KN SUNNY

KN SUNNY একে অপরের পরিপূরক হই

09/07/2025

সোনাগাজী কমিউনিটির মিলনমেলায় যখন তুর্কি ব্যান্ড পার্টি'র হানা। নর্থ সাইপ্রাস।

27/06/2025

জলস্নান

"আমরা সোনাগাজীয়ান আমরা ঐক্যবদ্ধ " নর্থ সাইপ্রাসে সোনাগাজীয়ানদের পাশাপাশি সকল বাংলাদেশীদের সকল ধরনের সহযোগিতায় সফলভাবে কা...
24/06/2025

"আমরা সোনাগাজীয়ান আমরা ঐক্যবদ্ধ " নর্থ সাইপ্রাসে সোনাগাজীয়ানদের পাশাপাশি সকল বাংলাদেশীদের সকল ধরনের সহযোগিতায় সফলভাবে কাজ করছে সোনাগাজী কমিউনিটি। এটি একটি উদাহরণ হয়ে থাকবে।

23/06/2025

জমকালো আয়োজনে সোনাগাজী কমিউনিটি নর্দান সাইপ্রাস এর ঈদ-পুনর্মিলনী ও কমিটি গঠন নির্বাচন।

নর্দার্ন সাইপ্রাসে সোনাগাজীয়ানদের মিলনমেলা ও কমিটি নির্বাচন, দায়িত্বে পুনরায় ইমাম-জুয়েলনর্দার্ন সাইপ্রাস সোনাগাজী কমিউনি...
22/06/2025

নর্দার্ন সাইপ্রাসে সোনাগাজীয়ানদের মিলনমেলা ও কমিটি নির্বাচন, দায়িত্বে পুনরায় ইমাম-জুয়েল

নর্দার্ন সাইপ্রাস সোনাগাজী কমিউনিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী ইমাম হোসেন। সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক জুয়েল ৬৮ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোবারক হোসেন মুন্না ৪১ভোট পেয়েছেন।

শনিবার (২২জুন) দেশটির মাগুসা শহরের অনিত পার্কে সোনাগাজীয়ানদের মিলনমেলা সাংস্কৃতিক ও কমিটি নির্বাচন অনুষ্ঠান এক আনন্দঘন পরিবেশে সৃষ্টি করে। আলোচনা সভায় পারভেজ আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক জুয়েল। এসময় তিনি সংগঠনের বিভিন্ন কার্য-সম্পাদন ও সফলতার চিত্র তুলে ধরেন। এসময় সংগঠনের একাধিক সদস্য শুভেচ্ছা বক্তব্য রাখেন। সর্বশেষ সভাপতি ইমাম হোসেনের বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।

এরপরেই বেশ আনন্দঘন পরিবেশে নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইমাম হোসেন সভাপতি নির্বাচন হলে সাধারণ সম্পাদক পদে ভোটের আয়োজন করা হয়। সংগঠনের সকল সদস্যদের ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওমর ফারুক জুয়েল।

কমিটি নির্বাচনের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হয় সোনাগাজীয়ানদের মিলনমেলা।

সোনাগাজীর কমিউনিটি নর্দান সাইপ্রাস এর ঈদ পুনর্মিলন আগামী ২২জুন ২০২৫। সকলে আমন্ত্রিত।
17/06/2025

সোনাগাজীর কমিউনিটি নর্দান সাইপ্রাস এর ঈদ পুনর্মিলন আগামী ২২জুন ২০২৫। সকলে আমন্ত্রিত।

আমার ছেলের কোরবানির গরু🐂🐂। দাম জিগাইয়া লজ্জ্বা দিবেন না।😆😆
02/06/2025

আমার ছেলের কোরবানির গরু🐂🐂। দাম জিগাইয়া লজ্জ্বা দিবেন না।😆😆

21/05/2025

স্টুডেন্ট ভিসায় সাইপ্রাস(গ্রিক-তুর্কি) আসলে ফুড ডেলিভারি করতে পারবেন কি না || বিস্তারিত বলার চেস্টা করেছি ||

20/05/2025

সময়মতো খাবার পৌছানো গেলে কাস্টমার খুশি || সাইপ্রাসে ফুড় ডেলিভারি কাজ || সার্ভিস রোড কেন ব্যাবহার করি||

17/05/2025

মাঝরাতে কুকুরগুলো এভাবে অস্বাভাবিকভাবে ডাকছে কেন? কি হতে পারে? রাত (২:০০)। ডিউটি শেষ করে বাসায় এসে বারান্দায় বসে এধরনের ভয়ংকর আওয়াজ গা হিম হয়ে উঠল।

16/05/2025

ডেলিভারি দিতে গিয়ে পু*লি*শি বাধায়

শান্ডা পাই গেলাম। কিন্তু কপিল ত নাই। কেউ খাইলে জানাইয়েন।
16/05/2025

শান্ডা পাই গেলাম। কিন্তু কপিল ত নাই। কেউ খাইলে জানাইয়েন।

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when KN SUNNY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KN SUNNY:

Share