Our Feni District -আমাদের ফেনী জেলা

Our Feni District -আমাদের ফেনী  জেলা Raise your voice for Truth & Justice..
লক্ষ্য একটাই “সত্যকে উ? We love Islam & our beloved country Bangladesh.

We are Bangladeshi Muslims trying to practice Islam in broader social and political life. We want to see Islamic Statehood based on Justice, Freedom & Development in Bangladesh. We fight for Truth & Justice...and invite you to join this battle. All our works & achievements are solely dedicated to Allah alone.

09/09/2025
09/09/2025

ফলাফল: কার্জন হল কেন্দ্র ( একুশে হল) কেন্দ্রীয় সংসদ।
(ভিপি পদ)

১। কাদের ৩৬
২। উমামা ফাতেমা ৯০
৩। জালাল ০
৪। জামিল খালিদ ১৭
৫। ইয়ামিন মোল্লা ১
৬। আবিদুল ইসলাম খান ১৪১
৭। সাদিক কায়েম ৬৪৪

09/09/2025
👉 “নিখোঁজ বিজ্ঞপ্তি"নাম: আবুল  হায়াতবয়স:  ২২ বছরলিঙ্গ: পুরুষ  আবুল হায়াত আজ ৯সেপ্টেম্বর,  রাত ৩-৩০ মিনিটের সময় ঢাকা থেকে...
09/09/2025

👉 “নিখোঁজ বিজ্ঞপ্তি"

নাম: আবুল হায়াত

বয়স: ২২ বছর

লিঙ্গ: পুরুষ

আবুল হায়াত আজ ৯সেপ্টেম্বর, রাত ৩-৩০ মিনিটের সময় ঢাকা থেকে মহিফাল পৌঁছে, তারপর সে বেকেরবাজার আসার জন্য একটি সিএনজিতে উঠে, উঠার পর সে বাড়িতে কল করে বলে সে এখন সিএনজিতে উঠেছে, ২ মিনিট পর যখন তাকে আবার কল করা হয় তখন তার মোবাইল বন্ধ দেখা যায়। এরপর থেকে তার সাথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।

ঠিকানা :কুঠিরহাট, সোনাগাজী, ফেনী।
আপনারা কেউ যদি তাকে দেখে থাকেন বা তার খোঁজ
পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন
মোবাইল : 01891943661

আমরা যেন তার খোঁজ সুস্থতার সাথে পেয়ে থাকি এই জন্য সবাই দোয়া করবেন। 🤲🤲

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্...
07/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

- (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

লালপোলে সড়ক দু*র্ঘ*টনায় দুইজন নি*হ'ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে এক দু*র্ঘ'টনায় দুইজন নি*হ*ত হয়েছেন। রোববার (৭...
07/09/2025

লালপোলে সড়ক দু*র্ঘ*টনায় দুইজন নি*হ'ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে এক দু*র্ঘ'টনায় দুইজন নি*হ*ত হয়েছেন। রোববার (৭
সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মহাসড়কের ঢাকামূখী লেইনে এ দু*র্ঘটনা ঘটে। দু*র্ঘটনার শিকার শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি ট্রাক জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।

জানাগেছে, এদিন সকালে লালপোল হাফেজিয়া নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো -ব ১২-০২৪১) পেছন থেকে সজোরে বালু ভর্তি একটি ট্রাককে ধা*ক্কা দেয়।

এতে বাসের চালক, সুপারভাইজার ও সহকারি মা*রা*ত্মক আ*হত হয়। হাইওয়ে থানার পুলিশ ও দ*মকল বা-হিনীর সদস্যরা আ*হত তিনজনকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হা'স"পাতালে ভর্তি করেন।

হা'স'পাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃ*ত ঘোষনা করেন। আ'হ'ত চালক মো. রফিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন।

নি"হ"তরা হলেন, বাসের সুপারভাইজার রবিউল ইসলাম ও সহকারি মোহাম্মদ ইয়াহিয়া রাফি।

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার www.moi.gov.qa/site/english৩। কুয়েত www.m...
30/08/2025

