Digi Builders

Digi Builders I am a freelancer of DIGITAL MARKETING✅Page optimize☑️Canva experts©️

11/10/2025

✨💖

10/10/2025

🌙 “যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।” — [সূরা আত-তালাক ৬৫:৩]
👉 বিশ্বাস রাখো, পরিশ্রমের সাথে আল্লাহর উপর ভরসাই সফলতার চাবিকাঠি।


10/10/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ 💖

09/10/2025

🔑 সফলতার জন্য আগে যা করতে হবে

1. স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা

জীবনে আপনি কী হতে চান বা কী অর্জন করতে চান সেটা আগে পরিষ্কারভাবে ঠিক করতে হবে।

লক্ষ্য না থাকলে প্রচেষ্টা দিক হারায়।

2. ভালো অভ্যাস গড়ে তোলা

সময় মেনে চলা

নিয়মিত পড়াশোনা বা শেখার অভ্যাস

স্বাস্থ্যকর জীবনযাপন (খাবার, ব্যায়াম, ঘুম)

3. জ্ঞান ও দক্ষতা অর্জন

শুধু ডিগ্রি নয়, বাস্তব কাজের দক্ষতা (skills) শিখতে হবে।

নতুন প্রযুক্তি, ভাষা, ব্যবসা বা অন্য যেকোনো দরকারি স্কিল আয়ত্ত করতে হবে।

4. শৃঙ্খলা ও ধৈর্য

সাফল্য রাতারাতি আসে না। ধৈর্য ধরে পরিশ্রম করতে হয়।

আসসালামুআলাইকুম ✨আপনি ফ্রিল্যান্সিং শিখেছেন কিন্তু ইংরেজিতে দক্ষ না থাকায় ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে ক্লায়েন্ট এর কাজ ...
08/10/2025

আসসালামুআলাইকুম ✨

আপনি ফ্রিল্যান্সিং শিখেছেন কিন্তু ইংরেজিতে দক্ষ না থাকায় ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে ক্লায়েন্ট এর কাজ করতে পারছেননা..?
👉 ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারলে আপনি শুধু যোগাযোগেই নয়, ক্লায়েন্টের বিশ্বাসও অর্জন করবেন।

তাই আসছে দারুণ সুযোগ! 🎯
Edufuture IT আয়োজন করছে Spoken English Course, যেখানে থাকছে—
✅ Speaking Practice
✅ Phonetics
✅ Writing & Proposal Practice
✅ Record Video
✅ Extra Support Class

📅 শুরু হচ্ছে ১১ অক্টোবর সন্ধা ৭টা থেকে
(শনিবার, সোমবার, বুধবার)
🎓 Instructor: Sourav Ahammed, English Expert (Edufuture IT)

🚀 এখনই জয়েন করে ফেলুন।

ইচ্ছাশক্তি আছে কিন্তু ভুল পথে শিখে হতাশ? 😩এবার সময় এসেছে সঠিক গাইডলাইন এ নতুন ও আপডেটেড মডিউল দিয়ে শেখার! 🚀👉 eduFuture...
07/10/2025

ইচ্ছাশক্তি আছে কিন্তু ভুল পথে শিখে হতাশ? 😩
এবার সময় এসেছে সঠিক গাইডলাইন এ নতুন ও আপডেটেড মডিউল দিয়ে শেখার! 🚀

👉 eduFuture IT-এর “All-in-One Graphic Design Course 2025”
🔹 Beginners থেকে Expert হওয়ার ফুল গাইডলাইন
🔹 Photoshop + Illustrator + Branding Projects
🔹 Real Client-Based Task & Certificate
🔹 Freelancing Marketplace Ready Skills

🔥 এখনই Enrollment নাও এবং তোমার Passion কে Profession এ রূপান্তর করো!

আসসালামুআলাইকুম✨আপনি কি বুঝতে পারছেননা ফ্রিল্যান্সিং শুরু করবেন কিভাবে? ফ্রিল্যান্সিংয়ে কিভাবে ক্যারিয়ার গড়বেন?কোন সেক্ট...
06/10/2025

আসসালামুআলাইকুম✨

আপনি কি বুঝতে পারছেননা ফ্রিল্যান্সিং শুরু করবেন কিভাবে?
ফ্রিল্যান্সিংয়ে কিভাবে ক্যারিয়ার গড়বেন?
কোন সেক্টরগুলোতে রয়েছে সবচেয়ে বেশি ডিমান্ড?

এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চলে আসুন আমাদের বিশেষ অনলাইন সেশনে —
✨ Skill Oriented Live Session ✨

📅 তারিখ: ৭ অক্টোবর, মঙ্গলবার
⏰ সময়: রাত ৮:৩০ মিনিট
🎥 সেশন: Design the Life You Want Through Skill
👨‍💻 Instructor: Al Amin Islam — Digital Marketer, Edufuture IT

💬 এই সেশনে আপনি জানতে পারবেন—
✔️ ফ্রিল্যান্সিং শুরু করার সঠিক পথ
✔️ কোন স্কিলগুলো শিখলে সহজে কাজ পাওয়া যায়
✔️বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গাইডলাইন

⚡ একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার পুরো ক্যারিয়ার!
তাই দেরি না করে এখনই প্রস্তুত হোন এই দারুণ লাইভ ক্লাসে অংশ নিতে!






🎯 Skill Is The New Power! 🎯আজকের দুনিয়ায় সার্টিফিকেট নয় — স্কিলই আসল পরিচয়।যে নিজের স্কিল বাড়াতে জানে, তাকে কেউ থামাতে প...
06/10/2025

🎯 Skill Is The New Power! 🎯

আজকের দুনিয়ায় সার্টিফিকেট নয় — স্কিলই আসল পরিচয়।
যে নিজের স্কিল বাড়াতে জানে, তাকে কেউ থামাতে পারে না। 🔥

💡 একটা কথা মনে রাখো —
👉 “তুমি যত স্কিলড, তোমার ভ্যালু তত বেশি।”

তাই সময় নষ্ট না করে শেখা শুরু করো আজ থেকেই।
📚 শিখো – প্র্যাকটিস করো – নিজের স্কিল দিয়ে নিজের ভবিষ্যৎ বদলাও! 🚀


05/10/2025

Contest Close ❌

৩০ জন জয়েন হয়নাই এখনো। আজকে রাত ১০:৩০ পর্যন্ত দেখবো জয়েন না করলে কনটেস্ট  বাতিল করা হবে✔️
04/10/2025

৩০ জন জয়েন হয়নাই এখনো। আজকে রাত ১০:৩০ পর্যন্ত দেখবো জয়েন না করলে কনটেস্ট বাতিল করা হবে✔️

কনটেস্ট‼️ কনটেস্ট‼️ কনটেস্ট‼️

🎉 100 Taka Gift Contest 🎉

চাই ১০০ টাকা গিফট? 💸
তাহলে এখনই অংশ নাও আমাদের মজার Gift Contest-এ! 🏆

📝 অংশগ্রহণের নিয়ম:

✅ আমাদের পেজে Like & Follow করতে হবে।এই পোস্টে Love React ❤️ দিয়ে শেয়ার করে দিতে হবে এবং কমেন্টে বন্ধুদের ট্যাগ করে দিতে হবে।

লাভ রিয়েক্ট যারা দিবে তাদের একজন পেয়ে যাবে 100 টাকা ক্যাশ গিফট (Send Money) 📲।

⏰ শেষ সময়:
৪ অক্টোবর ২০২৫, রাত ১০:৩০মিনিট

✔️ অবশ্যই পেজ ফলো করতে হবে।৩০ জন জয়েন না করলে কনটেস্ট বাতিল হবে।

#কনটেস্ট #গিফটকনটেস্ট

03/10/2025

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

03/10/2025

"কাজ শুরু করার জন্য সবকিছু পারফেক্ট হওয়ার অপেক্ষা কোরো না।
শুরু করো, পারফেকশন আসবে ধীরে ধীরে।
👉 মনে রেখো—প্রতিদিন ছোট ছোট অগ্রগতি একদিন বড় সাফল্যে রূপ নেবে।"

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digi Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share