আজকের চাঁদপুর

আজকের চাঁদপুর a online news portal

মতলব উত্তরে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয় করন বিষয়ক কর্মশালাগোলাম নবী খোকনঃ গ্রাম আদালত কি ভাবে গ্রামের জনগনকে সহায়ত...
09/09/2025

মতলব উত্তরে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয় করন বিষয়ক কর্মশালা

গোলাম নবী খোকনঃ

গ্রাম আদালত কি ভাবে গ্রামের জনগনকে সহায়তা করতে পারে। গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে বিরোধ বা বিবাদ নিষ্পতির ব্যবস্থা যা ন্যায্য বিচার লাভে সহায়তা করে। গ্রাম আদালতে সবাই অল্প সময়ে, স্বল্প খরচে এবং অতি সহজে পতিকার পায়। গ্রাম আদালতে আবেন পত্র দাখিলের ফিস ছাড়া অন্য কোনো খরচ নাই, গ্রাম আদালত উচ্চতর আদালতের মামলার জট কমাতে সাহায্য করে। উপরোক্ত কথাগুলো বলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। তিনি আরও বলেন, গ্রাম আদালত কোন বিরোধ গুলো নিষ্পত্তি করতে পারে না সে বিষয়ে আলোকপাত করেন। যে সকল বিচারিক কার্যক্রম চলবে সেগুলো গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পরিষদে করতে হবে। গ্রামে কোন শালিস করা যাবেনা। গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী স্থানীয় ভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। গ্রাম আদালতে বিচারিক কার্যক্রম নিষ্পত্তিতে ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ প্রথম ও দ্বিতীয় ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ। উপজেলার ৮ টি ইউনিয়নে গ্রাম আদালত সেবা কার্যক্রম নিষ্ক্রিয়। দূর্গাপুর ও কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোন মিটিং এ উপস্থিত থাকেন না বলে জানান ইউএনও মাহমুদা কুলসুম মনি। গত ০৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা হলরুমে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয় করন উপজেলা পর্যায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার রহমতুল্লাহ, গ্রাম আদালত জেলা সমন্বয়কারী মমতাজ বেগম, মতলব উত্তর উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী আব্দুল মালেক, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন, উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহানউদ্দিন ডালিম, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম নবী খোকন প্রমূখ। অনুষ্ঠানে সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ক্বাসিদা ও মিলাদ মাহফিলগোলাম নবী খোকনঃমতলব উত্তরের ছোটহলদিয়া গ্রামে  হযরত আরিফ উল্ল্...
09/09/2025

মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ক্বাসিদা ও মিলাদ মাহফিল

গোলাম নবী খোকনঃ

মতলব উত্তরের ছোটহলদিয়া গ্রামে হযরত আরিফ উল্ল্যাহ (রা.) ও হযরত কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের আয়োজনে মানবতার অগ্রদূত, বিশ্ব জাহানের বিশ্বনেতা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াতে আগমনের খুশির দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ক্বাসিদা পরিবেশন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ছোটহলদিয়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে রাসূলের শানে ক্বাসিদা পরিবেশন করেন নেদায়ে ইসলাম আশিক শিল্পী গোষ্ঠির দলের সদস্য ও বিভিন্ন শিক্ষার্থীরা। তাদের মধুর কণ্ঠে তারা কোরআন তেলাওয়াত, হামদে বারী তা’আলা ও নাতে রাসূল (সা.) এবং ইসলামী সংগীত পরিবেশন করেন।

সভার সভাপতিত্ব করেন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ। প্রধান বক্তা ছিলেন, নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আহমদ উল্ল্যাহ।

সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন দানেশ বলেন, ‘নবীর জন্মদিন নিয়ে না’ত সন্ধ্যার আয়োজন খুবই প্রশংসিত একটি কাজ। শিল্পীদের কণ্ঠে রাসূলের শানে না’ত শুনে বেশ ভালোই লাগছিল। এরকম ইসলামী সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে ভালো পথের জাগরণ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, আমরা মুসলমান। আমাদের ইসলামকে যাতে সুন্দরভাবে তুলে ধরতে পারি সে বিষয়ে আন্তরিক থাকতে হবে। যারা প্রকৃত ইসলাম লালন করেন তারা কখনোই উগ্রবাদী ও জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখেন না। আমাদের নবীজী তাঁর আদর্শ দিয়ে ইসলামের পথে পথহারা মানুষকে পথ দেখাতে সক্ষম হয়েছেন। কাজেই আমরাও নবীর আদর্শ মেনে নিজের জীবন আলোকিত করব।
এসময় প্রকৌশলী নূর মোহাম্মদ, মো. বশির সরকার, সমাজসেবক ফখরুল ইসলাম সরকার, মুসা সরকার, ইউপি আব্দুল হালিম মরকার, সালাউদ্দিন প্রধান, গোলাম কাদির, মো. জিলানী, ইসমাইল হোসেন, সাবেক ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, নাছির উদ্দিন মুন্সি, সফিকুল ইসলাম পাটোয়ারী সহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ উল্ল্যাহ। পরে উপস্থিত সকলের মাঝে তাবাররুক বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবাংলাদেশের মানুষ পিআর বোঝে না, ধানের শীষের ভালোবাসা বোঝে.........তানভীর...
05/09/2025

মতলব দক্ষিণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশের মানুষ পিআর বোঝে না,
ধানের শীষের ভালোবাসা বোঝে.........তানভীর হুদা
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বোঝেনা, তারা বোঝে ধানের শীষের প্রতি ভালোবাসা। মানুষ চায় যার যার আসনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। অথচ পিআর সিস্টেমের নামে ভোট হবে চাঁদপুরে, এমপি হবেন দিনাজপুরে, এটি জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে দেশের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। এ কারণে তারা এখন জনগণের আস্থা হারিয়েছে, হয়ে গেছে নিষিদ্ধ দল। আজ জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখার একমাত্র দল বিএনপি।
তানভীর হুদা তার বক্তৃতায় তিনি আরও বলেন, দেশে শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। ডিসেম্বরের মধ্যে তফসিল, ফেব্রæয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কোনো ষড়যন্ত্রই সফল হবে না, আগামী ফেব্রæয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে মতলবগঞ্জ জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে ও পৌরসভারে সাবেক প্যানেল মেয়র পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাহগিয়াস এবং মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবকে সহ-সভাপতি এমএ মতিন প্রধান, সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. কবির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন হিরু, পৌর যুবদলের সাবেক আহবায়ক মো. জসিম উদ্দিন মিয়াজী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মতিন মেম্বার, উপজেলা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি মো. মনির হোসেন মৃধা, যুবদল নেতা আল আমিন প্রধান, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাইদুল ইসলাম শিপলু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জানে আলম বাবু, সাবেক যুগ্ম আহবায়ক কাজী শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও কলেজ ছাত্রদলের আহবায়ক রাজীব সরকার, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শরীফ ফরাজী, সাবেক যুগ্ম আহবায়ক সারেয়ারা ফরাজী, সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহিম পাটওয়ারী, বিল্লাল হোসেন প্রধান, ছাত্রদল নেতা মাহবুব আলম, রায়হান, সুমন, তানভীর, হাসান ইমাম প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা নিয়ে র‌্যালি প্রদর্শন করেন। র‌্যালীটি মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মতলব সরকারি কলেজের সামনে সমাপ্ত হয়।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তারা বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের নানা দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আজও লড়াই করে যাচ্ছে। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে মিছিলে অংশগ্রহণ করেন।

ক্যাপশন: মতলব দক্ষিণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রতীকে এমপি প্রার্থী তানভীর হুদা।

মতলব দক্ষিণে অটোচালক হত্যাকাণ্ডে আটক ৪ জনের স্বীকারোক্তি!মোঃ রবিউল আলম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অটোবাইক চালক শাওন ক...
05/09/2025

মতলব দক্ষিণে অটোচালক হত্যাকাণ্ডে আটক ৪ জনের স্বীকারোক্তি!

