Saddam Hossain.

Saddam Hossain. My prayers, my worship(ibadot), my life and my death are for allah, the Lord of this world. an-am/162 May Allah guide us all on the right path. Amin

My Purpose in life is to seek the Pleasure of Allah and care for my family. I Try to live honestly, speak the truth, and avoid causing harm to anyone. The prayers of my parents, the support of my wife, and the smiles of my children are my greatest peace. Every day, I strive to become a better person- so I may find peace in this world and salvation in the hereafter.

22/09/2025

আজ ফেসবুকের কল্যাণে আমার এক স্কুল ব্যাচের বান্ধবীর 👧সাথে কথা হলো দীর্ঘ প্রায় ১৯/২০ বছর পর। প্রথমে চিনতেই পারিনি, অনেকক্ষণ চোখ কচলাতে হয়েছে 😅। কথায় কথায় তখনকার স্কুল লাইফের স্মৃতিগুলো ঝট করে মাথায় ভেসে উঠলো… আহা! কী যে সুন্দর দিনগুলো ছিলো! 🌸
ভাবতেই অবাক লাগে—দেখতে দেখতে জীবনের পাতায় কত বছর যে উড়ে গেলো পাখির মতো! 🕊️

কথোপকথনের এক পর্যায়ে সে বললো, তার বড় ছেলের বয়স এখন ১৬ বছর! 😳

আর আমি?🫣 মাঝেমধ্যে এখনো নিজেকে টিন এজারই মনে হয় 🤭।
সময় কত দ্রুত পাল্টে যায়! কিন্তু মন? সে তো এখনো টিন এজে আটকে আছে ❤️

19/09/2025

11/09/2025

ডাকসু নির্বাচনের একটি পোস্টকে কেন্দ্র করে এক ভাই কমেন্ট করেছিলেন আপনি কোন দল করেন নাকি। আমি সেখানে রিপ্লাই দিয়েছিলাম—“আপনাদের মতো দল-তল করার সময় আমার নেই।”
গত ১৬ বছরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আমি নির্যাতিত নিপীড়িত বিএনপি ও জামায়াতের পক্ষেও কমেন্ট ও পোস্ট করতাম। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ নাগরিক হিসেবে মতামত প্রকাশের অধিকার আমার আছে বলেই সেটি করতাম।
৫ আগস্ট সরকার পতনের পর ড. ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেও অনেক ক্ষেত্রে বিএনপি প্রভাব বিস্তার করছে। এর ফলে অনেক নেতা-কর্মী দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কৃত হয়েছে এবং গ্রেপ্তারও হয়েছে। যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত নন, তাদের অনেককেই এখন বিএনপি থেকে দূরে সরে যেতে দেখা যাচ্ছে।
জামায়াত-শিবির যেহেতু ক্ষমতায় নেই, তাই তাদের নিয়ে মন্তব্য করারও প্রয়োজন হয়নি। তবে ডাকসু নির্বাচনে যেহেতু এখন তারা জিতেছে, ভবিষ্যতে যদি তাদের অনিয়ম বা অপকর্ম চোখে পড়ে, অবশ্যই তার বিরুদ্ধে কথা বলব।
একটি দুঃখজনক বিষয় হলো—যেই ট্যাগ দিয়ে আওয়ামী লীগ সরকার জামায়াত শিবির কে “রাজাকার” আখ্যা দিত, এখন একই ট্যাগ বিএনপিও ব্যবহার করছে। অথচ বাস্তবতা হলো, বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানও কখনও জামায়াত-শিবিরকে “পাকিস্তানি রাজাকার” বলে গালি দেননি। সেক্ষেত্রে তৃণমূল পর্যায়ে বিএনপি সমর্থকদের এ ধরনের স্লোগান ব্যবহার করা জনগণের কাছে গ্রহণযোগ্য মনে হয় না।
আমি ব্যক্তিগত ভাবে কোনও দলের সমর্থক নই, আমি একজন সাধারণ মানুষ। আমার প্রত্যাশা হলো—দেশের বৃহত্তর গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং একনায়কতন্ত্র রোধ করার জন্য বিএনপি ও জামায়াত আগের মতো একজোট হয়ে দেশের উন্নয়নে অবদান রাখুক। আর যারা প্রকৃত অপরাধী, তাদের বিচারের মুখোমুখি করা হোক। তবে শুধু শুধু কোন একটা গোষ্ঠীকে এভাবে ট্যাগ দেয়া বর্তমান প্রজন্মের ছেলেরা এগুলো বিশ্বাস করে না , যার প্রমাণ ডাকসু নির্বাচন।

