01/08/2025
সোনাগাজীতে এনইএসডিএফ এর পক্ষ থেকে
এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সোনাগাজী উপজেলার উত্তর চরছান্দিয়া এডুকেশন এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (এনইএসডিএফ) এর পক্ষ থেকে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (১আগষ্ট) বিকালে সোনাগাজী পৌর শহরের একটি রেষ্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উত্তর চরছান্দিয়া এডুকেশন সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (এনইএসডিএফ) এর সভাপতি ও বাংলাদেশ বিজ্ঞান- শিল্প গবেষণা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল ইসলাম তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী মো. ছাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ হানিফ, আতরবানু জামে মসজিদের খতিব নজরুল ইসলাম, বাদশা মিয়া ভূঞা জামে মসজিদের খতিব আবুল কাশেম, চৌধুরী পুকুর পাড় জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, হামিদিয়া জামে মসজিদের খতিব নজরুল ইসলাম। বক্তব্য রাখেন এনইএসডিএফ এর সহ-সভাপতি ও ডেপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক নুরুল আফসার, সাংগঠনিক সম্পাদক আশিকুল হক আনন্দ, অভিভাবক এমদাদ হোসেন, সাজনিন আক্তার, কৃতি শিক্ষার্থী মারুফ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনইএসডিএফ এর সাধারণ সম্পাদক সাউথ ইস্ট ব্যাংক কর্মকর্তা মো. আব্দুল হাই ও যুগ্ম সাধারণ সম্পাদক এনআরবিসি ব্যাংক কর্মকর্তা মাইন উদ্দিন দিদার।
সংবর্ধনা অনুষ্ঠানে উত্তর চরছান্দিয়া গ্রামের অধিবাসী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ ৩৫জন শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। একই সাথে সোনাগাজী পৌরশহরের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উত্তর চরচান্দিয়া গ্রামের ৫টি জামে মসজিদের খতিবদের সংবর্ধিত করা হয়।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থীরা বলেন, এনইএসডিএফ আমাদের মেধাকে সন্মান জানিয়েছেন, আমাদেরকে উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহী করেছে। উন্নত ক্যারিয়ার গঠনে এই সংবর্ধনা অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকবৃন্দও উপস্থিত থেকে সংবর্ধনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে। কয়েকজন অভিভাবক বলেন, আমাদের ছেলেমেয়েদের পড়াশোনায় উৎসাহিত করতে চমৎকার এই আয়োজনকারীদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সংবর্ধনা অনুষ্ঠানে এনইএসডিএফ এর সকল কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, উত্তর চরছান্দিয়া গ্রামের শিক্ষার সার্বিক মানোন্নয়ের লক্ষ্যে এলাকার কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এর সংগঠনটি ২রা মে ২০২৫ যাত্রা শুরু করে।