Main uddin

Main uddin মানুষের পাশে থাকাই আমার ধর্ম, মানবিকতাই আমার পরিচয়।

Main Uddin Sohagh
Founder Finance Director
Feni cardiac center and specialized hospital.
&
Deputy Managing director
New American Diagnostic Center.
170 S.S.K Road, Feni 3900.

আব্বা আম্মার মধ্যে ভীষণ ঝগড়া। প্রায় ২৪ ঘন্টা কথা বন্ধ। হঠাৎ দেখি আম্মা ফেসবুকে পোস্ট করছে, ‘আমি ভালো আছি, তুমি কেমন আছো?...
11/07/2025

আব্বা আম্মার মধ্যে ভীষণ ঝগড়া। প্রায় ২৪ ঘন্টা কথা বন্ধ। হঠাৎ দেখি আম্মা ফেসবুকে পোস্ট করছে, ‘আমি ভালো আছি, তুমি কেমন আছো?’

আমি গিয়ে সেই পোস্টে কমেন্ট করছি, ‘আমি ভালো আছি আম্মা, তুমি কেমন আছো?’

আম্মা রিপ্লাই দিছে, ‘তোরে বলি নাই।’

ফোনটা রেখে আম্মার রুমে গিয়ে বললাম, ‘পাব্লিকলি পোস্ট করছো আবার বলো তোরে বলি নাই।’

আম্মা বললো, ‘তুই চুপ থাক, যে বোঝার সে বুঝছে।’

বললাম, ‘যে বোঝার সে তো তোমার পোস্টে রিএক্ট করে নাই, কমেন্টও করে নাই।’

আম্মা কতক্ষণ কী যেন ভাবলো। কিছুক্ষণ পর দেখি আগের পোস্টটা ডিলিট করে নতুন আরেকটা পোস্ট করছে, ‘আমি কারো রিএক্টের ধার ধারি না।’

আব্বা গিয়ে সেখানে কমেন্ট করছে, ‘আমি ভালো আছি, তুমি কেমন আছো?’

আম্মা আমার ছোটবোনকে মেনশন দিয়ে রিপ্লাই দিছে, ‘বলে দে, এক পোস্টের কমেন্ট যেন আরেক পোস্টে না করে।’

আমার ছোট বোন আমাকে মেনশন দিয়ে রিপ্লাই দিছে, ‘দে আরও ফেসবুক আইডি খুলে দে।’

আমার কী দোষ? 🙂

#হ #আ #ও ゚viralシfypシ゚viralシalシ

পুরুষ কিসে আটকায়.....পুরুষ আটকায় তার পছন্দের নাপিতের কাছে 🥹 #আমার  #বাসার  ゚viralシfypシ゚viralシalシ  #পুরপুরুষ মানুষ আটকা...
28/06/2025

পুরুষ কিসে আটকায়.....

পুরুষ আটকায় তার পছন্দের নাপিতের কাছে 🥹

#আমার #বাসার ゚viralシfypシ゚viralシalシ #পুরপুরুষ মানুষ আটকায় তার পছন্দের নাপিতের কাছে #পুরুষ

25/06/2025

আমার ঘরনি ( স্ত্রী) কে পাশের বাসার ভাবি জিগাইলো হাসবেন্ড কেমন? ঘরনিও বললো ভালোর সময় আলহামদুলিল্লাহ রুপালি আম, খারাপের সময় তেঁতুল..😁😁😁😁।

তোমাকে
20/06/2025

তোমাকে

পরকীয়া করছেন? অথচ বিয়েটা ভাঙতে চান না?অথচ চাইছেন, দাম্পত্যে যেন কোনওভাবেই ফাটল না-ধরে ,আবার চাইছেন চুপিচুপি প্রেমের জোয়া...
18/06/2025

পরকীয়া করছেন? অথচ বিয়েটা ভাঙতে চান না?

অথচ চাইছেন, দাম্পত্যে যেন কোনওভাবেই ফাটল না-ধরে ,আবার চাইছেন চুপিচুপি প্রেমের জোয়ারে গা ভাসাতে?

