ফেনীর তাজাখবর

ফেনীর তাজাখবর আচ্ছালামুয়ালাইকুম।
সত্য ন্যায়ের সন্ধানে সব সময় সবার আগে।

মহিপালে অ*জ্ঞা*ন হয়ে পড়ে থাকা ব্যক্তিটি হাসপাতালে মা*রা গেছে।গতকাল বিকেল চারটার দিকে ফেনীর মহিপাল সুগন্ধা বাস স্ট্যান্...
14/09/2025

মহিপালে অ*জ্ঞা*ন হয়ে পড়ে থাকা ব্যক্তিটি হাসপাতালে মা*রা গেছে।

গতকাল বিকেল চারটার দিকে ফেনীর মহিপাল সুগন্ধা বাস স্ট্যান্ডে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ছবির এই ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়।
প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছিল তাকে অজ্ঞান পার্টি কিছু খাইয়ে দিয়েছিল।
অসুস্থ সেই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটু আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন।
তবে নি*হ*ত ব্যক্তির পরিচয় বা ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি।
নিউজটি শেয়ার করে মৃ*ত ব্যক্তির পরিবারকে তার খবর পেতে সহযোগিতা করুন।

গতকালকে অটোরিক্সা ছিনতাই এর ঘটনায় ফেনী ডিবি কর্তৃক মামলা হবার ২৪ ঘন্টার মধ্যে অটোরিক্সা ছিনতাই চক্রের ৬ আসামিকে গ্রেফতা...
07/09/2025

গতকালকে অটোরিক্সা ছিনতাই এর ঘটনায় ফেনী ডিবি কর্তৃক মামলা হবার ২৪ ঘন্টার মধ্যে অটোরিক্সা ছিনতাই চক্রের ৬ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং অটো রিক্সার খন্ডিত অংশ উদ্ধার করেছে।

05/09/2025

ফেনীতে এক গৃহবধূর রহস্যজনক মৃ/ত্যু...

ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পূর্ব সোনাপুর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে পূর্ব সোনাপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি।

জানাগেছে, শুক্রবার সকাল ৯টার দিকে ফেনী সদরের কাজীরবাগ ইউনিয়নের পূর্ব সোনাপুর থেকে ফাতেমা তামান্না (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের পণ্ডিত বাড়ির আবদুল্লাহ আল রোমনের স্ত্রী। গত ৬ ফেব্রুয়ারি পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়।

রোমনের বাবা বেলাল হোসেনের দাবি, নিজকক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ তামান্না।
পরিকল্পিত হত্যার অভিযোগ এনে, থানায় মামলা করেছে নিহতের ভাই।

ফেনী থানার উপ পরিদর্শক ওমর ফারুক বলেন, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারন জানাযাবে।

পোষ্ট টি শেয়ার করুন প্লিজফেনী সদর হাসপাতালে অচেতন অবস্থায় মহিলা পরিবারের সন্ধান করুন!গত বুধবার রাত থেকে ফেনী সদর হাসপাতা...
28/08/2025

পোষ্ট টি শেয়ার করুন প্লিজ

ফেনী সদর হাসপাতালে অচেতন অবস্থায় মহিলা পরিবারের সন্ধান করুন!
গত বুধবার রাত থেকে ফেনী সদর হাসপাতালের নতুন ভবনের ৬ তলার বারান্দায় কে বা কারা এই মহিলা কে অচেতন অবস্থায় রেখে চলে যায়। এখন পর্যন্ত মহিলার পরিবারের সন্ধান পাওয়া যায়নি। অচেতন মহিলা কোনো কথা বলতে পারছেনা নাম পরিচয় কিছুই বলতে পারছেনা ।পরিবারের সন্ধান পেতে সহযোগিতা করুন।কারো পরিচিত মনে হলে ফেনী সদর হাসপাতালের নতুন ভবনের ৬তলার বারান্দায় গিয়ে রোগীর খোঁজ নিন
অসহায় ও মানবিকতার জন্য সহযোগিতা করুন।

ফেনীর আল কেমী হাসপাতালে এক গ*র্ভ*ব*তী নারীকে সিজারিয়ান অপা*রেশনের পর পেটে গ*জ কাপড় রেখেই সেলাই করে দিয়েছেন ডাঃ তাসলিমা...
28/08/2025

ফেনীর আল কেমী হাসপাতালে এক গ*র্ভ*ব*তী নারীকে সিজারিয়ান অপা*রেশনের পর পেটে গ*জ কাপড় রেখেই সেলাই করে দিয়েছেন ডাঃ তাসলিমা আক্তার।

