রাজন দ্যা রাজা- Rajon The Raja

রাজন দ্যা রাজা- Rajon The Raja Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রাজন দ্যা রাজা- Rajon The Raja, Digital creator, Rongdhonu, 73, Academy Road, Feni.

ভ্রমন বা ঘুরাঘুরি... এমন একটা দুনিয়া, একবার যদি কেউ অন্তর এ ধারন করে নেয় তবে, সম্ভবত সারাজীবন এটা তার নেশা হয়ে থাকে।
এখানে আমি আমার ভ্রমন সম্পর্কিত বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি, হয়তোবা বিরক্ত হবেন না।

বান্দরবান এমন একটা জায়গা, কিছু কিছু গহীন এ গেলে যেনো মনে হয়, এখানে ডায়নোসর থাকতেও পারে। কারন জায়গালো এতই "র" এবং গহীন ছি...
26/09/2025

বান্দরবান এমন একটা জায়গা, কিছু কিছু গহীন এ গেলে যেনো মনে হয়, এখানে ডায়নোসর থাকতেও পারে। কারন জায়গালো এতই "র" এবং গহীন ছিলো। ছিলো বলছি এই জন্য, কিছু কিছু জায়গায় পরে আর যাওয়া হয় নাই। এইখানে ছবির ল্যান্ডস্কেপ বাস্তব। শুধু হালজা এডিট আর ডায়নোসর টাকে আনা আনা হয়েছে।
ছবির প্লেসটার নাম জানতে ইচ্ছে হলে, কমেন্টে জানাবেন।

এই ছবিটা যখন তুলেছিলাম, তখনো আমাদের সবুজ পাহাড়ের অলংকার "জুম ঘর" গুলোতে থাকার অভিজ্ঞতা হয়নি। এরপরে অবশ্য সেই অভিজ্ঞতা হয়...
23/09/2025

এই ছবিটা যখন তুলেছিলাম, তখনো আমাদের সবুজ পাহাড়ের অলংকার "জুম ঘর" গুলোতে থাকার অভিজ্ঞতা হয়নি। এরপরে অবশ্য সেই অভিজ্ঞতা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখনকার সময়ে বানিজ্যিক ভাবে বানিয়ে ভাড়া দেওয়া জুম ঘর না, গভীর পাহাড়ের জুম ঘর।
সে যাই হোক এই জুম ঘর গুলা সবসময়ই আমার অন্যতম ভালোবাসার জায়গা।
রাংগামাটি। ২০১৫।

ফেনীর শুভপুর।নদীর নাম জানা নেই, বাংলাদেশ ভারত সিমান্ত সামনেই। #ফেনী
18/09/2025

ফেনীর শুভপুর।
নদীর নাম জানা নেই, বাংলাদেশ ভারত সিমান্ত সামনেই।
#ফেনী

জুম ঘর মানে শুধু বসবাস নয়—এটা পাহাড়ি মানুষের জীবনযাপন, তাদের সংস্কৃতি, প্রকৃতির সাথে মিশে থাকার এক অনন্য রূপ।এখানে খাওয়া...
17/09/2025

জুম ঘর মানে শুধু বসবাস নয়—এটা পাহাড়ি মানুষের জীবনযাপন, তাদের সংস্কৃতি, প্রকৃতির সাথে মিশে থাকার এক অনন্য রূপ।
এখানে খাওয়ার স্বাদ শুধু খাবারের কারণে নয়, প্রকৃতির শান্তি আর মানুষের সরলতার জন্যও আলাদা। 🏔️✨

যদি কখনো সুযোগ পান, অন্তত একবার জুম ঘরে বসে খাওয়ার অভিজ্ঞতা নিন—শুধু ছবি নয়, মনে থাকবে আজীবন।

সাথে করে এনেছে অসংখ্য সাবান, শ্যাম্পু, তেল। বাংলাদেশ যদি কোনদিন কোন টুর্নামেন্ট জিতে, কান কাডি কুত্তার লগে ভাত খামু, ১০০...
16/09/2025

সাথে করে এনেছে অসংখ্য সাবান, শ্যাম্পু, তেল। বাংলাদেশ যদি কোনদিন কোন টুর্নামেন্ট জিতে, কান কাডি কুত্তার লগে ভাত খামু, ১০০% শিউর। যদিও আমারে এটা জীবনে ও করতে হবে না জানি, তাই এই বাজি ধরলাম।

16/09/2025

বাংলাদেশ টিকটক টয়গারস (পিকনিক টিম) কয় উইকেট এ আর কত বল বাকি থাকতে হারবে???

