24/10/2025
🔥 শিরোনাম: লবণের মতো হও -,, জীবনে যার উপস্থিতি অপরিহার্য, কিন্তু বাড়াবাড়ি নয়! 🔥
আসলে চরিত্র কেমন হওয়া উচিত জানেন?
চরিত্র হোক 'লবণের' মতো! 🧂,👍
যার জীবনেই মিশে যাবে, সে-ই বুঝবে তোমার গুরুত্ব কতখানি! কিন্তু...
১. না পারবে তোমাকে বেশি ব্যবহার করতে: কারণ, লবণ বেশি হয়ে গেলে সব রান্নাটাই মাটি হয়ে যায়! ঠিক তেমনি, তোমারও একটা নির্দিষ্ট সীমা থাকবে। তোমার মূল্য সে বুঝবেই, যদি সে জানে 'সীমা লঙ্ঘন' করলে সম্পর্কের স্বাদ নষ্ট হবে। তোমার সহজলভ্যতা যেন তোমার মূল্য না কমায়।
২. না পারবে তোমাকে ছেড়ে থাকতে: কারণ, লবণ ছাড়া যেমন কোনো খাবারই মুখে রোচে না, তেমনি তোমার 'উপস্থিতি' ছাড়া তার জীবনও পানসে, নিরানন্দ লাগবে। তোমার সততা, বিচক্ষণতা আর নিঃস্বার্থ ভালোবাসা তাকে বারবার তোমার কাছেই ফিরিয়ে আনবে।
আসুন, জীবনকে এমন এক ‘লবণের’ রেসিপিতে তৈরি করি, যা আমাদের অপরিহার্য করে তুলবে, কিন্তু কখনোই অতিরিক্ত নয়!
💬 আপনার চরিত্র কি লবণের মতো? কমেন্ট করে জানান আপনার ভাবনা! 👇
#লবণেরমতোচরিত্র #ভাইরালপোস্ট #জীবনদর্শন #ব্যক্তিত্ব #ফেসবুকট্রেন্ড২০২৫