Feni Police family

  • Home
  • Feni Police family

Feni Police family fenipolicefamily

৩০ জুলাই ২০২৫ খ্রি.চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট হতে স্ব...
30/07/2025

৩০ জুলাই ২০২৫ খ্রি.

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট হতে স্বীকৃতি পেয়েছেনঃ ফেনীর কৃতি সন্তান, ফেনী পুলিশ পরিবারের অন্যতম সদস্য, চট্টগ্রাম মিরসরাই থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মোঃ আতিকুর রহমান মজুমদার।

আমরা উনার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

মাইলস্টোন ছাত্র-ছাত্রীদেরপাশে থাকার প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশ।ছবিতে, রাজিব দাস, এএসআই (নিঃ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ।সদস...
22/07/2025

মাইলস্টোন ছাত্র-ছাত্রীদের
পাশে থাকার প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশ।

ছবিতে,
রাজিব দাস, এএসআই (নিঃ),
ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সদস্য, ফেনী পুলিশ পরিবার।

আমরা শোকাহত 🩶
21/07/2025

আমরা শোকাহত 🩶

14/07/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

২৪ মার্চ ২০২৫ খ্রি.ফেনী পুলিশ পরিবারের অন্যতম সদস্য জনাব জাফর আহাম্মেদ এএসআই (সঃ) পদে পদোন্নতি পেয়েছেন। তিনি পদোন্নতি স...
24/03/2025

২৪ মার্চ ২০২৫ খ্রি.

ফেনী পুলিশ পরিবারের অন্যতম সদস্য জনাব জাফর আহাম্মেদ এএসআই (সঃ) পদে পদোন্নতি পেয়েছেন। তিনি পদোন্নতি সূত্রে ১২ এপিবিএন, উওরা, ঢাকা হতে খাগড়াছড়ি জেলায় পদায়ন হয়েছেন। তিনি ২০১৬ সালের ১১ আগস্টে কনস্টেবল পদে নিয়োগ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পর প্রথমে ডিএমপি ঢাকায় পরবর্তীতে ৮ এপিবিএন ও ১২ এপিবিএনে তার উপর অর্পিত সকল দায়িত্ব সুনামের সহিত পালন করেছেন।

▪️উনার গ্রামের বাড়ি -
ফেনী জেলার ফুলগাজী উপজেলার গাবতলা গ্রামে।

আমরা উনার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

© Feni Police family 💙

ফেনী পুলিশ পরিবারের সম্মানিত পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব নিজাম উদ্দীন ভূঁইয়াকে লক্ষীপুর জেলার রায়পুর থানার ওসি হিসেবে পদ...
02/10/2024

ফেনী পুলিশ পরিবারের সম্মানিত পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব নিজাম উদ্দীন ভূঁইয়াকে লক্ষীপুর জেলার রায়পুর থানার ওসি হিসেবে পদায়ন।

পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব নিজাম উদ্দীন ভূঁইয়া আবির, তিনি ২০১০ সালের ১লা জুলাই, ৩২ তম (এস.আই) আউট সাইড ক্যাডেট হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ২০১৯ সালে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিঃ) পদ লাভ করেন। এবং পরবর্তীতে তিনি কুমিল্লা জেলা, খাগড়াছড়ি জেলা, চাঁদপুর জেলা, চট্টগ্রাম জেলা, এন্টি টেররিজম ইউনিট এবং সর্বশেষ লক্ষীপুর সদর থানার ওসি (তদন্ত) হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

উনার গ্রামের বাড়ি - ফেনী জেলার ফেনী সদর থানার পূর্ব কচুয়া গ্রামে। আমরা উনার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

Feni Police family 💐

রংপুর রেঞ্জ ডিআইজি হিসাবে পদায়ন করা হয়েছে, ফেনীর কৃতি সন্তান উপ পুলিশ মহাপরিদর্শক জনাব আমিনুল ইসলামকে।Feni Police family...
22/09/2024

রংপুর রেঞ্জ ডিআইজি হিসাবে পদায়ন করা হয়েছে, ফেনীর কৃতি সন্তান উপ পুলিশ মহাপরিদর্শক জনাব আমিনুল ইসলামকে।

