29/06/2025
কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধ র্ষ ণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফজর আলীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটে ২৬ জুন (বৃহস্পতিবার) গভীর রাতে, মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে। ২৫ বছর বয়সী ওই নারী তখন বাবার বাড়িতে ছিলেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত ফজর আলী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ১১নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকনের বডিগার্ড হিসেবেও পরিচিত।
তবে ঘটনা সামনে আসার পর ফেসবুকভিত্তিক একটি পেজ ‘মুরাদনগর লাইভ টিভি’ ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়ায়। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই পেজটি সাবেক আওয়ামী লীগ এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠদের মাধ্যমে পরিচালিত হয়।
এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে মুরাদনগর উপজেলা বিএনপি। আহ্বায়ক মহিউদ্দিন অন্জন ও সদস্য সচিব মোল্লা মজিবুল হক এক যৌথ বিবৃতিতে বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কিছু মিডিয়া বিএনপিকে জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালিয়ে যাচ্ছে।
তাদের দাবি, সাবেক এমপি ইউসুফ হারুন ও তার ঘনিষ্ঠরা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে এই কাজ করছেন।
সূত্র: ঢাকা টাইমস টোয়েন্টিফোর
#কুমিল্লা #মুরাদনগর #ধর্ষণ #আওয়ামলীগ #বিএনপি