Fenir Prohor-ফেনীর প্রহর

Fenir Prohor-ফেনীর প্রহর ফেনী ৬ উপজেলার সংবাদ প্রচারের অন্যতম মাধ্যম ফেনীর প্রহরে আপনাকে স্বাগতম
(2)

14/09/2025

ডেমরায় ভ*য়া*ব*হ অ*গ্নি*কা*ন্ড।
জীবন বাঁচাতে মানুষ বিল্ডিং এর উপর থেকে লা*ফি*য়ে পড়ছে।

বিস্তারিত কমেন্টে>>>

মহিপালে অ*জ্ঞা*ন হয়ে পড়ে থাকা ব্যক্তিটি হাসপাতালে মা*রা গেছে।গতকাল বিকেল চারটার দিকে ফেনীর মহিপাল সুগন্ধা বাস স্ট্যান্...
14/09/2025

মহিপালে অ*জ্ঞা*ন হয়ে পড়ে থাকা ব্যক্তিটি হাসপাতালে মা*রা গেছে।

গতকাল বিকেল চারটার দিকে ফেনীর মহিপাল সুগন্ধা বাস স্ট্যান্ডে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ছবির এই ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়।
প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছিল তাকে অজ্ঞান পার্টি কিছু খাইয়ে দিয়েছিল।
অসুস্থ সেই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটু আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন।
তবে নি*হ*ত ব্যক্তির পরিচয় বা ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি।
নিউজটি শেয়ার করে মৃ*ত ব্যক্তির পরিবারকে তার খবর পেতে সহযোগিতা করুন।

মহিপাল থেকে ট্রাংক রোড পর্যন্ত বেশ কয়েকটি অংশে খানাখন্দে বেহাল দশা
14/09/2025

মহিপাল থেকে ট্রাংক রোড পর্যন্ত বেশ কয়েকটি অংশে খানাখন্দে বেহাল দশা

11/09/2025

ফেনী রেলগেট মাছ বাজারের পাশে বস্তিতে আ**গুন

10/09/2025

নিয়োগ বিজ্ঞপ্তি:
একজন আইটি এক্সপার্ট প্রয়োজন।
আইটি সেক্টরের সকল ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
চাকুরীর স্থান: নোয়াখালী, মাইজদী।
ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার প্রার্থী অগ্রাধিকার পাবে।
যোগাযোগ: 01939-825982

নির্জন একটি ভাড়া বাসা। চারপাশে নীরবতা আর অন্ধকার। হঠাৎ সেই নীরবতা ভেঙে উঠে আসে এক ভ*য়াবহ দৃশ্য—সিসিটিভি ফুটেজ আর হাজারো ...
09/09/2025

নির্জন একটি ভাড়া বাসা। চারপাশে নীরবতা আর অন্ধকার। হঠাৎ সেই নীরবতা ভেঙে উঠে আসে এক ভ*য়াবহ দৃশ্য—সিসিটিভি ফুটেজ আর হাজারো প্রশ্নের মুখোমুখি হয় সবাই। কে, কেন, কীভাবে হ*ত্যা করল মা ও মেয়েকে? সেই রহস্যের জট কি খুলবে ক্যামেরার ফুটেজে, নাকি অপেক্ষা করতে হবে তদন্তের শেষ পর্যন্ত?

স্বামী হারানোর পর বহু কষ্টে দুই ছেলে ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে নিয়ে জীবনযু*দ্ধ চালিয়ে যাচ্ছিলেন তাহমিনা আক্তার। ছোট সংসার, ভাড়াবাসায় নির্লিপ্ত জীবন—কোনো বিবাদ, কোনো শ*ত্রুতা কিছুই ছিল না। অথচ রোববার রাতের নিস্ত*ব্ধতাই যেন চিরকালের জন্য স্ত*ব্ধ করে দিল সেই সংসারকে।

নিহ*তের বড় ছেলে আইনজীবী ফয়সাল যখন রাত ১১টার দিকে ঢাকা থেকে ফিরে আসেন, তখনো তিনি কল্পনাও করেননি যে তার অপেক্ষায় আছে জীবনের সবচেয়ে ভ*য়ঙ্কর মুহূর্ত। দরজা ভেতর থেকে টুল দিয়ে আটকানো, ভেতরে সব অ*ন্ধকার। লাইট জ্বালাতেই চোখে পড়ে বি*ভীষিকাময় দৃশ্য—এক রুমে মায়ের নিথর দে*হ, অন্য রুমে বোনের লা*শ। যেন ঘুমিয়ে আছে, গায়ে কাঁথা জড়ানো, শান্ত মুখ, অথচ নিঃ*শ্বাস নেই।

