19/11/2025
অনেকেই মনে করেন—
বাচ্চার দাঁত নষ্ট হয় শুধু মিষ্টি খাওয়ার কারণে।
কিন্তু সত্যটা আরও আগে থেকেই শুরু হয়!
বাচ্চা যখন খেতে শেখেনি, দাঁতও ওঠেনি—
তার আগেই এক ধরনের ক্যাভিটি-সৃষ্টিকারী জীবাণু বাচ্চার মুখে ঢুকে যেতে পারে।
এই জীবাণুর নাম Streptococcus mutans।
এটা বড়দের দাঁতে থাকে এবং খুব সহজেই বাচ্চার মুখে চলে যেতে পারে—
👉 যদি মা-বাবা বাচ্চার ঠোঁটে চুমু দেন
👉 বা লালা কোনোভাবে বাচ্চার মুখে পৌঁছে যায়
👉 একই চামচ, গ্লাস, বোতল দিয়ে খাওয়ানো হয়
তখন এই জীবাণু বাচ্চার মুখে গিয়ে মাড়ির ভেতরেই ঘর বানানো শুরু করে।
দাঁত উঠলে সেই দাঁতেই ক্ষয় শুরু হয়—যদিও বাচ্চা তখনো মিষ্টি ঠিকমতো খায়ও না!
⸻
ফলাফল কী?
🦷 দাঁত ওঠার আগেই ভবিষ্যতের ক্যাভিটির ঝুঁকি তৈরি হয়ে যায়।
🦷 বাচ্চার প্রথম দাঁতও ক্ষয় হতে শুরু করে অল্প বয়সেই।
অর্থাৎ—
দাঁতের ক্ষয় শুধু মিষ্টির জন্য হয় না, অনেক সময় হয় আমাদের অজান্তে করা কিছু ভুল ভালোবাসার আচরণের কারণে।