16/09/2025
📢 কে হবে এবারের ল্যাপটপ বিজয়ী? 💥💻💥
🎓ফেনীর সেরা কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা – ২০২৫
📍 (৪র্থ থেকে ১০ম শ্রেণী) শিক্ষার্থীদের জন্য কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, ফেনী শহর শাখার উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ’২৫ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে!
💡 এ বছর শিক্ষার্থীদের সর্বমোট 🔥৪ লক্ষ টাকা🔥মেধাবৃত্তি প্রদান করা হবে।
✨ বৃত্তি সংক্রান্ত তথ্যাবলি:
✅ রেজিস্ট্রেশন সরাসরি করা যাবে।
✅ ৪র্থ থেকে ১০ম শ্রেণি (স্কুল ও মাদরাসা) পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
✅ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে নগদ অর্থ, সার্টিফিকেট, বই ও ক্রেস্ট প্রদান করা হবে।
✅ সকল শ্রেণীর মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত🌜স্টুডেন্ট অফ দ্য ইয়ার🌙 কে একটি আকর্ষণীয় ☀️ল্যাপটপ☀️ উপহার দেয়া হবে।
💰 রেজিস্ট্রেশন ফি: ২০০/- টাকা
⏳ রেজিস্ট্রেশনের শেষ সময়: ০৫ই অক্টোবর ২০২৫
📝 অফলাইনে ফরম সংগ্রহ :-
👉 কিশোরকণ্ঠ পাঠক ফোরাম , নির্ধারিত বুথ ও ক্যাম্পাস প্রতিনিধিদের থেকে সংগ্রহ।
📝 পরীক্ষার নিয়মাবলী:
🔹 পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে।
🔹 পূর্ণমান: ১০০ নম্বর | সময়: ১ ঘন্টা
🔹 প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর।
🔹 ৪র্থ ও ১০ম শ্রেণির জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই।
🔹 প্রতিটি বিষয়ে আলাদা পাস করতে হবে। (পাশ নম্বর: ৪০)
🔹 পরীক্ষার অন্তত ৩ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
📅 পরীক্ষার তারিখ: ৩১শে অক্টোবর ২০২৫ (সম্ভাব্য)
📞 যোগাযোগ:
📱 মোবাইল:-যোগাযোগ নাম্বার:-
০১৮৮৪০৪০৯০০(ইসমাঈল হোসেন সিফাত) ০১৮৬১৫৯২২২৭,(নূর হোসেন)০১৮৬৭৩২০০৮২(মেসবাহুল করিম)০১৮২৫৬৩৫০৬৩(আল হাসান),,০১৭৪৩৫৪৭৫৭৩ (মুহাইমিন উদ্দিন সাইমুম)০১৮৬৩৮৪৮২৯৯ (সিদ্দিক মারুপ)
🔗 বিস্তারিত তথ্য:
https://www.facebook.com/share/1GkwD96xzJ/কিশোরকন্ঠ পাঠক ফোরাম, ফেনী শহর ফেসবুক পেজে।