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

দুবাইয়ে সেরা ৮ নারীর তালিকায় ফেনীর মাইমুনা আকতারবৃহস্পতিবার (২৮ আগষ্ট) আরব আমিরাতে নারী দিবস উপলক্ষ্যে দুবাই লিডার'স ম্য...
30/08/2025

দুবাইয়ে সেরা ৮ নারীর তালিকায় ফেনীর মাইমুনা আকতার

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) আরব আমিরাতে নারী দিবস উপলক্ষ্যে দুবাই লিডার'স ম্যাগাজিনের জুরি বোর্ড ঘোষিত আলো ছড়ানো সেরা ৮ নারীর তালিকায় স্থান পেয়েছেন ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুরের সন্তান মাইমুনা আকতার। সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিজে কাজ করা মাইমুনার সঙ্গে তালিকায় বিভিন্ন দেশের আরও সাত নারী রয়েছেন।

বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের মেয়ে মাইমুনা আক্তার লিজা এখন দুবাইয়ের সফল একজন সাইবার নিরাপত্তা পেশাজীবী। ‘রিনিউয়াল ম্যানেজার’ হিসেবে মাইমুনা বর্তমানে কাজ করছেন গালফ তথা উপসাগরীয় অঞ্চলের অন্যতম সাইবার নিরাপত্তা সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান গালফ আইটি নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১০ জনের একটি দলকে নেতৃত্বও দিচ্ছেন মাইমুনা। এই তরুণী পেশাজীবীর কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি গালফ আইটি নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটর মাইমুনাকে ‘লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ এ ভূষিত করেন। মাইমুনাকে নিয়ে বিশেষ ফিচার প্রকাশ করে দুবাইভিত্তিক সাময়িকী ‘দ্যা দুবাই লিডারস’। প্রযুক্তি নিয়ে আনুষ্ঠানিক পড়াশুনা না করলেও, উপসাগরীয় অঞ্চলের বেশকিছু বৃহৎ প্রতিষ্ঠানের সাইবার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখভাল করেন মাইমুনা। বিজনেস গ্র্যাজুয়েট মাইমুনা নিজের প্রবল আগ্রহ ও ইচ্ছাশক্তির ওপর ভর করে সফল ক্যারিয়ার গড়েছেন বর্তমান বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং খাত সাইবার নিরাপত্তা ইন্ডাস্ট্রিতে।

ব্যবসা শিক্ষার শিক্ষার্থী থেকে সাইবার নিরাপত্তায় প্রবেশ

মাইমুনার স্কুল ও কলেজ পেরোয় দুবাইতেই। খুব ছোট থাকবে বাবা আবদুল হালিম এবং লুতফুন নাহারের হাত ধরে ২০০৩ সালে দুবাই পাড়ি জমান মাইমুনা। দুবাইয়ের অন্যতম শীর্ষ বিজনেস স্কুল ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট টেকনোলজি থেকে স্নাতক এবং সুইস স্কুল অব ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। মাইমুনার ক্যারিয়ারের শুরুটা হয় রিয়েল এস্টেট খাতে। স্থানীয় একটি স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে ‘রিয়েলেটর’ হিসেবে আনুষ্ঠানিক ক্যারিয়ার হয় মাইমুনার। সেখান থেকে অনেকটা আকস্মিকভাবেই পুরুষ-নেতৃত্বাধীন প্রযুক্তি খাতে কাজ শুরু করেন তিনি। রিয়েল এস্টেট খাতে নিয়োজিত থাকাকালীন এক গ্রাহকের মাধ্যমে প্রযুক্তি খাতে প্রবেশ ঘটে মাইমুনার। মাইমুনার কাজের দক্ষতায় মুগ্ধ হয়ে নিজের প্রতিষ্ঠানের রিনিউয়াল বিভাগে যোগ দিতে মাইমুনাকে প্রস্তাব দেন সেই গ্রাহক।

নিজের কাজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরে মাইমুনা বলেন, আমি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ না বরং সাইবার নিরাপত্তা সেবাপ্রদানকারী হিসেবে আমার প্রতিষ্ঠান এবং গ্রাহকদের মাঝে সমন্বয়কের কাজ করি। ‘অপারেশন্স হ্যান্ডলিং’ এর মাধ্যমে আমার প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখি। আর আমাদের ব্যবসা বি-টু-বি (বিজনেস টু বিজনেস) ধরনের ফলে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের গ্রাহক। যেমন আমি এবং আমার টিম সৌদি এরামকো, সৌদি টেলিকম, কাতার ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট আবুধাবি ব্যাংকের মতো গ্রাহকদের দেখভাল করি”।

