Arzu Brother 1991blogs

Arzu Brother 1991blogs Harano Manik khuja

24/10/2025

🔥 শিরোনাম: লবণের মতো হও -,, জীবনে যার উপস্থিতি অপরিহার্য, কিন্তু বাড়াবাড়ি নয়! 🔥
​আসলে চরিত্র কেমন হওয়া উচিত জানেন?
​চরিত্র হোক 'লবণের' মতো! 🧂,👍

​যার জীবনেই মিশে যাবে, সে-ই বুঝবে তোমার গুরুত্ব কতখানি! কিন্তু...

​১. না পারবে তোমাকে বেশি ব্যবহার করতে: কারণ, লবণ বেশি হয়ে গেলে সব রান্নাটাই মাটি হয়ে যায়! ঠিক তেমনি, তোমারও একটা নির্দিষ্ট সীমা থাকবে। তোমার মূল্য সে বুঝবেই, যদি সে জানে 'সীমা লঙ্ঘন' করলে সম্পর্কের স্বাদ নষ্ট হবে। তোমার সহজলভ্যতা যেন তোমার মূল্য না কমায়।

​২. না পারবে তোমাকে ছেড়ে থাকতে: কারণ, লবণ ছাড়া যেমন কোনো খাবারই মুখে রোচে না, তেমনি তোমার 'উপস্থিতি' ছাড়া তার জীবনও পানসে, নিরানন্দ লাগবে। তোমার সততা, বিচক্ষণতা আর নিঃস্বার্থ ভালোবাসা তাকে বারবার তোমার কাছেই ফিরিয়ে আনবে।

​আসুন, জীবনকে এমন এক ‘লবণের’ রেসিপিতে তৈরি করি, যা আমাদের অপরিহার্য করে তুলবে, কিন্তু কখনোই অতিরিক্ত নয়!

​💬 আপনার চরিত্র কি লবণের মতো? কমেন্ট করে জানান আপনার ভাবনা! 👇
​ #লবণেরমতোচরিত্র #ভাইরালপোস্ট #জীবনদর্শন #ব্যক্তিত্ব #ফেসবুকট্রেন্ড২০২৫

---😰 আমি কার কাছে এখন আবদার করবো...আমার তো আর বাবা–মা কেউ নেই... এই দুনিয়ায় যতই মানুষ থাকুক,তবুও মনে হয় — আমি একা! 🥀🕋...
24/10/2025

---

😰 আমি কার কাছে এখন আবদার করবো...
আমার তো আর বাবা–মা কেউ নেই...
এই দুনিয়ায় যতই মানুষ থাকুক,
তবুও মনে হয় — আমি একা! 🥀

🕋 হে আমার আরশের মালিক, দয়ার সাগর আল্লাহ,
আপনিই হোন আমার সহায়,
আপনিই দিন আমার মনকে শান্তি… 🤲
আমিন 🤍

#বাবামা_বিহীন_আমি
#দোয়াভরা_মন 🤲
#আল্লাহ_আমার_সহায় 🕋
ারাপের_পোস্ট 😔
#একাকিত্ব
#ভাইরাল_পোস্ট

23/10/2025

😰🤲শোক🤲😰
​"গত বছর এই দিনে, আমার পৃথিবীটা হঠাৎ করেই স্তব্ধ হয়ে গিয়েছিল। মা, ও মা! তুমি আমাকে রেখে অনন্তের পথে পাড়ি দিয়েছিলে। আজ ঠিক একটি বছর পূর্ণ হলো তোমার অনুপস্থিতির। একটি বছর ধরে তোমার মমতাময়ী মুখ, তোমার হাতের স্পর্শ আর তোমার কণ্ঠস্বর শোনার জন্য মনটা হাহাকার করছে। প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমার স্মৃতি, প্রতিটা মুহূর্তে গভীর শূন্যতা। জীবনের চলার পথে আজ প্রতি পদক্ষেপে তোমার অভাব অনুভব করি, মা।
।তাই আজ এই শোকের দিনে, তোমার জন্য দু'হাত তুলে মহান আললাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ জানাচ্ছি।
​হে আল্লাহ! আমার মায়ের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও। তোমার অশেষ রহমত ও দয়া দিয়ে তাঁকে ঢেকে দাও।এই আরশের মালিক, দয়াময়, মহান রাব্বুল আলামিন আপনি যেন
​ মাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করো। আমিন🤲🤲😰
রাব্বি হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা 😰

ভালো মানুষের মূল্যায়ন আজকাল খুব কম...কারণ তারা অভিনয় জানে না,নিজেকে বড় দেখাতে পারে না,আর স্বার্থের কাছে মাথা নত করে ন...
19/10/2025

