09/01/2025
দৈনন্দিন আমলের তালিকা❤️❤️❤️****👇👇👇
৫০০বার দরুদপাঠ "১০০বার ইস্তেগফার" খুব বড় করে পড়তে না পারলেও অন্তত আসতাগফিরুল্লাহ ওআতুবি ইলাইহ্" আর দুরুদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম *এতটুকু "
১০০ বার লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ "
সূরা ইখলাস ৫০ বার"
আর যতবার সম্ভব আল্লাহুমা ইন্নাকা আপুয়্যুন তুহিব্বুল আপওয়া পা"ফু আন্নি"
আর রিজিকের জন্য দোয়া করা" এবং সাথে সাথে যতবার সম্ভব এই দোয়া পড়া👇👇
আল্লাহুমাক ফিনি বি হালালিকা আন হারা মিকা,ওয়াগনিনি বি পাদলিকা আম্মান সিওয়াক***
*পাঁচ ওয়াক্ত নামাজ পড়া" ফজর ও মাগরীবের পর অন্তত দৈনীক কুরআন তিলাওয়াত করা,।এবং চেষ্টা করা শেষ রাতে উঠে যার যত রাকাআত সম্ভব তাহাজ্জুদ পড়া"এতেই যথেষ্ট কোন মূমীন মুসলিম বান্দা বান্ধীর জন্য "
আল্লাহ খালেস "এবং নিয়মিত আমল কে বেশি পছন্দ করেন।
*এই টুকটাক আমল যদি আমরা না করতে পারি"! তবে কিসের জন্য আমরা দুনিয়ায় আসছি" আমরা মানুষ রা প্রত্যেকে মুসাফির আমল সংগ্রহের জন্য দুনিয়ায় এসেছি" তা না করে শুধু দুনিয়ার পিছনে না ছুটি *আল্লাহ দুনিয়ায় জীবিকার অন্বেষনে যেমন খেটেখুটে আয় করতে বলেছে তদ্রূপ আমলের জন্য ও বলেছেন*! ইসলাম মানা খুব সহজ একটু সচেতনতার সাথে চলা উচিৎ প্রত্যেকের।আমাদের কিন্তু পরকালে হাশরে ময়দানে দুনিয়ার জীবনের হিসেবে কষবেন মহান প্রভু"এই জন্য সবসময় দোয়া করা আল্লাহুমা হাসিবনি হিসাবাই ইয়াসিরা।
এবং শেষ টা যেন ভাল হয় মৃত্যুর সময়। এবং হাশরের ময়দানে আল্লাহ কারো কথা শুনবেন না একজন ছাড়া,তিনি হলেন আমাদের নবী রাসুলুল্লাহ সাঃ "উনি শুধু তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন*যারা ইসলামিক তরি কায় জীবন যাপন করেছে, এবং রাসূলের সুন্নাত এর উপর যারা ছিলেন।রাসূলের সুন্নাত আপনি বেশি না মানেন,অন্তত ডিলা করা,মিসওয়াক করা,টুকটাক নিয়মিত আমল করলে ও হয়তো হাশরের ময়দানে বেঁচে যাবো,এবং রাসূলের হাতে হাউজে কাওসার এর পানি পান করতে পারবো।যেই দিন সূর্য মাথার কাছাকাছি থাকবে,মাথার মগজ টগবগ করবে,আল্লাহ সবাই কে নিয়মিত আমল করার তোফিক দান করুক।
এটা আমার জীবনের টুকটাক আমল থেকে লিখলাম,যেন আমার বাকী ভাই বোন ও আমল গুলি করতে পারে।ইনশাআল্লাহ পরবর্তী তে আরো ছোট খাটো দোয়া শেয়ার করবো,যা জীবনের সফলতা আনবে,এবং পরকালে মিলবে স্বস্তি ইনশাআল্লাহ ❤️❤️❤️
ফাকাদ দুয়া🤲🤲🤲
By khadi's