Update News

Update News প্রতিদিন বাংলা নিউজ আপডেট পেতে ফলো বাটনে ফলো দিয়ে রাখুন।
ধন্যবাদ।
(3)

💔 প্রবাসে রুমের ভিতর মৃত্যু হলো আমাদের এক ভাইয়ের। পারমিট না থাকায় রুমের লোকজন তাকে রাস্তায় ফেলে দিল! 😢হে আল্লাহ, আমাদ...
07/07/2025

💔 প্রবাসে রুমের ভিতর মৃত্যু হলো আমাদের এক ভাইয়ের। পারমিট না থাকায় রুমের লোকজন তাকে রাস্তায় ফেলে দিল! 😢
হে আল্লাহ, আমাদের এই প্রবাসী ভাইকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন। 🤲 আমিন।
👉 ভাই ও বোনেরা, দয়া করে এই পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যেন তাঁর পরিবারের কাছে খবর পৌঁছে যায় এবং সঠিক ব্যবস্থা নেওয়া যায়। 🙏

#প্রবাসীভাই #মানবিকতা #শেয়ারকরুন #মানুষমানুষেরজন্য
Update News Hossain & Shamim Bro

একজন মানুষ কতটা হৃদয়হীন হলে এরকম একটা কাজ করতে পারে!! …যে নারীর নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়ে তুলেছে,তার বুকেই সে...
03/07/2025

একজন মানুষ কতটা হৃদয়হীন হলে এরকম একটা কাজ করতে পারে!! …
যে নারীর নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়ে তুলেছে,
তার বুকেই সে পুরুষ লাথি মারতে পারে?

সাভারের তারেক নামের এক ব্যক্তি—যার দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল।
জীবনের আশা যখন নিভে যাচ্ছিল, তখন তার পাশে ছিল তার স্ত্রী টুনি।

টুনি তাঁর স্বামী তারেককে একটি কিডনি দান করেছিলেন।
যখনই শুনেছিলেন তার স্বামী দুইটি কিডনি ন*ষ্ট
নিজের কথা না ভেবে.. নিজের জীবনের মায়া ত্যাগ করে!
স্বামীকে ভালোবাসে নিজের ( কিডনি) অ*ঙ্গ কেটে প্রিয় মানুষকে এক নতুন জীবন দিয়ে দিয়েছিলেন।

কিন্তু কেবল কিডনি দিয়েই উনি থেমে যাননি তিনি।
চিকিৎসা, হাসপাতাল, ঔষধ—
নিজের বাবার বাড়ি থেকে পাওয়া তার সম্পত্তি ৮-১০ লাখ টাকা এনে
তারেকের চিকিৎসা চালিয়ে গিয়েছেন।

একটা মেয়ে কতটা নিঃস্ব হতে পারে একজন পুরুষকে বাঁচাতে?
নিজের শরীর, নিজের বাবার সহায়-সম্পদ, নিজের সুখ—সব হারিয়ে দিয়েছেন তিনি।

আর আজ তার প্রতিদান কি জানেন ?

যে পুরুষ তার স্ত্রীর কিডনিতে নতুন জীবন পেয়েছে,
সে এখন পরকীয়া করছে অন্য এক নারীর সাথে।😅
সেই নারীকে ঘরে তুলেছে, আর নিজের স্ত্রীকে?

মেরেছে, নির্যাতন করেছে, এমনকি স্ত্রীর কিডনি অপারেশনের স্থানে লা*থিও মেরেছে!
হ্যাঁ, এই নিষ্ঠুরতাও এক বাস্তব ঘটনা।

আহ ভালোবাসা!!!💔 কিছু কিছু পুরুষ ও নারীর কিছু কর্ম কান্ড বিয়ের মতো পবিত্র বন্ধন কেও আজ ধোঁকায় পরিনত করেছে 🤐

Collected ~~

26/06/2025

চলমান কবিরা গুনাহ থেকে দূরে থাকতে না পারলে
রুকইয়াহ চিকিৎসার জন্য
নক করবেন না ⚠️

collected
26/06/2025

collected

📚 পড়া লেখা নষ্টের যাদুর সাধারণ লক্ষণসমূহ:১. মনোযোগ ও স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়াকিছুক্ষণ আগে পড়া জিনিস ভুলে যাওয়ালেখাপড়ায়...
26/06/2025

📚 পড়া লেখা নষ্টের যাদুর সাধারণ লক্ষণসমূহ:

১. মনোযোগ ও স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া
কিছুক্ষণ আগে পড়া জিনিস ভুলে যাওয়া
লেখাপড়ায় মন বসে না
মাথায় পড়া ঢোকে না, মুখস্থ করতে পারছে না
বারবার পড়লেও মনে থাকে না

