Ridhwan & Rihan world

Ridhwan & Rihan world Video

ড্রাগনগাছের চারা লাগানোর এখনই সময়। ছাদ বাগানে / বারান্দায়/ এবং বাড়ীর পাশে ড্রাগন গাছ লাগাতে পারেন। এই গাছ খুব সহজেই চাষ ...
25/06/2025

ড্রাগনগাছের চারা লাগানোর এখনই সময়।
ছাদ বাগানে / বারান্দায়/ এবং বাড়ীর পাশে ড্রাগন গাছ লাগাতে পারেন।
এই গাছ খুব সহজেই চাষ করা যায়। এবং ফলনও খুব ভালো হয়। পরিবারের চাহিদা সহজেই পুরণ করা যায়।
বাজারে বেশীরভাগ ড্রাগন ফলে হরমন দেওয়া থাকে। তাই নিজে চাষ করুন এবং নিরাপদ ড্রাগন ফল খান।

ড্রাগন ফলের কাটিং পেয়ে যাবেন আমাদের নিকট
নিজে এসে নিতে হবে
প্রতিটি কাটিং ১০ টাকা ( কাটিং গুলো উন্নত জাতের)
কুরিয়ার বা হোমডেলিভারি সম্ভব নয়।

লোকেশন : S&H Boutique Fashion House
৮৫, হাছিনা মন্জিল, শান্তি ধারা আাবাসিক এলাকা এর প্রথম বিল্ডিং। নীচতলা। জুস বারের সাথে ই। শান্তি কোম্পানি রোড এর অপজিটে।
কুমিল্লা বাস স্ট্যান্ড এর পাশ্ববর্তী। ফেনী সদর, ফেনী।
প্

দুই ভাই সকাল এ উঠার পর যুদ্ধ শুরু হয়,কতখন পর আবার সেই লেভেল এর পিরিত🤣🤣🤣
06/06/2024

দুই ভাই সকাল এ উঠার পর যুদ্ধ শুরু হয়,কতখন পর আবার সেই লেভেল এর পিরিত🤣🤣🤣

আজকে গাছ থেকে নামানো হয়েছে গোপালভোগ।একদম গাছ পাকা পরিপক্ক গোপালভোগ আম।মিস্টি,  গন্ধে অতুলনীয়। বাসায় রেখে আস্তে আস্তে খেত...
25/05/2024

আজকে গাছ থেকে নামানো হয়েছে গোপালভোগ।

একদম গাছ পাকা
পরিপক্ক গোপালভোগ আম।
মিস্টি, গন্ধে অতুলনীয়।
বাসায় রেখে আস্তে আস্তে খেতে পারবেন।
যারা নিতে চান ইনবক্সে নক করুন জলদি জলদি
S&H Boutique Fashion House

সব কাঁচা মিঠা আমের চাহিদা। যে একবার খেয়েছে সেই আবার চেয়েছে।কিন্তু এই আমের ফলন কম এবং দ্রত শেষ হয়ে যায়। তাই এই আম খেতে আগ...
25/05/2024

সব কাঁচা মিঠা আমের চাহিদা।

যে একবার খেয়েছে সেই আবার চেয়েছে।
কিন্তু এই আমের ফলন কম এবং দ্রত শেষ হয়ে যায়।
তাই এই আম খেতে আগামী বছর পর্যন্ত ওয়েট করতে হবে।

এখন বাগানের গোপালভোগ ও হিমসাগর নিতে পারেন।
একদম গাছ পাকা আম
নক করুন
S&H Boutique Fashion House পেইজে

কাঁচা মিঠা আমের রিভিউ অনেক।অনেেক এখনও চাচ্ছে। কিন্তু গাছেই শেষ এই আম যে একবার খেয়েছে সে পরের বছরের জন্য ওয়েট করবে।এ বছরে...
25/05/2024

কাঁচা মিঠা আমের রিভিউ অনেক।
অনেেক এখনও চাচ্ছে।
কিন্তু গাছেই শেষ
এই আম যে একবার খেয়েছে
সে পরের বছরের জন্য ওয়েট করবে।

এ বছরের মত কাঁচা মিঠা আম শেষ।

এখন আসবে গোপালভোগ ( ২৫ তারিখ)
এরপর হিমসাগর ( ৩০ মে)
এরপর আম্রপালি ( ১৫ জুন,)

সরাসরি বাগান থেকে সংগ্রহ করা
তাই আমের স্বাদ ও কোয়ালিটি নিয়ে নিশ্চিতে থাকতে পারবেন

কড়ামিষ্টি গোপালভোগ, যেনো সেই চিরোচেনা স্বাদ 😋শত বছরের পুরোনো গাছ সব গুলোই, আর সাইজ গোপালভোগ ৫ থেকে ৬ টাই কেজি হিমসাগর ৪ ...
25/05/2024

