Khadi fashion b.d

Khadi fashion  b.d হিজামা বহুকাল আগের থেকে প্রচলিত"এটা
সুন্নাহ। নিশ্চয়ই "এর মধ্যে উপকার রয়েছে। হিজামা করুন, একটা সুন্নাহকে রিভাইভ করুন,সুস্থ থাকুন।

31/05/2025

“ জিলহজ্জ মাসের প্রথম দশকের অন্যতম শ্রেষ্ঠত্ব হলো, আল্লাহ তাআলা এই ফজিলতপূর্ণ রাতগুলোর শপথ করেছেন।

আল্লাহ তাআলা বলেন,
‘ঊষার শপথ এবং দশ রাতের শপথ।’
[ সূরা ফাজর, ৮৯ঃ১-২ ]

- শাইখ আহমাদ মুসা জিবরিল হাফিজাহুল্লাহ

14/01/2025

খুসুসি আমলের কারণে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন"রাসুলুল্লাহ সাঃ এর রাত জেগে তাহাজ্জুদ "
তবে আপনার আমার এমন কিছু আমল আছে তো??
যদি নাই থাকে তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ

11/01/2025

হযরত আবু জর গিফারী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, হে আবূ যর! *তুমি যদি সকাল বেলা গিয়ে কুরআনের একটি আয়াত শিক্ষা কর তাহলে তা তোমার জন্য একশত রাকাআত নফল পড়া থেকেও উত্তম।* আর যদি সকাল বেলা গিয়ে ইলমের একটি অধ্যায় শিক্ষা কর, চাই তার উপর আমল করা হোক বা না হোক, তাহলে তা *তোমার জন্য এক হাজার রাকাত নফল নামায থেকেও উত্তম।

عن أبي ذر قال قال لي رسول الله صلى الله عليه و سلم ( يا أبا ذر لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي مائة ركعة . ولأن تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير من أن تصلي ألف ركعة-

{সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২১৯,}

11/01/2025

ইমাম ইবনে জারীর তাবারী বলেন- “ঐ সকল আল্লাহদ্রোহী যারা আল্লাহর নাফরমানীতে সীমালঙ্ঘন করেছে এবং মানুষ যাদের আল্লাহর পরিবর্তে সেচ্ছায় অথবা জোরপূবক আনুগত্য করে সে-ই তা*গু*ত। চাই সে মানুষ, জ্বীন, শয়তান, প্রতীমা বা অন্য কিছূ যাই হোক।
(তাফসীরে তাবারী:২/২১)

11/01/2025

❝তাওহিদ (তথা, لا إله إلا الله) হচ্ছে ঈমানের মূল। এটি সেই বাক্য যা জান্নাতি ও জাহান্নামিদের বিভক্ত করেছে। তাওহিদ হচ্ছে জান্নাতের ক্রয়মূল্য, তাওহিদ ছাড়া কারও ইসলাম শুদ্ধ হয় না।❞
__________________________
― শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহ (رحمه الله)

📖 [ মাজমুউল ফাতাওয়া : ২৪/২৩৫ ]

তাওহীদের উপর মৃত্যুবরণকারী কোনো ব্যাক্তি জাহান্নামে চিরকাল থাকবে না, সে যতই গুনাহ করুক। তেমনিভাবে যে কুফরের উপর মৃত্যুবরণ করবে, সে যতই সৎ কাজ করুক না কেনো, কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না।

{ইমাম নববী রাহিমাহুল্লাহ
শরহে মুসলিম : ১/২১৭}

10/01/2025

১ লা মার্চ
২০২৫ রোজা শুরু হবে ইনশাআল্লাহ

10/01/2025

❝তাওহিদ (তথা, لا إله إلا الله) হচ্ছে ঈমানের মূল। এটি সেই বাক্য যা জান্নাতি ও জাহান্নামিদের বিভক্ত করেছে। তাওহিদ হচ্ছে জান্নাতের ক্রয়মূল্য, তাওহিদ ছাড়া কারও ইসলাম শুদ্ধ হয় না।❞
__________________________
― শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহ (رحمه الله)

📖 [ মাজমুউল ফাতাওয়া : ২৪/২৩৫ ]

তাওহীদের উপর মৃত্যুবরণকারী কোনো ব্যাক্তি জাহান্নামে চিরকাল থাকবে না, সে যতই গুনাহ করুক। তেমনিভাবে যে কুফরের উপর মৃত্যুবরণ করবে, সে যতই সৎ কাজ করুক না কেনো, কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না।

