মানবতার জীবন

মানবতার জীবন ""মানবতার ধর্ম কেবল মাত্র ইসলাম""

Permanently closed.

ক্বুরআন ও হাদীসের কথা গুলো মানুষের নিকট পোঁছে দেয়ার জন্য এই পেজটি খোলা হইছে। সবাই যদি পোস্টে লাইক দিয়ে এক্টিব থাকেন,তাহলে অবশ্যই আমরা আমাদের কাজে উৎসাহিত হবো।

03/04/2025

হে আমার প্রতিপালক! আমাকে নামায প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য হতেও।[১] হে আমাদের প্রতিপালক! আমার দুআ কবুল কর।হে আমার প্রতিপালক! যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে[১] এবং বিশ্বাসীদেরকে ক্ষমা করো।’

আল ক্বুরআন : ১৪-(৪০-৪১)

10/12/2024

মাঝে মাঝে কিছু মন খারাপের কারণ খুঁজে পাই না।

মন হয়তো খারাপ, কিন্তু জানিই না যে ঠিক কী কারণে মন এমন বিচ্ছিন্ন আর উদাস হয়ে আছে। পূর্বাপর সব ঘটনাগুলোতে চোখ বুলিয়েও কোন যুতসই কারণ বের করা যায় না।

এমন অ-কারণ মন খারাপের একটা কারণ হতে পারে সালাতের প্রতি আমাদের উদাসীনতা। আমরা আমাদের সালাতের ব্যাপারে যথেষ্ট যত্নশীল নই।

আপনি হয়তো বলবেন, 'কই, আমি তো সালাত ত্যাগ করি না ভাই। কিন্তু তা-ও কেনো আমার মাঝে মাঝে অ-কারণ মন খারাপ হয়?'

'সালাতে যত্নশীল হওয়া' বলতে আমরা যা বুঝি তা হচ্ছে— সালাত ত্যাগ না করা। কিন্তু, এটুকুই কেবল সালাতের ব্যাপারে যত্নশীল হওয়ার জন্যে যথেষ্ট নয়।

ঠিক সময়ে আমি সালাত আদায় করছি কি-না, সালাতে আমার খুশুখুযু তথা মনোযোগ ঠিকঠাক রাখতে পারছি কি-না এসবও সালাতের ব্যাপারে যত্নশীল হওয়ার অন্তর্ভুক্ত।

ফযরের ওয়াক্ত শেষ হয়ে এলো প্রায়। ঘড়িতে আর মিনিট পাঁচেক বাকি। তড়িঘড়ি করে উঠে আমি বুলেটের গতিতে ওযু করে জায়নামাজে দাঁড়ালাম৷ হাতে আমার সময় কেবল সাড়ে তিন মিনিট। সুন্নাহ তো বাদ-ই গেলো, এই তিন মিনিটে আমাকে শেষ করতে হবে দুই রাক'আত ফরয সালাত!

সাড়ে তিন মিনিট সময়ে দুই রাক'আত সালাত কতোখানি যত্ন আর আন্তরিকতার সাথে আদায় করা যায় ভাবুন তো!

এই ঘটনা যদি আমার নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়ায়, যদি আসর আর মাগরিবেও আমাকে এমন হুলস্থুল করে নিয়মিত সালাত আদায় করতে হয়, তাহলে সালাতের ব্যাপারে আমাকে জরুরিভাবে ভাবতে হবে বৈকি!

সালাতের সময় নিয়ে যদি আমাকে রোজ এভাবে দৌঁড়ঝাপ করতে হয়, তাহলে আমি সালাত-সমাপ্তকারী হবো বটে, আদায়কারী হয়ে উঠতে পারবো না।

হাসান আল বাসরী রাহিমাহুল্লাহর একটা সুন্দর উক্তি আছে৷ তিনি বলেছেন:

'যখনই আপনি আপনার সালাতকে ঠিক করতে পারবেন, দেখবেন আপনার জীবনটাও ঠিক হতে শুরু করেছে। যদি আপনার মনে হয়— কেনো আপনার রিযক সংকুচিত হয়ে যাচ্ছে, কেনো আপনার বিয়ে হতে দেরি হচ্ছে, কেনো আপনার কাজে বারাকাহ কমে যাচ্ছে, কেনো দিন দিন খারাপ হচ্ছে আপনার স্বাস্থ্য, তাহলে আপনাকে বলবো আপনার সালাতের দিকে নজর দিন। দেখুন তো— সালাত আদায়ে আপনি দেরি করেন না তো?'