দেশের মানুষ যেন নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে—এটাই হোক আমাদের লক্ষ্য।
আল্লাহ হাফিজ।

🎉 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সকলকে আন্তরিক অভিনন্দন 🎉🔹 উপ-সভাপতি: আবু শাদিক কায়...
10/09/2025

🎉 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সকলকে আন্তরিক অভিনন্দন 🎉
🔹 উপ-সভাপতি: আবু শাদিক কায়েম
🔹 সাধারণ সম্পাদক: এস এম ফারহাদ
🔹 সহকারী সাধারণ সম্পাদক: মোহিউদ্দিন খান
এছাড়াও উপ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান ও উমামা ফাতেমা-কে তাদের অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানাই।
আশা করি নতুন নেতৃত্ব ছাত্রসমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ✨
#ডাকসু২০২৫ #অভিনন্দন #ছাত্রনেতৃত্ব

30/08/2025

✍️ ভিপি নুরুল হক নুরকে ঘিরে কিছু বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ড:
১। সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না – ছাত্রদের উদ্দেশ্যে ভিপি নুর।
২। “এই দেশটাকে ফজলুল রহমান নামক লোকেরাই উপহার দিয়ে গেছেন।” – ভিপি নুর।
৩। মাই টিভি ও তোহিদ আফ্রিদির পক্ষে অবস্থান।
৪। ৩২ নম্বর বাড়ি ভাঙার বিরুদ্ধে অবস্থান।
৫। বিদেশের কিছু ইউটিউবার দেশটাকে অস্থিতিশীল করছে বলে মন্তব্য।
৬। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেআক্কেল ও আহাম্মক সরকার বলে কটুক্তি।
👉 এছাড়াও অনেকে উপহাস করে বলেন— “নূরু টাকা চায় বিকাশে, মার খায় নগদে।”
আমি ব্যক্তিগতভাবে এটাকে নেতিবাচক দেখি না, কারণ রাজনীতি ও সংগঠন চালাতে অর্থের প্রয়োজন হয়।

⚡ তবে তার বিরুদ্ধে আরও কিছু গুরুতর অভিযোগ আছে—
যেমন মোসাদের এজেন্টের সাথে গোপন বৈঠক করার গুঞ্জন।

তবুও সত্যিটা হলো, এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের জন্য নুরুল হক নুর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
সেই কারণে তাঁকে আমি স্যালুট জানাই 🫡।
💔 তাঁর উপর যে অমানবিক ও বর্বরোচিত হামলা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাই এবং মহান আল্লাহর কাছে দোয়া করি—
আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন 🤲

💔 ভিপি নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই।আজ ভিপি নূরের উপর হামলা হয়েছে, কাল কে যে নাহিদ, হাসনাত কিংবা সারজি...
29/08/2025

💔 ভিপি নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই।
আজ ভিপি নূরের উপর হামলা হয়েছে, কাল কে যে নাহিদ, হাসনাত কিংবা সারজিসের উপরও এমন হামলা হবে না তার কোনো নিশ্চয়তা নেই।
✊ ভিপি নূরের কিছু কর্মকাণ্ড নিয়ে বিতর্ক থাকলেও, তিনি ছিলেন জুলাই ২৪-এর সম্মুখ যোদ্ধা।
🛑 ফ্যাসিস্টদের দোসরদের বাঁচানোর জন্য তার উপর এভাবে বর্বর হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
🔥 আমরা অন্যায়ের বিরুদ্ধে, দমন-পীড়নের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে — মানুষের পাশে আছি, থাকবো।

