দৈনিক প্রথম খবর

  • Home
  • দৈনিক প্রথম খবর

দৈনিক প্রথম খবর দেশের সকল সংবাদ সবার আগে পেতে লাইক দিয়ে দৈনিক প্রথম খবরের সঙ্গে থাকুন।
ধন্যবাদ।

01/07/2025

ফেনীতে নিম্ন আয়ের মানুষের জন্য সর্বোচ্চ সুযোগ নিয়ে উদ্বোধন হয়েছে আল আকসা মটরস।

18/06/2025

ছাগলাইয়া পাঠাননগর চৌধুরী প্রিমিয়ান লীগ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠিত।

চৌধুরী প্রিমিয়াম লীগ ( CPL---25) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।স্টাফ রিপোর্টার,সোমবার ৯ জুন ২০২৫ই...
10/06/2025

চৌধুরী প্রিমিয়াম লীগ ( CPL---25) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার,
সোমবার ৯ জুন ২০২৫ইং


ফেনীর ছাগলনাইয়া পাঠাননগর চৌধুরী বাড়ী এলাকার অনুষ্ঠিত হলো চৌধুরী প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।চৌধুরী একাদশ ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।এতে পাঁচ দলে অংশগ্রহন করে।খেলায় অংশ নেওয়া দল গুলো হলো চৌধুরী লায়ণ(পৃষ্ঠপোষক)জিল্লুর রহমান চৌধুরী নয়ন,চৌধুরী ফাইটার্স (পৃষ্ঠপোষক)নাজিম চৌধুরী,
চৌধুরী টাইগার্স (পৃষ্ঠপোষক)সাহাদত চৌধুরী,
চৌধুরী কোবরা (পৃষ্ঠপোষক)তারেক চৌধুরী,
চৌধুরী কিং(পৃষ্ঠপোষক)ফাহিম চৌধুরী।

খেলায় দলগুলো পরিচালনা করেন চৌধুরী টাইগার্স(টিম ম্যানেজার এমদাদ চৌধুরী),চৌধুরী কোবরা(টিম ম্যানেজার আনোয়ার চৌধুরী),চৌধুরী কিং(টিম ম্যানেজার আহাদ চৌধুরী), চৌধুরী লায়ন (টিম ম্যানেজার শিমু চৌধুরী) ও চৌধুরী ফাইটার্স(টিম ম্যানেজার জাফর চৌধুরী)

টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম চৌধুরী।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্জাকুল হায়দার চৌধুরী আলমগীর,রিপন চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, মাই টিভি ফেনী জেলা প্রতিনিধি, আমিন চৌধুরী, নুরুল আমিন চৌধুরী আমান, ফজলেএলাহী চৌধুরী সানী,লৎফর রহমান চৌধুরী সুমন,নুরুল আজম চৌধুরী নোবেল,লিখন চৌধুরী, কাজিম চৌধুরী, শাহ এমরান চৌধুরী দুলাল,পেয়ার চৌধুরী,বাবলু চৌধুরী।

ফুটবল টুর্নামেন্টে চৌধুরী ফাইটার্স দল ২-০ গোলে চৌধুরী টাইগার্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ক্রীড়ামোদী দর্শক ও খেলোয়াড়দের পরিবারবর্গ উপস্থিত থেকে টুর্নামেন্টটি প্রাণবন্ত করে তোলেন।চৌধুরী বাড়ীর তরুণদের উদ্যোগে আয়োজিত এই মিনিবার ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় খেলাধুলার প্রতি উৎসাহ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়েছে।আয়োজকেরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

06/06/2025

ফেনীর সীমান্ত পাহারায় অতন্ত প্রহরীর ভূমিকা পালন করছে বিজিবি-লে: কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন

06/06/2025

ফেনীতে কোরবানিকে সামনে রেখে কামারদের ব্যস্ততা

#কোরবানিরঈদ #কামারপল্লী #ফেনী

21/05/2025

ফেনীতে তরুনী মিতার মৃ*ত্যুকে ঘিরে র'হস্য!

#ফেনীর #মেয়ে #মিতা #মিতা_হত্যা #ফেনীর_মেয়ে_মিতা #ফেনীর_নিউজ #সংবাদ #নিউজ

18/05/2025

ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে ধরা নশরৎপুর স্টেশনে,তারপর শেষ জীবন।

17/05/2025

নেত্রকোণায় ব্রিজের উপর ১৩ বগি রেখেই চলে গেল ট্রেনের ইঞ্জিন

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে "নাগরিক সংলাপ" ফেনী প্রতিনিধিঃ ৯ মে, ২৫ ইং ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হ...
09/05/2025

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে "নাগরিক সংলাপ"

