Feni Television - ফেনী টেলিভিশন

Feni Television - ফেনী টেলিভিশন �ফেনী টেলিভিশন চ্যানেল ফলো দিয়ে সাথে থাকুন �

একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের আপোষহীন নেত্রী হয়ে ওঠার পথটা এত মসৃণ ছিল না। জীবনের বাঁকে বাঁকে সংগ্রামকে আলিঙ্গন করে স্থা...
15/08/2025

একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের আপোষহীন নেত্রী হয়ে ওঠার পথটা এত মসৃণ ছিল না। জীবনের বাঁকে বাঁকে সংগ্রামকে আলিঙ্গন করে স্থান পেয়েছেন গণমানুষের হৃদয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

আগে ছিল ছাত্রলীগ নেত্রী,  এখন ছাত্রদলের হল সভাপতি
14/08/2025

আগে ছিল ছাত্রলীগ নেত্রী, এখন ছাত্রদলের হল সভাপতি

আপনার মতামত কি বিস্তারিত কমেন্ট ✍🏿Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী...
14/08/2025

আপনার মতামত কি বিস্তারিত কমেন্ট ✍🏿

Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন Feni Television - ফেনী টেলিভিশন

তারেক রহমান বলেন !!
14/08/2025

তারেক রহমান বলেন !!

আপনার মতামত কি!!!🔥
14/08/2025

আপনার মতামত কি!!!🔥

কিছু হলেই যারা বি এন পি কে দোষ দেন ,আপনারা সতর্ক হয়ে যান , বি এন পি নৌকা না ... যে ভেসে আসছে ....       #বাংলাদেশ      #...
12/08/2025

কিছু হলেই যারা বি এন পি কে দোষ দেন ,
আপনারা সতর্ক হয়ে যান ,
বি এন পি নৌকা না ... যে ভেসে আসছে ....
#বাংলাদেশ #বাংলাদেশেরআজকেরখবর

05/08/2025

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিজয় র্যালী।

সোনাগাজীতে হাইব্রিডের ভিড়ে ত্যাগী বিএনপি বিপর্যস্তবিশেষ প্রতিনিধিঃসোনাগাজীতে আগে স্বৈরাচার আওয়ামীলীগের দোসর ও আওয়ামীলীগে...
04/08/2025

সোনাগাজীতে হাইব্রিডের ভিড়ে ত্যাগী বিএনপি বিপর্যস্ত
বিশেষ প্রতিনিধিঃ
সোনাগাজীতে আগে স্বৈরাচার আওয়ামীলীগের দোসর ও আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।আওয়ামীলীগ থেকে নিয়েছেন নানারকম সুযোগ সুবিধা। আবার ঐসময়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের উপর চালিয়েছেন নির্যাতন। ৫ই আগষ্ঠ শেখ হাসিনা ও তার দোসররা পালিয়ে গেলে রয়ে যায় গ্রামে গন্জে তার পেত আত্মারা।বর্তমানে তারা বোল পাল্টে রাতের অন্ধকারে বিএনপির কিছু সুবিধাবাধী নেতাদের হাত ধরে রাতারাতি বিএনপি বনে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকার বাসিন্দা শেখ আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ফেনী-৩ সোনাগাজী-দাগনভুঁঞা আসনের সাবেক সাংসদ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর খুবই আস্থাবান ছিলেন একইসাথে উপজেলা যুবলীগের সভাপতি ও আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল হক হিরনের ঘনিষ্ঠ কর্মী।ঐ এলকার বিএনপি নেতারা জানিয়েছেন, শেখ আনোয়ার সাংসদ জেনারেল মাসুদের থেকে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়েছেন।টিআর কাবিখা থেকে শুরু করে ঈদের সময় সেমাই চিনি পর্যন্তও নিয়েছেন।অবৈধ এই এমপির বাড়ির ঘাটলায় ছিল শেখ আনোয়ার ও তার সাঙ্গপাঙ্গদের আড্ডা।আরো অভিযোগ আছে যুবলীগ নেতা হিরন চেয়ারম্যানের সাথে চলাফেরা ও রাজনৈতিক মিছিল মিটিংয়ে অংশগ্রহণ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার এই চিত্র ব্যাপক ভাইরাল হলেও পদক্ষেপ নেই বিএনপি নেতাদের।বরং অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে তাকে বিএনপিতে পুনর্বাসন করা হয়েছে।
আমিরাবাদ ইউনিয়নের এক বিএনপি নেতা জানিয়েছেন, আওয়ামীলীগ নেতা শেখ আনোয়ার এখন বোল পাল্টে রাতারাতি বিএনপি বনে যান।আনোয়ার ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে সোনাপুর বিএনপির ত্যাগী নেতাকর্মীরা আজ অতিষ্ঠ।দলীয় সভাসমাবেশে ত্যাগী কর্মীদের জায়গা না হলেও শেখ আনোয়ারদের প্রথম সারিতে চেয়ার দিতে হয় যা বিএনপির জন্য লজ্জা।বিএনপি এতোবড় দল অথচ ত্যাগীদের সরিয়ে আওয়ামী পুনর্বাসন প্রক্রিয়া চলছে এখন বিএনপিতে।
আমিরাবাদ ইউনিয়ন যুবদলের এক নেতা নাম প্রকাশ না করে প্রতিবেদককে বলেন,বিগত ১৭ বছর আওয়ামী যাতাকলে পিষ্ট হয়ে জেল জুলুম খেটেছি বিএনপির জন্য। রাজপথে সরব থেকেও এই হাইব্রিডদের ভীড়ে এখন আমরা ঘরে ঢুকে যেতে হচ্ছে। শেখ আনোয়ারদেরকে পুনর্বাসন করা হচ্ছে। অথচ আমাদের ত্যাগ তিতীক্ষাকে অবমূল্যায়ন করে আমাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করছে উপজেলা ও জেলা বিএনপির নেতারা।
উপজেলা যুবদলের এক নেতা জানিয়েছেন,ফেনী জেলা কৃষকদলের এক নেতার আত্মীয় হওয়ার সুবাদে ঐ নেতার হাত ধরে শেখ আনোয়ার কৃষকদলে অভিষেক করার গুন্জন উঠেছে।সোনাপুরে শেখ আনোয়ারের সাথে আরো ১০ জন আওয়ামীলীগ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এখন বিএনপির রাজনীতিতে সক্রিয়।
অভিযোগ উঠেছে এরা ১১ জন সক্রিয় হয়ে উঠলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য এটি একটি অশনী সংকেত হবে বলে ধারণা করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে অন্তকোন্দল লাগিয়ে ভয়াবহ রক্তপাত ঘটনাও হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মনে করেন, বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা এখনই স্বোচ্ছার না হলে ত্যাগী কর্মীরা বিপদে পড়বে।

