Banglar khoj / বাংলার খোঁজ

Banglar khoj / বাংলার খোঁজ আপনাদের পাশে আছি সর্বদা

*****নিখোঁজ সংবাদ*****গতকাল বিকেলে দাগনভুঞা উপজেলা শহরের দাসপাড়া এলাকা থেকে প্রাইভেট শেষ করে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয় "ম...
25/03/2025

*****নিখোঁজ সংবাদ*****
গতকাল বিকেলে দাগনভুঞা উপজেলা শহরের দাসপাড়া এলাকা থেকে প্রাইভেট শেষ করে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয় "মিনহাজ মাহমুদ মিহির"।এব্যাপারে দাগণভূঞা থানায় জিডি করা হয়েছে।
তার বয়সঃ ১৬ বছর।গায়ের রং ফর্সা,পরনে ছিলো কালো রঙ এর প্যান্ট এবং খয়রি রঙয়ের টি শাট।
দাগণভূঞা একাডেমি স্কুল এর ১০ম শ্রেনীর ছাত্র সে।তার বাবার নামঃ আবু তাহের
ঠিকানা: জিন্নাত আলী পাটোয়ারী বাড়ী
দাগনভূঞা উপজেলা ওয়াড নং : ০৪
হোডিং নং: ২৪৯!
মোবা : 01785774344

#তার #তার #এর

পাসপোর্ট আমার টাকায়, ভিসা আমার টাকায়,পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার আমার টাকায়,  মেডিকেল মাফিয়া ক্লিয়ারেন্স আমার টাকায়, টিকিট ...
07/02/2025

পাসপোর্ট আমার টাকায়, ভিসা আমার টাকায়,পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার আমার টাকায়, মেডিকেল মাফিয়া ক্লিয়ারেন্স আমার টাকায়, টিকিট সিন্ডিকেট থেকে টিকেট কেনা আমার টাকায়। বিদেশ গিয়ে রেসিডেন্সি পারমিট নেয়া আমার টাকায়, কাজ খুজে নেয়া সেটাও আমার দায়িত্ব, আর আয় করে তোমাদের কথা মত চ্যানেল দিয়ে টাকা দিতে হবে কোন হিসাবে? কেন হুন্ডিতে নয়.?

প্রবাস থেকে Nid সমস্যার সমাধান হয়না, জন্ম নিবন্ধন সমস্যার সমাধান হয়না, ব্যাংক একাউন্ট সমস্যার সমাধান হয়, সময় মত প্লেন টিকিট পাওয়া যায়না, আকাশছোঁয়া টিকিটের দাম, পাসপোর্ট রিনিউ সেবা ঠিকমতো পাইনা, ব্যাংক প্রতিনিধি, পাসপোর্ট প্রতিনিধি তাদের অমানুষের মত ব্যবহার শুধরায় না, বেতন ভাতা আদায়ে এম্বেসির সাহায্য পাওয়া যায়না, অবৈধ লোক দেশে যাইতে পারেনা হয়রানী হয়। কেউ মারা গেলে লাশটাও পড়ে থাকে হিমঘরে।

দেশে গিয়ে জমি কিনলে চান্দা দেও, বাড়ি করলে চাদা দেও, ব্যবসা করেল চাদা দেও। কাগজপত্র বানাতে গেলে টেবিলের নিচে থেকে চাদা দেও।

শত হয়রানির পরে হে প্রিয় বাংলাদেশ একটা পাসপোর্ট ছাড়া কি দিয়েছো আমাদের?

যতদিন টিকেট সিন্ডিকেট না ভাঙবে ততদিন আমি রেমিট্যান্স শাটডাউ!

15/01/2025

কক্সবাজারের টেকনাফে শিশুটিকে অ'পহ'র'ণ করে এভাবে ভিডিও ছাড়ে অপ'হ'রণ'কা'রীরা!
সর্তক থাকুন অভিভাবকরা!

11/01/2025

আজ Thank You বলার দিন!প্রতি বছর ১১ জানুয়ারি ধন্যবাদ' বা 'থ্যাঙ্ক ইউ ডে' পালন করা হয়!এই দিনটিতে, অন্যদের উৎসাহীত করতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়!!

