আজকের চাঁদপুর

  • Home
  • আজকের চাঁদপুর

আজকের চাঁদপুর a online news portal

উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আল্লাহ সবাইকে হেফাজত করুক 🤲🤲
21/07/2025

উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত,
আল্লাহ সবাইকে হেফাজত করুক 🤲🤲

মতলবের উপাদী উত্তর ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনমোঃ রবিউল আলমঃ মতলব দক্ষিণ উপজেলার 5 নং উপা...
21/07/2025

মতলবের উপাদী উত্তর ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ রবিউল আলমঃ

মতলব দক্ষিণ উপজেলার 5 নং উপাধি উত্তর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই বিকেলে উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গা ভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম কিরণ। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে হবে।তিনি আরো বলেন, যুব সমাজকে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি চর্চা করলে মেধা বিকশিত হয় এবং শরীর-স্বাস্থ্য ও মন সতেজ থাকে।৫ নং উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারন সম্পাদক মেহেদী হাসান হিরনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম রনির পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মতলব সরকারি ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এজিএস জহিরুল হক জহির।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপাধি উত্তর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হোসেন মিয়াজি, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ জিসান, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন পাটোয়ারী।
খেলায় ধারাভাষ্যকারী হিসেবে ছিলেন ফয়সাল আহমেদ। খেলার শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

মতলব দক্ষিণে জুলাই শহীদ পাভেল হাসান রাব্বি’র কবর জিয়ারত করলেন ছাত্রদল নেতৃবৃন্দমোঃ রবিউল আলমঃ ২০১৪ সালে ছাত্র জনতার গনঅভ...
21/07/2025

মতলব দক্ষিণে জুলাই শহীদ পাভেল হাসান রাব্বি’র কবর জিয়ারত করলেন ছাত্রদল নেতৃবৃন্দ

মোঃ রবিউল আলমঃ

২০১৪ সালে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে নিহত মতলব দক্ষিণ উপজেলার ছাত্রদল নেতা শহীদ পাভেল হাসান রাব্বি’র কবর জিয়ারত করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশান সহ ছাত্রদল নেতৃবৃন্দ। শনিবার (১৯ জুলাই) বাদ আছর উপজেলার দক্ষিণ নওগাঁও গ্রামের পাভেলের হাসানের বাড়িতে তার কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, সাবেক আহ্বায়ক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির কার্যকরী সদস্য জনাব মিরাজ মাহমুদ জিসান।
সুজন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মতলব পৌর স্বেচ্ছাসেবক দল। মোঃ মাসুদ প্রধান, সাংগঠনিক সম্পাদক, ৭নং ওয়ার্ড যুবদল। সফিকুল ইসলাম রনি, সভাপতি, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদল। সামসুল হাসান মিঠু, আহ্বায়ক, খাদেরগাও ইউনিয়ন ছাত্রদল। মোঃ মানিক সরকার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপাদী উত্তর ছাত্রদল। মোঃ হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক, মতলব পৌর ছাত্রদল। মোঃ ইউসুফ সরকার, সাধারণ সম্পাদক, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদল। ইনসাদ আহমেদ জিশান, মতলব পৌর ছাত্রদল। মোঃ সাদ্দাম হোসেন, ৩নং ওয়ার্ড যুবদল। মোঃ মিলন প্রধান, ৩নং ওয়ার্ড যুবদল। মাদু বেপারী, ১নং ওয়ার্ড যুবদল। শ্রী বিপ্লব, ৩নং খাদেরগাও ইউনিয়ন যুবদল। মোঃ শিবলু মিয়াজী, সহ-সভাপতি, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদল। মোঃ আবু বকর মুন্সি, সদস্য, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদল। ২নং ওয়ার্ড ছাত্রদলের মিরাজ ঢালী, রাসেদ মুন্সি, সাকিব ফরাজী। ৩নং ওয়ার্ড ছাত্রদলের জনি, শরিফ সহ জাতীয়তাবাদী আদর্শের নেতৃবৃন্দ।

মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে নবনির্বাচিত গভর্নিং বডির দায়িত্ব গ্রহণ গোলাম নবী খোকনঃ চাঁদপুর জেলার অন্যতম স্বনা...
19/07/2025

মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে নবনির্বাচিত গভর্নিং বডির দায়িত্ব গ্রহণ


গোলাম নবী খোকনঃ

চাঁদপুর জেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ আবারও প্রমাণ করল যে, শিক্ষা ও নেতৃত্বের সমন্বয়ে প্রতিষ্ঠানটি নিরবচ্ছিন্ন অগ্রযাত্রায় দৃঢ়ভাবে অবস্থান করছে। ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, কলেজে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত পূর্ণাঙ্গ গভর্নিং বডির (২০২৫-২০২৭) দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান, যা ছিল গৌরবোজ্জ্বল, মনোমুগ্ধকর এবং দৃষ্টান্তমূলক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ শামীম আহমেদ, তিনি বক্তব্যের শুরুতে অত্র কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মনির হোসেন খান সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কিছু বিষয়ে স্মৃতিচারণ করেন। তিনি গুণগত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার তৈরি হলে শিক্ষার মান বৃদ্ধি পেলে সমাজ ও দেশের উন্নয়ন হবে। তিনি গভর্নিং বডির নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন- নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ শুধু চাঁদপুর নয়, বরং সমগ্র দক্ষিণ-পূর্ব বাংলাদেশের শিক্ষাঙ্গনের একটি মডেল হতে পারে। এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা অর্জনে বর্তমান গভর্নিং বডির কার্যকর পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা, স্বচ্ছতা ও আধুনিক দৃষ্টিভঙ্গির বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি কর্নেল (অব.) মতিউর রহমান বলেন - অত্র কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মনির হোসেন খান সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, মহান আল্লাহ যেন তার ছদগায়ে জারিয়া কবুল করে তাঁকে জান্নাতের উচ্চ মোকাম দান করেন এই দোয়া করেন। তাছাড়াও তিনি অত্র এলাকার চৌধুরি বাড়ি, মিয়া বাড়িসহ নিশ্চিন্তপুর, নওদোনা, পাঠানচক, হরিনা, আনোয়ারপুরসহ সমগ্র মতলব উত্তর এর সর্বসাধারণের প্রতি অর্থ, সম্পদ, শ্রম মেধা দিয়ে অত্র প্রতিষ্ঠান তৈরি অবদানের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরো বলেন, আমরা এই প্রতিষ্ঠানকে শিক্ষার উৎকর্ষে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ। ছাত্রছাত্রীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি কলেজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও অবকাঠামোগত পরিবর্তনের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ ও সদস্য সচিব অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ফাতেমা খাতুন খান, প্রতিষ্ঠাতা সদস্য মারুফ হোসেন খান বিজয়, বিশিষ্ট শিক্ষানুরাগী ওবায়েদুল্লাহ হাওলাদার, মতলব বার্তার সম্পাদক রোটারিয়ান মো: টারজান মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও গ্রীণ ফেয়ার কিন্ডার গার্ডেন এর সভাপতি তারেক ইমাম চৌধুরী, মতলব উত্তর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মুন্সী, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী মামুন, ৫নং দুর্গাপুর ইউনিয়নের সভাপতি শামসুদ্দিন সরকার, ফ্রেন্ডস ৯৫ এর সহ-সভাপতি ও মতলব বার্তার বার্তা সম্পাদক মাহমুদুল হক চৌধুরী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রতিক্রিয়া-
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাদের মন্তব্য অনুযায়ী “নতুন কমিটির আগমন আমাদের কাছে আশার আলো। আমরা চাই শিক্ষা ব্যবস্থায় আরও আধুনিকতা আসুক, এবং আমাদের ভবিষ্যৎ প্রস্তুতি যেন সময়োপযোগী হয়।”

স্থানীয় জনগণ ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
এই অনুষ্ঠান শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রম নয়, বরং এটি পুরো নিশ্চিন্তপুর ও আশেপাশের এলাকায় এক বিশেষ উদ্দীপনার সৃষ্টি করেছে। অভিভাবকরা নতুন কমিটির নেতৃত্বে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং কলেজ কর্তৃপক্ষের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন নবনির্বাচিত কমিটি নিম্নে উল্লেখিত পয়েন্টগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

