22/08/2024
আমাদের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে আশ্রয়হীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
এখানে প্রায় ১৫০০/২০০০ মানুষ আশ্রয় নিয়েছে।
বিভিন্ন জায়গা থেকে আসা অনুদান যা ছিল সব শেষ।আজ রাত থেকে সবার খাবার ছাড়া থাকতে হচ্ছে।
সবাই সবার সাধ্যমতো ত্রান,ঔষুধ পত্রের ব্যবস্থা করে দেন দয়া করে।
সবাই সবার সাধ্যমতো বন্যাদুর্গত সাথে পাশে দাড়ান।
প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন।।
01602787392.