Koli's Vlog

Koli's Vlog Life Is Beautiful With A Right Person...

ভালোবাসা কি সুন্দর তাই না, কেউ ধ্বংস হয় আবার কেউ সুন্দর একটা জীবন ফিরে পায়। ভালোবাসার এই অদ্ভুত খেলা একটা জীবনকে শেষ করত...
14/09/2025

ভালোবাসা কি সুন্দর তাই না,
কেউ ধ্বংস হয় আবার কেউ সুন্দর একটা জীবন ফিরে পায়। ভালোবাসার এই অদ্ভুত খেলা একটা জীবনকে শেষ করতে পারে আবার সুন্দর ভাবে গড়ে তুলতে পারে। প্রতিটা চোখের পানি বলে দেয় কারো মায়া কতটা ভয়ংকর। সবাই ভালোবাসতে জানে কিন্তু মায়ায় পড়ে ভেতর ভেতর শেষ হতে কতজন পারে। কারো মায়া যে এতো টা খারাপ যদি মায়ায় না পড়তাম তাহলে বুঝতে পারতাম না, ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিলো কিন্তু তা আর হয়ে উঠে নাই বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা রাত এমন ভাবে কেটে যাচ্ছে যে মাঝরাতে তার কথা ভেবে দম বন্ধ হয়ে যায়। তাকে নিয়ে কল্পনা জগৎ সাজিয়ে তুলি যদিও বাস্তবে তাকে পাওয়ার সম্ভাবনা নাই ১%। তবুও তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। ভালো লাগে তার স্মৃতি মনে করে উপন্যাস লিখতে, ভালো লাগে তার দেওয়া কথা মনে করে আপসোস করতে, তার সব কিছু আমার ভালো লাগলেও তার আমাকে ভালো লাগতো না কখনো, সে তো ভালোবাসা নিতে জানতো দিতে জানতো না তাই!জীবনে অনেক কিছু-ই হারালাম তার মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ ছিলে তুমি যদি ও গল্পটা ছিলো অল্প তবুও তোমাকে মনে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত তুমি ছিলে আমার জীবনের একমাত্র পছন্দের মানুষ তোমার হাসি তোমার কথা তোমার সাথে কাটানো প্রতিটা মূহুর্তে সব যেনো একেকটা যন্ত্রণা দায়ক ম্মৃতি হয়ে বুকে প্রচন্ড আঘাত করে আমাদের গল্পটা খুব বড় ছিলো না তবুও প্রতিটা পৃষ্ঠায় আজও আমায় কাঁদায় ।
আলো আঁধারের মাঝে একটা সম্পর্ক যেখানে তুমি ও ছিৰ আলো আমি ছিলাম ছায়া আজ তুমি নেই তবুও প্রতিদিন তোমায় খুজি হাজারো ব্যাস্ততার মাঝে মনে পড়ে যায় তোমার ছোট খাটে কথা গুলা ।
তুমি রবে এ আমার মনে নীরবে নিভৃতে।

12/09/2025

আপনাদের কি ঘুম এসে পড়েছে
?

07/09/2025
07/09/2025

আকাশে একটা লাল চাঁদ উঠলেও ফেসবুকে লক্ষ লক্ষ চাঁদ দেখা যাচ্ছে

লাস্ট পর্যন্ত পেরেছি লাল চাঁদের ছবি তুলতে ।
07/09/2025

লাস্ট পর্যন্ত পেরেছি লাল চাঁদের ছবি তুলতে ।

07/09/2025
সুপার ব্লাড মুনআলহামদুলিল্লাহ চন্দগ্রহন শুরু হয়েছে যা ফেনী সহ বাংলাদেশের আকাশ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে 🌔🌓⚪⚫🔴বি.দ্র. ভালো ...
07/09/2025

সুপার ব্লাড মুন
আলহামদুলিল্লাহ চন্দগ্রহন শুরু হয়েছে যা ফেনী সহ বাংলাদেশের আকাশ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে 🌔🌓⚪⚫🔴
বি.দ্র. ভালো ক্যামেরা না থাকার কারনে ছবিতে দেখা যাচ্ছে না যারা যারা দেখতে চান তারা দয়া করে এখন আকাশের দিখে তাকান।

31/08/2025

অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন

হঠাৎ দেখি আমার পেইজে এই সমস্যাটা দেখা দিয়েছে এটা সমাধান কেউ বলে যাবে না প্লিজ
25/08/2025

হঠাৎ দেখি আমার পেইজে এই সমস্যাটা দেখা দিয়েছে এটা সমাধান কেউ বলে যাবে না প্লিজ

24/08/2025

এ গুলো কি

Address

Trank Road
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Koli's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share