Feni Police family
২২/০৯/২০২৪

ফেনীর ফুলগাজীর কৃতি সন্তান জনাব আমিনুল ইসলামকে ডিআইজি পদে পদোন্নতি করা হয়েছে গত ১৮ আগষ্ট ২০২৪ খ্রি. (রবিবার) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জনাব আমিনুল ইসলাম ধৈর্য, সততা, কর্মঠ ও নিজ যোগ্যতার পরিচয় কর্মের মাধ্যমে দীর্ঘ সময় পুলিশ ডিপার্টমেন্টে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি এক যুগেরও বেশি সময় ধরে পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল, বেতবুনিয়া, রাঙ্গামাটি জেলায় কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসাবে দায়িত্বরত ছিলেন। ২৪ সালের প্রথমদিকে তাকে পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর (পিটিসি) এর পুলিশ সুপার হিসাবে বদলী করে। পরবর্তীতে গেল ১৪ আগস্ট এই চৌকস কর্মকর্তাকে ডিএমপির ভারপ্রাপ্ত যুগ্ন কমিশনার (অ্যাডমিন এন্ড গোয়েন্দা-দক্ষিন) হিসেবে পদোন্নতি দেন এবং সেখান থেকে আবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়। আজ ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাষ্ট্রপতির আদেশে সিনিয়র সহকারী সচিত জনাব হাবিবুর হাসান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে আবার রংপুর রেঞ্জ ডিআইজি হিসাবে পদায়ন করা হয়।

ডিআইজি জনাব আমিনুল ইসলাম স্যারের ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন উত্তর নিলক্ষী গ্রামের মরহুম মৌলবি নুরুল ইসলাম মাস্টারের বড় ছেলে। তিনি ২৫ জানুয়ারি ১৯৯৯ ইং ১৮ তম (বিসিএস পুলিশ ক্যাডার) হিসেবে পুলিশে যোগদান করেন।

ফেনী পুলিশ পরিবার সহ সকল ফেনীবাসী স্যারের এমন পদায়নে খুঁশি এবং আনন্দিত, স্যারের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেছেন।

#ফুলগাজী #ফেনী #ডিআইজি #পুলিশ #নিউজ

19/09/2024

ফেনী জেলার (০৫) পাঁচ থানার ওসির বদলি;

নতুন অফিসার ইনচার্জদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন 💐
Feni Police family

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) ফেনীর কৃতি সন্তান।_________________________বাংলাদেশ পুলিশ, সদর দপ্তরের ডিআইজি (প্রশাস...
18/09/2024

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) ফেনীর কৃতি সন্তান।
_________________________

বাংলাদেশ পুলিশ, সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ফেনীর কৃতি সন্তান ডিআইজি জনাব আবু নাছের মোহাম্মাদ খালেদ। তিনি একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেনীতে প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৫তম বিসিএস পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। স্যারের পৈত্রিক বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা এলাকায়।

স্যারের এই পদায়নে ফেনী পুলিশ পরিবার তথা ফেনী বাড়ি সকলের পক্ষ থেকে স্যারকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

• আমরা স্যারের সর্বাঙ্গীণ সফলা কামনা করছি।

Feni Police family

RMP (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) কমিশনার হিসাবে পদায়ন হয়েছেন ফেনীর কৃতি সন্তান, জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।স্যারের বাড়ি ফ...
17/09/2024

RMP (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) কমিশনার হিসাবে পদায়ন হয়েছেন ফেনীর কৃতি সন্তান, জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।
স্যারের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়, স্যারের এই পদায়নে ফেনী পুলিশ পরিবার তথা ফেনী বাড়ি সকলের পক্ষ থেকে স্যারকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

• আমরা স্যারের সর্বাঙ্গীণ সফলা কামনা করছি।

Feni Police family

صَلَّىٰ ٱللَّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ 🇸🇦সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) এর শুভেচ্ছা।Feni Police family ❤️
16/09/2024

صَلَّىٰ ٱللَّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ 🇸🇦

সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) এর শুভেচ্ছা।

Feni Police family ❤️

NSI (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) শাখার পরিচালক হিসাবে পদায়ন হয়েছেন ফেনীর কৃতি সন্তান, ব্যারিষ্টার জনাব মোহাম্মদ মোশাররফ...
15/09/2024

NSI (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) শাখার পরিচালক হিসাবে পদায়ন হয়েছেন ফেনীর কৃতি সন্তান, ব্যারিষ্টার জনাব মোহাম্মদ মোশাররফ হোছাইন।

গত ৫ সেপ্টেম্বর ২০২৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও এনএসআইর পরিচালক পদে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি ব্যারিস্টার জনাব মোহাম্মদ মোশাররফ হোছাইনকে বদলি করা হয়।
স্যারের বাড়ি ফেনী জেলার সদর উপজেলায়, স্যারের এই পদায়নে ফেনী পুলিশ পরিবার তথা ফেনী বাড়ি সকলের পক্ষ থেকে স্যারকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

• আমরা স্যারের সর্বাঙ্গীণ সফলা কামনা করছি।

Address


Telephone

+8801822546455

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni Police family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feni Police family:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share