
30/07/2025
এক মিনিটের মূল্য কত?
এক মিনিট শুধু ৬০ সেকেন্ড।
শোনার মধ্যে খুবই সামান্য মনে হলেও,
এই এক মিনিটই কারো জীবনে পরিবর্তন এনে দিতে পারে।
🚑 অ্যাম্বুলেন্স এক মিনিট দেরি করলে
একটা প্রাণ হারাতে পারে।
🎓 পরীক্ষার হলে এক মিনিটের বেশি সময় পেলে
কারো ভবিষ্যৎ বদলে যেতে পারে।
🚄 ট্রেন এক মিনিট আগে ছেড়ে দিলে
যাত্রীটি জীবনভর আক্ষেপ করতে পারে।
📞 এক মিনিট আগে ফোন করলে
কারো মন ভরে যেতে পারে।
এই এক মিনিটই কাউকে
বাঁচাতে পারে, গড়তে পারে, ভাঙতেও পারে।
👉 সময় কখনো থামে না।
আর এই "এক মিনিট"–ই প্রমাণ করে সময় মানেই জীবন।
তাই শিখে নিই
এক মিনিটও যেন না যায় বৃথা।