17/07/2025
🌿এসএসসি ফেল: দোষ কি শুধু শিক্ষকের?
এসএসসি পরীক্ষায় অনেক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে — এটা হতাশাজনক। কিন্তু এর পেছনে দায় শুধুমাত্র শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত?
✍️একজন শিক্ষার্থীর ব্যর্থতার পেছনে মূলত ৩ টি পক্ষের অবহেলা কাজ করে:
১. শিক্ষকের গাফিলতি: যদি শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করেন, শিক্ষার্থী পিছিয়ে পড়তে বাধ্য।
২. অভিভাবকের উদাসীনতা: সন্তান কী করছে, পড়াশোনায় মনোযোগী কি না, সেটা দেখা অভিভাবকের দায়িত্ব।
৩. শিক্ষার্থীর নিজ দায়িত্ববোধের অভাব: পড়াশোনায় আগ্রহ না থাকলে, সুযোগ পেলেও সে ভালো করবে না।
এই তিন পক্ষ যদি নিজ নিজ দায়িত্বে সচেতন হয়, তাহলে একজন শিক্ষার্থীর ফেল করার সম্ভাবনা হয় না।
সব শিক্ষক দায়িত্বশীল নন, সব অভিভাবক দায়িত্ববান নন, আবার সব শিক্ষার্থীও পড়াশোনায় আগ্রহী নয় — এটাই বাস্তবতা।
তাই দোষারোপের আগে আমাদের উচিত নিজ নিজ অবস্থান থেকে আত্মসমালোচনা করা। চলুন সবাই আত্মসমালোচনা করে দায়িত্ববান হই, তাহলেই পরিবর্তন সম্ভব।
collected