২. বিরক্তি, অলসতা ও ঘুম ঘুম ভাব
পড়তে বসলে ঘুম চলে আসে
প্রচণ্ড অলসতা ও অকারণে বিরক্তি
পড়ার সময় ক্লান্তি ও মাথা ব্যথা অনুভব

৩. অদৃশ্য ভয় ও দুশ্চিন্তা
পরীক্ষার সময় বা পড়ার সময় অতিরিক্ত ভয়
মন অস্থির হয়ে যায়, হঠাৎ কান্না পায়
মনে হয় কেউ যেন কিছু করছে

৪. দৃষ্টিভ্রম ও ভুল লেখা-পড়া
লাইন লাইন ওয়ার্ড গুলিয়ে ফেলা
ভুল করে উত্তর লিখে ফেলা
চোখে অদ্ভুত কিছু দেখা বা অন্ধকার দেখা

৫. হঠাৎ ভালো ছাত্র/ছাত্রীর অবনতি
আগে ভালো রেজাল্ট করা ছাত্র হঠাৎ ব্যর্থ হতে থাকা
কোনো কারণ ছাড়াই রোল নম্বর নিচে নেমে যাওয়া
শিক্ষক-অভিভাবকের দৃষ্টিতে "বদলে গেছে" মনে হওয়া

৬. ঘুম ও স্বপ্নে অস্বাভাবিক বিষয় দেখা
জ্ঞানী-গুণী আলেম বা শিক্ষক মারা যাচ্ছেন এমন দেখা
সাপ, অন্ধকার, লাশ, পতন এসব স্বপ্নে আসা
ঘুম ভেঙে যাওয়া, দুঃস্বপ্নে ভয় পাওয়া

৭. গুপ্ত যাদুর চিহ্ন
ঘরে বা ব্যাগে অজানা তাবিজ, সুতা, কাগজ পাওয়া
নতুন জায়গা থেকে ফিরে এসে লক্ষণ শুরু হওয়া
হিংসুক কারো সন্দেহভাজন আচরণ

📌 যা করা উচিত:
✅ নিয়মিত রুকইয়াহ শুনা (বিশুদ্ধ কুরআনের চিকিৎসা)
✅ ৩টি সময় রুকইয়াহ শোনা: ঘুমানোর আগে, ফজরের পর, পড়ার আগে
✅ নিয়মিত সূরা বাকারা, ফালাক, নাস, আয়াতুল কুরসী পাঠ
✅ পড়ার জিনিসের উপর দম করা
✅ হিজামা/রুকইয়াহ চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

প্রয়োজনে চিকিৎসা পেতে যোগাযোগ করুন:

01612933662
Afifa Ruqyah Center
Raqi Rakib Hussain

শিশুকে কোন চ্যানেল দেখতে দিচ্ছেন,🤷‍♀️❌ ৭টি ক্ষতিকর ইউটিউব চ্যানেল (শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ)চ্যানেল নাম ক্ষতিকর দিক উদাহর...
24/06/2025

শিশুকে কোন চ্যানেল দেখতে দিচ্ছেন,🤷‍♀️
❌ ৭টি ক্ষতিকর ইউটিউব চ্যানেল (শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ)

চ্যানেল নাম ক্ষতিকর দিক উদাহরণ

১. ChuChu TV ❌
অতিরিক্ত রঙ, শব্দ ও দ্রুতগতির ফুটেজ 👉
শিশুদের অস্থির করে তোলে, মনোযোগের সমস্যা তৈরি করে শিশু ঘুমানোর সময় বারবার এই কার্টুন দেখতে চায়, মনোযোগ কমে।

২. Cocomelon❌
অত্যধিক repetitive ও overstimulating; 👉
শব্দ ও সংগীতের মাধ্যমে “screen addiction” হয়ে যয়, বাচ্চা রেগে যায় যদি Cocomelon বন্ধ করা হয়।

৩. Diana and Roma ❌
বাস্তব জীবনের বিলাসীতা, খেলনা, ঘোরাফেরা দেখিয়ে শিশুদের ভোগবাদী মানসিকতা শেখায়👉
শিশু খেলনার জন্য জেদ করে কারণ "Diana" সেটাই করছে

৪. Vlad and Niki❌
নাটকীয়, চিৎকার ও অস্বাভাবিক আচরণ শেখায় 👉
যা শিশুরা অনুকরণ করে শিশু ঘর ভাঙচুর করে বলে “Vlad does it!”

৫. Little Baby Bum ❌
গান ও কার্টুনের মধ্যে বাস্তবতা ও কল্পনার বিভাজন দুর্বল করে, শিশুর চিন্তাশক্তিতে নেতিবাচক প্রভাব ফেলে👉
শিশু সবসময় গানেই চিন্তা করে, বাস্তব কথা শুনতে চায় না

