FeniLive.tv

FeniLive.tv ফেনীর সকল ভালো কাজকে উপস্থাপনের চেষ্টা ।

09/07/2025

এস.এস.কে রোড়ের বর্তমান অবস্থা।

সকাল: ১০ টা ৩০

এই মুহূর্তে শহরের রাস্তাগুলো পানি মুক্ত কিন্তু আশেপাশের  জায়গা গুলোতে পানি রয়েছে১টা ৫০ মিনিট.স্থান : ট্রাংক রোড
08/07/2025

এই মুহূর্তে শহরের রাস্তাগুলো পানি মুক্ত কিন্তু আশেপাশের জায়গা গুলোতে পানি রয়েছে
১টা ৫০ মিনিট.
স্থান : ট্রাংক রোড

08/07/2025



বন্যা ঝুঁকিপূর্ণ এলাকার শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সতর্কতা:
* বাসা থেকে বের হওয়ার আগে এলাকার অবস্থা যাচাই করো।
* বাড়ির কাউকে জানিয়ে পরীক্ষা দিতে বের হও।
* প্রয়োজনে নিকটবর্তী শিক্ষকের সাথে যোগাযোগ করো।
* বিপদ দেখা দিলে পরীক্ষা ছাড়াও নিজের ও পরিবারের নিরাপত্তাকে প্রাধান্য দাও।

আমরা সকলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি,এই দুর্যোগ যেন আর না বাড়ে, আগের মতো বড় বন্যা যেন না হয়। পরীক্ষার এই দিনগুলো যেন তোমাদের জন্য মঙ্গলময় ও নিরাপদ হয়।

08/07/2025

মানুষ যখন বন্যায় বিপর্যস্ত, তখন রাস্তায় পলিথিন বর্জ্য ছেড়ে জলাবদ্ধতা আরও বাড়াচ্ছে।

যেখানে একদিন অপেক্ষা করলেই পৌরসভার লোক এসে তা তুলে নিত। এভাবে অমানবিক কাজ করার কোনো যুক্তি নেই।

অতিবৃষ্টিতে ফেনী শহরের বিভিন্ন জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। আতংকিত হবেন না, সচেতন থাকুন। বৃষ্টি বন্ধ হলে আশাকরি দ্রুত ...
08/07/2025

অতিবৃষ্টিতে ফেনী শহরের বিভিন্ন জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। আতংকিত হবেন না, সচেতন থাকুন। বৃষ্টি বন্ধ হলে আশাকরি দ্রুত পানি সরে যাবে।

20/06/2025

ফেনী সোনাগাজী, ১ নং চরমজিলিশপুর,৩নং ওয়ার্ড, চর গোপাল গাও গ্রামে নদী ভাংগা নিয়ে এলাকাবাসীর বক্তব্য

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী নদীর ভাঙন; পানি ঢুকছে গ্রামে। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধের দুটি স্থান ভেঙে ...
20/06/2025

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী নদীর ভাঙন; পানি ঢুকছে গ্রামে। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধের দুটি স্থান ভেঙে চার গ্রাম প্লাবিত হয়েছে। 😓

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী নদীর ভাঙন; পানি ঢুকছে গ্রামে। জানেন কি আজ থেকে ঠিক ৩ বছর আগেও একই দিনেই প্লাবিত হ...
20/06/2025

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী নদীর ভাঙন; পানি ঢুকছে গ্রামে। জানেন কি আজ থেকে ঠিক ৩ বছর আগেও একই দিনেই প্লাবিত হয়েছিলো এই উপজেলা তথা এই গ্রাম। ফেনীবাসী ক্লান্ত হয়ত গতবারের ন্যায় এইবার বন্যা হওয়ার সম্ভাবনা কম বা হতেও পারে। তবে টেকসই বাঁধ ও ঠিকাদার প্রতিষ্ঠান জোড়াতালির মাধ্যমেই টিকে আছেই সেই প্রাচীন কাল থেকেই!

20/06/2025

ফুলগাজী বরইয়ার বর্তমান অবস্থা

স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুব শক্তি’র ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা📅 তারিখ: ১২ জুন ২০২৫ | আলহামদুলিল্লাহ, সকলের সর্বসম্...
15/06/2025

স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুব শক্তি’র ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
📅 তারিখ: ১২ জুন ২০২৫ |

আলহামদুলিল্লাহ, সকলের সর্বসম্মতিক্রমে ও সদস্যদের সরব উপস্থিতিতে আধুনিক সমাজ গঠন ও আর্তমানবতার সেবায় নিবেদিত সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন 'যুব শক্তি (Jubo Shokti)'-র ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ নাহিদ চৌধুরী (MD Nahid Chowdhury) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রদীপ দাস।

সংগঠনের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্বের হাত ধরে ‘যুব শক্তি’ আরও কার্যকর ও মানবিক উদ্যোগ গ্রহণ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

🔰 সংগঠনের মূল কার্যক্রম:
১. স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
২. অসহায় ও দুঃস্থ মানুষের সহযোগিতা
৩. ঈদ ও বিভিন্ন উৎসবে ত্রাণ ও উপহার বিতরণ
৪. অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
৫. বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা

সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যেন এই ‘যুব শক্তি’ আগামীতেও মানবিক ও সামাজিক উন্নয়নে নিবেদিত থাকতে পারে।

02/06/2025

দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামে মজুমদার বাড়ী সামনে রাস্তার উপর দিয়ে মুহুরী নদীর পানি গড়াচ্ছে।😭 আল্লাহ সবাইকে হেফাজত করুন 🤲
Video

Address


3900

Alerts

Be the first to know and let us send you an email when FeniLive.tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FeniLive.tv:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

ফেনী-লাইভ.টিভি

প্রানের শহর ফেনী আকারে ছোট হলেও অনেক গুনী মানুষের জন্মস্থান...এই শহরে ছোট ছোট করে অনেক ভালো কাজে সম্পৃক্ত অনেকেই...সেই ভালো কাজ গুলোকে তুলে ধরার চেষ্টা করবে ফেনী-লাইভ...পাশাপাশি এই অঞ্চলের সম্ভাবনা গুলোও ফুটিয়ে তুলতে ভুমিকা পালনের চেষ্টা থাকবে এই মাধ্যমে । সকলের সহযোগিতাই একান্ত কাম্য ।