11/12/2025
দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন Tarique Rahman যে কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছেন সেটা উপমহাদেশের রাজনীতিতে অভূতপূর্ব ও অসাধারণ।
🔹উনি কয়েক মাস আগেই #ফ্যামিলি_কার্ড ও #কৃষক_কার্ড এর আইডিয়া সকলের সামনে নিয়ে এসেছিলেন। এই দেশের রাজনীতিতে এই ধরনের জনবান্ধন সিদ্ধান্ত এটাই প্রথম। আজকে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এই দুইটা কার্ড নিয়ে ডিটেইলস আলোচনা করেছেন বিজ্ঞ আলোচকগন,যারা দীর্ঘ কয়েক বছর বিশেষজ্ঞ প্যানেলের সাথে গবেষণা করে এই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড জনতাকে দেয়ার প্লানিং সম্পন্ন করেছেন এবং কিভাবে সফলতা আসবে সেই ব্যাপারেও আলোকপাত করেছেন।
#ফ্যামিলি_কার্ড: ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম বছরেই ৫০ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে। ইনশাআল্লাহ।
ফ্যামিলি কার্ড দিয়ে একটি পরিবারের সিনিয়র নারী সদস্য প্রতি মাসে ২৫ কেজি চাল,৫ কেজি আলু,মসুর ডাল, লবন পাবেন। সমাজের হতদরিদ্র পরিবার এই ফ্যামিলি কার্ড দিয়ে #বিনামূল্যে সকল সেবা পাবে। ভর্তুকি দিবে সরকার।❤️
পরিসংখ্যান ডিপার্ট্মেন্টের খানা জরিপের মাধ্যমে বিএনপির হতদরিদ্র পরিবার সিলেকশন করবে। কোন দলীয়করণ করা হবে #না
জনাব তারেক রহমান বিগত কয়েক বছর ধরে সাবেক সরকারি কর্মকর্তা ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে প্রায় ৩০+ বার সাক্ষাৎ করে ফ্যামিলি কার্ড এর সফল করার সকল কর্মপরিকল্পনা সম্পন্ন করেছেন।
ফ্যামিলি কার্ড দেয়ার কোন দলীয় পরিচয়, ধর্ম, বর্ণ, গোষ্ঠী বিবেচনা করা হবে না।
#কৃষক_কার্ড: ১ কোটি ৭৩ লক্ষ কৃষক পরিবার আছেএই দেশে। প্রকৃত সংখ্যা ২ কোটির মত। বিগত এক যুগের পরিকল্পনায় তারেক রহমান নিয়ে এসেছেন কৃষক কার্ড।
'কৃষক কার্ড থাকতে হাতে
সেবা পাবেন সাথে সাথে'- এটা আমাদের স্লোগান।
বিএনপি দেশের ২ কোটি কৃষকদের জন্যে এই মহাপরিকল্পনা হাতে নিয়েছে।কার্ডের মধ্যে কৃষকের ৩৩ টি নিজস্ব তথ্য এই কার্ডে থাকবে।
কার্ড দিয়ে কৃষক ন্যায্য মূল্যে অথেনটিক ডিলারের কাছ থেকে সার-বীজ-কীটনাশক পাবে, কৃষি যন্ত্রপাতি পাবে,
কৃষি ঋন পাবে,কৃষি বিমা সুবিধা, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, আবহাওয়া তথ্য, ফসলের রোগ নির্নয়, মৎসচাষীদের তথ্য ,বাজারে চলমান শষ্যের মূল্য, মাঠ থেকে ডিলার এর যোগাযোগের সকল তথ্য থাকবে-যাতে শষ্য বিক্রিতে কোন দালালের খপ্পরে কৃষকদের পরতে না হয়।
-কৃষকের জমির সকল তথ্য(৩৩টি) এই কার্ডে থাকবে,
যাতে তার ব্যাংক থেকে ঋন নিতে কষ্ট করতে না হয়।
কার্ড স্ক্যান করলেই ব্যাংক সকল তথ্য পেয়ে যাবে।
সবকিছু হবে ডিজিটাল। এতে করে কৃষকের দ্রুত ব্যাংক লোন পাওয়া সহজ যাবে।
-মোট প্রায় ৯১ লক্ষ ভুমিহীন কৃষক এই কার্ডের মাধ্যমে ২০০০/= করে পাবেন এবং প্রান্তিক কৃষক ৫০০০/= পাবে।
★যার জমি নেই, অন্যের জমিতে চাষ করে সে কি পাবে কৃষক কার্ড❓
: ভুমিহীন কৃষক এই কৃষক কার্ড পাবে না। জমির মালিক পাবে।কিন্তু জমির মালিক কৃষক কার্ডের কোন সুবিধা ভোগ করতে পারবে না।
জমির মালিক শুধু পেপারে থাকবে, কিন্তু কৃষক কার্ডের সার্ভিস পাবে উনার জমিতে চাষ করা চাষী। কার্ডে ওই বর্গা চাষীর সকল তথ্য যুক্ত থাকবে।
বিগত এক যুগের গবেষণায় তারেক রহমান এই কৃষক কার্ড এর আইডিয়া নিয়ে এসেছেন। তাকে সহায়তা করেছেন এক ডজন বিশেষজ্ঞ প্যানেল,যারা কৃষিখাতে বিপ্লব এনে দিতে কাজে করে যাচ্ছেন।
আশা করছি, তার দেখা স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে দেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন আসবে।
কৃষক কার্ড হবে কৃষকের জন্য সম্মানজনক আইডেন্টিটি।
#সবারআগেবাংলাদেশ ゚ #বাংলাদেশপন্থী
#স্বেচ্ছাসেবকদল