 #আজকের ঢাকায় "মুচাপুর ক্লোজার নির্মাণ" দাবিতে আয়োজিত মানববন্ধনের আড়ালে ঘটে গেল ভিন্ন এক নাটক!সোনাগাজী সমিতি, ঢাকা—মানবব...
02/08/2025

#আজকের ঢাকায় "মুচাপুর ক্লোজার নির্মাণ" দাবিতে আয়োজিত মানববন্ধনের আড়ালে ঘটে গেল ভিন্ন এক নাটক!
সোনাগাজী সমিতি, ঢাকা—মানববন্ধনের নামে আয়োজন করলো স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনের উৎসব!

সলিম উল্ল্যাহ সেলিম – সোনাগাজীর পরিচিত আওয়ামী লীগ নেতা,
আর শাহাদাৎ হোসেন জুয়েল – আওয়ামী লীগের প্রচার সম্পাদক!
👏👏

মানুষের ন্যায্য দাবিকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক পুনরুত্থান—এটাই কি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা নয়?

সোনাগাজীতে সহোদরদের বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ নিজস্ব প্রতিবেদক >>>সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের...
30/07/2025

সোনাগাজীতে সহোদরদের বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক >>>
সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম মহেশ্চর এলাকায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে সহোদরদের বিরুদ্ধে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শিমুল চন্দ্র দাস (৩৮) নামের এক ব্যক্তি এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শিমুল চন্দ্র দাস পশ্চিম মহেশ্চর এলাকার কিরন পোদ্দার বাড়ির মৃত কিরন চন্দ্র দাসের ছেলে। তিনি জানান, পারিবারিক ওয়ারিশি সম্পত্তি ভাগাভাগির সময় তার ভাইয়েরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কম জমি বুঝিয়ে দেন এবং পরে সম্পূর্ণ জমি জোরপূর্বক দখল করে তাকে উচ্ছেদ করেন।

লিখিত অভিযোগে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন— রবি দাস (৫০) পিতা: মৃত নিতাই চন্দ্র দাস, মিনাল কান্তি দাস (৩৯) পিতা: মৃত কিরন চন্দ্র দাস, কুনুজল (৪২) পিতা: মৃত কিরন চন্দ্র দাস, সুশিল চন্দ্র দাস (৫৩) পিতা: মৃত নিতাই চন্দ্র দাস সকলেই পশ্চিম মহেশ্চর, কিরন পোদ্দার বাড়ির বাসিন্দা।

শিমুল চন্দ্র দাস সোনাগাজী মডেল থানায় দেওয়া অভিযোগে জানান, তার সহোদর ভ্রাতা ও একই পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধে জড়িত। গত ২৭ মে বিকাল ৪টার দিকে বিবাদীরা তার ওয়ারিশী জমি জবরদখলের উদ্দেশ্যে বাড়ির উঠানে একত্রিত হয়। এ সময় শিমুল বাধা দিতে গেলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে লাঠি-সোটা নিয়ে মারধরের চেষ্টা করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করেন।