কড়ামিষ্টি গোপালভোগ, যেনো সেই চিরোচেনা স্বাদ 😋
শত বছরের পুরোনো গাছ সব গুলোই,

আর সাইজ গোপালভোগ ৫ থেকে ৬ টাই কেজি
হিমসাগর ৪ থেকে ৫ টাই
২৫ তারিখ থেকে নামানো শুরু করবো
ইনশাআল্লাহ,,
আর হিমসাগর / ক্ষিরসাপাত ৩০ তারিখ বেধে সময় অনুযায়ী 🔰

শত বছরের পুরোনো গাছ হওয়ায় স্বাদ এর মাত্রা আরোও বেশি। কোয়ালিটিতেও সেরা
ঠিক এক বছর পরে আবার গোপালভোগ দিয়েই সিজন শুরু। স্বাদ ও মিষ্টতার কাছে যেনো সব হার মেনে যায়
বাগানের গোপালভোগ আম 🥰 !!!,

সিজনের শুরুতেই আম প্রেমী মানুষদের পছন্দের তালিকায় থাকে
শীর্ষে গোপালভোগ আম।
আর বড় পুরোনো শত বছরের গাছ হলে তো কথায় চলবেনা

সর্বনিম্ন ১০ কেজি কেরেট, যত পরিমান ইচ্ছা নেওয়া যাবে সারা বাংলাদেশ কুরিয়ার এবং ট্রান্সপোর্ট এবং হোম ডেলিভারিতেও নিতে পারবেন 🔰

🥭  হিমসাগর আম🥭🥭হিমসাগর  আম🥭এটার আরেক নাম ক্ষিরসাপাত।🥭আশ বিহীন এই আম মিষ্টি ও রসালো স্বাদের। 🥭 ৪/৫  টি আমে এক কেজি।🥭হিমসা...
25/05/2024

🥭 হিমসাগর আম🥭🥭হিমসাগর আম🥭
এটার আরেক নাম ক্ষিরসাপাত।

🥭আশ বিহীন এই আম মিষ্টি ও রসালো স্বাদের।
🥭 ৪/৫ টি আমে এক কেজি।
🥭হিমসাগর আমের ভিতরের রং হলুদ ও কমলা(রং), আমের মধ্যে হিমসাগরের অবস্থান সবার শীর্ষে, জনপ্রিয়তার কারণে এই আমকে আমের রাজা বলা হয়।

🥭ইনশাআল্লাহ প্রশাসনের নিয়ম অনুযায়ী আগামী ৩০শে মে হিম সাগর আম হারভেস্ট করা হবে।

🥭অথেনটিক ফরমালিন মুক্ত আম পাওয়া মুশকিল। আর চিন্তা নেই,
রাজশাহী বানেশ্বর থেকে সরাসরি নিয়ে আসছি আমরা এই হিমসাগর আম। যেহেতু নিজেদের লোক আর কোনো মাধ্যম নেই, তাই সেরা দামেই দিতে পারবো আপনাদের ইনশাআল্লাহ।

🔢অর্ডার করতে আপনার
🔥 নাম:
📞 মোবাইল নম্বর:
📍 ঠিকানা:
ইনবক্স করুন পেইজে
যে কোন পরিমান নিতে পারবেন।
মিনিমাম ১০ কেজি নিলে সরাসরি বাগান থেকে প্যাকেট করে ডেলিভারি করা হবে।

কড়ামিষ্টি আশবিহীন পুরোনো বড় গাছের গোপালভোগ দিয়েই প্রতি বছর বাগানের পাকা জাতের আম নামানো শুরু !!  ইনশাআল্লাহ আগামীকাল পর্...
25/05/2024

কড়ামিষ্টি আশবিহীন পুরোনো বড় গাছের গোপালভোগ দিয়েই প্রতি বছর বাগানের পাকা জাতের আম নামানো শুরু !!

ইনশাআল্লাহ আগামীকাল পর্যাপ্ত গোপালভোগ নামবে আবহাওয়া যদি ভালো থাকে,,

গোপালভোগ নিতে দ্রুত ইনবক্স করুন

03/02/2024

Eye friend optical.
ট্রাংকরোড ফেনী।
ফেনী গার্লস স্কুলে অপজিটে।
ব্লুকাট চশমা পাবেন।
বাজেট এর ভিতর।
আমিও নিয়েছি।অনলাইন বিজনেস যারা করেন, মোবাইল ইুজ করার সময় পড়লে চোখের প্রটেকশন হবে।
হ্মতি পরিমানটা কমে যাবে।😉😉

নায়ক নায়ক ভাব নায়িকার অভাব😂😂😂বড় মিয়া এখন কোথাও গেলে বলে পিক তুলে দাও তো।এরপর কি স্টাইল এর পোজ দিবে।ছোট মিয়া তো এসবে ফাস্...
02/02/2024

নায়ক নায়ক ভাব নায়িকার অভাব😂😂😂
বড় মিয়া এখন কোথাও গেলে বলে পিক তুলে দাও তো।এরপর কি স্টাইল এর পোজ দিবে।
ছোট মিয়া তো এসবে ফাস্ট🤭🤭

Address

Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ridhwan & Rihan world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share