Sea world

Sea world Don't go where the path leads. Walk where there is no way and leave your mark. "

19/07/2025

আজ আমি এসেছি গভীর সাগরের বুকে, ঢেউয়ের মাঝে এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা নিতে!
এই বিশাল নীল জলরাশির মাঝখানে যেন প্রকৃতির আসল রূপ ধরা দিয়েছে।
আসুন, আমার সঙ্গে এক ঝলক দেখে নিই এই সমুদ্রযাত্রার কিছু রোমাঞ্চকর মুহূর্ত! 🌅🚤

05/07/2025

নীলাচল বান্দরবান 😍😍

25/06/2025

যে মেয়ের ভাই নাই তাকে বিয়ে করলে, তার মা-বাবার দায়িত্ব নিয়েন

"রিজিকের মালিক আল্লাহ"

আমাদের বাড়িতে নিচ তলায় একজন ভাড়াটিয়া আছে যারা নাকি হাসবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। তাদের দুজন বাচ্চা একজন ছেলে আরেকজন ম...
24/06/2025

আমাদের বাড়িতে নিচ তলায় একজন ভাড়াটিয়া আছে যারা নাকি হাসবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। তাদের দুজন বাচ্চা একজন ছেলে আরেকজন মেয়ে। ওরা দুই ভাই বোন বাসায় একা থাকে সারাদিন।আমি প্রতিদিন ক্যামেরায় ওদের দেখি মূলত ওদের আমি ফলো করি। গেইট দিয়ে আবার বের হয়ে যায় নাকি। ওরা সারাদিন আমাদের বাসার এই গ্যারেজেই বেশিরভাগ সময় থাকে। দুই ভাইবোন খেলে আবার গেইট ধরে অপেক্ষায় দাড়িয়ে থাকে ,আবার সিড়িতে বসে থাকে আবার রুমে যায় আবার আসে। এমন করে ওদের সারাটা দিন কাটে। আমি সারাদিন কাজ করি আর একটু পর পর ওদের দেখি মনিটরে। আমার খুব খারাপ লাগে ওদের জন্য সারাটাদিন কিভাবে একা পাড় করে দুটো বাচ্চা। বোনটা ছোট মাঝে মধ্যে কান্না করে তখন আবার ভাইটা কোলে নেয় বোনকে। হয়তো এই শহরে টিকে থাকার জন্য বাবা মায়ের দুজনের কাজ করতে হয়। এই শহরে আসলে টিকে থাকাও একটা লড়াই।এই জন্য চাইলেও হয়তো মা টা বাসায় বাচ্চা নিয়ে থাকতে পারছে না।

