Feni24news.com-ফেনী২৪নিউজ.কম

Feni24news.com-ফেনী২৪নিউজ.কম ফেনী সহ সারা দেশের আপডেট খবর জানতে ভিজিট করুন
www.feni24news.com

28/09/2025

অল্প বৃস্টিতেই এস এস কে রোডে জলবদ্ধতা

টুইনসফ্টের ৪৯ জন শিক্ষার্থী পেলো A+ সংবর্ধনা!সফলতা সব সময় আনন্দের আর গর্বের-আর শিক্ষার্থীদের সেই সফলতাকে উজ্জাপন আর স্বী...
27/09/2025

টুইনসফ্টের ৪৯ জন শিক্ষার্থী পেলো A+ সংবর্ধনা!
সফলতা সব সময় আনন্দের আর গর্বের-আর শিক্ষার্থীদের সেই সফলতাকে উজ্জাপন আর স্বীকৃতি দিতে টুইনসফ্ট ট্রেনিং করেন এক বিশেষ মনোমুগ্ধকর আয়োজন।

অনুষ্ঠিত হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড বেসিক ট্রেড কোর্সের অধীনে টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউট এর জানুঃজুন-২০২৫ সেশনের কম্পিউটার অফিস প্রোগ্রাম ও গ্রাফিক ডিজাইন সরকারী সার্টিফিকেশন কোর্সের বোর্ড পরীক্ষায় A+ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধ্বনা অনুষ্ঠান।

এতে চিপগেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ট্রেড কোর্স এসোসিয়েশন ফেনী জেলা সেক্রেটারী ও ছাগলনাইয়া সততা কম্পিউটার এর পরিচালক জনাব ফরহাদ মিয়াজী-টুইনসফ্ট ট্রেনিং ইন্সটিটিউট এর চেয়ারম্যান এন্ড সিইও লায়ন ইঞ্জিনিয়ার এস.এম ইব্রাহীম সুমন।

উল্লেখ্য এই শেসনে টুইনসফ্ট টেকনোলজি ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ৪৯ জন শিক্ষার্থীই A+ অর্জন করেন-

প্রোগ্রামেে A+ প্রাপ্ত শিক্ষার্থী তাদের অনুভুতি শেয়ার করেন-প্রধান অতিথি জনাব ফরহাদ মিয়াজী কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষন গ্রহন ও সরকারী সনদ নিয়ে বিশেষ তাৎপর্যপুর্ন আলোচনা পেশ করেন।

টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক এস এম ইব্রাহীম সুমন বলেন শিক্ষার্থীদের এই অর্জন ফেনী সহ সারা বাংলাদেশে টুইনসফ্ট এর ভাবমুর্তি ফুটে উঠবে-

A+ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে গ্রহন করা হয়-

26/09/2025

সারা বাংলাদেশের মতো আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণজোওয়ার তৈরী হয়েছে দাড়ি পাল্লা ও পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে-

পিআর পদ্ধতিতে নির্বাচন এর দাবীতে আজ সারা বাংলাদেশে জেলা উপজেলা বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-

26/09/2025

কেন্দ্র ঘোষিত পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫দফার দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাগনভুইয়া উপজেলা শাখা।

বিক্ষোভ সমাবেশ ও মিছিল || ২৬সেপ্টেম্বর'২০২৫ইং

ছাত্রীসংস্থার কুরআন বিতরন প্রোগ্রামে ছাত্রদলের বাধা দেয়ায় প্রতিবাদ জানালো ছাত্রীসংস্থা।
26/09/2025

ছাত্রীসংস্থার কুরআন বিতরন প্রোগ্রামে ছাত্রদলের বাধা দেয়ায় প্রতিবাদ জানালো ছাত্রীসংস্থা।

26/09/2025

জামায়াত শিবিরের বিরুদ্ধে বিএনপি নেতার হুশিয়ারী

পিআর পদ্ধতিতে নির্বাচন এর দাবীতে আজ সারা বাংলাদেশে জেলা উপজেলা বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সারা বাংলাদেশের মতো...
26/09/2025

পিআর পদ্ধতিতে নির্বাচন এর দাবীতে আজ সারা বাংলাদেশে জেলা উপজেলা বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-

সারা বাংলাদেশের মতো আজ ফেনী সদর,ফুলগাজী,
পরশুরাম,সোনাগাজী,ছাগলনাইয়া ও দাগানভুঁইয়াতে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণজোওয়ার তৈরী হয়েছে দাড়ি পাল্লা ও পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে-

26/09/2025

পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবীতে ফেনী ট্রাংক রোডে চলছ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

ফেনী শহরে অবস্থানরত ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও শিবিরের জনশক্তিদের নিয়ে “প্রীতি সমাবেশ ২০২৫” অনুষ্ঠিত হয়...
21/09/2025

ফেনী শহরে অবস্থানরত ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও শিবিরের জনশক্তিদের নিয়ে “প্রীতি সমাবেশ ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের দারুল ইসলাম সোসাইটি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া। প্রধান বক্তা ছিলেন মুফতি আব্দুল হান্নান এবং সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা নাদেরুজ্জামান।

বক্তারা বলেন, সংগঠনের জনশক্তিরা যদি ঐক্যবদ্ধ থেকে মাঠে কাজ করে, তবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত হবে। এ সময় তারা সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

ফেনীর ফুলগাজী উপজেলায় উল্লেখযোগ্য হারে বেড়েছে সিএনজি চুরির ঘটনা! অসহায় থানা প্রশাসন... ফেনী জেলার ফুলগাজী উপজেলায় গত ২থে...
20/09/2025

ফেনীর ফুলগাজী উপজেলায় উল্লেখযোগ্য হারে বেড়েছে সিএনজি চুরির ঘটনা!
অসহায় থানা প্রশাসন...

ফেনী জেলার ফুলগাজী উপজেলায় গত ২থেকে ৩মাস প্রতি সপ্তাহেই অন্তত ২-৩টি করে সিএনজি চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এবং এলাকাবাসী অভিযোগ করেন প্রতিটি ঘটনায় থানায় অভিযোগ কিংবা মামলা হলেও পুলিশ প্রশাসনের কোন তৎপরতা কিংবা উল্লেখযোগ্য কোন ভূমিকা এখন পর্যন্ত দেখা যায়নি।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ফেনী জেলার ফুলগাজী উপজেলা থেকে এ পর্যন্ত প্রায় ২০টিরও অধিক সিএনজি চুরি হয়েছে। উপজেলার আমজাদহাট ইউনিয়নস্থ মণিপুর, উত্তর ধর্মপুর, বসন্তপুর,উত্তর তারাকুচা এবং দক্ষিণ তারাকুচা নামক গ্রাম থেকে সবচেয়ে বেশী সিএনজি চুরির ঘটনা ঘটেছে।

এলাকাবাসী এবং ভুক্তভোগীদের অভিযোগ- প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং এসব ঘটনার তদন্তে উল্লেখযোগ্য কোন পদক্ষেপও নিতে দেখা যায়নি। তাঁরা আরও বলেন পুলিশ এক প্রকার নিরব এবং অসহায় ভূমিকা পালন করছে। এমতাবস্থায় এলাকার আইনশৃঙ্খলা আরও অবনতির আশংকা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন।

Address

ইসহাক প্লাজা, ৪র্থ তলা।শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Feni24news.com-ফেনী২৪নিউজ.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feni24news.com-ফেনী২৪নিউজ.কম:

Share