৬. Morphle❌
হিংসাত্মক ও অপ্রাসঙ্গিক রূপান্তর ও আচরণ শিশুদের মধ্যে হিংসা ও অলীক চিন্তা তৈরি করে👉
Morphle হয়ে মানুষকে ‘হারিয়ে দেওয়া’ মজার মনে করে

৭. Elsa and Spiderman Parody Videos ❌
সেক্সুয়াল সাবটেক্সট, হিংসাত্মক কনটেন্ট – এগুলো শিশুর চোখে ঝাঁকুনির মতো👉
Elsa-Spiderman ভিডিওতে অশালীন পোশাক ও সংলাপ থাকে

✅ ৭টি শিক্ষনীয় ও মেধা বিকাশমূলক ইউটিউব চ্যানেল (নিরাপদ ও উপকারী)

চ্যানেল নাম -ভালো দিক -উদাহরণ

১. Peep and the Big Wide World- বৈজ্ঞানিক চিন্তা ও অনুসন্ধান শেখায় 👉
শিশু পিপের মতো প্রশ্ন করে: “পানি কেন শুকায়?”

২. Blippi -রঙিন হলেও বাস্তব অভিজ্ঞতা শেখায় (যেমন: মিউজিয়াম, গাড়ি, কাজ) 👉
“Construction Vehicle” দেখিয়ে শেখায় কাজের প্রতি আগ্রহ

৩. Sesame Street -নৈতিক শিক্ষা, গঠনমূলক ভাষা, আবেগ নিয়ন্ত্রণ শেখায় 👉
“Elmo says: Sharing is caring” শিশু মনে রাখে

৪. Ms. Rachel (Songs for Littles) -
স্পিচ থেরাপি ও ভাষা শেখাতে সহায়ক, খোলামেলা ও আসল মানব মুখ ব্যবহার করে 👉
দেরিতে কথা বলা শিশুরা Ms. Rachel দেখে শব্দ শেখে

৫. Super Simple Songs -
স্লো, ক্লিয়ার এবং নির্দিষ্ট বয়স উপযোগী গান – শিশুর শব্দভাণ্ডার বাড়ে👉
“If You’re Happy and You Know It” গান শেখায় শরীরচর্চা ও শব্দ

৬. National Geographic Kids প্রাণীজগত, প্রকৃতি, পৃথিবী সম্পর্কে শেখায় “How bees make honey” দেখে শিশুর জিজ্ঞাসা বেড়ে যায়
৭. SciShow Kids বিজ্ঞানভিত্তিক সহজ ব্যাখ্যা ও পর্যবেক্ষণ শেখায় “Why do leaves change color?” দেখে শিশু জানতে চায় প্রকৃতি নিয়ে

🔍 সচেতনতা ও পরামর্শ:

YouTube Kids অ্যাপে Parent Control ব্যবহার করুন

প্রতি ভিডিওর বিষয়বস্তু আগে দেখে দিন

সময় সীমা দিন — দিনে সর্বোচ্চ ২০ মিনিট (২-৫ বছর বয়সে) প্রতিদিনেম ৬০ মিনিট।

শিশুর পাশে বসে ভিডিও দেখুন ও আলাপ করুন
এই পোস্টের প্রতিটা চ্যানেলের কার্টুন আমি ৫-৮মিনিট করে দেখে দেখে এই চ্যানেলগুলো সিলেক্ট করেছি। তাই বলছি, কি দেখতে দিচ্ছেন তা খুব গুরুত্বপূর্ণ।

দয়া করে সচেতন হবেন।🙏cp

24/06/2025

শক্তিশালী রুকইয়াহ
ভয় লাগলে,জ্বীনের উপদ্রব, ব্লাক ম্যাজিকের জন্য, বাচ্চাদের উপর বদনজর পড়লে, এই রুকইয়াটা চোখ বন্ধ করে শুনুন।
আর আপনার প্রতিক্রিয়া কমেন্ট করে জানান।
আফিফা রুকইয়াহ সেন্টার
রাক্বী রাকিব হোসাইন
☎️01612933662(imo+WhatsApp)

24/06/2025

Dhakapost.com .commoment

তিনি বলেছেন, ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে তেহরানে আক্রমণ না করে, তাহলে আমরাও কোনো জবাব দেব না
24/06/2025

তিনি বলেছেন, ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে তেহরানে আক্রমণ না করে, তাহলে আমরাও কোনো জবাব দেব না

ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া: আরাঘচিকে পুতিন
23/06/2025

ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া: আরাঘচিকে পুতিন

23/06/2025

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Update News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category