
30/07/2023
=====ফ্রিল্যান্সিং ক্যারিয়ার=====
মনে রাখবেন আপনার জন্য একমাত্র সিকিউর সম্পদ হচ্ছে SKILL বা দক্ষতা। যা দ্বারা আপনি আপনার জীবনের অনেক কিছু অর্জন করতে পারবেন এমনকি আপনার ড্রিম বা স্বপ্নগুলোকে ও ইনশাআল্লাহ।
সুতরাং............
সময়ের সাথে তাল মিলিয়ে এমন একটি বিষয়ে আপনি SKILL বা দক্ষতা অর্জন করেন যাতে করে আপনি অন্য সবার থেকে নিজেকে এগিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে- ফ্রিল্যান্সিং (FREELANCING) হতে পারে আপনার জন্য বেষ্ট অপশন।
আর নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি নিজেকে আত্মনির্ভরশীল করে দেশ এবং দশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ ।
#ক্যারিয়ার_গড়ুন