
14/09/2025
ভালোবাসা কি সুন্দর তাই না,
কেউ ধ্বংস হয় আবার কেউ সুন্দর একটা জীবন ফিরে পায়। ভালোবাসার এই অদ্ভুত খেলা একটা জীবনকে শেষ করতে পারে আবার সুন্দর ভাবে গড়ে তুলতে পারে। প্রতিটা চোখের পানি বলে দেয় কারো মায়া কতটা ভয়ংকর। সবাই ভালোবাসতে জানে কিন্তু মায়ায় পড়ে ভেতর ভেতর শেষ হতে কতজন পারে। কারো মায়া যে এতো টা খারাপ যদি মায়ায় না পড়তাম তাহলে বুঝতে পারতাম না, ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিলো কিন্তু তা আর হয়ে উঠে নাই বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা রাত এমন ভাবে কেটে যাচ্ছে যে মাঝরাতে তার কথা ভেবে দম বন্ধ হয়ে যায়। তাকে নিয়ে কল্পনা জগৎ সাজিয়ে তুলি যদিও বাস্তবে তাকে পাওয়ার সম্ভাবনা নাই ১%। তবুও তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। ভালো লাগে তার স্মৃতি মনে করে উপন্যাস লিখতে, ভালো লাগে তার দেওয়া কথা মনে করে আপসোস করতে, তার সব কিছু আমার ভালো লাগলেও তার আমাকে ভালো লাগতো না কখনো, সে তো ভালোবাসা নিতে জানতো দিতে জানতো না তাই!জীবনে অনেক কিছু-ই হারালাম তার মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ ছিলে তুমি যদি ও গল্পটা ছিলো অল্প তবুও তোমাকে মনে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত তুমি ছিলে আমার জীবনের একমাত্র পছন্দের মানুষ তোমার হাসি তোমার কথা তোমার সাথে কাটানো প্রতিটা মূহুর্তে সব যেনো একেকটা যন্ত্রণা দায়ক ম্মৃতি হয়ে বুকে প্রচন্ড আঘাত করে আমাদের গল্পটা খুব বড় ছিলো না তবুও প্রতিটা পৃষ্ঠায় আজও আমায় কাঁদায় ।
আলো আঁধারের মাঝে একটা সম্পর্ক যেখানে তুমি ও ছিৰ আলো আমি ছিলাম ছায়া আজ তুমি নেই তবুও প্রতিদিন তোমায় খুজি হাজারো ব্যাস্ততার মাঝে মনে পড়ে যায় তোমার ছোট খাটে কথা গুলা ।
তুমি রবে এ আমার মনে নীরবে নিভৃতে।