Shopno guri

Shopno guri Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shopno guri, Digital creator, Feni.

সবসময় আমি এরকম গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাই।  তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাত চুলায় দিয়ে তখন রান্না শুরু ...
17/09/2025

সবসময় আমি এরকম গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাই। তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাত চুলায় দিয়ে তখন রান্না শুরু করি। তোমরা কি এভাবে গুছিয়ে রান্না করো নাকি যখন যেটা দরকার তখন সেটাই করে ফেলো??








16/09/2025

🕗 রুটিন তৈরি করুন – প্রতিদিনের কাজের জন্য সময় ভাগ করে নিন।
📝 টু-ডু লিস্ট লিখুন – কী কী কাজ করবেন আগে থেকে লিখে রাখলে সময় নষ্ট হয় না।
🧹 ছোট কাজ সাথে সাথে করুন – জমিয়ে রাখলে চাপ বাড়ে।
💧 পানি বেশি পান করুন – সুস্থ থাকতে কাজের মাঝে পর্যাপ্ত পানি খাওয়া জরুরি।
🚶 বিরতি নিন – টানা কাজ না করে মাঝে মাঝে ছোট বিরতি নিন।
📦 জিনিসপত্র গুছিয়ে রাখুন – খুঁজে সময় নষ্ট হবে না।
🌙 সময়মতো ঘুমান – ভালো ঘুমই পরের দিনের কাজের শক্তি। #জীবনেরটিপস #সময়ব্যবস্থাপনা #সুস্থঅভ্যাস #সফলতারপথে #শেখাআরচেষ্টা

16/09/2025

📖 শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়।
✍️ যে শেখে, সে কখনো হারে না – হয় জেতে নয়তো শিক্ষা পায়।
🌱 শিক্ষা হলো সেই বীজ, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে ফল দেয়।
🕊️ সত্যিকারের স্বাধীনতা আসে জ্ঞানের মাধ্যমে।
💡 শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, জীবনের প্রতিটি অভিজ্ঞতাও শিক্ষা।
🚀 আজকের শেখা আগামী দিনের শক্তি।
🌍 শিক্ষিত জাতি হলো উন্নত জাতি। #শিক্ষা #শিক্ষারআলো #জ্ঞানইশক্তি #শিক্ষামূলক #বাংলাশিক্ষা #শেখারঅভ্যাস #জীবনেরশিক্ষা

15/09/2025

14/09/2025

"Cheesy pasta, cheesy smile 🧀✨"
"Twist, twirl & taste the magic 🍴"

14/09/2025

মানুষ তোমাকে নিয়ে কথা বলবেই, সেটা ভালো হোক আর খারাপ হোক—তুমি শুধু নিজের পথে চল।
সমালোচনা হচ্ছে প্রমাণ যে তুমি কিছু না কিছু আলাদা করছো।
সবাইকে খুশি রাখা যায় না, কিন্তু নিজেকে সত্য রাখা যায়।
যে মানুষ সমালোচনা করে, সে আসলে তোমার নয়, নিজের চরিত্র প্রকাশ করে।
সমালোচনা যদি গঠনমূলক হয়, তা গ্রহণ করো; আর যদি হিংসা থেকে হয়, তা এড়িয়ে যাও।
সমালোচক থাকলেই বোঝা যায় তুমি এগোচ্ছো।

13/09/2025

স্বপ্ন কি শুধু ঘুমের মধ্যে আসে, নাকি জেগেও দেখা যায়?

Good night













13/09/2025

🪴 মন ফ্রেশ করার কিছু সহজ কথা ও টিপস:
একটু হাঁটুন, খোলা বাতাস নিন 🌿
প্রিয় গান শুনুন 🎶
সোশ্যাল মিডিয়া থেকে কিছু সময় দূরে থাকুন 📵
প্রিয় খাবার খান 🍫☕
বন্ধু বা প্রিয়জনের সাথে হাসি-ঠাট্টা করুন 💬
নিজের জন্য একটু সময় রাখুন ✨
👉 মনে রাখবেন:
“মন খারাপ স্থায়ী নয়, চাইলে ছোট ছোট জিনিসেই মন ভালো করা যায়।” 🌸









13/09/2025

জীবন আসলে একটাই যাত্রা 🌿
কখনও সহজ, কখনও কঠিন।
কখনও হাসি, কখনও কান্না।
কিছু কথা –
জীবন মানেই শেখা, প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ।
সুখ দুঃখ মিলিয়েই জীবনকে সুন্দর করে তোলে।
যত কষ্টই আসুক, আশা হারানো যাবে না।
জীবন ছোট, তাই ভালোবাসা আর হাসি ছড়িয়ে দিতে হবে।
👉 মনে রাখবেন:
“জীবনকে সুন্দর করতে হলে সুখ খুঁজতে হবে না, বরং ছোট ছোট মুহূর্তে সুখ খুঁজে নিতে হবে।” 🌸









13/09/2025

Shobai sabdan😄









Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopno guri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share