• শিক্ষার গুণগত মান বৃদ্ধি • পরীক্ষায় দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা • আধুনিক পাঠ্যক্রম ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তন • ছাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা
• গ্রন্থাগার ও ল্যাবরেটরি উন্নয়ন • শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কর্মসূচি

উল্লেখ্য, অনুষ্ঠানের খবরটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রচারিত হয়, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়। অনেকেই মন্তব্য করেন: “এ ধরনের অনুষ্ঠান শিক্ষার পরিবেশকে উৎসাহিত করে এবং ছাত্রছাত্রীদের মাঝে নেতৃত্ব ও দায়িত্ববোধের চর্চা বাড়াযবে।”
আজকের এই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ছিল নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের জন্য একটি নতুন ইতিহাসের সূচনা। একবিংশ শতাব্দীর শিক্ষা চাহিদা ও প্রযুক্তি নির্ভর বিশ্বে এই প্রতিষ্ঠান তার কার্যকর নেতৃত্বের মাধ্যমে জাতি গঠনের অন্যতম কারখানা হিসেবে পরিণত হবে — এমনটাই প্রত্যাশা সকলের।
আমরা বিশ্বাস করি, নতুন গভর্নিং বডি তাদের দায়িত্ব ও অঙ্গীকারের মাধ্যমে কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে।

মতলব দক্ষিণে বিএনপির আয়োজনে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল।মোঃ রবিউল আলমঃবিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ...
19/07/2025

মতলব দক্ষিণে বিএনপির আয়োজনে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল।

মোঃ রবিউল আলমঃ

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরের মতলব দক্ষিণে
২০২৪ সালের জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল বের করা হয়। ১৮ জুলাই ( শুক্রবার) বিকেলে মতলব
উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মৌন মিছিলটি
স্থানীয় রিক্সা স্ট্যান্ড থেকে বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এনএএম টাওয়ারের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর। বক্তারা বলেন, বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পাশাপাশি ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় সৃষ্টি হয়েছে । এই অভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আজকের মৌন মিছিলের মাধ্যমে আমরা অভ্যুত্থানের সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এছাড়া দলের জন্য যারা জীবন উৎসর্গ করেছে এবং তরুণ প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। কেন্দ্রীয় কর্মসূচীটি যথাযোগ্য মর্যাদায় পালন করায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড.জালাল উদ্দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানান।
মৌন মিছিলে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান,সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক খোকন, সাবেক সাধারণ সম্পাদক ডাঃশোয়েব আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসানসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল, শ্রমিক দল ও কৃষকদলের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে মৌন মিছিলে অংশগ্রহণ করেন।

ছবি ঃ
মতলব দক্ষিণে বিএনপির আয়োজনে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল বের করা হয়।

সকলে ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা,                            জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা...
18/07/2025

সকলে ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা।।

গোলাম নবী খোকনঃ

১৭ই জুলাই ২০২৫ ইং তারিখে মমরুজ কান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকাল ৩ টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত নুরুল হুদার তনয় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা শুভ। তিনি বক্তব্যে বলেন, বিএনপি ঐক্য বদ্ধ থাকলে ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা, নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আগামী ডিসেম্বর মাসে সরকার জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছে, এটি বানচাল করার জন্য অনেকেই উঠে পরে লেগেছে,
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবে, সেজন্য সকলকে প্রস্তুতি নিতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশকে সন্রাস, মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গঠনে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের দলে কোন চাঁদাবাজ, মাদক সেবী, দখল দারীদের ঠাই হবেনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম ছারোয়ার মজুমদার, বিশেষ অতিথি মোঃ আলমগীর সরকার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, কানাডা প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম অভি, ছেংগারচর পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদী হাসান, ছেংগারচর পৌর মহিলা দলের নয়া সভাপতি আনোয়ারা বেগম, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম মামুন, পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ রোবেল প্রধান। অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করায় তানভীর হুদার নেতৃত্বে সুজাতপুর বাজার সড়কে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ শেষে প্রত্যেক ইউনিয়নে নেতৃবৃন্দের নিকট সদস্য ফরম বিতরণ করেন।

ব্রীজের এপ্রোজে মাটি ভরাট না করায় জনদুর্ভোগ, শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন।।মোঃ রবিউল আলম: চাঁদপুরের মতলব...
17/07/2025

