Feni Now

Feni Now Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Feni Now, Video Creator, Feni.

ব্যবসায়ীকে ফেনীর সেই যুবকের প্রাণনাশের হুমকি, থানায় জিডিশহর প্রতিনিধি: জায়গা বিরোধকে কেন্দ্র করে নুরুল আবছার (৪৯) নামে এ...
06/06/2025

ব্যবসায়ীকে ফেনীর সেই যুবকের প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শহর প্রতিনিধি: জায়গা বিরোধকে কেন্দ্র করে নুরুল আবছার (৪৯) নামে এক ব্যবসায়ীকে খুন করে লাশ ঘুম করার হুমকি দিয়েছে ফেনীর সেই আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টু। এ ঘটনায় বাদী হয়ে ৩১ মে ফয়সালের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২৪৩২) করেন ওই ব্যবসায়ী।

জানা গেছে, ফেনী শহরের রামপুর (পুলিশ কোয়ার্টার) এলাকার হাজী ছন্দু মিয়ার বাড়ীর আছলাম মিয়ার সন্তানেরা মৌরশ সম্পত্তির ভিত্তিতে মালিক হয়ে রামপুর মৌজার বি.এস ৯৪১ নং খতিয়ানের এস.এ ২০৮ দাগ, বি এস ৭৭৮৫ দাগে বাড়ী ৯.৭৫ শতাংশ ভূমিতে দীর্ঘ ১শ বছরের অধিক সময় যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। উক্ত ৯.৭৫ শতাংশ ভূমি আন্দরে ০৬ শতাংশ ভূমিতে বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে আছলাম মিয়ার ছেলেরা পৌরসভা হতে বিল্ডিং প্ল্যান অনুমোদন নিয়ে গৃহ নির্মাণ কাজের উদ্দেশ্যে ফাইলিং আরম্ভ করে কাজ প্রায় শেষ অবস্থায় পৌঁছালে পশ্চিম ডাক্তারপাড়ার মনির উদ্দিনের ছেলে আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টু ব্যবসায়ী নুরুল আবছার গংদের গৃহ নির্মাণ কাজে বাঁধা প্রদান করে। পরবর্তীতে গত ২৮ মে ফয়সাল প্রকাশ ঝন্টুর পিতা মনির উদ্দিন বাদী হয়ে নুরুল আবছার গংদের বিরুদ্ধে আদালতে মামলা (৪৪৫/২৫) দায়ের করে। এরই প্রেক্ষিতে জায়গা বিরোধকে কেন্দ্র করে বিগত ৩১ মে সকালে বিবাদী আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টু (৩৪) ব্যবসায়ী নুরুল আবছারকে খুন করে লাশ গুম করার হুমকি প্রদান করে। এতে নুরুল আবছার ও পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।

প্রসঙ্গত, বিবাদী আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টুর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার (মামলা নং ২২/২৪) আদালত ও অর্থ আত্মসাৎ এবং বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণসহ বহু অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

05/06/2025

এটাই হচ্ছে আমাদের দেশের সংস্কার!!

স্থান:- ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের মটুয়া গ্রাম

05/06/2025

শহর জুড়ে Rain
অন্তর ভরা Pain

01/06/2025

🌟 ফেনিবাসীর জন্য সুখবর! 🌟

আলহামদুলিল্লাহ, আমরা দিনাজপুর থেকে বিশেষভাবে আনা 🐐 খাসি ফেনীতে সরবরাহ করছি!

✅ ঘরোয়া খাবারে পালা, ফার্মের নয়
✅ স্বাস্থ্য পরীক্ষা করা, সুস্থ ও তাজা
✅ সীমিত লাভে, একদম ন্যায্য দামে

যারা কোরবানির জন্য খাসি নিতে চান, অর্ডার কনফার্ম করতে এখনই ইনবক্স করুন।

📞 যোগাযোগ: [আরমান 01869374610]
📍 ডেলিভারি: ফেনী শহর ও আশেপাশে

⏳ স্টক সীমিত! আগে আসলে আগে পাবেন!
আপনার পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনদেরও আমাদের কথা জানিয়ে দিন। আমরা চাই ফেনীবাসী ভালো মানের খাসি পাক, ফার্মের নয় — সরাসরি গ্রামের বাড়ি থেকে।

👉 আল্লাহ আমাদের হালাল রিজিকের বরকত দিন, আমিন। 🌿

01/06/2025

মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী অংশ প্লাবিত

28/05/2025

প্রিয় Farabi Hafiz আপনাদের প্রতি আমাদের ফেনী'র আপামর সর্বস্তরের জনগণ চিরকৃতজ্ঞ থাকবে। আপনারা ফেনীর বিপদে সবাই যেভাবে এগিয়ে এসেছিলেন তা কখনো ফেনীর মানুষ ভুলবে না।

আপনি যেভাবে বারবার সব জায়গায় ফেনীর সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপনা করে যান, সত্যিই আমরা অনেক আবেগ আপ্লুত হই। ধন্যবাদ দিয়ে ফেনীবাসী আপনাদের ছোট করবে না, কৃতজ্ঞতায় রাখবেন ফেনীকে এবং এভাবেই যেন সকল বিপদাপদে মানুষের পাশে দাড়াতে পারেন সেই দোয়া রইলো আপনাদের জন্য। ❤️🤍

📸 RJ Kibria || বন্যাকালে আমাদের ফেনীকে নিয়ে উপস্থাপনা।

©️ Md Sabbir

21/05/2025

মানুষ বেচার হাট | ফেনী | যে বাজারে বিক্রি হয় মানুষ, মানুষের শ্রম,কর্মঘন্টা। #ফেনী #হাট

বৃষ্টি কারো জন্য আনন্দের ,আবার কারো জন্য দুঃখের (ক্ষতির কারণ) হয়।
21/05/2025

বৃষ্টি কারো জন্য আনন্দের ,
আবার কারো জন্য দুঃখের (ক্ষতির কারণ) হয়।

21/05/2025

মডার্ণ ফকির।। ফেনী জংশন


#ফেনীজংশন




21/05/2025

দুই দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni Now posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feni Now:

Share

Category