25/05/2025
রক্তের অভাবে চেহারাটাই বিকৃত হয়ে গেছে আম্মারের। ডাক্তার বলেছে লাগাতার কিছুদিন ব্লাড (প্লাজমা) দিতে পারলে শরীরের পানিটা নেমে যেতো। চোখ মেলে তাকাতে পারতো। কিন্তু ১৫ দিন হলো কোনো ব্লাড দিতে পারি নি। অফলাইনে অনেক চেষ্টা করেও সম্ভব হয় নি। লাগাতার কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ‘বাঁধন’ নে গিয়েছি। শহরের বড় বড় অনেক মাদরাসায় ঘুরেছি। কোথাও পাই নি। শাহবাগ কিংবা এর আশপাশে কোথাও কোন সভা সমাবেশ হলে ছুটে যেতাম এবং ঘোষণা দেয়াতাম কিন্তু কোন কাজ হয় নি। বি নেগেটিভ খুব রেয়ার তাই। বাধ্য হয়ে ফেসবুকের কয়েকজন সেলেব্রেটির ইনবক্সে অনেক অনুরোধ করেছিলাম একটা পোস্ট করার জন্য। কিন্তু আমি ফেমাস কেউ না বলে তারা এগিয়ে আসলেন না! ব্লাডের বিকল্প একটা ইনজেকশন ( নাম, Albumin) অবশ্য আছে। কিন্তু সেটার দাম ধরাছোঁয়ার বাইরে। ভালোটা ৯ হাজার আর নরমালটা ৫ হাজার। এমনিতেই এই চিকিৎসা অত্যধিক ব্যয়বহুল তবুও এ পর্যন্ত দশটা দেয়া হয়েছে ব্লাড না পেয়ে। এখন হয়তো প্রতিদিন একটা করে ব্লাড দিতে হবে নয়তো ওই ইনজেকশন।ফ্রেশ ব্লাড পাইলে এটা যেমন সাশ্রয়ী তেমন উপকারীও বটে।
একটি মানবিক আবেদন—
🩸জরুরি রক্তের প্রয়োজন🩸
💁রোগীর সমস্যা: নিফ্রোটিক সিনড্রোম/ কিডনি প্রবলেম
🔴রক্তের গ্রুপ: B- (বি নেগেটিভ)
💉রক্তের পরিমাণ:- আনুমানিক ১০ ব্যাগ
📆রক্তদানের তারিখ:- আজ
🏥রক্তদানের স্থান:- পিজি হসপিটাল শাহবাগ।
☎যোগাযোগ: 01781939198