08/08/2025
জিন: ০১
__________________________________________
নাফি এশার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এশারের নামাজ প্রায়ই তার বাড়িতেই আদায় করা হয়। নাফির আবার আতরের প্রতি এক অদ্ভুত দুর্বলতা। তার আতরের কালেকশন বেশ বড়। সে প্রতিদিনই আতর ব্যবহার করে।
বেশ কিছুদিন আগে সে কোথাও এক পোস্টে পড়েছিল— অতিরিক্ত আতরের ব্যবহারে রাতের বেলা নাকি অদৃশ্য জিন জাতিরা আকৃষ্ট হয়! কিন্তু সে এই ঘটনাটি স্পষ্টভাবে মনে রাখতে পারে না।
আজ তার বিদেশ ফেরত এক আঙ্কেল আসবেন। আঙ্কেল প্রতি সফরেই তার জন্য কোনো না কোনো আতর নিয়ে আসেন। এবারও ব্যতিক্রম হলো না— আঙ্কেল একটি মনোমুগ্ধকর আতর উপহার দিয়েছেন।
ওযু করার পর, নামাজের পূর্বে, নাফি আতরটি ব্যবহার করল। তবে আজকের মতো করে আগে কখনো করে নি। শুধু হাতে-পায়ে বা গায়ে নয়—
সে আতর এমনভাবে লাগালো যেন পুরো ঘরজুড়ে তার ঘ্রাণ ছড়িয়ে পড়ে! নামাজের কাপড়, হাত-পা, গলা, এমনকি চুলেও আতর মেখে নিল সে। সুগন্ধি যে তার খুব ভালো লাগে!
যখন সে অনুভব করল যে রুমজুড়ে আতরের মন মাতানো সুবাস ছড়িয়ে পড়েছে, তখন সে বেশ খুশি হলো। এক প্রশান্তিময় অনুভূতি তার ভেতর জেগে উঠল।
..কিন্তু, হঠাৎ করেই ঘটল এক **অদ্ভুত** ঘটনা।
রাত তখন প্রায় তিনটা।
তার রুমে রেডিয়ান্ট লাইটযুক্ত একটি দেওয়াল ঘড়ি রয়েছে— যা অন্ধকারেও আলোকিত থাকে।
ঘুমের মধ্যে হঠাৎ তার মনে হলো, কে যেন তার পাশে শুয়ে আছে...!
আরো ভয়াবহ— কেউ একজন তার এক হাত শক্ত করে চেপে ধরে রেখেছে!
এক ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে গেল।
ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই সে অনুভব করল, কিছু একটা অস্বাভাবিক— তার শরীরের সমস্ত লোম কাঁটার মতো খাড়া হয়ে গেছে!
তার বুক ধকধক করতে লাগল।
চারপাশে একটা চাপা ভয়, একটা নিঃশব্দ অন্ধকার ছড়িয়ে পড়েছে যেন।
তবে তখনও সে কিছুই বুঝে উঠতে পারেনি...
তাড়াতাড়ি সে পড়ে ফেলল আয়াতুল কুরসি, কিছু দরুদ আর দোয়া।
তারপর ধীরে ধীরে এক শান্ত অনুভূতি তার ভেতরে নামতে লাগল। যেন সেই অজানা উপস্থিতি ধীরে ধীরে সরে যাচ্ছে...
কিন্তু সত্যিই কি সরে গেছে?
এরপর কী ঘটল, তা জানতে অবশ্যই পরবর্তী পর্ব পড়ুন...
__________________________________________
© GolpoGraphie
This story is based on real events. Any reproduction, distribution, or adaptation of this content, in whole or in part, without the written permission of GolpoGraphie is strictly prohibited and will be treated as a violation of copyright law, punishable under applicable legal provisions.