ভালো মানুষের মূল্যায়ন আজকাল খুব কম...
কারণ তারা অভিনয় জানে না,
নিজেকে বড় দেখাতে পারে না,
আর স্বার্থের কাছে মাথা নত করে না 💔

তারা চুপচাপ থাকে, তবুও সবার জন্য ভাবে...
কিন্তু দুঃখের বিষয়—
তাদের সেই ভালোবাসা, মমতা, আর আন্তরিকতা
আজকাল কেউ বুঝতে চায় না 🥀

তবুও তারা ভালো থাকে,
কারণ ভালো মানুষরা কষ্ট পেয়ে ও কাউকে কষ্ট দেয় না 🌿

— ✍️ Sumona Shumi 🌹

#ভালো_মানুষ #বাস্তবতা #জীবনের_কথা োঁয়া_পোস্ট

19/10/2025

❤️❤️❤️

মানুষ ভাবে আমি সাহসী…অথচ ভিতরে ভিতরে আমি কাঁপি 🤭তবুও থামিনা, অবিরাম পথ চলি 😰কারণ… পিছনে ফেরার কোনো পথ নেই আমার 😭✨ জীবনের...
19/10/2025

মানুষ ভাবে আমি সাহসী…
অথচ ভিতরে ভিতরে আমি কাঁপি 🤭
তবুও থামিনা, অবিরাম পথ চলি 😰
কারণ… পিছনে ফেরার কোনো পথ নেই আমার 😭

✨ জীবনের যুদ্ধ আমি একাই লড়ি…
কারণ হেরে যাওয়া আমার স্বভাবে নেই

জীবনটা তো আর দু'দিনের খেলা নয়!​আশীর্বাদ অর্জন করতে ঘাম ঝরাতে হয়, সময় দিতে হয়...কিন্তু একটা ভুল পদক্ষেপই যথেষ্ট! অভিশাপ প...
16/10/2025

জীবনটা তো আর দু'দিনের খেলা নয়!
​আশীর্বাদ অর্জন করতে ঘাম ঝরাতে হয়, সময় দিতে হয়...
কিন্তু একটা ভুল পদক্ষেপই যথেষ্ট! অভিশাপ পেতে এক মুহূর্তও লাগে না।
এটাই হলো জীবন— নিষ্ঠুর হলেও সত্যি।
​সাবধানে বাঁচুন, সতর্ক থাকুন। 🙏

বিপদ আপদও একটা নিয়ামত,কারণ, বিপদে মানুষকে চেনা যায়!প্রতিবেশী চেনায়, বন্ধু চেনায়,আর সবচেয়ে বেশি — চিরচেনা মুখগুলোও চেনায়....
16/10/2025

বিপদ আপদও একটা নিয়ামত,
কারণ, বিপদে মানুষকে চেনা যায়!
প্রতিবেশী চেনায়, বন্ধু চেনায়,
আর সবচেয়ে বেশি — চিরচেনা মুখগুলোও চেনায়...
😭😭

11/10/2025
খোদার কাছে জানতে চাইলাম,“আমাকে এত শা শা নদীতে কেন ফেলে দিলে?”খোদার জবাব এল নিঃশব্দে —“কারণ তোমার শত্রুরা সাঁতার জানে না!...
11/10/2025

খোদার কাছে জানতে চাইলাম,
“আমাকে এত শা শা নদীতে কেন ফেলে দিলে?”
খোদার জবাব এল নিঃশব্দে —
“কারণ তোমার শত্রুরা সাঁতার জানে না!” 😢🦋

#বিশ্বাস #খোদা #জীবনবাস্তবতা #আবেগঘন

08/10/2025

পৃথিবীতে এখন অর্থের গরমে,
সম্পর্কের তাপমাত্রাও ওঠানামা করে! 💔
যেখানে টাকার দাম বাড়ে,
সেখানেই ভালোবাসার মান কমে যায়… 🥀💰

#বাস্তবতা #জীবন #অর্থ_আর_সম্পর্ক

07/10/2025

মালাকুল মাউত এসে বললো — “Your time is over.” 😰
আমি বললাম — “দয়া করে আর খানিকটা দিন দাও…” 😭
জীবনটা এত এলোমেলো, কিন্তু এখন বুঝছি—প্রতিটি মুহূর্তের মূল্য অপরিমেয়।
শেয়ার করে দাও যদি তোমারও কোনো মানুষ আছে যাকে রেখে গেলে মনে থাকবে।
— সুমোনা শুমি
#শেষ_সময় #জীবন #মানুষ #শেয়ার_করুন #সুমোনা_শুমি

Address

Feni

Telephone

+8801811286127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arzu Brother 1991blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arzu Brother 1991blogs:

Share