09/07/2025
নিজেকে হারিয়ে খুঁজে পেতে গিয়েই হয়তো আমরা বড় হয়ে যাই..."
একটা সময় ছিল, যখন নিজের ছোট ছোট চাওয়া গুলোই ছিলো পৃথিবীর সবচেয়ে বড় সুখ। সকালে ঘুম থেকে উঠে নিদ্বিধায় আয়নায় তাকানো যেত, হাসি ফোটানো যেত নিজের চোখে চোখ রেখে। তখন ভাবতাম জীবন মানেই আনন্দ, মানেই ভালো থাকা।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নিজেকে হারিয়ে ফেললাম। কারো কথায় কষ্ট পেলাম কারো চোখে অযোগ্য হয়ে উঠলাম করো ভালোবাসায় নিজের গুরুত্বটা হারিয়ে ফেললাম। চার পাশের মানুষ গুলোর প্রত্যাশা পূরণ করতে করতে নিজের স্বপ্নগুলোকে কোথায় যেন ফেলে এলাম খুব চেনা একটা আমি একদিন অচেনা হয়ে গেল তারপর একদিন নিঃশব্দে প্রশ্ন করলাম নিজেকে আসলে আমি কে?
উত্তর পেলাম না। শুধু পেলাম কিছু ভাঙা আয়না যেখানে নিজের প্রতিচ্ছবি ঝাপসা হয়ে গেছে। তখনই বুঝলাম নিজেকে আবার খুঁজে পেতে হবে। গড়ে তুলতে হবে নতুন করে। ভালোবাসতে হবে নিজেকে, নিজের দাগগুলোকে নিজের অতীতকে আর তখনই শুরু হলো এক নতুন যাত্রা একটা আমি কে হারিয়ে আবার ফিরে পাওয়ার লড়াই।
হয়তো এটাই বড় হওয়া নিজেকে হারিয়ে আবার খুঁজে পাওয়ার নামই জীবনের সবচেয়ে গভীর পাঠ আর সেই পাঠ পড়তে পড়তেই আমরা একদিন বুঝে ফেলি সব কিছু পাওয়ার থেকেও নিজেকে চিনে নেওয়াটাই সবচেয়ে জরুরী🙂