20/08/2025

দীর্ঘ দুই বছরের টানা দুশ্চিন্তা, হতাশা আর প্যানিক অ্যাটাক যেন আমার জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রাস করে ফেলেছিল। দিনরাত একই ভয় আর আতঙ্কে ভুগতাম, মনে হতো আর কোনোদিন মুক্তি মিলবে না।
কিন্তু আলহামদুলিল্লাহ 🤲, মহান রবের অশেষ রহমত আমাকে সাইন্স আর মেডিকেলের সহায়তায় আল্লাহর ইচ্ছা ও কুদরতের মাধ্যমে মনে হচ্ছে মুক্তি পেয়েছি — ইনশাআল্লাহ।
আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেছে 🌸।

আল্লাহই আমার অভিভাবক, তিনিই আমার জন্য যথেষ্ট।

📖 আল্লাহ তায়ালা বলেন:
وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ ۚ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
(সূরা আত-তালাক, ৬৫:৩)
🕊️ অর্থ:
“আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তাঁর কাজ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ঠিক করে দিয়েছেন।”
💚 আলহামদুলিল্লাহ, আমার রবই আমার জন্য যথেষ্ট 💚

13/08/2025

বালি থাকতে কক্সবাজার 🏖️ঘুরে আসুন , না হলে পাথরের 💎মতো সেগুলো ও চুরি 🥷🏻হয়ে যাবে

নিজের সন্তানকে ঘুমের মাঝে বারবার দেখি—কাঁথা ঠিক আছে তো? 🛌 শরীর ঘেমে গেছে কি না? 🧣💦ঠান্ডা লাগছে কিনা।আর গাজার এই শিশুদের ...
07/08/2025

নিজের সন্তানকে ঘুমের মাঝে বারবার দেখি—কাঁথা ঠিক আছে তো? 🛌 শরীর ঘেমে গেছে কি না? 🧣💦ঠান্ডা লাগছে কিনা।

আর গাজার এই শিশুদের কী অবস্থা! 😢 হাড্ডিসার শরীর, চোখে ঘুম নেই—শুধু মৃত্যুর ছায়া। ☠️🕯️
বিশ্ব মানবাধিকার সংগঠনগুলো কি অন্ধ? 🙈

আল্লাহর গজব বর্ষিত হোক সেই পশুর চেয়েও জঘন্য নেতানিয়াহুর উপর! 🔥👹
ট্রাম্পের মতো রক্তপিপাসু শয়তানদের উপর অভিশাপ বর্ষণ হোক। 🩸😈
তারা শিশু হত্যার পরিকল্পনাকারী, পৃথিবীর কলঙ্ক। 🌍

যদি হাসিনার কুপ্রতিষ্ঠিত ক্যাঙ্গারু কোর্টে ⚖️ জামাত-শিবিরের শীর্ষ নেতাদের  'রাজাকার' বলে ফাঁসিতে ঝোলানো যায় —তাহলে ঠিক ...
06/08/2025

যদি হাসিনার কুপ্রতিষ্ঠিত ক্যাঙ্গারু কোর্টে ⚖️ জামাত-শিবিরের শীর্ষ নেতাদের 'রাজাকার' বলে ফাঁসিতে ঝোলানো যায় —

তাহলে ঠিক সেই একই আদালতের রায় অনুযায়ী—
🔹 সালাউদ্দিন কাদের চৌধুরীও রাজাকার,
🔹 খালেদা জিয়াও এতিমের টাকা আত্মসাৎকারিণী,
🔹 তারেক রহমানও গ্রেনেড হামলার আসামি,
🔹 আর জিয়াউর রহমান কখনোই ‘বীর উত্তম’ খেতাব পাননি।
কারণ?
📌 সবগুলো রায় এসেছে এক আদালত, এক বিচার পদ্ধতি, এক আইন মেনে।

এ কথাগুলো আমার নয় —
এগুলো সেই স্বৈরাচারী 👹হাসিনার কোর্টেরই ঘোষণা।

এদেশে রাজাকার 🗣️ট্যাগ দিয়া রাজনীতি বাদ দিতে হবে। এইগুলো 🇮🇳ইন্ডিয়ার আধিপত্য বিস্তার লাভ করবে।