ঠিক এই কারনের জন্য নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে আমি ফুল টাইম মাদার হওয়ার ডিসিশন নিয়েছিলাম। পড়াশোনা শেষ করে যখন দেখলাম আমার সাথের প্রায় সব বান্ধবীরা চাকরি ক্যারিয়ার নিয়ে ভাবছে।ঠিক তখন আমি হয়ে গেলাম একজন ফুল টাইম মাদার। আমার মনে হয়েছিল ক্যারিয়ারের চাইতে আমার জীবনে এখন আমার বাচ্চা বেশি জরুরি।সবাই আমাকে বলেছে এত পড়াশোনা করলা এখন কিছু একটা করো। হাসবেন্ড এর থেকে টাকা চেয়ে নিয়ে শখ পুরন করার চাইতে নিজে কিছু করা ভালো না। আমি সবাইকে একটাই উত্তর দিয়েছি না আমি মা হতে চাই আমার ক্যারিয়ার লাগবে না। এই যে আমার বাচ্চার ছোটবেলার সময়টা আর জীবনে ফিরে আসবে না। বড় হলে ওর আলাদা জগৎ হবে তখন ওর এতটা মায়ের দরকার হবে না। কিন্তু এখন ও এক সেকেন্ড মা ছাড়া থাকতে পারবে না। কয়েক মাস আগেও আমার শ্বশুর বেশ অপমান জনক ভাবে আমাকে বলেছিল পড়াশোনা করে জীবনে কি করছো কয়েক টাকাতো ইনকাম করতে পারো নাই। আমি চুপ হয়ে কোনো উত্তর দেইনি কারন সে আমার স্বামীর বাবা আর আমার শিক্ষায় তাকে উওর দেয়া চলে না। হয়তো অন্য মানুষ হলে আমি দারুন একটি উত্তর দিয়ে দিতাম। যাইহোক এমন আরও হাজার হাজার বার আমি শুনেছি একটা জব করতে পারলাম না কি করলাম জীবনে আমি। আমি যা করেছি তা শুধু আমি জানি। আমি না খেয়ে বাচ্চা সামলেছি ,রাতে না ঘুমিয়ে বাচ্চা পেলেছি ,কুলে নিয়ে রান্না করেছি ,খেতে বসে বার বার উঠেছি পটি ক্লিন করার জন্য ,দু হাত পেতে বমি ধরেছি বাচ্চার। এই যে ছোট ছোট হাত দুটো আমায় এসে জড়িয়ে ধরে সারাদিন আমার সাথে লেপটে থাকে এটাই আমার জীবনের প্রাপ্তি। আমি যদি অফিস করতাম এই বাচ্চাটাই অসহায়ের মত তাকিয়ে থাকতো কখন আমি আসবো ,সঠিক টাইম গোসল করতো না ,হয়তো ময়লা জামা পড়তো বিনিময়ে আমি মাস শেষে কিছু টাকা পেতাম এইতো! যে সব মায়েরা বাচ্চা রেখে জব করে তাদের আমি অনেক সম্মান করি ,নিজের বাচ্চা বুক থেকে রেখে যেয়ে জব করা মুখের কথা না। হ্যাঁ আমার বাচ্চা একদিন বড় হবে আলাদা জগৎ ,বিয়ে করবে সংসার করবে হয়তো এই গুলো মনেও থাকবে না ওর কিন্তু আমি যে ওকে আমার জীবনের পুরোটা সময় দিয়ে বড় করে তুলেছি এটাই আমার জীবনের এচিভমেন্ট।তার জন্য হয়তো দিন শেষে ইনকাম করিনা স্বামীর থেকে চেয়ে নিতে হয়। আমি এটা স্বেচ্ছায় বেছে নিয়েছি। কারন আমি মা হতে চেয়েছিলাম ক্যারিয়ার চাইনি 🙂©

“তোমরা যারা আইফেল টাওয়ারের নিচে তোলা সেলফি দেখে রাতজেগে স্বপ্ন বুনো…”তোমাদের বলছি—এই ছবিগুলো কেবল বাইরের ঝলক দেখায়, ভে...
24/06/2025

“তোমরা যারা আইফেল টাওয়ারের নিচে তোলা সেলফি দেখে রাতজেগে স্বপ্ন বুনো…”

তোমাদের বলছি—
এই ছবিগুলো কেবল বাইরের ঝলক দেখায়, ভেতরের অন্ধকার কেউ দেখে না, কেউ বুঝতেও চায় না।

ফ্রান্সে থাকা মানে বিলাসিতা, স্বাধীনতা, ক্যাফেতে বসে কফি খাওয়া, রোমান্টিক রাস্তা ধরে হেঁটে যাওয়া—
এইরকম একটা ছবি তোমরা দেখে এসেছো ফেসবুকে, ইনস্টাগ্রামে।
কিন্তু বাস্তবতা?
তা অনেক বিষাক্ত।
এখানে এমন এক এক কামরা আছে, যেখানে ১০-১২ জন মানুষ একটা ভাঙা রুমের ভেতর গাদাগাদি করে থাকে।
ঘরের কোনায় কোনায় ঝুলে থাকে ভ্যাজভ্যাজে রান্নার গন্ধ,
একজনের নিঃশ্বাসে আরেকজন দম বন্ধ হয়ে যায়।
একটা বাথরুম, একটা চুলা, তাও ভাগ করে নেওয়া।
কারোর নাইট শিফট, কারোর ডে শিফট—সারাক্ষণ চলতে থাকে একটা নিঃশব্দ যুদ্ধ।

