01/11/2025
📍মতলব দক্ষিণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী
জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে যুবদল শক্ত হাতে প্রতিহত করবে............ড. মো. জালাল উদ্দিন।
মোঃ রবিউল আলমঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পৌরসভার পানির ট্যাংকি মোড়ে অনুষ্ঠিত র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন।
ড. জালাল উদ্দিন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শক্তিশালী করতে মতলবের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার পাশাপাশি দেশের সংকট মোকাবেলায় যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর আজ নির্বাচন সামনে। এ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র হলে যুবদলের প্রতিটি নেতাকর্মী তা শক্ত হাতে প্রতিহত করবে। জনগণের ভোটের অধিকার রক্ষায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে।”
তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, “অন্তর্কলহ নয়—ঐক্যই হবে শক্তি। যতদিন পর্যন্ত মনোনয়ন ঘোষণা না হয়, ততদিন সবাই ধানের শীষের জন্য কাজ করবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল। তিনি বলেন, “জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। ধর্মের নামে ভন্ডামি ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে যুবদলকে প্রহরীর ভূমিকা পালন করতে হবে।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহিরসহ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ড. মো. জালাল উদ্দিনের নেতৃত্বে বিশাল র্যালি বের হয়ে মতলব বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। র্যালিতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বেইজ ক্যাপ পরে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।