30/11/2023
🌼🌿কিভাবে পাবেন ভগবানকে, আসুন জেনে নেওয়া যাক❗
🌺🌼তীর্থে স্নান করলেই কৃষ্ণকে পাওয়া যায় না, তাহলে জলজ প্রাণীরা কৃষ্ণকে পেয়ে যেত🌺🌼
শুধু ফল মুল খেলেই কৃষ্ণকে পাওয়া যায় না, তাহলে বানরেরা কৃষ্ণকে পেয়ে যেত শুধু নিরামিষ খেলেই কৃষ্ণকে পাওয়া যায় না, তাহলে ছাগলেরা কৃষ্ণকে পেয়ে যেত, শুধু নারী সঙ্গ ত্যাগ করলেই কৃষ্ণকে পাওয়া যায় না, তাহলে হিজরারা কৃষ্ণকে পেয়ে যেত শুধু দুধ খেলেই কৃষ্ণকে পাওয়া যায় না, তাহলে বাছুরেরা কৃষ্ণকে পেয়ে যেত ! শুধু উপবাস থাকলেই কৃষ্ণকে পাওয়া যায় না সেটা হলে গরীবেরা যারা না খেয়ে তাকে তাহলে তারা কৃষ্ণকে পেয়ে যেতো🌼🌿
🖤🌺তাহলে কী ভাবে কৃষ্ণকে পাবেন❓
🌼🌿কৃষ্ণকে পেতে হলে আপনাকে অহিংস হতে হবে কাউকে হিংসে করতে পারবেন না,অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে, কারোর ক্ষতি হোক এমন কাজ করবেন না। ভগবানের প্রিয় ভক্ত হতে হবে, আপনার ঘরে মা বাবার সেবা না করে যদি আপনি লাখ লাখ টাকা খরছ করে পূজো করেন তাহলে আপনি কী করে কৃষ্ণকে পেয়ে যাবেন “ভক্তি বিনা কৃষ্ণে কভু নহে প্ৰেযােদয়। প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি, অন্য হৈতে নয়।" অর্থাৎ উপরের নিয়ম গুলাে সব পালন করলেন কিন্তু ভিতরে ভক্তি নেই! তাহলে কৃষ্ণপ্রেম উদয় হবে না!
মনে ভক্তি নিয়ে আসুন! দেখবেন কৃষ্ণ প্রেম উদয় হবে❗🖤🌺
🙏💕হরে কৃষ্ণ💕🙏