Safwan Solaiman

Safwan Solaiman সৎ ও নীতিবান হওয়া এবং সত্য পথে চলা এটাই আমাদের ব্রত।

সুখবর 👍👍👍
17/05/2025

সুখবর 👍👍👍

01/05/2025

মহান মে দিবস ২০২৫।

২ জন মেয়ের জন্য ৪টা মায়ের বুক খালি হলো 🥲🥲"নিশ্চয়ই নারীদের চ"ক্রান্ত মহা ভ"য়া"নক।" (সূরা ইউসুফ: ১২:২৮)রাসূল (সা.) বলেন:...
21/04/2025

২ জন মেয়ের জন্য ৪টা মায়ের বুক খালি হলো 🥲🥲
"নিশ্চয়ই নারীদের চ"ক্রান্ত মহা ভ"য়া"নক।" (সূরা ইউসুফ: ১২:২৮)
রাসূল (সা.) বলেন:
“আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে বড় কোনো ফি"ত"না রেখে যাচ্ছি না।” (বুখারী: ৫০৯৬, মুসলিম: ২৭৪০)

💯
03/04/2025

💯

ঈদ মোবারক।
30/03/2025

ঈদ মোবারক।

26/03/2025

আগামীকাল একইরাতে
জুম্মাতুল বিদা ও লাইলাতুল কদর, আলহামদুলিল্লাহ 🤲🤲🤲

22/03/2025

@@ একটি সতর্কীকরণ পোস্টঃ
গতকাল প্রায় দুপুর সাড়ে বারোটা নাগাদ অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোন তুলতেই একটি আপু জানালো- খুব দুঃখিত ভাইয়া, আমি অনলাইনে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করছিলাম, ভুলকরে আমার মোবাইল নাম্বারটার জায়গায় আপনার নাম্বারটা দেওয়া হয়ে গেছে। কারণ, আপনার আর আমার মোবাইল নাম্বারটায় অনেক মিল আছে। তাই ভুল করে ফেলেছি। একটু পরেই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, প্লিজ ওটা মেসেজ বা রিং করে দেবেন? নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে আবার ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।
আমার মোবাইলে একটু পরেই একটা ওটিপি এলো। সাথে সাথে অন্য আরেকটা নাম্বার থেকে আবার সেই ফোন- ভাইয়া ওটিপি টা এসেছে, প্লিজ আমাকে জানান।
আমি একটু বুদ্ধি খাটিয়ে বললাম যে নাম্বারটা আমার মত সেটা থেকে একটা কল করুন!
জবাব এলো- ঐ নাম্বারটায় একদম ব্যালেন্স নেই, তাই এই নাম্বার থেকে কল করছি।
পরক্ষণেই আমার মোবাইলে ব্যাংকের মেসেজ এলো- "আপনি কি আপনার নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড চেন্জ এর জন্য রিকোয়েস্ট করেছেন? তাহলে পাঠানো ওটিপি টা ব্যাবহার করুন, রিকোয়েস্ট না করে থাকলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন"।
মাথা গরম হয়ে গেলো। সঙ্গে সঙ্গে প্রথম ও দ্বিতীয় নাম্বারে ফোন করলাম, জবাব এলো- সার্ভিস এরিয়ার বাইরে তাই যোগাযোগ সম্ভব নয়।
এটা একটা নতুন ভাবে ব্যাংক জালিয়াতির প্রচেষ্টা। আমি দু'টো নাম্বারই ব্যাংকে জানিয়ে দিয়েছি। তাই, সবার কাছে অনুরোধ এই খবরটা যতোজনকে পারেন ফরোয়ার্ড করুন ও নিরাপদে থাকুন, ধন্যবাদ।
বন্ধুদের জন্য বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ
মহিলা কন্ঠ শুনিবামাত্র গদগদ হওয়া যাইবে না।

19/03/2025

আল্লাহ গাজার মুসলিম কে তুমি রক্ষা করো। ইসরাইলকে ধ্বংস করে দাও। 🤲🤲🤲

17/03/2025

❤️‍🩹❤️‍🩹
১. অন্যের জীবন দেখে হিংসে করার সময়টা নিজের উন্নয়নে ব্যয় করুন।

২. কাউকে অতিরিক্ত মানসিকভাবে গুরুত্ব দেবেন না, মানুষ বদলায় এবং কাছের মানুষও একদিন অচেনা হয়ে যেতে পারে।