মোঃ রবিউল আলম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অটোবাইক চালক শাওন কাজী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ৪ আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন ১. মোঃ সাব্বির গাজী(১৯), পিতা- মোঃ কামাল গাজী, মাতা: পারভিন আক্তার-স্থায়ী: গ্রাম- ভাংগার পাড় (গাজী বাড়ী), ৩নং ওয়ার্ড, মতলব পৌরসভা, ২. মোঃ আব্দুর রহমান সাইফ(১৯), পিতা- মামুন পাটোয়ারী, মাতা: রুনা লায়লা, সাং- পৈলপাড়া (পাটোয়ারী বাড়ী), ২নং ওয়ার্ড, মতলব পৌরসভা, ৩. মোঃ হাসান প্রধানিয়া প্রঃ সোহাগ(২৪), পিতা- মোঃ ছাদেক প্রধানিয়া, মাতা- মোছাঃ হাওয়া বেগম, সাং- দগর পুর (প্রধাণিয়া বাড়ী), ৪. মোঃ রাব্বি প্রধান হৃদয়(২০), পিতা- মোঃ সেলিম, মাতা- জেসমিন, সাং- পৈলপাড়া (প্রধানিয়া বাড়ী), ২নং ওয়ার্ড, মতলব পৌরসভা, সর্ব থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুর। পরে ৪ আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, বুধবার রাতে যাত্রী সেজে উল্লেখিত আসামীরা অটোবাইক চালক শাওনকে কুপিয়ে হত্যা করে।

উপজেলার নারায়ণপুর পৌরসভার পূর্ব বাদামতলী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

হাসপাতাল, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা কয়েকজন যুবক যুবক যাত্রী সেজে অটোবাইকে করে নারায়ণপুর পৌরসভার চাপাতলী – বাদামতলী সড়কের বাগিচাপুর এলাকায় নির্জন স্থানে নিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে তাকে ফেলে রেখে অটোবাইকটি নিয়ে যায়।পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার অবস্থা বেগতিক দেখে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নেয়ার পর কার মৃত্যু হয়।

নিহত অটোরিকশা চালক শাওন একই উপজেলার উত্তর নলুয়া গ্রামের ইকবাল কাজীর ছেলে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এবং সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) খায়রুল কবির।পরে তিনি শাওনের পরিবারের বাড়ীতে যান এবং সান্তনা দিয়ে বলেন,এ হত্যাকারী কাউকেই ছাড় দেয়া হবে না। দোষী প্রত্যেককেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় অটোবাইক চালক শাওনের মা রোকসানা বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মতলবে ছিনতাইকারীর দেশীয় অস্ত্রের আঘাতে অটোরিকশা চালক নিহত, আটক ৩সফিকুল ইসলাম রিংকু চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছিনতাইক...
04/09/2025

মতলবে ছিনতাইকারীর দেশীয় অস্ত্রের আঘাতে অটোরিকশা চালক নিহত, আটক ৩

সফিকুল ইসলাম রিংকু
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছিনতাইকারীদের দেশীয় অস্ত্র ও ইটের আঘাতে অটোরিকশা চালক শাওন (২১) মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন ।

আজ ৪ সেপ্টেম্বর দুপুরে ঘটনাস্থল ও শাওনের টিএনটি এলাকায় ভাড়াবাসায় সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন।

নিহত শাওন মতলব পৌরসভার উত্তর নলুয়া গ্রামের ইকবাল হোসেন সরকারের ছেলে। সে মতলব সদরের টিএন্ডটি রোডে মা রোকসানা বেগমকে নিয়ে ভাড়া বাসায় থাকতো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মতলব পৌরসভার উত্তর নলুয়া গ্রামের শাওন (২১) পেশায় একজন অটোবাইক চালক। গতকাল বুধবার মূলত অটো চালানোর উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়।