আমার অ-কারণ মন খারাপের কারণ হয়তো এখানেই যে— যথার্থ সময়ে এবং যথাযথ ভাবে আমি সালাত আদায় করতে ব্যর্থ হচ্ছি।

02/12/2024

জীবনের আবশ্যক বিষয় গুলো🥲

01/12/2024

অস্থিরতা এসে ভর করলে, জীবনটাকে ভীষণ উদ্দেশ্যহীন মনে হলে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করবেন না। সোশ্যাল মিডিয়াগুলো এমনভাবে ইঞ্জিনিয়ারিং করা যে এগুলো আপনার মস্তিষ্কের ডোপামিন খরচ করে সাময়িক বিনোদনের বিনিময়ে আপনাকে আরো বেশি অস্থির আর উদ্দেশ্যহীন করে রাখবে।

সোশ্যাল মিডিয়ার চাইতে বড় কোনো ডিস্ট্রাকশান সৃষ্টিকারী টুলস প্রযুক্তি তৈরি করতে পারেনি।

জীবনের অস্থির আর উদ্দেশ্যহীন সময়গুলোতে বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যান। জায়নামাযে সময় কাটান বেশি। যিকিরে নিমগ্ন হোন এবং বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন, কুরআনের অনুবাদ পড়ুন কিংবা বেশি বেশি তিলাওয়াত শুনুন।

----+আরিফ আজাদ

01/04/2024

সময় ফুরিয়ে আসছে😭😭

কত প্রাচুর্যময় তিনি যিনি নভোমন্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন[১] এবং ওতে স্থাপন করেছেন প্রদীপ (সূর্য) ও জ্যোতির্ময় চন্দ্র।[২...
28/03/2024

কত প্রাচুর্যময় তিনি যিনি নভোমন্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন[১] এবং ওতে স্থাপন করেছেন প্রদীপ (সূর্য) ও জ্যোতির্ময় চন্দ্র।[২]
সূরা - আল ফুরকান। আয়াত (৬১)

19/11/2023

‘তুমি কারো উপকার করেছো, কিন্তু সে তোমার কোনো ক্ষতি করবে না, এমনটা খুব কম ঘটে’।

আজ একজন ভাইয়ের মুখে শোনা চমৎকার একটা কথা! কথাটা এতো জীবনঘনিষ্ঠ যে—দেয়ালে বাঁধাই করে রাখার মতো।

একজনের গল্প জানি যিনি নিজের একটা ব্যবসা শুরুর সময়ে কেবল ‘পরিচিত’, ‘দ্বীনি ভাই’, ‘ভালো মানুষ’ এসব ভেবে কয়েকজনকে সাথে রেখেছিলেন৷ কোনো যোগ্যতা বিবেচনায় যাননি। যাদেরকে ব্যবসায় নিচ্ছেন তাদের প্রায় সবাই তখন খুব স্ট্রাগল করে জীবন নির্বাহ করছে।

তারপর সেই ব্যবসা সাঁই সাঁই করে বড় হলো৷ প্রত্যেকের জীবনে আড়ম্বরতা আসলো। জীবনমান উন্নত হলো অনেকগুণ।

যিনি একদিন অন্য সকলকে একসাথে নিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন, তাদের কেউ কেউ এখন সেই লোকটার সাথে চোখ রাঙিয়ে, আঙুল উঁচিয়ে, টেবিল চাপড়িয়ে কথা বলে।

ওই যে, ‘কারো উপকার করেছেন, কিন্তু সে যে আপনার ক্ষতি করবে না, এমনটা কম ঘটে’।

'মানুষ বড়ই অকৃতজ্ঞ’।
আল কুরআন, সূরা আল-হাজ্জ, আয়াত-৬৬

19/11/2023

আমার একজন স্যার বলতেন,

‘মানুষ রাগের সময় আপনার সাথে যে আচরণটা করে, ওটাই তার প্রকৃত রূপ৷ বাকিটা অভিনয়’।

----আরিফ আজাদ ভাই

09/11/2023

یٰۤاَیُّهَا النَّاسُ اعۡبُدُوۡا رَبَّکُمُ الَّذِیۡ خَلَقَکُمۡ وَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ
হে মানুষ সম্প্রদায়! তোমরা তোমাদের সেই প্রতিপালকের উপাসনা কর, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন; যাতে তোমরা পরহেযগার (ধর্মভীরু) হতে পার।

আল ক্বুরআন (২:২১)

صُمٌّۢ بُكْمٌ عُمْىٌۭ فَهُمْ لَا يَرْجِعُونَ ١٨তারা ‘ইচ্ছাকৃত’ বধির, বোবা এবং অন্ধ, কাজেই তারা কখনই সঠিক পথে ফিরে আসবে ন...
08/11/2023

صُمٌّۢ بُكْمٌ عُمْىٌۭ فَهُمْ لَا يَرْجِعُونَ ١٨

তারা ‘ইচ্ছাকৃত’ বধির, বোবা এবং অন্ধ, কাজেই তারা কখনই সঠিক পথে ফিরে আসবে না।
আল ক্বুরআন (২:১৮)

জুম্মা মুবারক ❤️❤️
22/09/2023

জুম্মা মুবারক ❤️❤️

Address

ফেনী সদরfps
Feni

Telephone

+8801823797137

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানবতার জীবন:

Share

Category