ব্রীজের এপ্রোজে মাটি ভরাট না করায় জনদুর্ভোগ, শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন।।

মোঃ রবিউল আলম:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১৭০নং ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন ব্রীজের এপ্রোজে মাটি ভরাট না করায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। মূল ব্রীজের নির্মাণ কাজ শেষ হলেও সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসিনতার কারণে সংযোগ সড়কে মাটি ভরাট না করার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
এই নিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এই সময় বক্তব্য রাখেন ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা মোঃ শাহাদাত হোসেন বেপারী, আলোদ্দীন বারোজী,শাহ জালাল গাজী, শামীম গাজী ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হামিদা।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন বলেন, বার বার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ এবং সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে বর্তমানে চলাচল করতে হচ্ছে। বর্ষায় ব্রীজের দুই পাশে পানি জমে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। তাই দ্রুত মাটি ভরাট করে ব্রীজটি ব্যবহারযোগ্য করার দাবি জানান বক্তারা।
এই বিষয়ে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ওই ব্রীজটি এখনো নির্মাণাধীন, ঢালাইয়ের কাজ এক মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখতে হয়। তবে জনসাধারণের চলাচলের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাপশন: মতলব দক্ষিণে ব্রীজের এপ্রোজে মাটি ভরাটের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন।

সকল মতভেদ ভুলে একযোগে কাজ করতে হবে,বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালালউদ্দিন   ।।   গোলাম নবী খোকনঃ চাঁদপুরের ...
17/07/2025

সকল মতভেদ ভুলে একযোগে কাজ করতে হবে,বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালালউদ্দিন ।।

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন লক্ষে ১৭ ই জুলাই ২০২৫ ইং তারিখ বিকাল তিনটায় পাঠান বাজার আবেদীয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল সরকারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট মুদ্রা বিশেষজ্ঞ ও স্পেন সরকারের সাবেক অনারারি কনসুলার আলহাজ্ব ড. জালালউদ্দিন আহমেদ। তিনি বক্তব্য বলেন, যারা বিএনপিতে নতুন সদস্য হবেন, তাদেরকে বিএনপির উদ্দেশ্য মোতাবেক সদস্য করবেন, কোন অসাধু লোক,কোন ফ্যাসিস দলের নেতৃবৃন্দ, চাঁদাবাজ ও কোন মাদক সেবী কে দলে নিবেন না। তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সকল কে একযোগে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষে তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মেরামতের দাবি বাস্তবায়ন করার জন্য সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মতলব সরকারী ডিগ্রি কলেজের সাবেক এজিএস আলমগীর সরকার। তিনি বলেন, ফ্যাসিস কাউকে দলে ভিরাবেননা, যারা চাঁদাবাজ, চাঁদাবাজি করে, যাহারা থানায় দালালী করে, যারা অন্যায় কাজে জড়িত, যারা সুবিধা বাদি, যাদের দ্বারা সংগঠন ক্ষতি হবে তাদেরকে সদস্য করা যাবেনা। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির নেতা নবীর হোসেন নবী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান,ফরাজী কান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনিতফাদার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির আহবায়ক তোফায়েল আহমেদ পাটোয়ারী, বিএনপি নেতা নুরুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহম্মেদ, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ূম মুন্সি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুজ্জামান আনিস, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুলহুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমূখ।
পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে আলহাজ্ব ড. জালালউদ্দিন আহমেদ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার কে সদস্য নবায়ন করে সদস্য নবায়নের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় ২১ ঘন্টা অভিযান চালিয়ে,মতলব উত্তরে হত্যাকান্ডে জড়িত মুল আসামি গ্রেফতার।। গোলাম নবী খোকনঃ চ...
15/07/2025

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায়
২১ ঘন্টা অভিযান চালিয়ে,
মতলব উত্তরে হত্যাকান্ডে জড়িত মুল আসামি গ্রেফতার।।

