Heart to Brain

Heart to Brain প্রিয় মানুষকে খুশী করার জন্য সাধ্যের মধ্যে উপহার দিতে যোগাযোগ করুন। ☺️💜

Life is nothing without straggle 🙂💖

আমি জীবনে অনেক অনেক গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে এই পার্সেল-টা সবচেয়ে আলাদা। এই পার্সেলের প্রতি-টা লাইন, প্রতি-টা শব্...
29/09/2025

আমি জীবনে অনেক অনেক গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ।

তবে এই পার্সেল-টা সবচেয়ে আলাদা। এই পার্সেলের প্রতি-টা লাইন, প্রতি-টা শব্দ এত সুন্দর কিভাবে হতে পারে তা আমার জানা নেই। কেমনে সম্ভব?🥺🥺 পার্সেল সুন্দর হতে পারে তাই বলে এত-টা? দিনের বেলা আমি পিক তুলে আপলোড করলেই বুঝতে পারবেন....❤️

আমি জানি না এই সুন্দর পার্সেল কে দিয়েছে! তবে শিউর বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি'র কোনো এক স্বেচ্ছাসেবী দিয়েছে। এবং আমি ধারণা করছি সে কে হতে পারে.... অন্তত আপনার নাম টা লিখে দিতে পারতেন।🥹🥹

ও হ্যাঁ, আরেক-টা কথা! ব্যাচ-টা আমার উইশ লিস্টে তীব্র-ভাবে ছিলো!🥹❤️‍🩹

শুভ জন্মদিন আমার প্রথম ও শেষ স্বেচ্ছাসেবী সংগঠন। অন্তরের অন্তস্তল থেকে জানাই শুভেচ্ছা। আজকের এই দিনেই বন্ধুমহল ব্লাড ডোন...
27/09/2025

শুভ জন্মদিন আমার প্রথম ও শেষ স্বেচ্ছাসেবী সংগঠন। অন্তরের অন্তস্তল থেকে জানাই শুভেচ্ছা। আজকের এই দিনেই বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি'র সূচনা হয়। দেখতে দেখতে পথচলার ৬ষ্ঠ বছরে পদার্পণ।

অনেক অনেক মানুষের পাশে থাকা বাকি৷ তাদের পাশে দাড়ানো ছাড়া থামা যাবে না। বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যেতে হবে। ❤️

রক্তের রঙ লাল।🩸❤️ শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি। বড্ড বেশী ভালোবাসি। হিংসে সে তো সম্ভব না। তোমার প্রতি আমার আন্তরিকতা, সম্মান, স্নেহ - ভালোবাসা সারাজীবন থাকুক।

আমাকে সবচেয়ে বেশী সম্মানিত করার স্থান-ই তুমি। শেষ টা যতই খারাপ হোক না কেন আমি শুরু-টা মনে রেখে বাঁচতে চাই।

আমায় ক্ষমা করো প্রিয় সংগঠন! 😓🙏 কিছু মানুষের অন্যায়ের জন্য আমি টিকে থাকতে পারিনি। আমি আমার স্বপ্ন গুলো পূরণ করতে পারিনি। আমি আমার অস্তিত্ব ধরে রাখতে পারিনি। সবশেষে আমি জিততে জিততে হেরে গেলাম।

Miss you my love bbds 😔😔

সবাই আছে শুধু আমি-ই নেই। 😓💔

- জোবেদা আক্তার ঝর্ণা (২৭শে সেপ্টেম্বর, ২০২৫)

26/09/2025

কাল অসুস্থ থাকায় খেলা না দেখে ঘুমাইছি। জীবনে একটা ভালো কাজই করছিলাম কাল🫠👍

24/09/2025

ইন্ডিয়ার Abhishek Out যাওয়ার পর ভরসা পেয়েছি। এবং ইন্ডিয়ার ১৬৮রান দেখে ভাবলাম জিতবে। আশা, ভরসার প্রতিদান বাংলাদেশ এমনেই দিবে ভাবি না। এত বেশী আশাহত না করলেও পারতো🙂 এত গুলো উইকেট অবিশ্বাস্য!! বাংলাদেশ এতটা হতাশ করবে একটুও ভাবি নাই! শুরু থেকে আস্থা রেখেছি। বাট ৮উইকেট যাওয়ার পর....👍🙂

24/09/2025

জেগে থেকে লাভ নাই।
গুড নাইট🙂👍

24/09/2025

ভাই কি খেলেন আন্নেরা?🙂👍

24/09/2025

৩৭বলে ৭৫রান নিয়ে আউট! সব রান তো একা-ই নিয়ে নিলো🥲!

24/09/2025

১৯বলে ৪৬ রান! Abhishek বেডা আউট যাস না🙂

24/09/2025

১৪বলে ১০রান দেখে গেছি।

মোবাইল রিস্টার্ট দিয়ে আসি দেখি ৩০বলে ৫৫রান।

তোরা আজ জিতবি?😾😾

শুকরিয়া Nasrin Akter Shanta বান্ধবী এত সুন্দর শাড়ী-টা আমায় উপহার দেওয়ার জন্য। 😌💙ভালোবাসা নিস।
24/09/2025

শুকরিয়া Nasrin Akter Shanta বান্ধবী এত সুন্দর শাড়ী-টা আমায় উপহার দেওয়ার জন্য। 😌💙

ভালোবাসা নিস।

🏷️রিভিউ💙✔️
22/10/2024

🏷️রিভিউ💙✔️

Address

Feni
Feni

Telephone

+8801717610347

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heart to Brain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Heart to Brain:

Share