Bangladesh BNP Family

Bangladesh BNP Family বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

যতবার এই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে, প্রত্যেকবারই কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ব...
14/12/2025

যতবার এই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে, প্রত্যেকবারই কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে।

-তারেক রহমান
১৩ ডিসেম্বর ২০২৫

অতীতে আওয়ামী স্বৈরাচার যেভাবে দেশ পরিচালিত করেছে, আমরা সেভাবে দেশ পরিচালিত করব না। আমরা পরিবর্তন আনব, কল্যাণ করব। সে জন্...
14/12/2025

অতীতে আওয়ামী স্বৈরাচার যেভাবে দেশ পরিচালিত করেছে, আমরা সেভাবে দেশ পরিচালিত করব না।
আমরা পরিবর্তন আনব, কল্যাণ করব।
সে জন্য বিএনপি দেশ গড়ার পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছে।
ইনশাআল্লাহ নির্বাচিত হলে তা বাস্তবায়ন করব।

-তারেক রহমান
১৩ ডিসেম্বর ২০২৫

“শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষে মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের শ্রদ্...
14/12/2025

“শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষে মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ।
এতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিভিন্নস্থরের নেতাকর্মীবৃন্দ।
১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার

#বিএনপি #বুদ্ধিজীবীদিবস

আলহামদুলিল্লাহ নিজে থেকেই শ্বাস নিতে পারছে, শরীর র ক্ত নিচ্ছে। ইনশাআল্লাহ ফিরে আসবে আমাদের ওসমান হাদি ভাই
13/12/2025

আলহামদুলিল্লাহ নিজে থেকেই শ্বাস নিতে পারছে, শরীর র ক্ত নিচ্ছে। ইনশাআল্লাহ ফিরে আসবে আমাদের ওসমান হাদি ভাই

13/12/2025

আপনাকে এদেশে খুব প্রয়োজন

ফিরে আসুন আল্লাহর রহমতে
#ওসমানহাদী

নিজের কথার ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছেন রুহুল কবির রেজভী
13/12/2025

নিজের কথার ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছেন রুহুল কবির রেজভী

13/12/2025
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় নিযুক্ত মঙ্গোলিয়া'র অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযা...
12/12/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় নিযুক্ত মঙ্গোলিয়া'র অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও সৌজন্যে সাক্ষাৎ করেন।

আজ ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার বেলা ১১টা গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

বিএনপি'র প্রতিনিধি দলে ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন Tarique Rahman যে কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছেন সেটা উপমহাদেশের রাজন...
11/12/2025

দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন Tarique Rahman যে কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছেন সেটা উপমহাদেশের রাজনীতিতে অভূতপূর্ব ও অসাধারণ।

🔹উনি কয়েক মাস আগেই #ফ্যামিলি_কার্ড ও #কৃষক_কার্ড এর আইডিয়া সকলের সামনে নিয়ে এসেছিলেন। এই দেশের রাজনীতিতে এই ধরনের জনবান্ধন সিদ্ধান্ত এটাই প্রথম। আজকে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এই দুইটা কার্ড নিয়ে ডিটেইলস আলোচনা করেছেন বিজ্ঞ আলোচকগন,যারা দীর্ঘ কয়েক বছর বিশেষজ্ঞ প্যানেলের সাথে গবেষণা করে এই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড জনতাকে দেয়ার প্লানিং সম্পন্ন করেছেন এবং কিভাবে সফলতা আসবে সেই ব্যাপারেও আলোকপাত করেছেন।

#ফ্যামিলি_কার্ড: ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম বছরেই ৫০ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে। ইনশাআল্লাহ।
ফ্যামিলি কার্ড দিয়ে একটি পরিবারের সিনিয়র নারী সদস্য প্রতি মাসে ২৫ কেজি চাল,৫ কেজি আলু,মসুর ডাল, লবন পাবেন। সমাজের হতদরিদ্র পরিবার এই ফ্যামিলি কার্ড দিয়ে #বিনামূল্যে সকল সেবা পাবে। ভর্তুকি দিবে সরকার।❤️
পরিসংখ্যান ডিপার্ট্মেন্টের খানা জরিপের মাধ্যমে বিএনপির হতদরিদ্র পরিবার সিলেকশন করবে। কোন দলীয়করণ করা হবে #না
জনাব তারেক রহমান বিগত কয়েক বছর ধরে সাবেক সরকারি কর্মকর্তা ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে প্রায় ৩০+ বার সাক্ষাৎ করে ফ্যামিলি কার্ড এর সফল করার সকল কর্মপরিকল্পনা সম্পন্ন করেছেন।
ফ্যামিলি কার্ড দেয়ার কোন দলীয় পরিচয়, ধর্ম, বর্ণ, গোষ্ঠী বিবেচনা করা হবে না।

