Enormous Luxury Area

Enormous Luxury Area Order with confidence – Stay stylish, stay you!"

"Enormous Luxury Area – Trendy & affordable women’s wear.
স্টাইলিশ থ্রি-পিস, কুর্তি ও আরও নানা কালেকশন, একদম সাশ্রয়ী দামে।
Quality guaranteed, delivery available all over Bangladesh.

12/07/2025

Follow this Channel.

“যতটা কমফোর্ট, ততটাই ক্লাস” 💛মা কিংবা আপুর জন্য হোক, কিংবা নিজের জন্য –এই থ্রি-পিস কালেকশন হবে তোমার আলমারির প্রিয় চয়েস!...
05/07/2025

“যতটা কমফোর্ট, ততটাই ক্লাস” 💛
মা কিংবা আপুর জন্য হোক, কিংবা নিজের জন্য –
এই থ্রি-পিস কালেকশন হবে তোমার আলমারির প্রিয় চয়েস!
📍 কালার ভ্যারিয়েন্টস: ক্ল্যাসিক ৪টা কালার
🛍️
📲 অর্ডার করতে ইনবক্সে knock করো এখনই

How is this? 😮😲
05/07/2025

How is this? 😮😲

28/06/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

20/06/2025

আলহামদুলিল্লাহ ২৮ জনের পরিবার সম্পূর্ণ আপনাদের সমর্থনে। ইনশাআল্লাহ পরের বছর Stock in করবো।

আসসালামুয়ালাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আমি বলেছিলাম যে এই মাসে স্টক in করব কিন্তু পড়ালেখার চাপ থাকায় পারছি ন...
19/05/2025

আসসালামুয়ালাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আমি বলেছিলাম যে এই মাসে স্টক in করব কিন্তু পড়ালেখার চাপ থাকায় পারছি না তবে হয়তো এই করতে নাও পারি পরের বছরও করতে পারি দেখা যাক। ইনশাআল্লাহ কোনো না কোনো সময় পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আর আমার জন্য দোয়া করবেন।

09/05/2025

💥✨আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদেরকে আমি বলেছিলাম যে এই মাসে Stock In করব। দুদিন পর আমার পরীক্ষা তাই একটু দেরি হবে।

02/05/2025

সময় খুবই সন্নিকটে আপনারা খুব শীগ্রই আমাদের গ্রাহক হয়ে যাবেন। চেষ্টা করবো ভালো সার্ভিস দিতে। আপনারা প্রী অর্ডার করতে পারেন চাইলে।🎉💥✨

22/04/2025

📢ঘোষণা📢

আপনাদের সুবিধার্থে আমি পরের মাসে স্টক পূর্ণ করব। আপনাদের জন্য সুতির থ্রি-পিস আর লিনেন এর থ্রি পিস আনবো।যেহেতু এই প্রথম শুরু করছি তাই স্টক কম থাকবে আপনাদের জন্য প্রি অর্ডার সিস্টেম চালু রেখেছি। আর আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট। ডিসকাউন্ট নিয়ে পরে বিস্তারিত বলব। ইনশাআল্লাহ আপনাদের খুশি করার চেষ্টা করবো।

আশা করি প্রি অর্ডার করবেন।

11/04/2025

আসসালামুয়ালিকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন তো এসএসসি পরীক্ষা কাল থেকেই শুরু হয়েছে তো সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা যেন তারা ভালভাবে পরীক্ষা দিতে পারে।

07/04/2025

📢 আপডেট ফর মাই লাভলি ফলোয়ারস 📢

কয়েকদিন আগে আমি ঘোষণা দিয়েছিলাম আমার নিজের কাপড়ের ব্যবসা শুরু করার।
তখন থেকেই অনেকেই আমাকে সাপোর্ট করেছেন, খোঁজ নিয়েছেন, পাশে থেকেছেন—তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ❤️

আজকে আপনাদের জানাতে চাই—আমি এখনো ব্যবসা শুরু করিনি, তবে ধীরে ধীরে সব প্রস্তুতি এগিয়ে চলেছে।
ইনশাআল্লাহ খুব শিগগিরই, যখন সঠিক সময় মনে করবো, তখনই ব্যবসা শুরু করবো এবং স্টক পূর্ণ করব।

🧵 নতুন ডিজাইন, মানসম্পন্ন কাপড়, ট্রেন্ডি কালেকশন—সবকিছু নিয়ে আসছি তোমাদের জন্য।
💬 অনেকেই আগ্রহ দেখিয়েছেন, মেসেজ দিয়েছেন—তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা।

🎉 বর্তমানে আমাদের ফলোয়ার সংখ্যা মাত্র ১৬ জন।
এই ছোট্ট শুরুটাকে বড় করতে চাই তোমাদের সহায়তায়।
👉 যদি ভালো লাগে, তাহলে পেজটি শেয়ার করো, বন্ধুদের ইনভাইট করো, যেন আমাদের ছোট্ট এই উদ্যোগটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।

⏳ একটু সময় দিচ্ছি নিজেকে গুছিয়ে নেওয়ার, যেন শুরুটা হয় পরিপূর্ণভাবে।
এই যাত্রায় পাশে থাকো, সাথেই থাকো।

ভালোবাসা আর দোয়া চাই সবার 🙏

05/04/2025

আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ আগামী মাসে যদি পারি ইনশাআল্লাহ আমি আমার কাজ শুরু করব।📢🎉🥳

Address

Feni
3940

Alerts

Be the first to know and let us send you an email when Enormous Luxury Area posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enormous Luxury Area:

Share