ভুক্তভোগির পরিবার জানায়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আলকেমী হাসপাতালে নিয়ে আসা হলে তাসলিমা গর্ভ*বতীর সিজার করেন। কিন্তু পেটের ভিতরে গ*জ কাপড় রেখে সেলাই করায় ঐ নারী দীর্ঘ ৭ মাস ধরে পেট ব্যা*থায় অ*সহ্য য*ন্ত্রণায় ভুগছিলেন।

পরবর্তীতে ২৮ অগাস্ট ফেনী আল বারাকা হাসপাতালে পুনরায় অ*স্ত্রোপচারের মাধ্যমে গ*জ কাপড়টি বের করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগি আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে।

আগামী জাতীয় নির্বাচনে ফেনীর কোনো আসন থেকে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইস...
26/08/2025

আগামী জাতীয় নির্বাচনে ফেনীর কোনো আসন থেকে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম।

সোমবার (২৫ আগস্ট) পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

তারিকুল বলেন, ‘আজকে সবার সামনে স্পষ্টভাবে ঘোষণা করছি, আমি এই মুহূর্তে কোনো আসনের প্রার্থী নই। বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধি হওয়ার কোনো স্বপ্ন আমার নেই। আমার কাছে রাজনীতি মানে ক্ষমতার লোভ নয়, বরং মানুষের অধিকার, দুঃখ-কষ্ট এবং দাবিগুলো তুলে ধরা। আমার পাশে যারা শুভাকাঙ্ক্ষী কর্মী আছেন, তাদের কষ্ট-দুর্দশার কথা বলাই আমার রাজনীতি।’

তিনি বলেন, ‘হ্যাঁ, ফেনীর দুই আসনের দিকে আমার বিশেষ নজর ছিল। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ফেনী-২ আসনে আমি কোনো নির্বাচন করব না। এই আসনে মানুষের রায়, অভিজ্ঞতা ও ইতিহাস রয়েছে। এখন সময় এসেছে রাজনীতির চর্চা পাল্টানোর। এখানে আমার প্রবীণ রাজনৈতিক নেতারা যদি প্রার্থী হন, আমি প্রতিদ্বন্দ্বিতা নয়—সহযোগিতা করব। কারণ ফেনীকে এগিয়ে নিতে আমাদের সবার ঐক্য দরকার।’

তারিকুল আরও বলেন, ‘অতীতে আমি ফেনী-১ আসনে ২০১৮ সালে সংসদ নির্বাচন করেছি, ২০১৪ সালে ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম, ঢাকায়ও সংসদ নির্বাচন করেছি। ২০২১ সালে ফেনীতে মেয়র নির্বাচনে অংশ নিয়েছি। আমার মনে হয়, আল্লাহপাক আমাকে যথেষ্ট দিয়েছেন, সম্মানও দিয়েছেন। এখন আমার একমাত্র লক্ষ্য মানুষের জন্য কাজ করা। আমি এমপি বা মন্ত্রী না হলেও মানুষের কল্যাণে কাজ করার তৃপ্তি সবচেয়ে বড় পাওয়া।’

22/08/2025

আহারে মৃত্যু কতটা নির্মম।

কুমিল্লার সদর দক্ষিণে ট্রাক, প্রাইভেটকার ও সিএনজির সাথে ত্রিমূখী সংঘর্ষ, স্বামী স্ত্রী সন্তান সহ একই পরিবারের চারজন নিহত।
আল্লাহপাক সবাইকে জান্নাত নসিব করুক,

22/08/2025
একই পরিবারের চারজন নিহত!!!কুমিল্লার-পদুয়ার বাজার প্রাইভেটকার ও ট্রাক সিএনজি  সাথে ত্রিমূখী সং'ঘ'র্ষে স্বামী -স্ত্রী ও সন...
22/08/2025

একই পরিবারের চারজন নিহত!!!

কুমিল্লার-পদুয়ার বাজার প্রাইভেটকার ও ট্রাক সিএনজি সাথে ত্রিমূখী সং'ঘ'র্ষে স্বামী -স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের চারজন নি'হত হয়েছে।

21/08/2025

আজ ফেনী ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা তাদের স্থায়ী ক্যাম্পাস করা সহ বিভিন্ন দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবরোধ করে আন্দোলন করেন,

থানায় জিডি করতে গিয়ে হেনস্তার শিকার ব্যবসায়ী।অভিযোগ তদন্ত ওসি সজল কান্তি দাস এর বিরুদ্ধে।
18/08/2025

থানায় জিডি করতে গিয়ে হেনস্তার শিকার ব্যবসায়ী।

অভিযোগ তদন্ত ওসি সজল কান্তি দাস এর বিরুদ্ধে।

Address

Mohipal
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when ফেনীর তাজাখবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফেনীর তাজাখবর:

Share