অতীব প্রিয় ন্যাচারাল ড্রিংক।এখনকার সময়ে চাইলেই পাওয়া যায় না। থাকলেও অনেকসময় খেতে পারা যায় না।কোন আইডিয়া আছে, গ্লাসের এই ...
14/09/2025

অতীব প্রিয় ন্যাচারাল ড্রিংক।
এখনকার সময়ে চাইলেই পাওয়া যায় না। থাকলেও অনেকসময় খেতে পারা যায় না।
কোন আইডিয়া আছে, গ্লাসের এই ড্রিংকটা কি হতে পারে?

যাত্রাবিরতি তে চা খাওয়া হবে না, এমনটা হয় না। বিরতির মাঝে রেস্ট ও নিচ্ছিলাম, পাহাড় খেতে খেতে চা দেখছিলাম! হটাৎ এই ডায়নোসর...
13/09/2025

যাত্রাবিরতি তে চা খাওয়া হবে না, এমনটা হয় না। বিরতির মাঝে রেস্ট ও নিচ্ছিলাম, পাহাড় খেতে খেতে চা দেখছিলাম! হটাৎ এই ডায়নোসর হাজির!! এত কোটি বছর পর আসলো, চা অফার না করলে খারাপ দেখা যায়!! চা অফার করলাম, কিন্তু তিনি চা খাবেন না!

বাবা এবং কন্যা! এটা মহেশখালী যাওয়ার ঘাটে, কক্সবাজারে ৬ নম্বর ঘাট বলে সম্ভবত। ছবিটা হটাৎ কেনো তুলেছিলাম জানিনা, এখন মনে ন...
10/09/2025

বাবা এবং কন্যা!
এটা মহেশখালী যাওয়ার ঘাটে, কক্সবাজারে ৬ নম্বর ঘাট বলে সম্ভবত। ছবিটা হটাৎ কেনো তুলেছিলাম জানিনা, এখন মনে নাই। আর অরিজিনাল ছবিটাও নাই এখন। সেইদিন সন্ধ্যায় আমরা এই ঘাট থেকে সোনাদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।

⚡ ভাবুন তো, রাতের আকাশে হঠাৎ যদি কোটি বছর আগের প্রাণীকে উড়ে যেতে দেখেন…! 🌌আপনি দাঁড়িয়ে আছেন জুরাসিক যুগে। চারপাশে ঘন জঙ্...
09/09/2025

⚡ ভাবুন তো, রাতের আকাশে হঠাৎ যদি কোটি বছর আগের প্রাণীকে উড়ে যেতে দেখেন…! 🌌

আপনি দাঁড়িয়ে আছেন জুরাসিক যুগে। চারপাশে ঘন জঙ্গল, রহস্যময় রাত, হঠাৎ মাথার উপর বিশাল ডানার শব্দ—আকাশ কেটে উড়ে যাচ্ছে প্টেরোড্যাকটাইল 🦅।

🌍 এরা আসলে ডাইনোসর ছিল না, বরং তাদের সময়ের উড়ন্ত সরীসৃপ।
✨ এদের ডানা ছিল চামড়ার মতো ঝিল্লি, বাদুড়ের মতো।
✨ সবচেয়ে বড় প্টেরোসর ছিল কোয়েটজালকোয়াটলাস—যার ডানার বিস্তার ছিল প্রায় একটা ছোট প্লেনের সমান (১০–১১ মিটার)!
✨ এরা আকাশ থেকে শিকার দেখতো, হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলতো মাছ বা ছোট প্রাণী।

সেই সময়ে কোনো মানুষ ছিল না—শুধু প্রকৃতি আর এই ভয়ংকর প্রাণীদের আধিপত্য।

👉 যদি আজকের পৃথিবীতে হঠাৎ করে এমন দৃশ্য চোখে পড়তো, আপনার প্রতিক্রিয়া কী হতো—ভয় না বিস্ময়? 🤔
কমেন্টে লিখে জানান।

কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। পড়ন্ত বিকেল তখন, হটাৎ খেয়াল করলাম দুইজন বিদেশি ভদ্রলোক ঘুরঘুর করতেসিলো। জিজ্ঞেস করলাম সমস্যা ...
08/09/2025

কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। পড়ন্ত বিকেল তখন, হটাৎ খেয়াল করলাম দুইজন বিদেশি ভদ্রলোক ঘুরঘুর করতেসিলো। জিজ্ঞেস করলাম সমস্যা কি? আকারে ইংগিতে বুঝাইলো, আমার সাথে সেল্ফি নিতে চায়। এদের অনুরোধ রক্ষা করলাম। এর মধ্যে বামপাশের ভাইজান দেখলাম একটা রিমোট জাতীয় ডিভাইস নিয়ে ঘুরতেসে, মাঝখানে লাল একটা বাটন!
এদের কি কেউ চেনেন?
#

মেনকিউ পাড়াএই পাড়াতে প্রথম রাত। তখন কয়টা হবে? ঘড়ির কাটায় রাত প্রায় ১১টা ৩০। হঠাৎ মনটা চাইলো চা খেতে। কিন্তু কেউ মুখ ফুটে...
07/09/2025

মেনকিউ পাড়া

এই পাড়াতে প্রথম রাত। তখন কয়টা হবে? ঘড়ির কাটায় রাত প্রায় ১১টা ৩০। হঠাৎ মনটা চাইলো চা খেতে। কিন্তু কেউ মুখ ফুটে বলতেও পারছিলো না—কারণ, রাত তো অনেকটা গভীর হয়ে গেছে।
তবুও কি মনে করে আমি বললাম আমাদের সেই দাদা’কে—যিনি আমাদের এই পাড়ায় নিয়ে এসেছিলেন—
“দাদা, চা খেতে ইচ্ছে করছে।”

তিনি হেসে একেবারে নিশ্চিন্ত ভঙ্গিতে বললেন,
“হবে চা।”

আমরা তখন যেনো আনন্দে উচ্ছ্বসিত। একেবারেই অপ্রত্যাশিত এক চায়ের আয়োজন!

কিছুক্ষণ পর যখন চা এলো, তখন দৃশ্যটা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। পেয়ালা ভর্তি চা! মানে, সত্যিকারের এক এক পেয়ালা! আমি অবাক হয়ে দাদাকে বললাম,
“দাদা, তাই বলে এত চা?”

দাদা হেসে এমন এক আন্তরিক ভঙ্গিতে উত্তর দিলো—
“আপনারা মেহমান আমাদের। এটা কি দোকান নাকি যে ছোট কাপে দিবো?”

কথাগুলো শুনে মনে হলো, এর চেয়ে বড়ো সম্মান আর হতে পারে না। এরপর আর কোনো কথা চলে না। সেই এক পেয়ালা চা শুধু গিললাম না—সাথে পুরো রাতের ঘুমও গিলে ফেললাম!

পরদিন যখন এই পাড়া থেকে বিদায় নিচ্ছি, তখন আরেক যন্ত্রণার মধ্যে পড়লাম। বিদায়ের আগে টাকা দিতে চাইলে তারা কোনো টাকাই নিলো না। অনেক জোর-জবরদস্তির পর কেবল ডিমের দামটা দিতে পেরেছিলাম—কারণ, আগের রাতে আমরা ডিম দিয়ে খিচুড়ি খেয়েছিলাম।

এই আন্তরিকতা—এই উষ্ণ ভালোবাসা—মনে থাকবে সবসময়।
আর হ্যাঁ, যেই দাদার কথা বলছিলাম, তার নাম ছিলো রেম্পং। তখন সে সদ্য এসএসসি পরীক্ষা দিয়ে অবসর সময় কাটাচ্ছিলো।
২০১৮
#বান্দরবান

Address

Rongdhonu, 73, Academy Road
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজন দ্যা রাজা- Rajon The Raja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share