29/05/2024
😁 গল্প ( ১)
রফিক অন্যান্য দিনের চেয়ে আজকে তার দোকান তাড়াতাড়ি বন্ধ করে বাসায় ফিরলেন।
গোমড়া মুখে বিষণ্ণচিক্তে !
অন্যান্য দিনের মতো দরজায় কড়া নাড়তেই ফাহিমা দরজা খুলে দিলো ।
কিন্তু রফিক সালামও দিলো না।
বাইরের পোশাক ও ফাল্টালোনা । জুতা ও খুললো না।
রফিক কারো সাথে কোন কথা না বলে বিছানায় শুয়ে পড়লো । মাথায় হাত রেখে উহ আহ করতে লাগলো।
ফাহিমা তার পাশে এসে দাঁড়ালো।
জিজ্ঞাসা করল
ফাহিমাঃ প্রিয়তম স্বামী তোমার কি হয়েছে?
কোন সমস্যা হয়েছে?
রফিক কোন উত্তর দিলেন না।
বিষন্ন ভাবে একদিকে তাকিয়ে রইলো।
ফাহিমাঃ হাত মুখ ধুয়ে আসো তোমাকে খাবার দিচ্ছি খাবার ঠান্ডা হয়ে যাবে।
রফিকঃ না না আমি খাবো না।আমার খেতে ইচ্ছে করছে না।
ফাহিমাঃ কেন কি হয়েছে? আমাকে খুলে বলো।
রফিকঃ না কিছুই হয়নি এখন আমার সামনে থেকে চলে যাও।
ফাহিমাঃ আহা কি হয়েছে তুমি না বললে আমি বুঝবো কিভাবে? আমাকে বল হয়তো আমি তোমার সহযোগিতা করতে পারবো।
রফিকঃ বললাম তো কিছুই হয়নি।
ফাহিমাঃ কিছু না হলে এমন বিষন্ন হয়ে আছো কেন?
আমাকে বলে দেখো না হয়তো কোন না কোন সাহায্য করতে পারি।
রফিকঃ তুমি আমাকে কিভাবে সাহায্য করবে?
ফাহিমাঃ তুমি ছাড়া আমার এই দুনিয়াতে আর কি আছে? তুমি চাইলে আমি আমার জীবনটা ও তোমার জন্য নির্দ্বিধায় দিয়ে দিতে পারি। তুমি আমাকে সমস্যাটা খুলে বলো প্রিয়তম।
রফিকঃ তুমি থাকো সারাক্ষন ঘরে আর এটা হলো বাহিরের ব্যাপার । সমস্যা হচ্ছে রাষ্ট্রীয় আইন।
ফাহিমাঃ আমাদের মত চা পোষা মানুষের রাষ্ট্রীয় আইন কিসের সমস্যা?
রফিকঃ সমস্যা মানে? জীবন মরণের সমস্যা!
গতকাল একটা আইন জারি হয়েছে। "যাদের ঘরে একটা বউ আছে , তারা যদি আরেক বিয়ে না করে, তাহলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসিতে ঝুলানো হবে।
এখন তুমি বলো বউ ! তুমি কি চাও আমি ফাঁসিতে ঝুলি?