Fenir Prohor-ফেনীর প্রহর

  • Home
  • Fenir Prohor-ফেনীর প্রহর

Fenir Prohor-ফেনীর প্রহর ফেনী ৬ উপজেলার সংবাদ প্রচারের অন্যতম মাধ্যম ফেনীর প্রহরে আপনাকে স্বাগতম
(2)

"আর নয় মি*থ্যে অজুহাত জীবন বাঁচা'তে র*ক্তদিয়ে বাড়াই হাত" এই স্লোগানকে সামনে রেখে, ছাগলনাইয়া উপজেলার, শুভপুর ইউনিয়ন. সোন...
24/07/2025

"আর নয় মি*থ্যে অজুহাত জীবন বাঁচা'তে র*ক্তদিয়ে বাড়াই হাত" এই স্লোগানকে সামনে রেখে, ছাগলনাইয়া উপজেলার, শুভপুর ইউনিয়ন. সোনাপুর গ্রামে "আব্দুল সালাম বুহানূস ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানার" পরিচালক জনাব. বুলবুল আহাম্মদ এর উদ্যোগে মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে র*ক্তের গ্রুপ নির্ণয় করেন “সপ্তমবারের মত টিম-আগ্রহী র*ক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী"

বৃহস্পতিবার (২৪ -জুলাই-২০২৫ইং) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আয়োজিত বিনামূল্যে র*ক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম আরম্ভ থাকে। এবং এক-শতাধিক মানুষের র*ক্তের গ্রুপ নির্ণয় করা হয়। “ছাগলনাইয়া উপজেলার, শুভপুর ইউনিয়ন. সোনাপুর গ্রামে "আব্দুল সালাম বুহানূস ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানায়”এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, এতে অত্র মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের অভিবাবক উপস্থিত থেকে ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে র*ক্তের পরীক্ষা করিয়েছেন।

"আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী" সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য সমাজের উন্নয়ন, এবং মানবসেবা। একঝাঁক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত, শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেনঃ আব্দুল সালাম বুহানূস ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানার পরিচালক ও অত্র সংগঠনের উপদেষ্ঠা জনাব.বুলবুল আহাম্মাদ, এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মহিন উদ্দিন পলাশ এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বশীল সদস্য বিন্দ, জাহিদুল কাউসার রাফি, ইসতিয়াক রসূল সানবিন, মোঃ মাহিম, আলা উদ্দিন ফয়সাল, এবং সাথে চিলেন মাদ্রাসার অনন্য ব্যাক্তিবর্গ।

র*ক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন ব্যাক্তি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, " আব্দুল সালাম বুহানূস ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানা” এবং "আগ্রহী র*ক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী" সংগঠনটি খুব ভালো একটি উদ্যােগ নিয়েছে। যার ফলে আমরা আমাদের বাচ্চাদের র*ক্তের গ্রুপ জানতে পেরেছি। বর্তমানে সকল কাজেই র*ক্তের গ্রুপ প্রয়োজন হয়।

ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যােক্তারা বলেন, বর্তমানে যেকোন কাজেই র*ক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের র*ক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে গ্রামের মহিলারা ও স্কুল মা্দ্রাসার ছোট ছোট বাচ্চারা অনেকে তাদের র*ক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে র-ক্তের গ্রুপ নির্ণয় ও র*ক্তদানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে র*ক্তের গ্রুপ নির্ণয়ে কর্মসূচি আয়োজন করেছি।

24/07/2025

দেখছেন সরাসরি >>>

24/07/2025

রিক্সা চালক ভাইটির অনুরোধে গানটি দর্শকদের জন্য পোষ্ট করা হয়েছে || সম্প্রতি ঘটে যাওয়া ঘ*টনা নিয়ে গানটি ||

23/07/2025

সারাদিন তিব্র গরমের পর আকাশে স্বস্তির বৃষ্টি

23/07/2025

চার সন্তানকে ফেলে প্রবাসীর হাত ধরে উধাও পারুল আক্তার || স্ত্রীকে ফিরে পেতে সবার সহযোগিতা চাইছেন স্বামী সেলিম ||

23/07/2025

মিরপুর কসমো স্কুলে আগুন।

বিস্তারিত কমেন্টে>>>

23/07/2025

রামপুর পাটোয়ারী বাড়ীতে আজ সকাল ১১ টার দিকে তিন নারীকে আ*টক করে এলাকাবাসী পরে পু*লিশে সোপর্দ

ফেনীর শর্শদীর মোঃ সেলিমের স্ত্রী পারুল আক্তার চার ছেলে মেয়েকে রেখে পালিয়েছে এক প্রবাসীর হাত ধরে,বিস্তারিত ভিডিও প্রতিবেদ...
22/07/2025

ফেনীর শর্শদীর মোঃ সেলিমের স্ত্রী পারুল আক্তার চার ছেলে মেয়েকে রেখে পালিয়েছে এক প্রবাসীর হাত ধরে,বিস্তারিত ভিডিও প্রতিবেদন আসছে শিগ্রই,সাথে থাকুন।

আমরা গভির ভাবে শোকাহত
21/07/2025

আমরা গভির ভাবে শোকাহত

Address


Telephone

+8801613881709

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fenir Prohor-ফেনীর প্রহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fenir Prohor-ফেনীর প্রহর:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share