Esha's live

Esha's live Welcome my home Esha's live

আলহামদুলিল্লাহ,, পেয়ে গেলাম❤️❤️❤️
18/07/2025

আলহামদুলিল্লাহ,, পেয়ে গেলাম❤️❤️❤️

13/07/2025

আমার চুল এমন পড়া পড়ে,
মনে হয়, বিসিএস ক্যাডার হইবো😒

11/07/2025

পুরো পৃথিবীকে আপনি বোঝাতে পারবেন৷ তবে যে আপনার কষ্ট দেখেও নীরব থাকে, দেখেও না দেখার ভান করে, ঐ একটা মানুষ বাদে আপনি তামাম পৃথিবীর মানুষকে বোঝাতে পারবেন😊

10/07/2025

তবে কি ফেনীর মানুষ প্রত্যেক বছর এভাবেই বন্যার কবলে পড়বে?

নিজেকে হারিয়ে খুঁজে পেতে গিয়েই হয়তো আমরা বড় হয়ে যাই..."একটা সময় ছিল, যখন নিজের ছোট ছোট চাওয়া গুলোই ছিলো পৃথিবীর সবচেয়ে ব...
09/07/2025

নিজেকে হারিয়ে খুঁজে পেতে গিয়েই হয়তো আমরা বড় হয়ে যাই..."
একটা সময় ছিল, যখন নিজের ছোট ছোট চাওয়া গুলোই ছিলো পৃথিবীর সবচেয়ে বড় সুখ। সকালে ঘুম থেকে উঠে নিদ্বিধায় আয়নায় তাকানো যেত, হাসি ফোটানো যেত নিজের চোখে চোখ রেখে। তখন ভাবতাম জীবন মানেই আনন্দ, মানেই ভালো থাকা।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নিজেকে হারিয়ে ফেললাম। কারো কথায় কষ্ট পেলাম কারো চোখে অযোগ্য হয়ে উঠলাম করো ভালোবাসায় নিজের গুরুত্বটা হারিয়ে ফেললাম। চার পাশের মানুষ গুলোর প্রত্যাশা পূরণ করতে করতে নিজের স্বপ্নগুলোকে কোথায় যেন ফেলে এলাম খুব চেনা একটা আমি একদিন অচেনা হয়ে গেল তারপর একদিন নিঃশব্দে প্রশ্ন করলাম নিজেকে আসলে আমি কে?
উত্তর পেলাম না। শুধু পেলাম কিছু ভাঙা আয়না যেখানে নিজের প্রতিচ্ছবি ঝাপসা হয়ে গেছে। তখনই বুঝলাম নিজেকে আবার খুঁজে পেতে হবে। গড়ে তুলতে হবে নতুন করে। ভালোবাসতে হবে নিজেকে, নিজের দাগগুলোকে নিজের অতীতকে আর তখনই শুরু হলো এক নতুন যাত্রা একটা আমি কে হারিয়ে আবার ফিরে পাওয়ার লড়াই।
হয়তো এটাই বড় হওয়া নিজেকে হারিয়ে আবার খুঁজে পাওয়ার নামই জীবনের সবচেয়ে গভীর পাঠ আর সেই পাঠ পড়তে পড়তেই আমরা একদিন বুঝে ফেলি সব কিছু পাওয়ার থেকেও নিজেকে চিনে নেওয়াটাই সবচেয়ে জরুরী🙂

কিছু কিছু মানুষ  খোঁচা মেরে বলতেছে,কিরে ত্রান নিয়া আসবো?কিরে বন্যায় নিয়া গেছে নাকি?বেঁচে আছোস?ফেনীর মানুষ শুনলেই বলে ওহ ...
09/07/2025

কিছু কিছু মানুষ খোঁচা মেরে বলতেছে,কিরে ত্রান নিয়া আসবো?কিরে বন্যায় নিয়া গেছে নাকি?বেঁচে আছোস?ফেনীর মানুষ শুনলেই বলে ওহ ব্যন্যায় বাঁচায় রাখছে এখনো.........
মানে এগুলো কোন ধরনের কথা ভাই,এটা কি মজা করার সময়,

06/07/2025

ছোটখাটো ব্যপার নিয়ে আমার মন খারাপ হয়ে যায়। এই অভ্যাসটা না থাকলেও পারতো😒

05/07/2025

ঘৃনা অনেক ভারী একটা শব্দ!
এই পৃথিবীতে আমি সহজে কাউকে ঘৃণা করি না।
কিন্তু ভীষণ অন্যায় করে, স্বেচ্ছায় কষ্ট দিয়ে যারা দিনশেষে ভিকটিম সেজে সবার সহমর্মিতা কুড়ায়
-আমি তাদের মন থেকে ঘৃণা করি😊

05/07/2025

ইগোর কারণে দেশের প্রধাণমন্রী গদি হারাইচে,আর তুৃমি কোন ক্ষেতের মুলা😏😏

05/07/2025

স্বামীকে কিডনি না দিয়ে ধান্দায় থাকবেন কিভাবে স্বামীর কিডনি নেওয়া যায়🐸

04/07/2025

কিডনি দিয়ে পুরুষ আটকানো যাচ্ছেনা, আর তোমরা ভাবো বক্সে করে নুডলস রান্না করে নিয়ে গেলে পুরুষ আটকাবে!

কিছু মুহূর্ত মনে রেখো, কিছু কথা মনে রেখো, জীবনে আমরা একসাথে থাকবো না হয়তো, কিন্তু আমরা একটা সময় একই সাথে ছিলাম এ কথাটা জ...
03/07/2025

কিছু মুহূর্ত মনে রেখো, কিছু কথা মনে রেখো, জীবনে আমরা একসাথে থাকবো না হয়তো, কিন্তু আমরা একটা সময় একই সাথে ছিলাম এ কথাটা জীবন ভর মনে রেখো.🥹🫶

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Esha's live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share