৩. নিজে একা সুখী হতে শিখুন। একা সুখী না হলে নিজের শক্তি কমিয়ে ফেলবেন।

৪. একাকিত্ব ভয় পাবেন না; খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাই ভালো।

৫. যারা আপনার কাছে সবসময় কিছু না কিছু চায়, তারা সাধারণত আপনার জন্য কমই করে।
৬. অস্থায়ী আবেগের উপর ভিত্তি করে স্থায়ী সিদ্ধান্ত নেবেন না।
১২. যদি কাউকে অতি উচ্চে স্থান দেন, তাহলে সে আপনাকে নিচু করে দেখবে।

12/03/2025

আপনার কন্যা সন্তানকে রক্ষা করতে নিচের নীতিগুলো মেনে চলুন!

১। ২ বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না।

২। প্রাপ্ত বয়স্ক কোন ব্যক্তি যখন আপনার সন্তানকে মজা করে বলে, তুমি আমার বউ হবে? এটা কখনোই প্রস্রয় দিবেন না

৩। আপনার কন্যাকে কখনোই কোন ব্যক্তির কোলে বসতে দিবেন না, সে যেই হোকনা কেন।

৪। কখনো কারো বাড়িতে একা যেতে দিবেন না।

৫। যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায়, আপনি লখ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে।

৬। সময় সময় আপনার বাচ্চার মোবাইলের ব্রাউজিং হিস্টোরি চেক করুণ, যে সে গুগলে কি সার্চ করছে।

৭। নিজের সন্তানকে সর্বনিন্ম ২ টি ফোন নাম্বার মনে রাখতে বলবেন, এবং আপনি নিজেও মনে রাখবেন।

৮। পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস তৈরি করুণ এবং সেই সময় মোবাইল এবং টিভি বন্ধ রাখুন।

৯। কোন খারাপ ধরনের চলচিত্র দেখতে না দিয়ে সব সময় প্রেরনাদায়ক ছবি দেখার জন্য, সন্তানকে উৎসাহিত করুণ।

১০। কোন রকম জাংকফুড বা ফাষ্টফুড খাওয়ানোর অভ্যাস করাবেন না। স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান।

১১। কোন প্রকার নেশার প্রতি যাতে আসক্ত না হয়, সেই দিকে খেয়াল রাখুন।

১২। আপনি নিজেও বাচ্চাদের সামনে যে কোন ধরনের নেশা করা থেকে বিরত থাকুন, এমনকি ধুমপান!

১৩। সাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে যেতে আপনার কন্য সন্তানকে জোড় করবেন না।

১৪। একটি বিষয় লক্ষ্য রাখুন। আপনার সন্তান বিশেষ কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কি না।

১৫। আপনার মেয়েকে পুরষ আছে এমন কোন বাড়িতে খেলতে যেতে দিবেন না।

১৬। নিজের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরন করে, ফ্রি হবার চেষ্টা করবেন।

১৭। নিজের বাড়িতে লাঠি জাতীয় কোন বস্তু অবশ্যই রাখুন, এবং আপনার সন্তানকে কোন ফাকা যায়গায় বা ছাদে সেই লাঠি চালনা করতে বলুন, যাতে বিপদের সময় প্রয়োগ করতে পারে।

১৮। পারিবারিক কোন অনুষ্টানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান, এতে তার মানুষিক বিকাশ ঘটবে।

১৯। মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স ২১-২৫। এই বয়সের মধ্যেই মেয়ে বিয়ে দেয়ার জন্য নিজে মানুষিক এবং আর্থিকভাবে প্রস্তুত করুণ।

২০। আপনার কন্যা সন্তানের বয়স কত? কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পোষ্টটি বেশি করে শেয়ার করে দিন!👍👍👍

11/03/2025

বর্তমান সময়ের বাস্তব চিত্র। 🤔🤔🤔

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Safwan Solaiman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safwan Solaiman:

Share