রাত নয়টার দিকে মাছুয়াখাল বাজার থেকে যাত্রীবেশে দুষ্কৃতকারীরা তার অটোরিকশায় উঠে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নারায়নপুরের বাদামতলী সড়কের বাগিচাপুর এলাকার নির্জন স্থানে নিয়ে আসে। সেখানে তারা অটোরিকশা থামিয়ে তাঁকে দেশীয় অস্ত্র ও ইট দিয়ে মাথা ও বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমে গুরুতর আহত করে। পরে পিক-আপে বেধে তার অটো নিয়ে চলে যাওয়ার সময় তার ডাক চিৎকার শুনে স্থানীয় যুবদল নেতা মোরশেদ আলম ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী তাকে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিষয়টি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদকে অবহিত করলে তিনি হাসপাতালে এসে তার দেখাশোনা করেন এবং তার অবস্থা আশঙ্কাজনক দেখে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ ।

শাওনের মা রোকসানা বেগমের কান্নায় পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। পুলিশ অফিসারদের ধরে বলেন, “আমার পুতে আমারে নিয়ে বাসা ভাড়া করে থাকতো, আমারে খাওয়াইতো। এখন কেসকল আমারে খাওয়াইবো?” তিনি পুলিশের কাছে তার ছেলেকে যারা মেরেছে তাদের ফাঁসি চান।

প্রেস ব্রিফিং কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( মতলব সার্কেল) খায়রুল কবির, অফিসার ইনচার্জ( ওসি) সালেহ আহাম্মদ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। শাওনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকান্ড মনে হচ্ছে।

পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত কিছু আলামত আমরা জব্দ করি। ওই আলামতের সূত্র ধরেই আমরা প্রাথমিকভাবে যাদের ঘটনার সাথে সম্পৃক্ততা পেয়েছি ওই তিনজনকে আটক করতে পেরেছি । এছাড়া একটা পিক-আপে বেধে অটোবাইকটি নিয়ে যাচ্ছিল। আমরা সেটাও শনাক্ত করেছি। আমরা অচিরেই তাকেও আটক করতে সক্ষম হবো।

মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।মোঃ রবিউল আলমঃ চাঁদপুরের মতলব দক্ষিণ বর্ণাঢ্য আয়োজনে ৩ ...
03/09/2025

মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।

মোঃ রবিউল আলমঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ বর্ণাঢ্য আয়োজনে ৩ সেপ্টেম্বর ( বুধবার)
বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে এগারোটায় সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে রংবেরঙের ব্যানার ফেস্টুন প্লে কার্ড নিয়ে বর্ণাঢ্য র্্যালী বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে এবং মতলবৌরা বিএনপি'র সভাপতি শোয়েব আহমেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, মাতলাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মল্লিক মহম্মদ শাজাহান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল হক জহির,পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, সদস্য সচিব নাসির মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা প্রধান,মতলব পৌর ছাত্রদলের সদস্য সচিব ওষুধ পারভেজ পনির প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, নারায়ণপুর ইউনিয়ন , খাদেরগাঁও ইউনিয়ন, উপাদী উত্তর ও উৎপাদী দক্ষিণ এবং মতলব পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,কৃষকদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতা, কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে রংবেরঙের বেনার ফেস্টুন প্লে কার্ড নিয়ে অংশগ্রহণ করছেন।

ছবিঃ মতলব দক্ষিণে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী বের হয়।

মতলব দক্ষিণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন কল্পে প্রস্তুতি সভা। মোঃ রবিউল আলম ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প...
01/09/2025

মতলব দক্ষিণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন কল্পে প্রস্তুতি সভা।

মোঃ রবিউল আলম ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কল্পে মতলব দক্ষিণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকল্পে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় এমএএম টাওয়ারে প্রস্তুতি মুলক সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল এবং পরিচালনা করেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান,সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, পৌর কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান প্রধান,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আমির খসরু প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সাধারণ সম্পাদক জহিরুল হক জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ
সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
ছবিঃ মতলব দক্ষিণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষে প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন বিএনপির সভাপতি এনামুল হক বাদল।

