Niladhika Himu

Niladhika Himu সঠিক মানুষ খুঁজতে খুঁজতে, শেষে যেই মানুষটাকে ভালোবেসে ফেলি। দুর্ভাগ্যবশত সেই মানুষটাই হয় ভুল মানুষ।❤️

06/05/2025

যেখানে যত বেশি গুরুত্ব দিয়েছি সেখান থেকে ততবেশি মন খারাপ নিয়ে ফিরে এসেছি.!💔😅🥀

06/05/2025

অতীত ভয়ানক ছিল আমার, তারপরও শিক্ষা হয়নি! সুখী হওয়ার লোভে আবারো সেই একই ভুল করলাম, ভুলে গিয়েছিলাম সবার ভাগ্যে সুখ থাকে না.!🙂🥀

19/04/2025

আমার মন খারাপের কোন ব্যাখ্যা নেই! শুধু আমার নি'শ্বাস নিতে ক'ষ্ট হয়! আর বুকের ভিতরে কি যেনো একটা ছটফট করে.!😥💔💞

10/04/2025

তোমাকে ভুলে যাওয়ার একটা বাহানা খুঁজে পাচ্ছি না।
রোজ দিন বাহানা বানিয়ে চলেছি, অথচ বাহানা হচ্ছে না
ভুলে যাওয়ার মতো একটা বাহানা কোনোভাবে ঠিকঠাক হয়েই উঠছে না!

কোথাও তুমি নেই আমার দুচোখের সীমানায়,
দুবাহুর আঙ্গিনায়,
কোনো নির্ঘুম রাত্রির বাসনায়,
রাত জাগা কোনো কবিতায়
কোথাও তুমি নেই— তবু
তুমি দুচোখের কোটরে প্রতিদিন নির্ভীক ঘুরে ফেরো৷
তোমাকে এড়িয়ে চলে যাই, তুমি ফের চলে আসো
রাত হলে তোমার ঘুঙুরের তাল—
কানে বেজে চলে তোমার কোমল পায়ের আওয়াজ নিশ্বাসে বাতাসের নরম চলাচল আমাকে জাগিয়ে রাখে
আমি ঠিক ঘুমোতে পারি না৷

কতকিছু ভুলে যাই— সকালের চা’য় চিনি,
রাতের ঔষধ,
PC’র পাসওয়ার্ড।
কতকিছু ভুলে যাই—
শুধু ভুলে যাওয়ার একটা বাহানা নাই বলে
তোমাকে ভুলে যেতে পারছি না৷

কোনো রকম একটা বাহানা পেলে তোমাকে সেই কবেই ভুলে যেতাম—
তুমি আর কী এমন!

02/04/2025

নিজেকে এতো বিধ্বস্ত লাগে যে আল্লাহর সামনে কি বলবো সেটা বুঝিনা। অথচ কত চাওয়া কত নালিশ বাকি! কই থেকে শুরু করবো বুঝে উঠি না।অন্তরে থাকলেও মুখে আসে না, খালি চোখের পানি টাই আসে। বলতে গেলে বোবা হয়ে যাই৷ পাথর হয়ে যাই! মনের খবর তো তিনি জানেন। এমন বিধ্বস্ত মনের সব কবুল করে নিক আল্লাহ! না বলা প্রতিটা চাওয়া মন দেখে বুঝে নিক আল্লাহ । ভাঙতে ভাঙতে গুঁড়িয়ে যাচ্ছি!😓💔

30/03/2025

__"আপনাকে ভালোবাসতে, আমার আপনার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নেই!!

আপনিও জানেন ; যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হয়েছে বহুদিনের জন্য!
ভালো তো আমি আপনাকে সেদিনও বেসেছি!

থাক না যোগাযোগ বন্ধ... থাক না কিছু কথা, কিছু কথা আল্লাহ জানুক, কিছুটা কিবোর্ড জানুক,

বাকিটা আমি - আর আমার নির্ঘুম রাতের মাঝে সীমাবদ্ধ থাকুক..!! 💔😅

29/03/2025

প্রিয় আল্লাহ!❤🥺

অনেক দিন ধরে আমি এই রকম অনুভব করছি, আমার জীবনে কোনো পরিবর্তন নেই! আমার ভারী হৃদয়, অদ্ভূত আবেগ এবং আমার জীবন যেভাবে চলছে তা বোঝার জন‍্য আমি আমার মূলে ক্লান্ত হয়ে পড়েছি!