সাইবার নিরাপত্তা খাতের পরিণত পেশাজীবী

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ২০টিরও বেশি সর্বাধুনিক প্রযুক্তির সাইবার নিরাপত্তা সেবা প্রদান করে গালফ আইটি নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন। প্রতিষ্ঠানটির রিনিউয়াল বিভাগে যোগ দেওয়ার পর থেকে মাইমুনা এর প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে শুধু জনবল বৃদ্ধি পায়নি, বরং বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। মায়মুনা পার্টনার ও ক্লায়েন্টের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন, যা প্রতিষ্ঠানটির উচ্চ রিনিউয়াল হার ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে। প্রতিষ্ঠানটিতে নিজের কাজের পরিধি তুলে ধরে মাইমুনা বলেন, “গালফ আইটি নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনে আমি পুরো জিসিসি অঞ্চলের (কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সৌদি আরব) সাইবার নিরাপত্তা সমাধানের রিনিউয়াল কার্যক্রম তদারকি করি। যেহেতু অধিকাংশ নিরাপত্তা সমাধান এখন ক্লাউড-ভিত্তিক, তাই আমার প্রধান দায়িত্ব হলো লাইসেন্স নবায়ন নিশ্চিত করা, যাতে ব্যবসাগুলোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকে। এই বিষয়টিই আমি ও আমার টিম মিলে দেখভাল করি”।

রিয়েল এস্টেট থেকে সাইবার নিরাপত্তায় আসার চ্যালেঞ্জ

রিয়েল এস্টেট থেকে সাইবার নিরাপত্তায় ক্যারিয়ারের রূপান্তর করা মোটেও সহজ ছিল না মাইমুনার জন্য। বিশেষ করে যখন প্রযুক্তি বা সাইবার নিরাপত্তা সম্পর্কে আনুষ্ঠানিক ডিগ্রিও নেই তার। এই চ্যালেঞ্জ মোকাবেলা সম্পর্কে মাইমুনা বলেন, “টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকায় শুরুতে জটিল সফটওয়্যার, ক্লাউড-ভিত্তিক সমাধান ও লাইসেন্সিং মডেল বোঝা কঠিন ছিল।

কিন্তু হার মানিনি। প্রশিক্ষণ, কনফারেন্সে অংশগ্রহণ, অনলাইন কোর্স অধ্যায়ন এবং প্রযুক্তি দলগুলোর সঙ্গে নিবিড় কাজের মাধ্যমে বিষয়গুলো দ্রুত আয়ত্ত করি”। তাছাড়া, পুরুষ-নেতৃত্বাধীন প্রযুক্তি জগতে নারী হিসেবে নিজের অবস্থান তৈরিও বেশ চ্যালেঞ্জিং ছিল তার জন্য। ব্যবসায়িক প্রজ্ঞা, কৌশলগত চিন্তা এবং নেটওয়ার্কিং তথা যোগাযোগ গড়ে তোলার দক্ষতা প্রতিষ্ঠানে আস্থা ও নেতৃত্বস্থানীয় পদ অর্জনে ভূমিকা রেখেছে বলে মনে করেন মাইমুনা। আজ তিনি দশজনের একটি দল পরিচালনা করছেন এবং আফ্রিকান বাজারেও কোম্পানির কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখছেন।
সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের প্রতি
মায়মুনা বিশ্বাস করেন, নতুন খাতে প্রবেশ করতে হলে কৌতূহল, দৃঢ়তা ও নিরবচ্ছিন্ন শেখার মনোভাব অপরিহার্য। তাঁর মতে, সাইবার নিরাপত্তায় কাজ করতে সবসময় প্রযুক্তিগত জ্ঞান থাকা জরুরি নয়। বিক্রয়, রিনিউয়াল বা ব্যবসা উন্নয়নমূলক অনেক কাজে ব্যবসায়িক বোধই বেশি গুরুত্বপূর্ণ। এজন্য তিনি নেটওয়ার্কিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেন। মাইমুনা বলেন, আমার নিজের যাত্রাই শুরু হয়েছিল গ্রাহকের সঙ্গে এক পরিচয়ের মাধ্যমে। তাই আমি অন্যদের পরামর্শ দেবো যেন তারা যেখাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী সেই খাত সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোতে অংশ নেন, অভিজ্ঞদের সঙ্গে সংযোগ স্থাপন করেন এবং মেন্টরশিপ খুঁজে নেন।

