দৈনিক সোনাগাজীর কন্ঠ

দৈনিক সোনাগাজীর কন্ঠ ফেনী-সোনাগাজীর সব ধরনের তথ্য, খবর,সংবা

সোনাগাজী সদর ইউনিয়নে আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রন সভাকাওছার মাহমুদ,সোনাগাজী  প্রতিনিধি।সোনাগাজী সদর ইউনিয়নে এলাকাবাসীর আ...
26/10/2025

সোনাগাজী সদর ইউনিয়নে আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রন সভা

কাওছার মাহমুদ,সোনাগাজী প্রতিনিধি।
সোনাগাজী সদর ইউনিয়নে এলাকাবাসীর আয়োজনে শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রন সভা রবিবার সকালে হোছাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও অপরাধ) সাইফুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মোস্তফা, সোনাগাজী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নিতাই চরণ ভৌমিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বায়ক আবদুল্লাহ আল মামুন, সোনাগাজী বাজার বনিক সমিতির সভাপতি নুর নবী বিএসসি, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, ফেনী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক দাউদুল ইসলাম মিনার, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ, সদস্য সচিব ইমাম হোসেন পবির, যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন আলমগীর মেম্বার, উপজেলা খেলাফত আন্দোলন সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, উপজেলা ইসলামি আন্দোলনের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম শাকিল, সদর ইউনিয়ন জামায়াতের আমির নিজাম উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন।
আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রন সভায় সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

26/10/2025

চরছান্দিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক
প্রধান অতিথি শামসুদ্দিন খোকন চেয়ারম্যান এর বক্তব্য......

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গ্রামীণ সড়কের কাজ পরিদর্শনকাওছার মাহমুদ, সোনাগাজী প্রতিনিধিঃস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের...
26/10/2025

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গ্রামীণ সড়কের কাজ পরিদর্শন

কাওছার মাহমুদ, সোনাগাজী প্রতিনিধিঃ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ফেনীর নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক সোনাগাজীতে এলজিইডির অধীনে চলমান সড়কের কাজ পরিদর্শন করেন। রবিবার উপজেলার মতিগন্জ ইউনিয়ন ও আমিরাবাদ ইউনিয়নের দুটি সড়কের কাজ তিনি সরেজমিনে পরিদর্শন করেন।

একটি হচ্ছে রিয়াজ উদ্দিন মুন্সি জিসি টু সোনাপুর RHD ভায়া মানুমিয়ার হাট,আহাম্মদপুর। যার দৈর্ঘ ৭.৩ কিলোমিটার।এ সড়কটি এলজিইডির RCIP প্রকল্পের অর্থায়নে সোনাগাজী এলজিইডি বাস্তবায়ন করছে। অপরটি হচ্ছে মতিগন্জ টু সোনাপুর ভায়া সুলাখালী RHD সড়ক যা একই অধিদপ্তরের NFL প্রকল্পের অর্থায়নে সোনাগাজী এলজিইডি বাস্তবায়ন করছে বলে জানা যায়।

এসময় চলমান কাজের গুনগতমান যাচায়ের লক্ষ্যে রাস্তা থেকে কিছু অংশ কেটে এলজিইডি নির্ধারীত বিটুমিনের পরিমাণ জানার জন্য স্যাম্পল সংগ্রহ করেন। কোয়ালিটি সঠিক রেখে দ্রুত সময়ে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করতে তিনি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

নির্বাহী প্রকৌশলী সড়কগুলো পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা প্রকৌশলী মনির হোসেন।প্রকল্পের কনসালটেন্ট মাহবুবুর রহমান। সোনাগাজী উপসহকারী প্রকৌশলী নজমুল হুদা,রবিউল ইসলাম।আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের কারিগরি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

26/10/2025
25/10/2025

চরখন্দকার থেকে মিছিল নিয়ে কর্মী সম্মেলনে যোগদান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনাগাজী ৭নং সদর ইউনিয়নের কর্মী সম্মেলনের উদ্দেশ্যে ৯নং ওয়ার্ড চরখন্দকার থেকে বিএনপি নেতা রফিকুল ইসলাম বাদল,সাহাব উদ্দিন ও যুবদল নেতা সিরাজুল হক বাদশার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশ গ্রহণ করে, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোনাগাজীতে অভিভাবক সমাবেশসোনাগাজী প্রতিনিধিঃশিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ,পড়ালেখা ভীতি দূরত্ব ও উপস্থিতি নিশ্...
25/10/2025

সোনাগাজীতে অভিভাবক সমাবেশ

সোনাগাজী প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ,পড়ালেখা ভীতি দূরত্ব ও উপস্থিতি নিশ্চিতিকরণের লক্ষ্যে সোনাগাজী মুন্সি খুরশিদ আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোনাগাজী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোহসিন পাটোয়ারীর সঞ্চালনায় ও অধ্যক্ষ নিতাই চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে সোনাগাজী সদর ইউনিয়নে মুন্সী খুরশিদ আলম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অবঃ কাস্টমস কমিশনার এনামুল হক এনাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিসিএটেক এর ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মনজুর হোসেন বাবর,সাবেক ছাত্রদল নেতা ও বিটিভি প্রোগ্রাম উপস্থাপক মোরশেদ আলম প্রিন্স, ফেনী জেলা যুবদল নেতা সিরাজুল হক বিএ,দাতা সদস্য গোলাম আজম প্রমুখ।