ধন্যবাদ সবাইকে ।।

05/08/2025

ফ্যাচিস্ট হাসিনার পলায়নের ১ বছর পূর্তি হলো।

🇧🇩 ড. ইউনূস সরকারের ১ বছর: অর্জন বনাম ক্ষতি (কল্পিত বিশ্লেষণ)

✅ এক বছরে অর্জনসমূহ:

🧹 দুর্নীতি দমন:
শতাধিক বড় দুর্নীতিবাজ গ্রেফতার, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার উদ্যোগ।
🗳️ স্বচ্ছ নির্বাচন:
স্বাধীন নির্বাচন কমিশন গঠন, ডিজিটাল ভোটিং পদ্ধতি চালু।
🏛️ সুশাসন প্রতিষ্ঠা:
প্রতিটি সরকারি প্রকল্পের হিসাব জনগণের সামনে প্রকাশ, জবাবদিহিতামূলক প্রশাসন।
🏥📚 স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন:
গ্রামীণ স্বাস্থ্যসেবা ও স্কুলগুলোতে নতুন মডেল চালু।
🌐 কূটনৈতিক ভারসাম্য:
ভারত, চীন, আমেরিকার সঙ্গে নীতিনিরপেক্ষ কূটনীতি ও বাণিজ্য সম্প্রসারণ।

⚠️ সমালোচনামূলক দিকসমূহ:

🧠 অভিজ্ঞতার ঘাটতি:
রাজনৈতিক দক্ষতা না থাকায় নীতিনির্ধারণে কিছু ধীরগতি।
🔥 রাজনৈতিক অস্থিরতা:
পুরনো শাসক দলের প্রতিরোধে দেশে বিভাজন ও সহিংসতা।
😓 অতিরিক্ত প্রত্যাশা:
দ্রুত বিচার ও পুরাতন অপরাধের বিচার নিয়ে হতাশা।
📉 অর্থনৈতিক ধীরতা:
প্রশাসনিক সংস্কারে বিনিয়োগ কমে গেছে, কর্মসংস্থানে চাপ।
👉 উপসংহার:
এক বছরে কিছু সাহসী পরিবর্তন এলেও বাস্তব জটিলতায় ধাক্কাও খেয়েছে। ভবিষ্যৎ নির্ভর করছে নেতৃত্বের স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের ওপর।

🕯️ শোক ও শ্রদ্ধা 🕯️গত বছর ৪ আগস্ট — সৈরাচার পতনের একদিন আগে,ফেনীর মহিপালে ফ্যাচিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের হাতে ঘটে ...
04/08/2025

🕯️ শোক ও শ্রদ্ধা 🕯️
গত বছর ৪ আগস্ট — সৈরাচার পতনের একদিন আগে,
ফেনীর মহিপালে ফ্যাচিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের হাতে ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড।
আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব শহীদ ভাইদের,
যারা দেশের গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। 💔
🙏 শ্রদ্ধাঞ্জলি জানাই:

1️⃣ ইশতিয়াক আহমেদ শ্রাবণ (আনন্দপুর, ফুলগাজী, ফেনী)
2️⃣ ছাইদুল ইসলাম (ফাজিলপুর কলাতলী, রফিকুল ইসলামের ছেলে)
3️⃣ শিহাব উদ্দিন (দক্ষিণ কাশিমপুর, সিরাজুল ইসলামের ছেলে)
4️⃣ সাকিব (চর মজলিশপুর মান্দারি, দেলোয়ার হোসেনের ছেলে)
5️⃣ আরাফাত
6️⃣ সরোয়ার জাহান মাসুদ
7️⃣ সাইফুল (লক্ষ্মীপুরের মালেকের ছেলে)
8️⃣ অজ্ঞাতনামা দুইজন 😢

🩸 মোট শহীদ: ৯ জন
📰 কিছু সংবাদমাধ্যমে সংখ্যাটি ১৩ জনও বলা হয়েছে।

সূত্র: 🗞️ The Daily Ittefaq

🕊️ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।
তাদের রক্ত বৃথা যাবে না — এই হোক আমাদের অঙ্গীকার। ✊

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saddam Hossain. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share