Fenian - ফেনীয়ান

Fenian - ফেনীয়ান আসসালামু আলাইকুম।😊
সবাই ফেনীয়ানের পাশে থাকুন।
ধন্যবাদ সবাইকে।❤
(1)

শুভ জন্মদিন ১৯৭২ এর স্বাধীন বাংলায় গুম হওয়া,ফেনীর গর্ব "জহির রায়হান"জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার ...
19/08/2025

শুভ জন্মদিন ১৯৭২ এর স্বাধীন বাংলায় গুম হওয়া,
ফেনীর গর্ব "জহির রায়হান"

জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার সোনাগাজি উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ — ৩০ জানুয়ারি ১৯৭২)[১] ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য ১৯৭৫ সালে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

তার রচিত প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে ১৯৬০ সালে প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো হাজার বছর ধরে ও আরেক ফাল্গুন।[২] হাজার বছর ধরে উপন্যাসের জন্য তিনি ১৯৬৪ সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। এই উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।[৩] তার নির্মিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি (১৯৬১)। ১৯৬৪ সালে কাঁচের দেয়াল চলচ্চিত্রের জন্য তিনি নিগার পুরস্কার লাভ করেন।[৩] তার নির্মিত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো বেহুলা, সঙ্গম, আনোয়ারা এবং জীবন থেকে নেয়া।[২] স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি প্রশংসিত হয়েছিলেন।[৪]

জন্ম- ১৯ আগস্ট ১৯৩৫ ফেনী ব্রিটিশ ভারত।
পেশা : চলচ্চিত্র পরিচালক- ঔপন্যাসিক - গল্পকার।

18/08/2025

শেফালি কলেজ মাঠে নতুন - নতুন।🙂

14/08/2025

মুন্সিরহাটের ছেলেদের জন্য কমেন্ট বক্স খোলা।😃

13/08/2025

ফেনীর আপা আছে ফেনীর খালাম্মাও আছে আমি ভাবতেচি ফেনীর দুলাভাই হমু।🤦‍♂️

১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই ছাএরাজনীতির উপর কঠোর নিষেধাজ্ঞায় থাকা জয়নাল হাজারী কলেজে ৩২ বছর পর শুরু হয়েছে রাজনৈতিক কর্...
11/08/2025

১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই ছাএরাজনীতির উপর কঠোর নিষেধাজ্ঞায় থাকা জয়নাল হাজারী কলেজে ৩২ বছর পর শুরু হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড সোমবার প্রার্থীতা ফরম বিতরণের মধ‍্য দিয়ে কলেজে জাতীয়তাবাদী ছাএদল আনুষ্ঠানিকভাবে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করছে।

আমাদের ফেনী'বাসীর গর্বের প্রতিষ্ঠান জয়নাল হাজারী কলেজ সবসময় পড়ালেখা, শৃঙ্খলা ও সুস্থ পরিবেশের জন্য পরিচিত ছিলো। এখানে কখনো দলীয় রাজনীতির প্রভাব ছিল না, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় অর্জন।

কিন্তু দুঃখজনকভাবে শুনছি, এখানে ছাত্রদল রাজনীতি শুরু করার উদ্যোগ নিয়েছে। আমি একজন ফেনীর সাধারণ নাগরিক হিসাবে তীব্র নিন্দা জানাই।

ফেনীতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে অবাধ রাজনীতি করা যায়। অন্তত একটি প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত থাকলে, অন্তত একটি প্রতিষ্ঠান পড়ালেখায় মনোযোগী থাকলে সমস্যাটা কোথায়? কলেজের শান্ত পরিবেশ নষ্ট করা হবে কেন?

আমরা চাই জয়নাল হাজারী কলেজ রাজনীতি মুক্ত থাকুক।

🙂
02/08/2025

🙂

ফেনী শহরের টাউন সার্ভিস বাস পুনরায় পুরোদমে চালুর দাবি-টাউন সার্ভিস ছিল ফেনী শহরের একটি জনপ্রিয় ও উপকারী গণপরিবহন। এটি স্...
01/08/2025

ফেনী শহরের টাউন সার্ভিস বাস পুনরায় পুরোদমে চালুর দাবি-

টাউন সার্ভিস ছিল ফেনী শহরের একটি জনপ্রিয় ও উপকারী গণপরিবহন। এটি স্বল্প সংখ্যক সিটের একটি ছোট বাস, যা লালপুল থেকে ফেনী সদর হাসপাতাল মোড় এবং মহিপাল থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত যাত্রীসেবা দিতো। এই বাসে শহরের গরিব, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির মানুষজনসহ স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন চলাচল করতো।

বহুদিন ধরে লালপুল থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত সীমিত পরিসরে সার্ভিস চালু থাকলেও, মহিপাল থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে।

এর ফলে শহরে সিএনজি অটোরিকশার চলাচল বহুগুণ বেড়ে গেছে, যা একদিকে যাত্রীদের অতিরিক্ত ভাড়ার বোঝা চাপিয়ে দিয়েছে, অন্যদিকে যানজট ও জনদুর্ভোগ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।

বর্তমান পরিস্থিতিতে এই টাউন সার্ভিস বাস পুনরায় চালু করা অত্যন্ত জরুরি। এটি চালু হলে:

▪️সিএনজির ওপর নির্ভরতা কমবে,

▪️অতিরিক্ত ভাড়া থেকে মানুষ মুক্তি পাবে,

▪️যানজট হ্রাস পাবে,

এবং শহরের সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা স্বস্তিতে চলাচল করতে পারবে।

–জনস্বার্থে মহিপাল থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত টাউন সার্ভিস বাস পুনরায় চালুর জোর দাবি জানাচ্ছি।

11/03/2025

বিশ্বকে আছিয়া জানিয়ে দিলো।
দুলাভাই কিংবা তালই কেউ আপন নয়।
তাদের সাথেও পর্দা করতে হবে।
যেটা ইসলাম ১৪০০ বছর পূর্বেই বলে দিয়েছে।

08/03/2025

সারা বাংলায় খবর দে, ধর্ষক চাঁদাবাজদের কবর দে।

01/03/2025

ছিলো তো অনেকেই,
৮ রাকাতের পর কত জনকে হারাইলাম।

ফেনী জেলার জন্য।সাহরি ও ইফতারের সময়সূচি।
01/03/2025

ফেনী জেলার জন্য।
সাহরি ও ইফতারের সময়সূচি।

Ramadan Mubarak to all my muslim followers! ✨
28/02/2025

Ramadan Mubarak to all my muslim followers! ✨

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fenian - ফেনীয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share