এতে স্থানীয় গন্যমান্যব্যক্তিসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশে উপস্থিত সকলের সম্মতিক্রমে অবঃ কাস্টমস কর্মকর্তা এনামুল হককে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

আগামীকাল শনিবার সোনাগাজী পৌরসভা সহ কিছু এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ।
24/10/2025

আগামীকাল শনিবার সোনাগাজী পৌরসভা সহ কিছু এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ।

"ফেনী ডিসি কাপ ফুটবলে চরম অব্যবস্থাপনা!সোনাগাজী বনাম ফুলগাজী ম্যাচে সোনাগাজী উপজেলা দল ৪-২ গোলে জয় লাভ করে।কিন্তু ম্যাচে...
23/10/2025

"ফেনী ডিসি কাপ ফুটবলে চরম অব্যবস্থাপনা!

সোনাগাজী বনাম ফুলগাজী ম্যাচে সোনাগাজী উপজেলা দল ৪-২ গোলে জয় লাভ করে।
কিন্তু ম্যাচের ফলাফল ঘোষণার পরও প্রশাসনিক কর্মকর্তারা মাঠ ত্যাগের আগেই ফেনী সদর উপজেলা দল মাঠে প্রবেশ করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে!

"ফেনী সদরের টিম ম্যানেজার কফিল উদ্দিন মামুন এর নেতৃত্বে সদর দলের খেলোয়াড় ও সমর্থকরা এবং বহিরাগতদের টোকাইদের এনে সোনাগাজীর দর্শক ও সমর্থকদের উপর হামলা চালায়।
" তারা হুমকি দেয় — “ফাইনালে দেখে নেবো!”
" এক পর্যায়ে সোনাগাজীর সমর্থকদের বহনকারী একাধিক বাসে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়, রেলগেইট এলাকায় বাস আটকে দেওয়া হয় এবং ট্রাংক রোডে সাধারণ দর্শকদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমনকি ফেনী সদরের একজন খেলোয়াড় সোনাগাজী উপজেলার ইউএনও স্যারের সাথেও অসৌজন্যমূলক আচরণ করে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়!

সোনাগাজীর খেলোয়াড় ও সোনাগাজীর দর্শকবৃন্দ বলেন "আমরা দাবি জানাচ্ছি —
" কফিল উদ্দিন মামুনসহ ফেনী সদরের ও অসভ্য খেলোয়াড়দের অবিলম্বে বহিষ্কার করতে হবে!
" ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে জেলা প্রশাসন ও আয়োজক কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

#ফেনী #জেলা #খেলা #সোনাগাজী #সোনাগাজী

সোনাগাজীতে চিকিৎসকের ঘরে ডাকাতির ঘটনায় নুর উদ্দিন শামিম নামে এক যুবক গ্রেফতার। সে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্র...
22/10/2025

সোনাগাজীতে চিকিৎসকের ঘরে ডাকাতির ঘটনায় নুর উদ্দিন শামিম নামে এক যুবক গ্রেফতার। সে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

ডিসি কাপ ফুটবলে চরম বিশৃঙ্খলা সোনাগাজী বনাম ফুলগাজী মধ্যকার খেলায় সোনাগাজী ০৪ আর ফুলগাজী ০২ ফলাফল শেষে।ফেনী সদরের টিম সো...
22/10/2025

ডিসি কাপ ফুটবলে চরম বিশৃঙ্খলা

সোনাগাজী বনাম ফুলগাজী মধ্যকার খেলায় সোনাগাজী ০৪ আর ফুলগাজী ০২ ফলাফল শেষে।ফেনী সদরের টিম সোনাগাজী উপজেলার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে। এক পর্যায় সোনাগাজীর সমর্থকদের বহন করা কয়োকটি বাসে হামলা ও গাড়ি ভাঙচুর করে। রেল গেইট এলাকার গাড়িগুলোকে আটকে ইট পাটকেল মারতে থাকে।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার শুরুতে সদরের টিম ম্যনাজার কপিল উদ্দিন মামুন তার টিমকে নিয়ে মাঠ নেমে পড়ে। তার নেতৃত্বে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মামুন পরিস্থিতি স্বাভাবিক না করে উল্টো সে নিজেই মারধরে জড়িয়ে পড়ে। এডিসি জেনারেল ইসমাইল হোসেন কপিল উদ্দিন মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালে মাঠ স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে।

বিজ্ঞাপন.....আগামীকাল  ২৩ শে অক্টোবর রোজ বৃহস্পতিবার বিকাল তিনটায় ৮ নং আমিরাবাদ ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল হোক ও ...
22/10/2025

বিজ্ঞাপন.....

আগামীকাল ২৩ শে অক্টোবর রোজ বৃহস্পতিবার বিকাল তিনটায় ৮ নং আমিরাবাদ ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল হোক ও সার্থক হোক।
স্থান --আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় এর মাঠে।

সৌজন্যে ---
আব্দুল আউয়াল সজিব
সাধারণ সম্পাদক - সোনাগাজী উপজেলা মৎসজীবি দল।

Address

Feni
3930

Telephone

+8801961715479

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক সোনাগাজীর কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক সোনাগাজীর কন্ঠ:

Share