26/10/2025
সোনাগাজী সদর ইউনিয়নে আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রন সভা
কাওছার মাহমুদ,সোনাগাজী প্রতিনিধি।
সোনাগাজী সদর ইউনিয়নে এলাকাবাসীর আয়োজনে শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রন সভা রবিবার সকালে হোছাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও অপরাধ) সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মোস্তফা, সোনাগাজী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নিতাই চরণ ভৌমিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বায়ক আবদুল্লাহ আল মামুন, সোনাগাজী বাজার বনিক সমিতির সভাপতি নুর নবী বিএসসি, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, ফেনী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক দাউদুল ইসলাম মিনার, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ, সদস্য সচিব ইমাম হোসেন পবির, যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন আলমগীর মেম্বার, উপজেলা খেলাফত আন্দোলন সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, উপজেলা ইসলামি আন্দোলনের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম শাকিল, সদর ইউনিয়ন জামায়াতের আমির নিজাম উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন।
আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রন সভায় সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।