Arif Bhuiyan

Arif Bhuiyan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arif Bhuiyan, Digital creator, .
(1)

14/12/2024
28/11/2024

আল্লাহর প্রিয় হবো বলে ছেড়েছি যে পথ,
সে পথে যেন আর কখনোই না ফিরা হোক ❤️‍🔥💔😢🤲

28/11/2024

হযরত আলী (রাঃ) বলেছেন:
বন্ধুদের খারাপ সময়ে সব সময় তাদের সঙ্গে সামিল হও 😊, কিন্তু তাদের আনন্দের সময় 🎉 ততক্ষণ শামিল হয়ো না যতক্ষণ না সে নিজে তোমাকে সামিল করে 🤝

28/11/2024

গুরুত্বপূর্ণ ৪টি হাদিস: 📜✨

১. রাসূল (ﷺ) বলেছেন, "তুমি জানো, তুমি সঠিক" তবে তর্কে যেও না।

[সহীহ বুখারী: ৪৭০১] 🕌📖
২. রাসূল (ﷺ) বলেছেন, "তোমার আমলে তাসবিহ গুননা কর কেননা কেয়ামতের দিন আমলগুলো ওজন করা হবে এবং তারা কথা বলবে।"

[আবু দাউদ: ১৫০১] 📿✨
৩. দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে, দোয়া কবুল হয়। 🙏

[তিরমিজি: ৩৫০৫] 🌟
দোয়া ইউনুস:
"لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين"
"লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন।"
৪. রাসূল (ﷺ) বলেছেন, "তোমার দ্বারা যদি একটি মানুষও হেদায়েত লাভ করে, তা হবে তোমার জন্য লাল রঙের উট পাওয়ার চেয়েও উত্তম।" 🐪❤️

[সহীহ বুখারী: ৩০০১]
আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসগুলো মানার তৌফিক দান করুন। আমিন। 🤲✨

28/11/2024

মুখময় খোঁটা খোঁটা দাড়ি, 👨‍🦳 চোখের নিচে কালো দাগ..!! 🥺
২২ বছরের এক সদ্য দাড়িগোঁফ গজানো নবীশ কিশোরের "বিষণ্নতা" 🧑‍🦱💭

কেউ দেখেনি, কেউ বুঝেনি.!! 💔😭

28/11/2024

"✨ Power of Quran ✨

🌟 সূরা ইয়া ছিনঃ সকল ইচ্ছা পূরণ করে..!
🌼 সূরা আর রহমানঃ মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে..!
🌹 সূরা মূলকঃ কবরের আজাব থেকে রক্ষা করে..!
🍃 সূরা ওয়াকিয়াঃ ক্ষুধা নিবারণ করে..!
সুবহান আল্লাহ 🌸"

28/11/2024

"আল্লাহ তো নিজেই বলেছেন, ✨ ধৈর্য ধারণ করো 💕 তোমার ভবিষ্যৎ, তোমার অতীতের চেয়েও সুন্দর হবে। 🌸
📖 সূরা আদ দুহা: ০৪

05/11/2024

মা প্রতিদিন ফোনে জানায়, কতটা মনে পড়ে আমার কথা। কীভাবে বোঝাই তাকে, প্রতিটা মুহূর্তেই তার মুখ মনে পড়ে, তার কণ্ঠস্বর যেন সারা দিনের সঙ্গী। তার ছোট্ট সেই ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে, জীবনের নানা দায়িত্বের মাঝে আটকে পড়েছে। চাইলেও মায়ের স্নেহের কাছে ফিরে যাওয়া যেন সহজ হয়ে ওঠে না।

তবুও দূরত্বের এই বাধাই যেন আমাদের ভালোবাসাকে আরো গভীর করে তোলে। আমার প্রতিটি সাফল্যে, প্রতিটি খুশিতে, প্রতিটি প্রার্থনায় মায়ের জন্য ভালোবাসা জমা থাকে। এই দূরত্বেও আমার মায়ের জন্য শান্তির বার্তা পৌঁছে যাক, যেন সে জানে, তার ছেলেটা সবসময় তার সঙ্গেই আছে – মনে, ভালোবাসায়, আর মায়ায়।

Address


Telephone

+8801836730264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif Bhuiyan:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share