মাসিক ফেনীর আচঁল -Fenir Achol

মাসিক ফেনীর আচঁল -Fenir Achol ফেনী থেকে প্রকাশিত প্রিন্ট পত্রিকা। নিবন্ধন ৩১ আগষ্ট ২০২১। প্রকাশকাল ১২ অক্টোবর ২০২১
সম্পাদক ও প্রকাশক সাহিদা সাম্য লীনা - Shahida Shammo Lina

ফেনীর নবাগত পুলিশ সুপার শফিকুল ইসলাম।সাথে মতবিনিময় কালে।
02/12/2025

ফেনীর নবাগত পুলিশ সুপার শফিকুল ইসলাম।
সাথে মতবিনিময় কালে।

জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের প্রতিবেদনে বলা হ...
27/11/2025

জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যে গতিতে ঢাকার জনসংখ্যা বাড়ছে, তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর।

কড়াইল বস্তিতে আগুনঘর পুড়ে ছাই, শাকিলের আশা বেঁচে আছে ট্রাঙ্কে
26/11/2025

কড়াইল বস্তিতে আগুন
ঘর পুড়ে ছাই, শাকিলের আশা বেঁচে আছে ট্রাঙ্কে

21/11/2025
Ahead.
20/11/2025

Ahead.

19/11/2025

ফেনীতে নাশকতার চেষ্টাকালে আটক

18/11/2025

More food

ফেনীতে পৃথক অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতার ...
17/11/2025

ফেনীতে পৃথক অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতার চেষ্টার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ফেনী মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন-ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট গ্রামের ইউছুপের ছেলে আবদুল্লাহ আল মাসুম (২২), একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের নাছির উদ্দীনের ছেলে মো. রাজু (২০), সদর উপজেলার লেমুয়া নেওয়াজপুর এলাকার নুরুল আমিনের ছেলে রাকিবুল ইসলাম (২১), একই গ্রামের নুর করিমের ছেলে মো. নাহিদ (২২), মমিনুল হকের ছেলে মো. আশরাফুল হক (২১), ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকার আনোয়ারের ছেলে মো. জিসান (১৯), একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে ফারদিন ইসলাম (১৮), কেরানীগঞ্জ আবদুল্লাহপুরের আনোয়ারা হোসেনের ছেলে মো. সোহেল (১৮) ও শহীদনগর এলাকার সাইফুলের ছেলে সিরাম (১৮)।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে প্লাস্টিকের বোতলে কেরোসিন ও পেট্রোলসহ সোনাগাজীর আবদুল্লাহ আল মাসুম ও মো. রাজুকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজুর নির্দেশে লালপোল এলাকায় গাড়িতে আগুন লাগিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সেটির ভিডিও পাঠানোর শর্তে তাদের বিকাশে টাকা পাঠানো হয়। ঘটনাস্থলে আটকদের সঙ্গে থাকা আরও ৩ জন পালিয়ে যায়।
এদিন রাতে মহাসড়কের সদর উপজেলার লেমুয়া এলাকায় নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক সেখান থেকে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। এছাড়া মহিপাল এলাকায় ঘোরাঘুরির সময় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে দাগনভূঞার ইমন নামের এক ব্যক্তি টাকার বিনিময়ে তাদের মিছিল করাতে পাঠিয়েছিল।
আদালত সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় কেরোসিন ও পেট্রোলসহ আটক সোনাগাজীর আবদুল্লাহ আল মাসুম ও মো. রাজু দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজ উদ্দিনের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ, বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

17/11/2025

ফেনী শহর জুড়ে পুলিশের টহল

প্রচন্ড মেধা, নারীদের অগ্রগতি করা , চিকিৎসা সেবা ইত্যাদি করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ব্যাপক জনপ্রিয়তা পায় একজন নারী ড...
14/11/2025