ফেনী প্রতিনিধিঃ ৯ মে, ২৫ ইং

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

চায়না-বাংলা ফ্রেন্ডশিপ হাসপাতাল, সেনা বিগ্রেড, বল্লামুখা বাঁধ, মুছাপুর ক্লোজার ও লালপোল আন্ডারপাস নির্মানসহ বেশকিছু স্থায়িত্বশীল উন্নয়নে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ মে) বিকেলে ফেনী পৌরসভা মিলনায়তনে 'ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম ফেনী'র ব্যানারে আয়োজিত নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবীর সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন ফেনী'র সভাপতি সিদ্দিক আল মামুনের সঞ্চালনায় নাগরিক সংলাপে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক( শিশু ও আইসিটি) ফাতিমা আক্তার, বাংলাদেশ সড়ক বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের সেক্রেটারী আবদুর রহীম, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, জেলা হেফাজত ইসলামের সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, ডা. রাশেদুল হাসান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সদর উপজেলা উপ-বিভাগীয় প্রকৌশলী শিহাব আহমেদ, জেলা ট্রাফিক পুলিশের টিআই এস এম শওকত হোসেন, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁইয়া, কানাডা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন পাটোয়ারী, এবি পার্টির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আলী, জেলা খেলাফত মজলিসের সহ সেক্রেটারী আজিজ উল্লাহ আহমদী, ছাত্র প্রতিনিধি মুহাইমিন তাজিম ও জেলা নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি জিয়া উদ্দিন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ফেনীর মানুষ ভুলে গেয়েছিল নাগরিক সংলাপের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। ফেনীর জন্য অন্যতম সুযোগ আছে এই জেলায় প্রচুর পরিমাণে প্রবাসী আছে। ভালো কিছু অর্জনের জন্য আমাদের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে এটাই আমাদের অর্জন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, আমরা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। কিশোর গ্যাংয়ের বিষয়ে আমাদেরকে জানালে পুলিশ ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। এছাড়াও তিনি আরো বলেন, পৌরবাসী বাসা ভাড়া দেওয়ার সময় অবশ্যই ভাড়াটিয়ার বিষয়ে সকল খোঁজখবর নিয়ে বাসা ভাড়া দিবেন। এবিষয়ে যদি আপনারা স্থানীয় প্রশাসনের সহযোগীতা চাইলে প্রশাসন অবশ্যই আপনাদেরকে সহযোগীতা করবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী বলেন, আমরা ফেনীবাসী ঐক্যবদ্ধ হয়ে যেকোনো দাবি আদায় করে নিয়ে আসতে হবে।বিগত ১৫ বছর ফেনী বেগম খালেদা জিয়ার এলাকা হওয়ার কারণে এজেলায় দৃশ্যমান উন্নয়ন হয় নাই। গত আগস্টের বন্যার মতো হাজারো বছরের ইতিহাসে ফেনীতে এরকম ভয়াবহ বন্যায় আর হয়নি। ভারতের সাথে আমাদের বৈরী সম্পর্ক। এর অন্যতম কারণ ভারত সম্পর্কিত সরকার বাংলাদেশ নেই।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বলেন, আমাদের স্বপ্ন সীমাহীন। তবে অগ্রাধিকার ভিত্তিতে ফেনীর সমস্যা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা জনমত সৃষ্টির জন্য কাজ করবো, তবে ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিক হলে ফেনীতে স্থায়ীত্বশীল উন্নয়ন সম্ভব। ফেনীতে একটি টাউন হল ছিল। এই টাউন হলটি উন্নয়নের নামে ভেঙে ফেলা হয়েছি ১৮ বছর অতিবাহিত হলেও হলের নির্মাণকাজ শুরু হয়ি। চায়না-বাংলাদেশ হাসপাতাল স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত চায়না-বাংলাদেশ হাসপাতাল স্থাপনের কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারত বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। বন্যার জন্য ফেনীবাসীকে আগাম সর্তকতা ও প্রস্তুতি নিতে হবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, আগামী ফেনী বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফেনীকে পাশ্চ্যের লেবানন ও সন্ত্রাসের জনপদ বলা হতো। এইসব তকমা থেকে বের হয়ে ফেনীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে।

জেলা হেফাজত ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক বলেন, দলীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নের ঐক্য সুদৃঢ় হবে।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রহিম বলেন, ফেনীর স্বার্থে আমাদের একসূত্রে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে ১৮ লক্ষ মানুষের সাথে জন্য এক হতে হবে। বন্যা নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁইয়া বলেন, আমাদের অনৈক্য ও নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি কারণে আওয়ামী লীগ ফেনীতে ঝটিকা মিছিল করার মতো সাহস করে।

জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমদী বলেন, ফেনীর উন্নয়নের জন্য একটি প্লাট্যফর্ম খুবই জরুরী ছিল। যেখানে সকল দল একসাথে নিজেদের কথা বলতে পারবে। সমসাময়িক সাস্থীয়ত্বশীল উন্নয়নে আমাদের জোর ভূমিকা রাখা উচিত।

সাংবাদিক ইউনিয়ন ফেনী'র সভাপতি সিদ্দিক আল মামুন বলেন, কারো লাভের আশায় যাতে আর বাঁধ না ভাঙে। টেকসই বাঁধ নির্মাণ সময়ের দাবি। ফেনী সবদিক থেকে এগিয়ে গেলেও স্বাস্থ্য খাতে পিছিয়ে রয়েছে তাই একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা অতিব জরুরি। এছাড়া চিকন্সে নেক ফেনীর সুরক্ষায় সেনা বিগ্রেড স্থাপনের উদ্যোগ নিতে হবে।

এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সামাজিক সংগঠন'সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন।

শীঘ্রই শুভ উদ্বোধন, ফার্নিচার পয়েন্ট ডাঃ সিরাজ মার্কেট, কুমিল্লা বাস স্ট্যান্ড, ফেনী।প্রোপাইটার :আব্দুল্লাহ আল মামুন। ম...
08/05/2025

শীঘ্রই শুভ উদ্বোধন,
ফার্নিচার পয়েন্ট
ডাঃ সিরাজ মার্কেট, কুমিল্লা বাস স্ট্যান্ড, ফেনী।
প্রোপাইটার :আব্দুল্লাহ আল মামুন।
মোবাইল :০১৮১১৬৩৩৪৬০,০১৭১১৬৫৩৪৯২.

03/03/2025

অল্প দামে মানসম্মত খাওয়ার নিয়ে সাফরনের নতুন আয়োজন ইফতার বাজার,,,,

15/02/2025

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ থেকে সম্প্রচারিত হচ্ছে

Address


Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক প্রথম খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক প্রথম খবর:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share