
01/09/2025
"চিঠি দিবস"
আজকাল কার ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের যুগে ঠিক চিঠির আবেগ বোঝানো যাবেনা। এখন মানুষ প্রয়োজনীয় লেখা টুকুও কাগজে লিখতে চাইনা মোবাইল এ টাইপ করে ....সেখানে হাতে লেখা চিঠি তো দূরের কথা ।আসলে চিঠির যুগটা এখন আর নেই আমাদের, এতো মধুর একটা মাধ্যম হারিয়ে গেছে হাজারো মাধ্যমের ভীড়ে । চিঠি শুধু একটা কাগজের টুকরায় লেখা কয়েকটা বাক্য না। চিঠিতে থাকে আবেগ, হাজারো অনুভূতি আর অপেক্ষা। কারো কাজল চোখের জল, অপেক্ষার প্রহর শেষ হওয়ার ব্যাকুলতা, চিঠিতে জড়িয়ে থাকে প্রিয় মানুষের গন্ধ, স্পর্শ।
চিঠি একটা আবেগ।
চিঠিতে যত গভীরভাবে মনের ভাব প্রকাশ করা যায় আর কিছুতে বোধহয় যায়না।।
সবাইকে চিঠি দিবসের শুভেচ্ছা।।❤️
১' সেপ্টেম্বর।। 💌🤍