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপাল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর থেকে গত ১১ই জুলাই ২০২৫ ইং তারিখে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত হাবিব মতলব উত্তর উপজেলার পুটিয়ারপার এলাকার মনোয়ারা বেগম মনুকে বিয়ে করেন। মনোয়ারা বেগম বাদি হয়ে মতলব উত্তর থানায় অজ্ঞাত নামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং-১৮, ধারা ৩০২/২০১/৩৪। চাঁদপুর জেলার মতলব সার্কেল সহকারী পুলিশ সুপার খায়রুল কবির এর তত্ত্বাবধানে, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস নারায়নগঞ্জ জেলার বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় ২১ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে আসামি মোঃ কামাল মিরা (৫৫) পিতা মৃত খালেক মিয়া , মাতা মৃত নুরজাহান সাং রাজারচর (চরমোনা) থানা ও জেলা বরিশাল কে গ্রেফতার করা হয়েছে । আসামী কামাল মিয়ার জবাব বন্দিতে জানা গেছে, ভিকটিম হাবিব উল্লাহ বিয়ের জন্য কনে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে দশ হাজার টাকা হাতিয়ে নেয়। ঘটনার দিন রাতে তারা মাজার ঘুরে এসে পুকুরের পাড়ে বসে গল্প গুজব করেন। তাদের সাথে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে আসামী কামাল মিয়া ভিকটিম হাবিব উল্লাহ কে পুকুরে শ্বাসরুদ্ধকরে হত্যা করে পরে আত্নগোপনে চলে যায়। ঘটনার তদন্ত ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মতলব উত্তর থানা পুলিশ মূল রহস্য উদঘাটন করে ঘাতককে আইনের আওতায় আনতে সক্ষম হয় এবং আইনী ব্যবস্থা গ্রহন করেন । চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য পাওয়া যায়।

মতলব উত্তরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু। গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির সদস্য নবায়ন ও নতু...
13/07/2025

মতলব উত্তরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু।

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ঠেটালিয়া নোয়াবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফতেহপুর পূর্ব ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম।
কর্মসূচীর উদ্বোধক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সকলে সতর্ক থাকবেন কোনো আওয়ামী লীগ যাতে সদস্য ফরম পূরণ করতে না পারে। যদি আওয়ামী লীগের সাথে ছবি থাকে তার সদস্য ফরম নবায়ন করা যাবে না। গত ১৭ বছরে বিএনপির পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে এবং আমাদের দলের যারা নির্যাতিত ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদের সবার আগে এই সদস্যপদ নবায়ন করা হবে।
তিনি আরও বলেন, এই সদস্য নবায়নের মাধ্যমে যারা পরিচ্ছন্ন, যারা যোগ্য এবং যারা ভালো মানুষ আমরা সেই লোকগুলোকে বাছাই করে নিয়ে আসতে পারব। কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ভবিষ্যৎতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম বলেন, পতিত আওয়ামী প্রেত্নাতারা তারা এখনও পর্যন্ত বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তা নিয়ে তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, "বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।"
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার।
আরো বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সভানেত্রী মনিরা চৌধুরী, জেলা বিএনপি এ্যাড. জহির উদ্দিন বাবর বেপারী, উপজেলা বিএনপির সহ- সভাপতি এসএম জাহাঙ্গীর, ফরাজীকান্দি ইউনিয়ন ববিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি তপাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম সুর্য, জেলা ছাত্রদলের সাধারণ সসম্পাদক ইসমাইল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সোহাগ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু।

চাঁদাবাজ ফ্যাসিসদের এ দলে জায়গা হবে না ______সাবেক মন্ত্রীপুত্র অধ্যাপক তানভীর হুদা গোলাম নবী খোকনঃচাঁদপুর-২ (মতলব উত্তর...
13/07/2025

চাঁদাবাজ ফ্যাসিসদের এ দলে জায়গা হবে না ______সাবেক মন্ত্রীপুত্র অধ্যাপক তানভীর হুদা

গোলাম নবী খোকনঃ

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র অধ্যাপক তানভীর হুদা বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনার সরকার বিএনপিকে দ্বিখণ্ডিত করতে পারেনি। এখন যারা চক্রান্তে লিপ্ত, তাদের সাবধান হয়ে যাওয়া উচিত। বিএনপি ও গণতন্ত্রকে বিতর্কিত করার অপচেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে।

