22/09/2024
রংপুর রেঞ্জ ডিআইজি হিসাবে পদায়ন করা হয়েছে, ফেনীর কৃতি সন্তান উপ পুলিশ মহাপরিদর্শক জনাব আমিনুল ইসলামকে।
Feni Police family
২২/০৯/২০২৪
ফেনীর ফুলগাজীর কৃতি সন্তান জনাব আমিনুল ইসলামকে ডিআইজি পদে পদোন্নতি করা হয়েছে গত ১৮ আগষ্ট ২০২৪ খ্রি. (রবিবার) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জনাব আমিনুল ইসলাম ধৈর্য, সততা, কর্মঠ ও নিজ যোগ্যতার পরিচয় কর্মের মাধ্যমে দীর্ঘ সময় পুলিশ ডিপার্টমেন্টে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি এক যুগেরও বেশি সময় ধরে পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল, বেতবুনিয়া, রাঙ্গামাটি জেলায় কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসাবে দায়িত্বরত ছিলেন। ২৪ সালের প্রথমদিকে তাকে পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর (পিটিসি) এর পুলিশ সুপার হিসাবে বদলী করে। পরবর্তীতে গেল ১৪ আগস্ট এই চৌকস কর্মকর্তাকে ডিএমপির ভারপ্রাপ্ত যুগ্ন কমিশনার (অ্যাডমিন এন্ড গোয়েন্দা-দক্ষিন) হিসেবে পদোন্নতি দেন এবং সেখান থেকে আবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়। আজ ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাষ্ট্রপতির আদেশে সিনিয়র সহকারী সচিত জনাব হাবিবুর হাসান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে আবার রংপুর রেঞ্জ ডিআইজি হিসাবে পদায়ন করা হয়।
ডিআইজি জনাব আমিনুল ইসলাম স্যারের ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন উত্তর নিলক্ষী গ্রামের মরহুম মৌলবি নুরুল ইসলাম মাস্টারের বড় ছেলে। তিনি ২৫ জানুয়ারি ১৯৯৯ ইং ১৮ তম (বিসিএস পুলিশ ক্যাডার) হিসেবে পুলিশে যোগদান করেন।
ফেনী পুলিশ পরিবার সহ সকল ফেনীবাসী স্যারের এমন পদায়নে খুঁশি এবং আনন্দিত, স্যারের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেছেন।
#ফুলগাজী #ফেনী #ডিআইজি #পুলিশ #নিউজ