{ইমাম নববী রাহিমাহুল্লাহ
শরহে মুসলিম : ১/২১৭}

09/01/2025

দৈনন্দিন আমলের তালিকা❤️❤️❤️****👇👇👇
৫০০বার দরুদপাঠ "১০০বার ইস্তেগফার" খুব বড় করে পড়তে না পারলেও অন্তত আসতাগফিরুল্লাহ ওআতুবি ইলাইহ্" আর দুরুদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম *এতটুকু "
১০০ বার লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ "
সূরা ইখলাস ৫০ বার"
আর যতবার সম্ভব আল্লাহুমা ইন্নাকা আপুয়্যুন তুহিব্বুল আপওয়া পা"ফু আন্নি"
আর রিজিকের জন্য দোয়া করা" এবং সাথে সাথে যতবার সম্ভব এই দোয়া পড়া👇👇
আল্লাহুমাক ফিনি বি হালালিকা আন হারা মিকা,ওয়াগনিনি বি পাদলিকা আম্মান সিওয়াক***
*পাঁচ ওয়াক্ত নামাজ পড়া" ফজর ও মাগরীবের পর অন্তত দৈনীক কুরআন তিলাওয়াত করা,।এবং চেষ্টা করা শেষ রাতে উঠে যার যত রাকাআত সম্ভব তাহাজ্জুদ পড়া"এতেই যথেষ্ট কোন মূমীন মুসলিম বান্দা বান্ধীর জন্য "
আল্লাহ খালেস "এবং নিয়মিত আমল কে বেশি পছন্দ করেন।
*এই টুকটাক আমল যদি আমরা না করতে পারি"! তবে কিসের জন্য আমরা দুনিয়ায় আসছি" আমরা মানুষ রা প্রত্যেকে মুসাফির আমল সংগ্রহের জন্য দুনিয়ায় এসেছি" তা না করে শুধু দুনিয়ার পিছনে না ছুটি *আল্লাহ দুনিয়ায় জীবিকার অন্বেষনে যেমন খেটেখুটে আয় করতে বলেছে তদ্রূপ আমলের জন্য ও বলেছেন*! ইসলাম মানা খুব সহজ একটু সচেতনতার সাথে চলা উচিৎ প্রত্যেকের।আমাদের কিন্তু পরকালে হাশরে ময়দানে দুনিয়ার জীবনের হিসেবে কষবেন মহান প্রভু"এই জন্য সবসময় দোয়া করা আল্লাহুমা হাসিবনি হিসাবাই ইয়াসিরা।
এবং শেষ টা যেন ভাল হয় মৃত্যুর সময়। এবং হাশরের ময়দানে আল্লাহ কারো কথা শুনবেন না একজন ছাড়া,তিনি হলেন আমাদের নবী রাসুলুল্লাহ সাঃ "উনি শুধু তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন*যারা ইসলামিক তরি কায় জীবন যাপন করেছে, এবং রাসূলের সুন্নাত এর উপর যারা ছিলেন।রাসূলের সুন্নাত আপনি বেশি না মানেন,অন্তত ডিলা করা,মিসওয়াক করা,টুকটাক নিয়মিত আমল করলে ও হয়তো হাশরের ময়দানে বেঁচে যাবো,এবং রাসূলের হাতে হাউজে কাওসার এর পানি পান করতে পারবো।যেই দিন সূর্য মাথার কাছাকাছি থাকবে,মাথার মগজ টগবগ করবে,আল্লাহ সবাই কে নিয়মিত আমল করার তোফিক দান করুক।
এটা আমার জীবনের টুকটাক আমল থেকে লিখলাম,যেন আমার বাকী ভাই বোন ও আমল গুলি করতে পারে।ইনশাআল্লাহ পরবর্তী তে আরো ছোট খাটো দোয়া শেয়ার করবো,যা জীবনের সফলতা আনবে,এবং পরকালে মিলবে স্বস্তি ইনশাআল্লাহ ❤️❤️❤️
ফাকাদ দুয়া🤲🤲🤲
By khadi's

09/01/2025

ব্যক্তিত্ব মানুষের আত্মপরিচয়ের এর আয়না।
এইটা এমন এক গুণ যা ব্যক্তির আচরণ চিন্তা ও মানসিকতাকে বিশেষ ভাবে তুলে ধরে, প্রকৃত ব্যক্তিত্ব দৃঢ় নৈতিকতার উপর প্রতিষ্ঠিত, যেখানে সততা সঙ্গম এবং দৃষ্টিভঙ্গির প্রকাশ পায়।
সমাজে নিজেকে পরিচয় ও মর্যাদার রাখার মূল উপাদান হল "ইতিবাচক" ব্যক্তিত্ব,
এটা শুধু বাহিতিক আচরণ অন্তরে সৌন্দর্যের ও প্রতিফলন।
শক্তিশালী ব্যক্তিত্বই মানুষকে সবার মধ্যে অনন্য করে তোলে।

09/01/2025

হযরত আবু হুরায়রা রা:থেকে বর্ণিত রাসুল স: বলেছেন,কেউ যখন কোন অসুস্থ ব্যক্তির সেবা -শুশ্রূষা করার জন্যে যায় বা আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে কোন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যায়,তখন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, তুমি অনেক বরকতময়। তোমার পথ চলা ও অনেক বরকতময়। তুমি জান্নাতে ঠিকানা গড়ে নিয়েছ।সুবহানাল্লাহ

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadi fashion b.d posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share