Best life

Best life Uttam jibon

30/08/2025

অসৎ বা খারাপ কাজে বাধা দেওয়া বা প্রতিবাদ করা ঈমানের লক্ষণ।

09/06/2024
29/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

28/03/2024

যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহপাক তার ৭০ প্রকার কষ্ট দূর করেন। যার মধ্যে সবচেয়ে ছোট হলো দারিদ্রতা। সুবহানাল্লাহ।

26/03/2024

একবার হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে আমার রব যদি চারটি জিনিস হতো আর চারটি জিনিস না হতো তবে কি ভাল হতো না?
১) যদি জীবন হতো, মৃত্যু না হতো!
২) যদি জান্নাত হতো, জাহান্নাম না হতো!
৩) যদি ধনী হতো, গরিব না হতো!
৪) যদি সুস্থতা হতো, অসুস্থতা না হতো!

গায়েব হতে আওয়াজ এলো-
"হে মুসা, যদি মৃত্যু না থাকতো, আমার সাথে সাক্ষাৎ হতো কি?"
" যদি জাহান্নাম না হতো, আমার আযাবকে ভয় করতো কি?"
"যদি গরিব না থাকতো, আমার শুকরিয়া আদায় করতো কি?
"যদি অসুস্থতা না থাকতো, সুস্থতার নেয়ামতের জন্য বান্দা আমার স্মরণ করতো কি?

20/03/2024

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, দৈনিক ৫০ বার দরুদ শরীফ পাঠকারী ব্যক্তির সাথে নবীজি (সাঃ) কেয়ামতের দিন মোসাফাহ করিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদ পাঠ করার তাওফিক দান করুন, আমীন।

15/03/2024

ফেনী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার হেফজ্ শাখার ওস্তাদের এন্ড্রয়েড মেবাইল চুরি করে এই লোকটা। যদি কেউ চিনেন বা জানেন অনুগ্রহ করে জানাবেন, শেয়ার করে সহযোগিতা করবেন।

আদব এবং শিষ্টাচার বহির্ভূত (বেয়াদব) ব্যক্তি স্রষ্টা এবং সৃষ্টির কাছে অভিশপ্ত।
17/01/2024

আদব এবং শিষ্টাচার বহির্ভূত (বেয়াদব) ব্যক্তি স্রষ্টা এবং সৃষ্টির কাছে অভিশপ্ত।

15/01/2024

যে নেক আমল দিয়ে আখেরাতের পুঁজি যোগাড় করে সেই প্রকৃত বুদ্ধিমান।

শামসুদ্দিন ভাইয়ের বাসা, রিলেশন কনভেনশন সেন্টার, খাজুরিয়া, ফেনী।
27/12/2023

শামসুদ্দিন ভাইয়ের বাসা, রিলেশন কনভেনশন সেন্টার, খাজুরিয়া, ফেনী।

Address

Riaj Uddin Sarak, Shawdagor Para
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Best life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share