তা হলে, জানিয়ে রাখি ঠিক পথেই এগোচ্ছেন।

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলেই যে সর্বনাশের পথে নেমেছেন, সেটা ঠিক নয়।

সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসে এমনই চাঞ্চল্যকর তথ্য।

বিদেশে নয়, এই দেশেই সুখী দম্পতির মধ্যে শতকরা নব্বই শতাংশেরই বিবাহিত জীবনের বাইরে ছোট-বড় পরকীয়া রয়েছে।

কিন্তু প্রশ্ন এখানেই, পরকীয়াই যদি থাকে তো সংসার সুখের হয় কী করে?
আমাদের বস্তা পচা ধারণাকে বিসর্জন দিয়ে নতুন তথ্য জানাচ্ছে পরকীয়াই একমাত্র সুখী সংসারের রহস্য।

পরকীয়া করার যে বিশেষ কারন -----

অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ সতর্ক হয়ে পড়েন। সব দিক সামাল দেওয়ার চেষ্টা করেন। সেখান থেকেই সংসারে সুখ ফিরতে থাকে।
পরকীয়ার ফলে আপনার মন অনেক ভাল থাকে। যার প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনে। ছোটখাটো ভুলভ্রান্তিকে ক্ষমা করার প্রবণতা বাড়ে। ধৈর্য বাড়ে।

অন্য মানুষকে কাছে পাওয়ার পরে, জীবনসঙ্গীর প্রতিও একটু বেশি টান জন্মায়। সে অপরাধবোধ থেকেও হতে পারে।
দাম্পত্যের একঘেয়েমি থেকে মুক্তি ঘটে। সমানভাবে নিজের জীবনেও একটু বৈচিত্র্য আসে। নিজেকে ভালবাসতে শুরু করেন মানুষ।
সংসারের প্রতি দায়িত্ব নেওয়ার ইচ্ছেটাই এমনিই চলে আসে। তখন আর কোনও চাপকেই বোঝা বলে মনে হয় না।

তবে হ্যাঁ, এ সবটাই ঠিকঠাক চলতে পারে যদি আপনি এই পরকীয়াকে ‘এক্সট্রা’ হিসেবেই রাখতে পারেন।
পরকীয়ার সঙ্গী মাঝেমধ্যে বদলাতে পারলে সোনায় সোহাগা।

বিশেষজ্ঞেরা বলছেন, প্রেমে থাকুন। তবে সংসার ভাসিয়ে নয়।
এমন প্রেম আপনাকে সুখী করবে এবং আপনার দাম্পত্যকেও মজবুত করবে নিঃসন্দেহে।

বিশেষ দ্রষ্টব্য কেউ ব্যক্তিগত ভাবে নেবেন না 🙏🤣
শুধুমাত্র মজা করেই লিখলাম। কারোর খারাপ লাগলে ignore করবেন প্লিজ 🙏
লেখা -তিয়াশা বসু.

(লেখাটা আমার নয় ! তিয়াশা বসুর । মজা লাগল তাই শেয়ার করলাম ।)
#পরকিয়া #সংসার #জীবনেরকথা ゚viralシfypシ゚viralシalシ

এনসিপিকে নিয়ে হঠাৎ উমমার এমন বক্তব্য কেন?বিস্তারিত কেমেন্টে....
29/04/2025

এনসিপিকে নিয়ে হঠাৎ উমমার এমন বক্তব্য কেন?
বিস্তারিত কেমেন্টে....

25/03/2025
22/03/2025

এই মিছে দুনিয়া তুমি থাকবে কতদিন 😢😢😢😢😢

🎉 Facebook recognized me as a top rising creator this week!
17/03/2025

🎉 Facebook recognized me as a top rising creator this week!

17/03/2025

এতো দিনে বুঝলাম আমি হারামজাদি নষ্টের মূল..

Address

Barisāl

Alerts

Be the first to know and let us send you an email when Main uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Main uddin:

Share