20/05/2024
নিজেকে সুখী দেখানো খুব সহজ। তাই মানুষ তার চোখ-মুখ, কাজ, লেখা ও বাস্তবে কিংবা ভার্চুয়ালে সব কিছুতেই নিজেকে ফ্লেক্সিবল দেখায়, স্ট্রং দেখায় এবং সবাই এটাই দেখে ।
কিন্তু দুঃখ দেখানো কঠিন, দুঃখ জানানো ও কঠিন।
দুঃখ সবাইকে বলা যায় না, মন খারাপের কারণ সবাইকে বলা যায় না।
কেমন আছির জবাবে---❝সত্যি ভালো নেই❞--- এটাও লেখা যায় না।
দুঃখ বলার জায়গাটা কমফোর্টজোন হতে হয়,
শোনার আকৃতি থাকতে হয়,
হাতে সময় থাকতে হয়,
ধৈর্য থাকতে হয়,
চোখের শীতলতা থাকতে হয়,
যার এই কমফোর্ট জোন আছে, সে ব্লেসিং।
আর যার নেই, সে মূলত একা, ভীষণ একা।
#কমফোর্টজোন