এছাড়া মাইমুনা মনে করেন, প্রশিক্ষণ ও সার্টিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সাইবার নিরাপত্তা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে আপডেটেড রাখা, সমস্যা সমাধানের দক্ষতা এবং আত্মবিশ্বাস; এগুলোই নতুন খাতে সফলতার মূল চাবিকাঠি। বিশেষ করে নারীদের উদ্দেশে তিনি বলেন, “আত্মবিশ্বাসী হতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে এবং প্রমাণ করতে হবে যে আপনিও সক্ষম। কোথা থেকে শুরু করছেন, সাফল্য তার ওপর নির্ভর করে না; বরং সাফল্য নির্ভর করে কিভাবে নিজেকে পরিবর্তন করছেন এবং বেড়ে উঠছেন, তার ওপর।

আমি লজ্জিত 😭ফেনী সদর ২ নং পাঁচগাছিয়া ইউনিয়ন ৭ নাম্বার ওয়ার্ড তেমুহনী বাজারের পাশে সোনালী ব্রিকস ফিল্ডের পাশে এই মেয়েট...
27/08/2025

আমি লজ্জিত 😭
ফেনী সদর ২ নং পাঁচগাছিয়া ইউনিয়ন ৭ নাম্বার ওয়ার্ড তেমুহনী বাজারের পাশে সোনালী ব্রিকস ফিল্ডের পাশে এই মেয়েটির পরিবার বাসা ভাড়া থাকেন সকাল থেকে নিখোঁজ রাত ১২ টা ৩০ মিনিটে মেয়েটির লাশ পাওয়া যায় ব্রিকস ফিল্ডের ট্যাংকির ভিতরে 👈ধারণা করা হচ্ছে বাচ্ছাটিকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে।এ ঘটনায় একজন কে পুলিশ গ্রেপ্তার করেন।
এ বিষয়টির সুস্থ তদন্ত করে দোষীদের আইনের আওতা আনা হোক। ✍️👈

আপনার প্রিয় প্যানেল কোনটি    #ফটোগ্রাফি      #শিবির     #ভোট
26/08/2025

আপনার প্রিয় প্যানেল কোনটি

#ফটোগ্রাফি


#শিবির #ভোট

গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন ...
22/08/2025

গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই সেতুর ল্যাম্পপোস্টের তার চু-রি হওয়ায় এলাকাটি অন্ধকারে ডুবে গেছে।l

ইউলুপে এসে কাভার্ড ভ্যান উল্টে গেল...তলে চাপা পড়ল প্রাইভেট কার...সাথে সাথেই ঝরে গেল ৪ টি তাজা প্রাণ! আহা! জীবন!কি দোষ ছি...
22/08/2025

ইউলুপে এসে কাভার্ড ভ্যান উল্টে গেল...তলে চাপা পড়ল প্রাইভেট কার...সাথে সাথেই ঝরে গেল ৪ টি তাজা প্রাণ!
আহা! জীবন!
কি দোষ ছিল ঐ নির্দোষ প্রাণগুলোর?
কে দায়ী?
-অদক্ষ চালক?
-দ্রুত গতি?
-নাকি ত্রুটিপূর্ণ ইউ লুপ?
স্থানীয় জনগন বলছেন...ইউলুপটাই মরণ ফাঁদ...দূর্ঘটনাপ্রবণ!
কর্তৃপক্ষ বিষয়টা ভাববেন কি?

স্থান:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকার ইউটার্ন

Address

শহিদ শহীদুল্লাহ কায়সার সড়ক
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Our Feni District -আমাদের ফেনী জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share