ছাত্রলীগ কর্মীদের দিয়ে  কমিটি করায় -মতলব দক্ষিণে  কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন মোঃ রবিউল আলম।  চাঁদপুরের...
29/08/2025

ছাত্রলীগ কর্মীদের দিয়ে কমিটি করায় -
মতলব দক্ষিণে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন

মোঃ রবিউল আলম।

চাঁদপুরের মতলব দক্ষিণে ফ্যাসিস্ট ছাত্রলীগের কর্মী দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করার প্রতিবাদে এবং ওই কমিটি বাতিলের দাবিতে সংবাদ সন্মেলন করছেন উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদল।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সদ্য ঘোষিত মতলব সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার ( ২৮ আগস্ট) বিকেলে মতলবের টিএন্ডটি এলাকায় বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন মামলা, হামলার শিকার ছাত্রদলের ত্যাগী কর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না।
লিখিত বক্তব্যে ইদ্রিস সরকার মুন্না বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে হাতে খড়ির সংগঠন বাংলাদেশ ছাত্রদলের মতলব দক্ষিণ উপজেলার ছাত্র রাজনীতির আতুর ঘর হল মতলব সরকারী ডিগ্রি কলেজ। দীর্ঘদিন পর এই শাখায় কমিটি গঠন করার বিষয়টি আমাদের মনকে আনন্দের পরিবর্তে করেছে রক্তক্ষরণ। সদ্য ঘোষিত কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে এদের অধিকাংশ বিতর্কিত এবং ৫ আগস্টের পর হঠাৎ গজিয়ে ওঠা নেতার মত। এদের মধ্যে অনেকেই ফ্যাসিস্ট ছাত্রলীগের সহযোগী এবং কর্মী। জুলাই বিপ্লবের পূর্ববর্তী সময়ে এরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমপিদের এবং দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। যার সঠিক স্বচিত্র প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং তাদের বিষয়ে ইতিপূর্বে জেলাকে অবহিত করা হয়েছিল। এছাড়া যাদের দিয়ে বর্তমানে কমিটি দেয়া হয়েছে তাদের মধ্যে কেউ কেউ রয়েছে তাদের আপনজন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং তার বওগত সময়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলা, হামলা করে হয়রানি করেছেন।তাই আমাদের দাবি হলো অনতিবিলম্বে মতলব সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের মাধ্যমে একটি সুন্দর কমিটি প্রদানের জন্য জেলা ছাত্রদলের প্রতি উদার্থ আহ্বান রইল। সেই সাথে ঘোষিত কমিটিতে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর তাদেরকে মতলব ডিগ্রী কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা প্রধান বলেন, মতলব দক্ষিণ উপজেলায় চারটি কলেজ রয়েছে। প্রতিটি কলেজে জেলা ছাত্রদল কমিটি ঘোষণা করেছে। কমিটি গঠন করার লক্ষ্যে ইতিপূর্বে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত গ্রহণ করা হলেও আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করেছি জীবন বৃত্তান্ত জমা প্রদান ছাড়াও অনেক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দসর ঘোষিত কমিটিতে স্থান পেয়েছে।
সংবাদ সম্মেলনে মতলব পৌর বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক গোলাম হোসেন সরকার রবিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, মতলব সরকারি ডিগ্রী কলেজের সদ্য সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন সহ মতলব ডিগ্রি কলেজ, পৌর ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবিঃ মতলব সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সন্মেলনে বক্তব্য রাখছেন পৌর ছাত্রদলের আহবায়ক ইদ্রিস সরকার মুন্না।

Shout out to my newest followers! Excited to have you onboard! Turjoy Khandakar, Md Jubayer Hossain, মোহাম্মদ মিজানুর রহ...
27/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Turjoy Khandakar, Md Jubayer Hossain, মোহাম্মদ মিজানুর রহমান, Jahid Hasan

মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়নে হতদরিদ্রের চাল বিতরণে ব্যাপক অনিয়ম। মতলব প্রতিনিধিঃমতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়...
27/08/2025

মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়নে হতদরিদ্রের চাল বিতরণে ব্যাপক অনিয়ম।

মতলব প্রতিনিধিঃ

মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়নে ও এম এসের ডিলার নাজমুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ, হতদরিদ্রের মাঝে চাল কম দেওয়ার খবর পাওয়া গেছে, এখানে চারশত পনের জনের কার্ড ধারীদের মাঝে চাল বিতরণের কথা থাকলেও এখনো চাল পায়নি অন্তত ৩০ জন, যাদের মাঝে চাল দেওয়া হয়েছে প্রত্যেক কার্ডধারীকে দেওয়া হয়েছে ২৭/২৮ কেজি করে। উত্তর পিংড়া গ্রামের ইসমাইল হোসেন, শান্তির বাজারের শুকুর আলী। তারা চাল পেয়েছেন ২৭ কেজি করে। প্রত্যেককেই এভাবে কম দেওয়া হয়েছে, এ ব্যাপারে ডিলার নাজমুল হোসেন বলেন, গোডাউন থেকে চাল কম এসেছে, অনেক বস্তায় ৫০ কেজি স্থলে পেয়েছি ৪৭ কেজি করে। এজন্য আমাদের কম দিতে হচ্ছে। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওসমান গনির সাথে আলাপ করলে বলেন, আমরা প্রত্যেকটি বস্তা মেপে দিয়েছি কম হওয়ার কথা না।

মতলব দক্ষিণে বিএনপির রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা প্রচারণা শুরু,গণতন্ত্র পুনরুদ্ধার না হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠি...
27/08/2025

মতলব দক্ষিণে বিএনপির রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা প্রচারণা শুরু,
গণতন্ত্র পুনরুদ্ধার না হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে না : তানভীর হুদা।।

গোলাম নবী খোকনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে মাঠে নেমেছেন দলটির নেতৃবৃন্দ। এরই অংশ হিসেবে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বুধবার (২৭ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত মতলব দক্ষিণের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন।
প্রথমে বিকেল ৩টা ৩০ মিনিটে মতলব বাজারের পানির ট্যাংকি এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। পরে মুন্সিরহাট বাজার, বরদিয়া আড়ং, মাষ্টার বাজার, নলুয়া চৌরাস্তা, কাজলি মোড়, কাজির বাজার, মতলব ওয়াপদা ও আইসিডিডিআরবি এলাকা ঘুরে সন্ধ্যা পর্যন্ত জনগণের হাতে হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচি পৌঁছে দেন। কর্মসূচির শেষ পর্যায়ে তিনি মতলব ম্যাক্সি স্ট্যান্ডে লিফলেট বিতরণ করেন।
এ সময় তানভীর হুদা বলেন, দেশ আজ এক সংকটময় সময় পার করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, তা বাস্তবায়ন করলেই মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, সুশাসন ফিরে আসবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। আমি চাঁদপুর-২ আসনের মানুষকে আশ্বস্ত করতে চাই, আমরা আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং মানুষের জীবনমান উন্নত করব।

তানভীর হুদা বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। বিএনপির ৩১ দফা কর্মসূচি কোনো রাজনৈতিক কাগুজে প্রতিশ্রুতি নয়, বরং এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রূপরেখা। জনগণের সাথে সম্পৃক্ত না হলে কোনো রাজনৈতিক আন্দোলন সফল হয় না। তাই আমরা ঘরে ঘরে যাচ্ছি, মানুষের হাতে হাতে আমাদের কর্মসূচি তুলে দিচ্ছি। এই আন্দোলন জনগণের আন্দোলন, তাদের অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে স্লোগান ও প্রচারণার মাধ্যমে জনসাধারণকে যুক্ত করতে আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃর্ধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী, মতলব উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী প্রমুখ।
ছবির ক্যাপশন:
মতলব দক্ষিণে বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রচারণায় বিএনপি নেতা তানভীর হুদা।

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when আজকের চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আজকের চাঁদপুর:

Share