জয়। আমি জানি, পৃথিবীতে অল্প কিছু মানুষই থাকবে যারা আপনার জন্য কিছু করবে, কিন্তু যদি আপনি অন্যদের জন্য কিছু করতে পারেন, তবেই আপনি সত্যিকারের বড় মানুষ।

জানি, পৃথিবীতে অল্প মানুষই, আপনার জন্য কিছু করবে। তবুও ভাবি, যদি আমি পারি কারও জন্য, একফোঁটা ভালোবাসা রেখে যেতে তবে হয়তো আমি, একজন সত্যিকারের মানুষ।

তবুও মাঝেমাঝে খুব একা লাগে... যাদের জন্য করেছি, তারা কেউ নেই পাশে। ভালো থাকা শিখিয়ে দিয়ে, নিজেই রয়ে গেছি না-থাকার ভেতরে।

জানি না, এটাই কি ভালোবাসা? নাকি নিঃস্ব হওয়ার আরেক নাম?

Fazlul Karim Hridoy

09/05/2025

কয়েক বছর পর হলেও আপনি ঠিকই প্রমাণ পাবেন, আল্লাহ যা আপনাকে দেয়নি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিলো না।
আলহামদুলিল্লাহ ♥️

05/05/2025

তোদের সাথে কোন বন্ধুত্ব নাই যা😐

Address

S. S. K Road
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share