তিনি আরও জানান, বিবাদীরা পূর্বে জমি ভাগাভাগির সময় কৌশলে তার প্রাপ্য অংশ থেকে কম জমি বুঝিয়ে দেন এবং পরবর্তীতে দখল করে নেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হন। এ ঘটনায় তিনি সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বায়েজিদ আকন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিডনীতে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন! নবপ্রজন্মের আন্দোলনের মহানায়ক হিসেবে পরিচিত মাহফুজ, যার প্রতি অনেকেই ভরসা রেখেছিলেন, ত...
29/07/2025

সিডনীতে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন!
নবপ্রজন্মের আন্দোলনের মহানায়ক হিসেবে পরিচিত মাহফুজ, যার প্রতি অনেকেই ভরসা রেখেছিলেন, তার নাম এখন একটি বিতর্কের কেন্দ্রে। জন্মদেশের বৃহত্তর নোয়াখালীর সন্তান, মাহফুজের নামের পাশে আজ যোগ হচ্ছে বিতর্ক, ঠিক যেমনভাবে কিছুদিন আগে আলোচনায় এসেছিল হাতিয়ার হান্নান মাসুদ ও 'ধরা খাওয়া' সমন্বয়ক রিয়াদ। নোয়াখালীর গৌরবময় ইতিহাস ও মর্যাদার প্রতি এই অব্যবহার আমাকে গভীরভাবে ভাবিয়ে তোলে।

জানা গেছে, মাহফুজের আপন বড় ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করে। উচ্চতর লেখাপড়ার পাশাপাশি এখানে সে পার্টটাইম একজন নিবেদিত যাত্রী সেবক, বাংলায় বলা হয় 'ট্যাক্সি ড্রাইভার'। মাহফুজের বিভিন্ন লবিং ও ফাইলিংয়ের কমিশনের অর্থ অস্ট্রেলিয়াতে তার স্টুডেন্ট ভাইয়ের ব্যাংক একাউন্টে জমা হচ্ছিল দীর্ঘ ৯ মাস ধরেই (Commonwealth Bank of Australia), গত ২৪/০৭/২০২৫ মিডল ইস্ট থেকে একটি সাড়ে ছয় কোটি টাকার লেনদেন অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার (AUSTRAC) নজরে আসে। অস্বাভাবিক আর্থিক এই কার্যকলাপের দায়ে তার ভাইয়ের ব্যাংক একাউন্টটি জব্দ করা হয়। বিষয়টি বর্তমানে তদন্তাধীন, তাই বিস্তারিত আপাতত চেপে যেতে হচ্ছে।

তথ্য অনুযায়ী, এই অর্থ জন্মদেশের একটি প্রভাবশালী বেনিয়া গোষ্ঠীর প্রজেক্ট থেকে পাওয়া 'কমিশনভিত্তিক হিস্যা'। জন্মদেশে মাহফুজ ফাইল তদবির ও লবিং করে আর কমিশনের অর্থ অস্ট্রেলিয়াতে ভাই রিসিভ করে, কিন্তু অস্ট্রেলিয়ার অর্থনৈতিক গোয়েন্দা বিভাগ (AUSTRAC) বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করছে। অনেকেই এখন এই অস্বাভাবিক 'ধরা খাওয়া লেনদেন'কে তুলনা করছে বিগত B.A.L আমলের সেই 'ছাগল কাণ্ড' এর সাথে।

এই বাস্তবতায় আমার মনে প্রশ্ন জাগে—আমরা কি শুধুই একজন বা দুজন সমন্বয়ককে লক্ষ্য করব, নাকি পুরো সিস্টেমে যারা প্রবেশ করেছে তাদেরকেও কঠিনভাবে পর্যবেক্ষণ করব?

আমার সুপারিশ, জন্মদেশে অবস্থানরত প্রতিটি সমন্বয়ক এবং তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের [ফার্স্ট ডিগ্রী রিলেটিভ] আর্থিক লেনদেন, ব্যাংক একাউন্ট এবং সম্পদ বিবরণী একটি জাতীয় পর্যবেক্ষণের আওতায় আনা হোক। এর আওতায় তাদের পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী, শ্বশুর-শাশুড়ি, শ্যালক-শ্যালিকা—সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে।

বিশেষ করে, হাতিয়ার সেই আলোচিত সমন্বয়ক হান্নান মাসুদ ও তার দ্বিতীয় স্ত্রীর পরিবার, এমনকি তার শ্বশুরবাড়ির পক্ষের সম্পত্তিও আজই রাষ্ট্রীয় তদন্তের আওতায় আনা উচিত। না হলে, দেশের উন্নয়নপ্রয়াস এক শ্রেণির দুর্বৃত্তদের হাতে জিম্মি হয়ে পড়বে—যেখানে দেশের কৃষক, শ্রমজীবী মানুষ শুধু দর্শক হয়ে থাকবে, এবং ত্যাগের বদলে পাবে হতাশা ও অবহেলা।

সময় এসেছে সততা ও আদর্শিক নেতৃত্বকে রক্ষা করার, আর দুর্নীতির বিষবৃক্ষকে মূল থেকে উপড়ে ফেলার।

নাহিদ ইসলাম এনসিপি
16/07/2025

নাহিদ ইসলাম এনসিপি

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Feni Television - ফেনী টেলিভিশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category