
24/07/2025
"আর নয় মি*থ্যে অজুহাত জীবন বাঁচা'তে র*ক্তদিয়ে বাড়াই হাত" এই স্লোগানকে সামনে রেখে, ছাগলনাইয়া উপজেলার, শুভপুর ইউনিয়ন. সোনাপুর গ্রামে "আব্দুল সালাম বুহানূস ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানার" পরিচালক জনাব. বুলবুল আহাম্মদ এর উদ্যোগে মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে র*ক্তের গ্রুপ নির্ণয় করেন “সপ্তমবারের মত টিম-আগ্রহী র*ক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী"
বৃহস্পতিবার (২৪ -জুলাই-২০২৫ইং) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আয়োজিত বিনামূল্যে র*ক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম আরম্ভ থাকে। এবং এক-শতাধিক মানুষের র*ক্তের গ্রুপ নির্ণয় করা হয়। “ছাগলনাইয়া উপজেলার, শুভপুর ইউনিয়ন. সোনাপুর গ্রামে "আব্দুল সালাম বুহানূস ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানায়”এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, এতে অত্র মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের অভিবাবক উপস্থিত থেকে ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে র*ক্তের পরীক্ষা করিয়েছেন।
"আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী" সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য সমাজের উন্নয়ন, এবং মানবসেবা। একঝাঁক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত, শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেনঃ আব্দুল সালাম বুহানূস ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানার পরিচালক ও অত্র সংগঠনের উপদেষ্ঠা জনাব.বুলবুল আহাম্মাদ, এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মহিন উদ্দিন পলাশ এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বশীল সদস্য বিন্দ, জাহিদুল কাউসার রাফি, ইসতিয়াক রসূল সানবিন, মোঃ মাহিম, আলা উদ্দিন ফয়সাল, এবং সাথে চিলেন মাদ্রাসার অনন্য ব্যাক্তিবর্গ।
র*ক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন ব্যাক্তি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, " আব্দুল সালাম বুহানূস ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানা” এবং "আগ্রহী র*ক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী" সংগঠনটি খুব ভালো একটি উদ্যােগ নিয়েছে। যার ফলে আমরা আমাদের বাচ্চাদের র*ক্তের গ্রুপ জানতে পেরেছি। বর্তমানে সকল কাজেই র*ক্তের গ্রুপ প্রয়োজন হয়।
ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যােক্তারা বলেন, বর্তমানে যেকোন কাজেই র*ক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের র*ক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে গ্রামের মহিলারা ও স্কুল মা্দ্রাসার ছোট ছোট বাচ্চারা অনেকে তাদের র*ক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে র-ক্তের গ্রুপ নির্ণয় ও র*ক্তদানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে র*ক্তের গ্রুপ নির্ণয়ে কর্মসূচি আয়োজন করেছি।