কেউ কথা বলেনা কারো সাথে মন খুলে,
কারণ সবারই মনে জমে থাকা দুঃখগুলো এত ভারি যে, আরেকজনের কাঁধে চাপাতে লজ্জা লাগে।

দিনে ১০-১২ ঘণ্টা কাজ—কেউ রেস্টুরেন্টে থালা মাজার মানুষ,
কেউ নির্মাণসাইটে দাঁড়িয়ে হাড় ভাঙে,
কেউবা পেপার ডেলিভারি করে ভোররাতে।
বেতন ঠিকঠাক মেলে না,
আর প্রবাসী বাঙালি মালিকেরা সুযোগ পেলে বঞ্চনাই করে বেশি।

ঘরে ফিরেও শান্তি নেই।
জায়গা নেই ঠিকমতো শোয়ার, নেই একটুখানি নির্জনতা।
ঘুমের ভেতরেও কেউ কেউ চিৎকার করে উঠে বসে—
স্বপ্নে দেখে মা মারা গেছেন, আর তার শেষ মুখটাও দেখা হলো না!

আর তবুও তারা হাসে।
সেলফি তোলে।
আইফেল টাওয়ারের পেছনে দাঁড়িয়ে বলে, “ভালই আছি ভাই!”
কারণ দেশে থাকা মা যেন না কাঁদে,
ভাই যেন ভাবে—“আমার ভাইটা বড় কিছু হয়েছে”,
বন্ধুরা যেন ঈর্ষা করে।

এই মিথ্যে ভালো থাকা, এই অভিনয়ের ভার এত বেশি যে,
অনেকেই রাতে চুপিচুপি কাঁদে, কেউ কেউ বিষণ্নতায় হারিয়ে যায়,
আর কেউ কেউ নিজের মধ্যে নিজেই গুমরে মরে।

তাই বলছি—
সেলফির হাসিমুখ দেখে জীবনকে বিচার করো না।
এই শহরের আলো যতটা ঝলমলে, তার চেয়েও বেশি অন্ধকার বাস করে অভিবাসীদের চোখের নিচে জমে থাকা সেই কালো ছায়ায়।

“ফ্রান্সে আছি” বলার পেছনে থাকে—
ঘুম না হওয়া অনেক রাত,
বেতন না পাওয়া অনেক মাস,
ভালো না থেকেও বলার অভ্যাস:
“ভালোই আছি ভাই, আলহামদুলিল্লাহ।”©

😞
24/06/2025

😞

20/06/2025

ক্ষুধা ভাষা বোঝে না, বোঝে শুধু খাবারের সংবেদন।
ওরা রুটি না পেয়ে মাটি খাচ্ছে আর আমরা কত খাবার নষ্ট বা অপচয় করছি।😭😭😭

⚠️ ভারী বর্ষণ ও বন্যার কারণে পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি বাড়ছে।পানিতে ডুবে যাওয়া থেকে শিশুদেরকে সুরক্ষিত রাখতে 👇✅ শিশুকে ...
19/06/2025

⚠️ ভারী বর্ষণ ও বন্যার কারণে পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি বাড়ছে।

পানিতে ডুবে যাওয়া থেকে শিশুদেরকে সুরক্ষিত রাখতে 👇
✅ শিশুকে একা ছাড়া যাবে না, সবসময় দায়িত্বশীল কারও সাথে থাকতে হবে
✅ শিশুদের সাঁতার শেখার ব্যবস্থা আরও জোরদার করতে হবে
✅ খোলা পানির উৎস চিহ্নিত করে তার চারপাশে বাধা/বেড়া স্থাপন করতে হবে
✅ উদ্ধার ও সুরক্ষাকৌশল সম্পর্কে জানতে হবে এবং প্রচার করতে হবে।

07/02/2025

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Sea world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sea world:

Share