ফয়সাল ভেঙে পড়ে বলেন—“কে বা কারা আমার মা আর বোনকে এভাবে নি*র্মমভাবে হ*ত্যা করলো, আমরা কিছুই জানি না। আমরা শুধু চাই, খু*নিদের দৃষ্টা*ন্তমূলক শা*স্তি।”

পুলিশও ঘটনাস্থলে গিয়ে হতবাক। আসবাবপত্র সব স্বাভাবিক, তেমন কোনো ল*ড়াইয়ের চিহ্ন নেই, শুধু মায়ে-মেয়ের গলায় আ*ঘাতের দাগ। তিনটি মোবাইল নি*খোঁজ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এক স*ন্দেহভাজন—রাত আটটার দিকে বাসায় ঢুকে, দীর্ঘ সময় বের হয়নি, আবার গভীর রাতে ঢুকে বের হয়েছে।

বাড়িওয়ালা থেকে শুরু করে আশপাশের সবাই হতবিহ্বল। সবাই বলছে—তাহমিনা ছিলেন শান্ত স্বভাবের, ধর্মপ্রাণ মহিলা। মেয়েটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, ভদ্র, নম্র, স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এক তরুণী। কে তাদের জীবন কেড়ে নিল এভাবে? কেন কেড়ে নিল?

কোতোয়ালী থানার ওসি জানান—“এটি হ*ত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত জ*ব্দ করা হয়েছে। খুব দ্রুতই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।”

কিন্তু এরই মধ্যে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। বৃদ্ধা মা হারিয়েছে সন্তানদের আশ্রয়, ভাই হারিয়েছে আপন বোন আর মাকে। নিঃস্বজন এই মৃ*ত্যুতে শো*ক নেমে এসেছে পুরো এলাকায়।

এই নৃ*শংস ঘটনায় প্রশ্ন জেগেছে সবার মনে—মানুষ এতটা নি*ষ্ঠুর হতে পারে?
নিরাপদ আশ্রয় বলে ভেবেছিল যে ঘর, সেই ঘরই হয়ে গেল মৃ*ত্যুকূপ। মা-মেয়ের র*ক্তে ভিজে গেল দেয়াল, ভিজে গেল স্বপ্ন।

এই ঘটনা শুধু একটি পরিবারকে নয়, আমাদের মানবতাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
কে দেবে এই হ*ত্যার উত্তর?
কে ফিরিয়ে দেবে একটি সংসারের ভাঙা স্বপ্ন?

09/09/2025

উপদেষ্টার চাচা পরিচয়ে সম্পত্তি দ*খলের চেষ্টার অ*ভিযোগ

শুভ সকাল-ফেনীর সাবেক দোয়েল চত্বর
09/09/2025

শুভ সকাল-ফেনীর সাবেক দোয়েল চত্বর

09/09/2025

২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর ২০২৫ তারিখে শেষ হবে।সৌদি সরকারের নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হবে না
-ধর্ম বিষয়ক মন্ত্রণালয় #হজ্ব #ফেনী #ফেনীরপ্রহর #নিউজ

ফেনী স্টেশনের প্লাটফর্মে থাকা সিসি ক্যামেরার খোলসছবিঃ ৭ সেপ্টেম্বর ২০২৫ ইং সন্ধ্যা ৭টায়
08/09/2025

ফেনী স্টেশনের প্লাটফর্মে থাকা সিসি ক্যামেরার খোলস
ছবিঃ ৭ সেপ্টেম্বর ২০২৫ ইং সন্ধ্যা ৭টায়

রিজিকের মালিক একমাত্র রাজ্জাক
08/09/2025

রিজিকের মালিক একমাত্র রাজ্জাক

Address

Trank Road
Feni
3900

Telephone

+8801613881709

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fenir Prohor-ফেনীর প্রহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fenir Prohor-ফেনীর প্রহর:

Share