কিশোরকন্ঠ পাঠক ফোরাম, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ

  • Home
  • Bangladesh
  • Feni
  • কিশোরকন্ঠ পাঠক ফোরাম, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ

কিশোরকন্ঠ পাঠক ফোরাম, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ কিশোরকন্ঠ পড়বো,
জীবনটাকে গড়বো।
(1)

শাহীন একাডেমি স্কুলের প্রবেশ মুখে কিশোর কণ্ঠ পাঠক ফোরামে্র 'কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫' এর রেজিষ্ট্রেশন চলছে।রেজি...
24/09/2025

শাহীন একাডেমি স্কুলের প্রবেশ মুখে কিশোর কণ্ঠ পাঠক ফোরামে্র 'কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫' এর রেজিষ্ট্রেশন চলছে।

রেজিষ্ট্রেশন শেষ তারিখ ৫ অক্টোবর।

অনলাইনে রেজিষ্ট্রেশন করতে:
https://forms.gle/2q5reG4q6ByiNfte7

৫ অক্টোবরের পর প্রবেশপত্র দেওয়া হবে। প্রবেশপত্রে পরীক্ষা কেন্দ্র এবং রোল জানিয়ে দেওয়া হবে।

❖ গুরুত্বপূর্ণ নির্দেশনা ❖প্রিয় শিক্ষার্থীরা,কিশোরকণ্ঠ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা || ২৫–এ পঞ্চম শ্রেণী ও সপ্তম শ্রেণীর...
24/09/2025

❖ গুরুত্বপূর্ণ নির্দেশনা ❖

প্রিয় শিক্ষার্থীরা,
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা || ২৫–এ পঞ্চম শ্রেণী ও সপ্তম শ্রেণীর সিলেবাসে অংশে সংযুক্ত হয়েছিল তিনটি অধ্যায়, যা মূল পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত নয়। অধ্যায় তিনটি হলো—

পঞ্চম শ্রেণীঃ
১. মাটির নিচে যে শহর
২. শহিদ তিতুমীর

সপ্তম শ্রেণীঃ
১.মেলা কবিতা

★ উপরোক্ত অধ্যায় তিনটি থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন করা হবে না। অর্থাৎ, এ তিন অধ্যায় সম্পূর্ণরূপে পরীক্ষার বাইরে থাকবে।

★★ মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগেরও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের নির্ধারিত বিষয়বস্তু থেকেই কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার প্রশ্ন করা হবে।

সুতরাং, যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা অবশ্যই বইটি সংগ্রহ করবে এবং সিলেবাস অনুযায়ী নির্ধারিত অধ্যায়সমূহ অধ্যয়ন করবে।

কিশোরকন্ঠ ফাউন্ডেশন , ফেনী শহর।

অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে! অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে!কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অনলাইনে রেজিষ্ট্রেশন করুন।https://for...
21/09/2025

অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে! অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে!
কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অনলাইনে রেজিষ্ট্রেশন করুন।
https://forms.gle/2q5reG4q6ByiNfte7
অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করুন।
রেজিষ্ট্রেশন শেষ তারিখ ৫ অক্টোবর।

৫ অক্টোবরের পর প্রবেশপত্র দেওয়া হবে।প্রবেশপত্রে পরীক্ষা কেন্দ্র এবং রোল জানিয়ে দেওয়া হবে।

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন অনলাইনেও করা যাচ্ছে। রেজিষ্ট্রেশন লিংক:https://forms.gle/2q5reG4q6ByiNfte7
21/09/2025

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন অনলাইনেও করা যাচ্ছে।
রেজিষ্ট্রেশন লিংক:

https://forms.gle/2q5reG4q6ByiNfte7

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পূর্নাঙ্গ সিলেবাস।মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে জিতে নাও ল্যাপটপ এবং ৪লক্ষ টাকার...
20/09/2025

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পূর্নাঙ্গ সিলেবাস।
মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে জিতে নাও ল্যাপটপ এবং ৪লক্ষ টাকার মেধাবৃত্তি।রেজিষ্ট্রেশন চলছে,আজই রেজিষ্ট্রেশন করো....