প্রচন্ড মেধা, নারীদের অগ্রগতি করা , চিকিৎসা সেবা ইত্যাদি করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ব্যাপক জনপ্রিয়তা পায় একজন নারী ডা. সাকিয়া হক। তার প্রোফাইল নেড়ে দেখলাম শুধু হাজার হাজার লাইক কমেন্ট! বাস্তবতায় গেলে এমন মানুষের দেখা মিলে না কাজে। সেই নারী ভালবেসে বিয়ে করেন ডাক্তার জয়ন্ত কে। তাদের সাড়ে চার বছরের সংসার জীবন। প্রথমে নারী হিসেবে ব্যাপারটাকে ইমোশনাল ভাবেই নিই। এই সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত বাড়াবাড়ির কারণে ঘটনা আসলটা প্রকাশ পেয়ে যায় ।ওরা দুজন বিবাহিত হলেও দুজন দুই ধর্মের ।তাদের বিয়ের কিছু ছবিও দেখেছি এবং সবার লেখা পড়ে আমার কাছে এটা মনে হচ্ছে যে, বিয়েটা আসলেই অবৈধ। এই লোকটিকে প্রতারণার দায়ে ডাক্তার সাকিনা বর্তমানে জেলে রেখেছে আদালতের রায়ে ।যে মেয়েটির সাথে প্রতারণায় ধরা পড়ে সে মেয়েটি আবার হিন্দু এবং অবিবাহিত। ল অনুসারে সে মেয়েটির বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা নাকি নেয়া যাবে না ।প্রাথমিক যেটি ধরা পড়েছে সে অনুযায়ী আদালত ডাক্তার জয়ন্ত কে জেলে প্রেরণ করেছে। চূড়ান্ত একটা রায় বা শুনানি তো হবে ।তখন ডাক্তার সাকিনাকে যদি আদালত বিয়ের কাবিননামা দেখাতে বলে এবং দুইজন দুই ধর্মের তারা ধর্ম চেঞ্জ করেছে কিনা যদি সেগুলোর কোন প্রুফ না দিতে পারে তাহলে তাদের বিয়েটাই ধর্ম অনুসারে অবৈধ। তাদের যেখানে বিয়েই অবৈধ সেখানে পরকীয়া কিংবা প্রতারণা সেটা আর কাজে আসবেনা। আমার চেয়ে যারা বড় বিশ্লেষক যারা তারা আরো ভালো বলতে পারেন। বেশি শিক্ষিত হলে বেশি স্বাধীনচেতা হলে অনেকেই দেখি সংসারের দিকে অমনোযোগী আর সে যদি একবার কোন কারনে খ্যাতি পেয়ে যায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এখন কার জন্য সবচাইতে লাভজনক। আর ডাক্তার সাকিনার ক্ষেত্রে তাই ঘটেছে। তিনি এগুলোকে পুঁজি হিসেবে নিয়েছে ।না হয় তার অনুসারীরা এইসব যুক্তিগুলো মাথায় রাখা দরকার ছিল। সরকারি ডাক্তার হিসেবে তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, নাকি নিজের ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত ছিলেন, মনোযোগী ছিলেন না ,তাই ঘরে স্বামী কি করছে ,না করছে, বা কি করবে না বা কি করতে পারে, সেটা নিয়ে তার কোন মনোযোগই ছিল না। এখন যখন অনেক দূর পৌছে গেল; তখন তিনি এটি আইনের হাতে তুলে দিয়ে সেটা আবার নিজেই নিজের ব্যক্তিগত জীবন সবার সামনে নিয়ে আসলেন। তার ভিডিওটা দিয়েই অনেকে আরেকটি আরেকটি ভিডিও বানিয়ে ফেলেছে ।এভাবেই চলছে আমাদের সোনার দেশ বাংলাদেশ ।অতিরিক্ত মেধাবী ,শিক্ষিত ভদ্রলোকদের থেকে আমরা এগুলোই শিখি ।এই জয়ন্ত ডাক্তার একজন সাইক্রিয়াটিস্ট, একজন মনের ডাক্তার সে কি আর মনের চিকিৎসা করবে? এর কাছে কেউ যেতে দ্বিতীয়বার চিন্তা করবে। অবশ্য এই ধরনের পেশেন্ট আছে অনেক ধরনের আছে। অনেকের রুচি কাজ করবে এতে। কিন্তু দুটাকেই এখন অরুচি লাগছে। কারণ হচ্ছে দুজনের বিয়েটা এবং তাদের লাইফ স্টাইল জানার পর থেকে।

by Shahida Shammo Lina

Address

HAZARI Road, District/Feni
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when মাসিক ফেনীর আচঁল -Fenir Achol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাসিক ফেনীর আচঁল -Fenir Achol:

Share