#কৃষক_কার্ড: ১ কোটি ৭৩ লক্ষ কৃষক পরিবার আছেএই দেশে। প্রকৃত সংখ্যা ২ কোটির মত। বিগত এক যুগের পরিকল্পনায় তারেক রহমান নিয়ে এসেছেন কৃষক কার্ড।
'কৃষক কার্ড থাকতে হাতে
সেবা পাবেন সাথে সাথে'- এটা আমাদের স্লোগান।
বিএনপি দেশের ২ কোটি কৃষকদের জন্যে এই মহাপরিকল্পনা হাতে নিয়েছে।কার্ডের মধ্যে কৃষকের ৩৩ টি নিজস্ব তথ্য এই কার্ডে থাকবে।
কার্ড দিয়ে কৃষক ন্যায্য মূল্যে অথেনটিক ডিলারের কাছ থেকে সার-বীজ-কীটনাশক পাবে, কৃষি যন্ত্রপাতি পাবে,
কৃষি ঋন পাবে,কৃষি বিমা সুবিধা, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, আবহাওয়া তথ্য, ফসলের রোগ নির্নয়, মৎসচাষীদের তথ্য ,বাজারে চলমান শষ্যের মূল্য, মাঠ থেকে ডিলার এর যোগাযোগের সকল তথ্য থাকবে-যাতে শষ্য বিক্রিতে কোন দালালের খপ্পরে কৃষকদের পরতে না হয়।

-কৃষকের জমির সকল তথ্য(৩৩টি) এই কার্ডে থাকবে,
যাতে তার ব্যাংক থেকে ঋন নিতে কষ্ট করতে না হয়।
কার্ড স্ক্যান করলেই ব্যাংক সকল তথ্য পেয়ে যাবে।
সবকিছু হবে ডিজিটাল। এতে করে কৃষকের দ্রুত ব্যাংক লোন পাওয়া সহজ যাবে।
-মোট প্রায় ৯১ লক্ষ ভুমিহীন কৃষক এই কার্ডের মাধ্যমে ২০০০/= করে পাবেন এবং প্রান্তিক কৃষক ৫০০০/= পাবে।

★যার জমি নেই, অন্যের জমিতে চাষ করে সে কি পাবে কৃষক কার্ড❓
: ভুমিহীন কৃষক এই কৃষক কার্ড পাবে না। জমির মালিক পাবে।কিন্তু জমির মালিক কৃষক কার্ডের কোন সুবিধা ভোগ করতে পারবে না।
জমির মালিক শুধু পেপারে থাকবে, কিন্তু কৃষক কার্ডের সার্ভিস পাবে উনার জমিতে চাষ করা চাষী। কার্ডে ওই বর্গা চাষীর সকল তথ্য যুক্ত থাকবে।
বিগত এক যুগের গবেষণায় তারেক রহমান এই কৃষক কার্ড এর আইডিয়া নিয়ে এসেছেন। তাকে সহায়তা করেছেন এক ডজন বিশেষজ্ঞ প্যানেল,যারা কৃষিখাতে বিপ্লব এনে দিতে কাজে করে যাচ্ছেন।
আশা করছি, তার দেখা স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে দেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন আসবে।
কৃষক কার্ড হবে কৃষকের জন্য সম্মানজনক আইডেন্টিটি।

#সবারআগেবাংলাদেশ ゚ #বাংলাদেশপন্থী
#স্বেচ্ছাসেবকদল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দি...
11/12/2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫, সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে।




ধানের শীষ এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে পথসভা | বরিশাল-৬আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ❝ধানের শীষ❞ এর পক্ষে গণজো...
11/12/2025

ধানের শীষ এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে পথসভা | বরিশাল-৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ❝ধানের শীষ❞ এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে— আজ ১১ ডিসেম্বর ২০২৫, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান ভরপাশা ইউনিয়নের লক্ষীপাশা বাজার এলাকায় পথসভা করেন।

#সবারআগেবাংলাদেশ #ধানেরশীষ #বিএনপি #বরিশাল৬

বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধাকে যারা এনে দিয়েছে মহান বিজয়।
11/12/2025

বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধাকে যারা এনে দিয়েছে মহান বিজয়।

Address

Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh BNP Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share