রেজিষ্ট্রেশন ফরম পাওয়া যাচ্ছে।ইসলামি বই ঘর কোর্ট মসজিদ, ট্রাংক রোড।ইকরা লাইব্রেরী বড় মসজিদ মার্কেট।ট্রাংক রোড।অনুপম লাইব...
19/09/2025

রেজিষ্ট্রেশন ফরম পাওয়া যাচ্ছে।

ইসলামি বই ঘর
কোর্ট মসজিদ, ট্রাংক রোড।

ইকরা লাইব্রেরী
বড় মসজিদ মার্কেট।
ট্রাংক রোড।

অনুপম লাইব্রেরী
তমিজিয়া মসজিদ বিপরীতে, মিজান রোড, ফেনী।

❝কিশোরকন্ঠ পড়বোজীবনটাকে গড়বো❞ফেনী জেলার সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প "কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫" এর রেজিস্ট্রেশন কার্...
18/09/2025

❝কিশোরকন্ঠ পড়বো
জীবনটাকে গড়বো❞

ফেনী জেলার সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প "কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫" এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, ফেনী জেলা কার্যালয়ে এ বৃত্তি প্রকল্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের ফেনী শহরের উপদেষ্টা শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ একরামুল হক ভূঞা, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফেনী শহর চেয়ারম্যান মো.ওমর ফারুক, ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং বিভিন্ন ক্যাম্পাস প্রতিনিধিবৃন্দ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর মু.জিলানী।

📢 কে হবে এবারের ল্যাপটপ বিজয়ী? 💥💻💥🎓ফেনীর সেরা কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা – ২০২৫📍  (৪র্থ থেকে ১০ম শ্রেণী) শিক্ষার্থীদের...
16/09/2025

📢 কে হবে এবারের ল্যাপটপ বিজয়ী? 💥💻💥

🎓ফেনীর সেরা কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা – ২০২৫

📍 (৪র্থ থেকে ১০ম শ্রেণী) শিক্ষার্থীদের জন্য কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, ফেনী শহর শাখার উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ’২৫ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে!

💡 এ বছর শিক্ষার্থীদের সর্বমোট 🔥৪ লক্ষ টাকা🔥মেধাবৃত্তি প্রদান করা হবে।

✨ বৃত্তি সংক্রান্ত তথ্যাবলি:
✅ রেজিস্ট্রেশন সরাসরি করা যাবে।
✅ ৪র্থ থেকে ১০ম শ্রেণি (স্কুল ও মাদরাসা) পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
✅ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে নগদ অর্থ, সার্টিফিকেট, বই ও ক্রেস্ট প্রদান করা হবে।
✅ সকল শ্রেণীর মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত🌜স্টুডেন্ট অফ দ্য ইয়ার🌙 কে একটি আকর্ষণীয় ☀️ল্যাপটপ☀️ উপহার দেয়া হবে।

💰 রেজিস্ট্রেশন ফি: ২০০/- টাকা
⏳ রেজিস্ট্রেশনের শেষ সময়: ০৫ই অক্টোবর ২০২৫

📝 অফলাইনে ফরম সংগ্রহ :-
👉 কিশোরকণ্ঠ পাঠক ফোরাম , নির্ধারিত বুথ ও ক্যাম্পাস প্রতিনিধিদের থেকে সংগ্রহ।

📝 পরীক্ষার নিয়মাবলী:
🔹 পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে।
🔹 পূর্ণমান: ১০০ নম্বর | সময়: ১ ঘন্টা
🔹 প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর।
🔹 ৪র্থ ও ১০ম শ্রেণির জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই।
🔹 প্রতিটি বিষয়ে আলাদা পাস করতে হবে। (পাশ নম্বর: ৪০)
🔹 পরীক্ষার অন্তত ৩ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

📅 পরীক্ষার তারিখ: ৩১শে অক্টোবর ২০২৫ (সম্ভাব্য)

📞 যোগাযোগ:
📱 মোবাইল:-যোগাযোগ নাম্বার:-
০১৮৮৪০৪০৯০০(ইসমাঈল হোসেন সিফাত) ০১৮৬১৫৯২২২৭,(নূর হোসেন)০১৮৬৭৩২০০৮২(মেসবাহুল করিম)০১৮২৫৬৩৫০৬৩(আল হাসান),,০১৭৪৩৫৪৭৫৭৩ (মুহাইমিন উদ্দিন সাইমুম)০১৮৬৩৮৪৮২৯৯ (সিদ্দিক মারুপ)

🔗 বিস্তারিত তথ্য:
https://www.facebook.com/share/1GkwD96xzJ/কিশোরকন্ঠ পাঠক ফোরাম, ফেনী শহর ফেসবুক পেজে।

16/09/2025

শহীদ আনাস-এর চিঠি❤️

15/09/2025

কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর প্রস্তুতির জন্য তিনটি সংখ্যা একসাথে কিনুন আজই
মূল্য : ১২০ টাকা

13/09/2025

সেপ্টেম্বর-২০২৫
কিশোরকন্ঠ প্রচ্ছদ

যারা নিতে চান আজই যোগাযোগ করুন কিশোরকন্ঠ পাঠক ফোরাম, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ এর প্রতিনিধিদের সাথে।

Address

Shaheen Academy Road
Feni
5666

Alerts

Be the first to know and let us send you an email when কিশোরকন্ঠ পাঠক ফোরাম, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category