রবিবার (১৩ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মধ্য মান্দারতলী গ্রামের ওয়াজউদ্দিন প্রধানের বাড়িতে বিএনপির কেন্দ্রঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তানভীর হুদা আরও বলেন, বিএনপি করেও কেউ যদি অপকর্মে জড়িয়ে পড়ে, তার দায় দল নেবে না। চাঁদাবাজ, ফ্যাসিস্টদের এ দলে জায়গা হবে না। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে সেটা আদর্শের ভিত্তিতে। ফতেপুর পশ্চিম ইউনিয়নে বিএনপি নেতা সলিমুল্লাহ লাভলুর নির্মম হত্যাকাণ্ডের সঠিক তদন্ত দাবি করছি। দোষীদের বিচারের আওতায় এনে ফাঁসির কাষ্টডিতে নেওয়া হোক।

তিনি বলেন, উঠান বৈঠকের মাধ্যমে জনগণের আরও কাছে যাওয়া যায়। আমার বাবা মরহুম নুরুল হুদা যতবার সুষ্ঠ ভোট হয়েছে ততবারই জনগণের ভালোবাসায় এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে, আপনাদের কথা তুলে ধরেছেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তানভীর হুদা বলেন, সামনে জাতীয় নির্বাচনকে বানচাল করতে গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপিকে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চলছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় প্রস্তুত রয়েছে। এই উঠান বৈঠকে অনেক মা বেনদের উপস্থিত হয়েছে। আপনারা যানেন, মা-বোনদের ভোটের মাধ্যমেই বিএনপি বারবার ক্ষমতায় এসেছে। জনগণের সাথেই আমাদের শক্তি।

শেষে তিনি গত বছরের জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে ফতেপুর পশ্চিমে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ বদিউজ্জামান সরকার সজিবের যৌথ সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন মজুমদার, ফতেপুর পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল হক, জেলা মৎসজীবী দলের সহ সভাপতি শহিদউল্ল্যা মোল্লা।

এর পর তানভীর হুদা উপজেলা শিকারীকান্দি আকবর আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমনে (মরাধন) পথসভায় যোগদান করেন।

ছবি ক্যাপশন :

মতলব উত্তরে ফতেপুর পশ্চিম ইউনিয়নে উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক তানভীর হুদা।

চকবাজারে নৃশংস হত্যার প্রতিবাদে মতলব দক্ষিণ ছাত্রদলের বিক্ষোভ মিছিল।।মোঃ রবিউল আলমঃ মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের উদ্যোগে...
13/07/2025

চকবাজারে নৃশংস হত্যার প্রতিবাদে মতলব দক্ষিণ ছাত্রদলের বিক্ষোভ মিছিল।।

মোঃ রবিউল আলমঃ

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ঢাকার চকবাজারে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এ বিক্ষোভ মিছিল বের করেছেন ছাত্রদলের নেতৃবৃন্দ। শনিবার (১২ জুলাই) বিকালে মতলব কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে মতলব বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিঙ্গাপুর প্লাজা মোড়ে এসে শেষ হয়। মিছিল নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশান।
মিছিলে আরো অংশগ্রহণ করেন, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন পাটোয়ারী, ফখরুল ইসলাম রানা, মতলব পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, তাহের ফরাজী, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সহ- সাধারণ সম্পাদক রাসেল হোসেন জয়, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ আল হাসান, ৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি জিয়া সরকার, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান রশিদ, ১নং নায়েরগাও উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আমিন পাটোয়ারী, ২নং নায়েরগাও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাইয়ুম বৈদ্য, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শিবলু মিয়াজী, উপাদী উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ সরকার, দপ্তর সম্পাদক মোঃ রবিউল আলম, ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম তালুকদার, ২নং নায়েরগাও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ছাত্রদল নেতা মিলন, জাফর, মহন, মাদু প্রমুখ।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যারা খুনী চাঁদাবাজ, তারা দলের কেউ না। ছাত্রদল যুবদলে কোন চাঁদাবাজের ঠাঁই নাই। যেখানেই এধরনের অপরাধ চোখে পড়বে সেখানেই ছাত্রদল প্রতিবাদ করবে। ছাত্রদলের রাজনীর আদর্শে কোন চাঁদাবাজের স্থান নেই।

Address


Alerts

Be the first to know and let us send you an email when আজকের চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আজকের চাঁদপুর:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share