
29/09/2025
আমি জীবনে অনেক অনেক গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ।
তবে এই পার্সেল-টা সবচেয়ে আলাদা। এই পার্সেলের প্রতি-টা লাইন, প্রতি-টা শব্দ এত সুন্দর কিভাবে হতে পারে তা আমার জানা নেই। কেমনে সম্ভব?🥺🥺 পার্সেল সুন্দর হতে পারে তাই বলে এত-টা? দিনের বেলা আমি পিক তুলে আপলোড করলেই বুঝতে পারবেন....❤️
আমি জানি না এই সুন্দর পার্সেল কে দিয়েছে! তবে শিউর বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি'র কোনো এক স্বেচ্ছাসেবী দিয়েছে। এবং আমি ধারণা করছি সে কে হতে পারে.... অন্তত আপনার নাম টা লিখে দিতে পারতেন।🥹🥹
ও হ্যাঁ, আরেক-টা কথা! ব্যাচ-টা আমার উইশ লিস্টে তীব্র-ভাবে ছিলো!🥹❤️🩹