আমার জীবনের প্রতিটা বাঁক মোড়কে বোঝা এতো কঠিন, আমি প্রায়শই হারিয়ে যাওয়া এবং পরিত‍্যক্ত বোধ করি, ইয়া রব! দয়া করে আমাকে সান্ত্বনা দিন, আপনার পরিকল্পনা এবং আপনার প্রজ্ঞা বুঝতে আমাকে সাহায্য করুন! আপনাকে সম্পূর্ণরুপে বিশ্বাস করতে আমাকে সহায়তা করুণ!

আমাকে মনের শান্তি দিন, আমার আত্মা এবং হৃদয়কে শান্ত করুণ। আমাকে জীবনের চ‍্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করুন, দয়া করে আমার কষ্ট এবং অসুবিধা গুলো সহজ করুণ!

আমাকে বিশ্রাম, স্বস্তি, আরাম, সান্ত্বনা এবং শান্তি দিন।

27/03/2025

অতীতের স্মৃতি গুলো যখন মাথা নাড়া দিয়ে উঠে বর্তমানটা তখন বড্ড অসহায় হয়ে পরে!
ভবিষ্যতের আকাশচুম্বী স্বপ্নগুলো তখন কেবল মরিচিকার রূপ ধরে,
থেমে যায় মুহূর্তটা, কিছুক্ষণ স্তব্ধ, এরপর আবার ব্যস্ত হয়ে পরি ভালো থাকার খোঁজে,
আহারে জীবন, বড্ড বেহায়া জীবন!🖤

21/03/2025

তোমাকে ভুলতে পারলে তো আমি বেঁচে'ই যেতাম😅🌺

21/03/2025

তারপর একদিন, আমি নিজেকে আড়াল করলাম, এ পৃথিবী আমার অস্তিত্ব ভুলে গেলো।

এ পৃথিবী জানলো না কতটা কষ্ট পেয়ে আমি নিজেকে আড়াল করলাম।
জানলো না কতটা শোকে আমি পাথর হলাম, এ পৃথিবী আমাকে হাসতে দেখলো, গাইতে দেখলো অথচ আমার নিরবতা দেখলো না!

ব্যান্ড হাইওয়ের একটা বিখ্যাত গানের লিরিক মনে পড়ে যায় মাঝে মাঝে " কত তারা ঝরে যায়, কে রাখে কার খবর?
এ নিষ্ঠুর পৃথিবীতে কেউ কারো নয়!

ঝরে যাওয়া তারা দের খবর কেউ ই রাখে না বোধহয়,হারিয়ে গেলে খোজে না কেউ।
কেউ যে মরে না কারো অভাবে!💔

20/03/2025
20/03/2025

জীবনে যত সিদ্ধান্ত, পথ, মানুষ বেছে নিয়েছি সবই ছিল ভুল।
এর জন্য জীবনের শেষ সময় পর্যন্ত অনুশোচনা করলেও এর অনুশোচনা শেষ হবে বলে মনে হয় না।
সবকিছুর শুরুটা সুন্দর হলেও ধীরে ধীরে এর তিক্ততা যেন ঠিক আনন্দের বিপরীত রূপ ধারণ করেছে।
সবকিছুর জন্য দিনশেষে দোষী আমি নিজেই, নিজের কাছেই প্রতিনিয়ত ছোট হয়েছি।
একটু যত্নের আশায় যে সকল মানুষকে নিজের একান্ত করে নিয়েছিলাম তারাই একটা সময় পর এসে নিজের মধ্যে অনুশোচনার অনুভূতি তৈরি করেছে।
ভালো তো সবাই বাসে আগলে ক'জন রাখে!🖤

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niladhika Himu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Niladhika Himu:

Share