প্রকৃতির সাথে কখনো প্রতিদ্বন্দ্বী করতে নেই। অপ্রতিদ্বন্দ্বীতার মাঝে থাকতে হয় পৃথিবীকে। কারণ প্রকৃতি আর পৃথিবী এক নয়। পৃথিবীকে দেখা গেলেও-প্রকৃতি কিন্তু বরাবরই অদৃশ্য-শক্তিমান। ভাটিয়াল বিশ্বাস করে, এখানে কোনো প্রতিদ্বন্দ্বীতা নেই বরং ভাটিয়াল পরিবারের সুচিন্তা আর বিষয়ভিত্তিক কাজের কারণে, ভাটিয়াল আজ পাঠক ও লেখকদের মাঝে অবস্থান করছে। ত্রিপুরা সীমান্তবর্তী ছোট্ট একটি গ্রাম বাউরখুমা। বিলোনিয়া নামে যেটির সর্বাদিক পরিচিতি। একদিন স্বপ্ন ছিল এই গ্রাম থেকে একটি সাহিত্য পত্রিকা বের করার। সেই স্বপ্ন ধীরে ধীরে বাড়তে লাগল। স্বপ্নটিকে টেনে আনলাম জেলাশহর ফেনীতে। প্রস্তুতি নিলাম অনেকদিন। এরপর থেকে ভাটিয়াল নিয়মিত প্রকাশ হয়ে আসছে। ভাটিয়াল পরিবার ও সদস্যগণের সুপরামর্শে ‘ভাটিয়াল’ নামকরণ। ভাটিয়াল, তার নীতিতে আপসহীন থাকবে। ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, উগ্রতার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা বিরোধ চাই না, চাই শান্তিপূর্ণ সহাবস্থান।