09/01/2025

শেরপুর জেলা শহরের একটি শপিং কমপ্লেক্সের ডিজিটাল সাইনবোর্ডে ‘বাংলাদেশ ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান লেখা ভেসে ওঠে। এ ঘটনায় শপিং কমপ্লেক্সের মালিক ও কর্মচারীকে আটক করে পুলিশ দিয়েছে স্থানীয়রা। বুধবার রাত সাড়ে আটটায় পৌর টাউন হলের পাশে 'রাজ ক্রোকারিজ এন্ড গিফট শপ'র বিলবোর্ডের স্ক্রিনে এ লেখা ভেসে ঘটে।

01/01/2025

এক ঘণ্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি:

31/12/2024

ইউরোপ এর দেশে পাহাড়ের চুড়ায় বরফের স্কেটিং বিনোদেন কেন্দ্র Facebook Highlight ⊕

26/12/2024

ফেনী ফলেশ্বর এলাকায় ৬০ ঊর্ধ্বো নারীকে জ*-বা*-ই করে হ**ত্যা...

26/12/2024

সচিবালয়ের একটি ভবনে ভয়াবহ আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট!

ফেনী জেলায় বন্যা কবলিত জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ০৮টি মেডিকেল টিম কাজ করছে, দ্রুত চিকিৎ...
29/08/2024

ফেনী জেলায় বন্যা কবলিত জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ০৮টি মেডিকেল টিম কাজ করছে, দ্রুত চিকিৎসা সেবা পেতে যোগাযোগ করুন: ০১৫৫৭৭০৩৫৬৬, ০১৩২৯৭৬৮০৬৬, ০১৪০৭০৯৫০৩৬।

নিখোঁজ সংবাদ ::প্রিয় ফেনী বাসি সামিয়া বয়স ৯ বছর। মেয়েটি ফেনী সদর উপজেলার বন্যায় গত ২২ আগস্ট '২৪ রাত ৮.০০মি: সিলোনিয়া এবং...
27/08/2024

নিখোঁজ সংবাদ ::
প্রিয় ফেনী বাসি সামিয়া বয়স ৯ বছর। মেয়েটি ফেনী সদর উপজেলার বন্যায় গত ২২ আগস্ট '২৪ রাত ৮.০০মি: সিলোনিয়া এবং লালপোল ক্রসিং এলাকায় নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। কেউ তার খোঁজ পেলে দয়া করে তার ভাই ইমতিয়াজ আদনান মোবাইল নম্বর : ০১৬৮৫৬৪৯৮৭৩ আথবা মুজিবুল হক ০১৭১৯৩৫৭২৭২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। অথবা
মোবাইল০১৮১৪৯৬৬৩৭৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

বেশি বেশি শেয়ার করে সংবাদটি প্রচার করে শিশুটির সন্ধান পেতে সহযোগিতা করুন।

প্রবাসীদের রেমিট্যান্সে সয়লাব বাংলাদেশ, ২৪ দিনে এলো ২০ হাজার ৩৭২ কোটি টাকাঘুরে দাঁড়াচ্ছে রেমিট্যান্স, ২৪ দিনে এলো ২০ হাজ...
25/08/2024

প্রবাসীদের রেমিট্যান্সে সয়লাব বাংলাদেশ, ২৪ দিনে এলো ২০ হাজার ৩৭২ কোটি টাকা

ঘুরে দাঁড়াচ্ছে রেমিট্যান্স, ২৪ দিনে এলো ২০ হাজার ৩৭২ কোটি টাকা
ঢাকা: চলতি আগস্ট মাসের ২৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ৩৭২ কোটি ৪৭ লাখ ৪০ হাজার ৯৪০ টাকা)। এ হিসাবে প্রতি দিন প্রবাসী আয় এলো ৭ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৮৩ মার্কিন ডলার।


বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন উদ্ভূত পরিস্থিতির সময় প্রবাসী আয়ের প্রবাহ যে ভাটার টান লেগেছেল, আগস্টের শেষের দিকে এসে সেই গতি বাড়লো।

রোববার (২৫ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে জুলাই মাস আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কিছুটা কমে যায়। কিন্তু চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে প্রবাসী আয় আবার ঘুরে দাঁড়াতে থাকে।

যা কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তাল জুলাই ও আগের বছরের আগস্টের চেয়ে বেশি। তবে প্রবাসী আয় বৃদ্ধিতে নানা উদ্যোগের ফলে বৃদ্ধি পাওয়া মাস মে ও জুনের চেয়ে এখনো প্রবাসী আয় কিছুটা কম আছে।
আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার। আগের বছরের আগস্ট মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ডলার। প্রবাসী আয় বৃদ্ধিতে রেমিট্যান্সের ডলারের দাম একসঙ্গে ৭ টাকা বাড়ানোর ফলে জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ৭৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Banglar khoj / বাংলার খোঁজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share